Latest News

February 29, 2016

WB CM inaugurates renovated Bishop Lefroy Road

WB CM inaugurates renovated Bishop Lefroy Road

West Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the renovated pavement in front of the house of the renowned director, Satyajit Ray, on Bishop Lefroy Road, at 5 pm today. The portion of the pavement in front of the house has been decorated with paraphernalia, including posters of the master’s films.

This is part of Kolkata Municipal Corporation’s efforts towards the beautification of Kolkata.

Among the features, styled as showpieces, are benches along the compound wall of the house, antique-style lamp posts and advertisement posts with posters of Satyajit Ray’s films. The wall of the house has been painted light yellow, and the artefacts are in white. A big poster of Satyajit Ray is mounted on the wall of the compound. A statue of the maestro has also been placed there.

This beautiful spot would soon become a must-visit site both for tourists to the city as well as Kolkatans.

The salient points of the Chief Minister’s speech at the inauguration:

  • Bishop Lefroy Road has been adorned with posters of Satyajit Ray.
  • I request the Kolkata Municipal Corporation to rename Lee Road after Satyajit Ray.
  • I would also request for a nice statue of Satyajit Ray to be put up at an appropriate place in the days to come.
  • More such projects are needed to preserve and uphold our memories.
  • Today is not the day to utter much, but to contemplate the greatness of the person in silent admiration.
  • Bengal is the cultural capital of the world.

 

নবআঙ্গিকে বিশপ লেফ্রয় রোডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ বিশ্ববরেণ্য সত্যজি९ রায়ের বাসভবনের সম্মুখে নবআঙ্গিকে বিশপ লেফ্রয় রোডের উদ্বোধন করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, বিশিষ্ট চলচ্চিত্রকার সন্দীপ রায়।

শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য কলকাতা পুরসভা একটি অভিনব উদ্যোগ নিয়েছে। বিশপ লেফ্রয় রোড কলকাতার এই বিশেষ রাস্তাটির ‘ফুটপাথ’ সেজে উঠছে সত্যজিৎ রায়ের বিভিন্ন ছবি দিয়ে।

পরিকল্পনা অনুযায়ী গোটা রাস্তায় বিশেষ ভাবে সজ্জিত বেশ কিছু ‘লাইট পোস্ট’ লাগানোর হয়েছে যেগুলির গায়ে থাকবে সত্যজি९ রায়ের ছবি। শুধু তাই নয় দুই দিকের দেয়ালে থাকবে সত্যজি९ রায়ের নির্মিত বিভিন্ন চলচ্চিত্রের পোস্টার থেকে শুরু করে তার কাজের বিভিন্ন প্রতিলিপি। ছবি ছাড়াও এই রাস্তার উপরে বসানো হবে সত্যজি९ রায়ের একটি মূর্তি।

দেশ বিদেশের মানুষের কাছে কলকাতার এই স্থানটি পর্যটন মানচিত্রে জায়গা করে নেবে। আর কলকাতার সংস্কৃতিপ্রেমী মানুষের কাছে এটা বড় পাওনা সেই কথা বলাই বাহুল্য।

মুখ্যমন্ত্রীর বক্তব্যর কিছু বিষয়ঃ

  • সত্যজিৎ রায়ের বিভিন্ন ছবির পোস্টার দিয়ে সাজানো হয়েছে এই রাস্তা
  • লি রোডের নাম বদল করে তা ‘সত্যজিৎ ধরণী’ করার জন্য আমি কলকাতা পুরসভাকে অনুরোধ করছি
  • আগামী দিনে সত্যজিৎ নামাঙ্কিত ভাস্কর্য থাকবে এই রাস্তায়
  • আমাদের স্মৃতির স্মরণিকে আরও অক্ষয় অমর করে তোলার জন্য এই ধরনের কাজ আরও প্রয়োজন
  • আজ কথা বলার দিন নয়, আজ উপলব্ধি করার দিন। আজ গর্বের দিন, কিছু গর্ব যা চিরস্থায়ী
  • বাংলাই সারা বিশ্বের সংস্কৃতির রাজধানী