April 27, 2018
Developmental activities taken up in Malda

Over the last six-and-a-half years, the Trinamool Congress Government has undertaken large-scale developmental activities in the district of Malda.
Tabulated below are the important developments:
Uttrakanya
For people to better access the government for its services, the government set up a secretariat for the districts of north Bengal – Dakshinkanya. Besides offices of the State Government, the secretariat also houses officials of pension, provident fund and group insurance. As a result of the opening of Dakshinkanya, people of the region no longer have to run to Kolkata for accessing most government services.
Health and Family Welfare
Multi/Super-speciality hospital: 1 set up in Chanchal
Fair-price medicine shops: 5 set up in Malda, Chanchal, Kaliachak, Manikchak and Bedrabad; buying from these fair-price shops has resulted in more than 14.44 lakh people getting discounts of more than Rs 19.08 crore
Fair-price diagnostic centre: 3 set up at Malda Medical College and Hospital
SNSU: 18 sick newborn stabilisation units set up in Chanchal, Bamangola, Harishchandrapur, Kachu Pukur (RN Roy Rural Hospital), Maltipur, Milki, Maulpur, Silampur, Hatimari, Manikchak, Bangitola, Bedrabad, Ratua, Araidanga, Mashaldabazar, Sujapur, Golapganj and Gajol)
SNCU: 2 sick newborn care units set up in Malda and Chanchal
CCU/HDU: 2 critical care unit set up in Malda and Chanchal
MCH: Mother and Child Hub being set up at Malda Medical College and Hospital
Swasthya Sathi: About 2.51 lakh people enrolled
Sishu Sathi: More than 784 children successfully operated on
Education
University: At Gour Banga University, post-graduate courses in Library and Information Science, Law (LLM) and Physiology started, and Pandit Bidhushekhar Shastri Central Library and Acharya Benoy Kumar Sarkar Kala Bhavan built
College: Government college built in Manikchak
ITI: 6 set up in Chanchal-2, Kaliachak-3, Harishchandrapur-1, Chanchal-1, Old Malda and Manikchak blocks
Polytechnic colleges: 2 set up in Ratua and Kaliachak
Utkarsh Bangla: More than 12,000 youths being given skills training
Sabooj Sathi: More than 2.86 lakh school children given bicycles
Upgrading of schools: About 90 Madhyamik schools upgraded to Higher Secondary
Mid-Day Meals: Mid-day meals being given in all schools, which has markedly improved attendance
Toilets: Separate toilets for boys and girls built in all schools
Land Reforms, Agriculture and Animal Resources Development
Nijo Griha Nijo Bhumi: More than 12,000 landless families handed over patta, and more than 2,500 agricultural and forest land patta handed over
Kisan Credit Cards: About 93% of eligible farmer families given KCCs
Kisan Mandi: 9 set up in Gajol, Chanchal, Harishchandrapur-1, Bamangola, Habibpur, Old Malda, Kaliachak-1 and Kaliachak-2 blocks, and Ratua-1 (in Samsi) blocks
Fruit cultivation and marketing: To popularise and sell more of Malda district’s famous mangoes, district administration set up stalls at festivals like Mango Festival in New Delhi, festivals at Shahid Minar and Milan Mela in Kolkata, and at Ramkeli Festival in Baroduari; area of pineapple framing increased in dry areas of Habibpur and Bamangola blocks, and grapes to be grown in these areas too
Hatchlings distributed: More than 14.72 lakh chicken and duck hatchlings distributed for rearing
Panchayats and Rural Development
MGNREGS (100 Days’ Work Scheme): From financial years 2015-16 to 2016-17, about 5.32 crore person-days created at an expenditure of more than Rs 1,116 crore
Rural housing: About 1.11 lakh people benefitted; on January 29, 2018, it was announced that 25,000 more people would be distributed houses under various schemes
Rural roads: About 640 km roads built under Grameen Sadak Yojana; on February 13, 2018, it was announced that 500 km more is being built/renovated
Samabyathi: About 8,981 people benefitted from this scheme
ODF: Under Mission Nirmal Bangla, to make the district open defecation-free (ODF), about 4.24 lakh toilets built, which is 100% of the target
Minorities’ Development
Scholarships: About 9.78 lakh students from minority communities given scholarships worth about Rs 232 crore
Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: Youths given loans worth about Rs 76 crore
IMDP & MSDP: About Rs 290 crore spent for various schemes under Integrated Minorities Development Programme and Multi-sectoral Development Programme – more than 5,590 health sub-centres, additional classrooms, anganwadi centres, houses, etc.
Karmatirtha: 30 Karmatirthas being built to increase employment of local people
Backward Classes Welfare Department
Shikshashree: More than 2.56 lakh students have received scholarships under the scheme
SC/ST/OBC certificates: More than 3.26 lakh people handed over SC/ST/OBC certificates
Women and Child Development and Social Welfare
Kanyashree: More than 2.19 lakh girls brought under the ambit of the Kanyashree Scheme
Food security
Khadya Sathi: As part of the scheme, about 100% of the eligible population of Malda (more than 44.18 lakh) being given foodgrains at Rs 2 per kg (or at half the market price)
PWD and Transport
Projects completed: PWD Department has completed more than 98 projects like roads, bridges, etc. by investing about Rs 483 crore
Bridges: Built over Haria river in Bamangola district; approach roads built for bridge over Pagla river and for accessing Manikchakghat
Roads: About 475 km of roads built/renovated/widened, among which the important ones are Paharpur-Swarupganj road, Maltipur-Chandrapara road and Kaliachak-Gopalganj road
Airport: Malda Airport being built to improve regional connectivity
Baitarani: As part of Baitarani Scheme, 10 burning ghats being renovated, 1 electric crematorium being built
Gatidhara: Through Gatidhara Scheme, about 205 youths managed to buy vehicles for commercial use
Traffic awareness programmes: Safe Drive Save Life and Slow Drive Save Life traffic awareness programmes have reduced accidents by a significant number
Power – Non-renewable and Renewable Energy
Sabar Ghare Alo: Through implementation of Sabar Ghare Alo Scheme, about 100% rural electrification achieved
Power station: 33/11 kV power sub0station built at Bhaluka in Harishchandrapur-2 block
Irrigation
Dams repaired: About 220 km of dams repaired
Public Health Engineering
Projects completed: Public Health Engineering Department has completed 28 projects at a cost of about Rs 69 crore
Forest and Tourism
Sabujshree: Saplings given to more than 98,000 newborns (as per the scheme, after crossing 18 years of age, the tree will be sold and the student’s education funded out of that money)
Tourism: Murshidabad-Malda-Nadia Tourism Circuit coming up; ongoing projects – light-and-sound shows at the historical spots of Adina and Pandua, archaeological museum at Jagjivanpur Buddhist vihara
Labour
Samajik Suraksha Yojana: 7.11 lakh workers from the unorganised sector documented – of these, about 3.37 lakh beneficiaries have received benefits to the tune of more than Rs 206 crore
Yuvashree: About 6,000 youths given allowances under this scheme
Self-Help Group and Self-Employment
Anandadhara: About 39,000 self-help groups (SHG) set up
Swami Vivekananda Swanirbhar Karmasuchi Prakalpa: About 10,000 ventures approved, for which a total grant of about Rs 50 crore given
Information and Culture
Lokprasar Prakalpa: More than 3,700 folk artistes getting retainer fee and pension
Rabindra Bhavan: Rabindra Bhavan in Malda being renovated
Housing
For the economically disadvantaged: About 13,000 people benefitted as part of Gitanjali and other schemes
Pathasathi: 3 Pathasathi motels set up for travellers (also resulting in employment for local people) in Old Malda block
Youth Affairs and Sports
Funds for clubs: More than 360 clubs given more than Rs 9.82 crore for promoting sports
Sporting infrastructure: 48 multi-gyms and 10 mini-indoor stadiums built at a cost of Rs 3.22 crore approximately; Malda DSA Stadium and Brindabani Maidan renovated; annual Uttarbanga Utsav celebrated in 8 districts of north Bengal, including Malda
North Bengal development
Some developments undertaken by North Bengal Development Department:
• Left bank of Fulahar river renovated
• Macadamised road from Sonari to Vidyanandapur in Chanchal block
• Central Bus Terminus in Malda town
Law and order
Police division: Malda Division created
Police station: Pukuria police station and English Bazar women’s police station created
মালদা জেলার উন্নয়ন – এক নজরে
রাজ্য ও অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে মালদা জেলায়।
উত্তরকন্যাঃ
- সমগ্র উত্তরবঙ্গের মানুষের সুবিধার্থে উত্তরবঙ্গে আমরা আগেই স্থাপন করেছি রাজ্য সরকারের শাখা সচিবালয় – ‘উত্তরকন্যা’। এখানে অন্যান্য বিভাগের সাথে সাথে পেনশন, ভবিষ্যনিধি এবং গ্রুপ ইনস্যুরেন্স অধিকর্তার একটি শাখা কার্যালয়ও চালু হয়ে গেছে। এর দরুন সমগ্র উত্তরবঙ্গের মানুষজনকে আজ আর সরকারি কাজের জন্য কোলকাতায় ছুটে যেতে হয় না। সরকারি কাজ ও পরিষেবা মানুষের কাছে আরও দ্রুততার সাথে পৌঁছে যাচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণঃ
- এই জেলার চাঁচলে গড়ে উঠেছে ১টি নতুন মাল্টি-সুপার স্পেসালিটি হাসপাতাল।
- মালদা, চাঁচল, কালিয়াচক, মানিকচক এবং বেদরাবাদ হাসপাতালে ৫টি ন্যায্য মূল্যের ঔষধের দোকান চালু হয়ে গেছে। জেলার এই সকল ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে ওষুধ কেনার ফলে, ১৪ লক্ষ ৪৪ হাজারেরও বেশি মানুষ, ১৯ কোটি ৮ লক্ষ টাকারও বেশি ছাড় পেয়েছেন।
- মালদা হাসপাতালে ৩টি ডায়াগনস্টিক পরিষেবা চালু হয়ে গেছে।
- এই জেলায় ১৮টি SNSU চালু হয়ে গেছে (চাঁচল, বামনগোলা, হরিশচন্দ্রপুর, আরএনরায়, মালতীপুর, মিলকি, মৌলপুর, সিলাম্পুর, হাতিমারি, মানিকচক, বাঙ্গিটোলা, বেদরাবাদ, রতুয়া, আড়াইডাঙ্গা, মশালদাবাজার, সুজাপুর, গোলাপগঞ্জ এবং গাজোল হাসপাতাল)।
- মালদা ও চাঁচল হাসপাতালে ২টি SNCU চালু হয়ে গেছে।
- মালদা ও চাঁচল হাসপাতালে হাসপাতালে ২টি CCU/HDU চালু হয়ে গেছে।
- মালদা হাসপাতালে গড়ে তোলা হচ্ছে ১টি Mother & Child Hub।
- ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পে এই জেলায় প্রায় ২ লক্ষ ৫১ হাজারেরও বেশি মানুষ নথিভুক্ত হয়েছেন।
- ‘শিশু সাথী’ প্রকল্পে এই জেলার ৭৮৪টিরও বেশি বাচ্চার সফল অস্ত্রোপচার করা হয়েছে
শিক্ষাঃ
- গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন সহ Library & Information Science, LLM ও Physiology-তে স্নাতোকত্তর স্তরের পাঠ্যক্রম চালু এবং পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী কেন্দ্রীয় গ্রন্থাগার এবং আচার্য বিনয় কুমার সরকার কলা ভবন নির্মাণ করা হয়েছে।
- এই জেলার মানিকচকে ১টি নতুন সরকারি কলেজ গড়ে তোলা হয়েছে।
- চাঁচল-২, কালিয়াচক-৩, হরিশচন্দ্রপুর-১, চাঁচল-১, ওল্ড মালদা, মানিকচকে ৬টি নতুন আইটিআই কলেজ নির্মাণ করা হয়েছে।
- রতুয়া ও কালিয়াচকে ২টি নতুন পলিটেকনিক কলেজ গড়ে তোলা হয়েছে।
- ‘উৎকর্ষ বাংলা’ কর্মসূচিতে, জেলার ১২ হাজারেরও বেশি যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
- এই জেলায়, ২ লক্ষ ৮৬ হাজারেরও বেশি ছাত্রছাত্রীকে ‘সবুজসাথী’ প্রকল্পে সাইকেল প্রদান করা হয়েছে।
- জেলায় গত সাড়ে ৬ বছরে ৯০টি মাধ্যমিক বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্তরে উন্নীত করা হয়েছে।
- সব স্কুলে মিড ডে মিল চলছে, যার ফলে পুষ্টি ও উপস্থিতির হার বেড়েছে এবং স্কুল-ছুট ছাত্রছাত্রীদের সংখ্যা কমেছে।
- প্রতিটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের জন্য পৃথক শৌচাগার নির্মিত হয়েছে।
ভূমি সংস্কার, কৃষি ও পশুপালনঃ
- জেলার ১২ হাজারেরও বেশি যোগ্য ভূমিহীন পরিবারের হাতে ‘নিজ গৃহ নিজ ভূমি’ প্রকল্পে পাট্টা তুলে দেওয়া হয়েছে। এছাড়া, ২৫০০রও বেশি কৃষি ও বনাধিকার পাট্টা প্রদান করা হয়েছে।
- এই জেলায় প্রায় ৯৩% কৃষক পরিবারকে কিষাণ ক্রেডিট কার্ডের আওতাভুক্ত করা হয়েছে। বাকিদেরও খুব দ্রুত কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে।
- এই জেলার গাজোল, চাঁচল, হরিশচন্দ্রপুর-১, বামনগোলা, হবিবপুর, ওল্ড মালদা, কালিয়াচক-১, কাল্যাচক-২, সামসিতে ৯টি কিষাণ মান্ডি গড়ে তোলা হয়েছে।
- রাজ্যের বাইরে মালদার আমের বিপণন বৃদ্ধির লক্ষ্যে এই বছর দিল্লীতে আম উৎসব, কলকাতার শহীদ মিনারে এবং মিলন মেলায়, মালদার বারোদুয়ারী, গৌড়ে অনুষ্ঠিত রামকেলি উৎসবে আম প্রদর্শনী ও বিক্রয়, আম প্রদর্শনী ও বিক্রয়, মালদা টাউন রেল স্টেশনে আম বিক্রির স্টল স্থাপন ইত্যাদি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
- মালদা জেলার হবিবপুর ও বামনগোলা ব্লকের শুষ্ক এলাকায় সাফল্যের সাথে আনারস চাষের এলাকা সম্প্রসারণ করা হয়েছে এবং পরীক্ষামূলক ভাবে আঙুর চাষের প্রকল্প গ্রহণ করা হয়েছে।
- জেলায় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর, ১৪ লক্ষ ৭২ হাজারেরও বেশি হাঁস ও মুরগীর বাচ্চা বিতরণ করেছে।
পঞ্চায়েত ও গ্রামোন্নয়নঃ
- এই জেলায় ১০০ দিনের কাজে, ১১১৬ কোটি টাকারও বেশি ব্যয় করে প্রায় ৫ কোটি ৩২ লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে।
- জেলার প্রায় ১ লক্ষ ১১ হাজার মানুষ গ্রামীণ আবাসন যোজনায় উপকৃত হয়েছেন।
- এই জেলার আরও প্রায় ২৫ হাজার জন উপভোক্তাকে বাড়ি তৈরির সহায়তা দেওয়া হয়েছে।
- জেলায় গ্রামীণ সড়ক যোজনায় প্রায় ৬৪০ কিমি রাস্তা নির্মিত হয়েছে।
- জেলায় গ্রামীণ সড়ক যোজনায় প্রায় ৫০০ কিমি রাস্তা নির্মাণ/সংস্কারের সূচনা করা হয়েছে।
- ‘সমব্যাথী’ প্রকল্পে জেলার প্রায় ৮ হাজার ৯৮১ জন উপকৃত হয়েছে।
- জেলায় ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পে, প্রায় ৪ লক্ষ ২৪ হাজার শৌচালয় নির্মাণ করা হয়েছে – যা লক্ষ্যমাত্রার ১০০%।
সংখ্যালঘু উন্নয়নঃ
- বিগত সাড়ে ৬ বছরে, এই জেলার প্রায় ৯ লক্ষ ৮৭ হাজার সংখ্যালঘু ছাত্রছাত্রীকে, প্রায় ২৩২ কোটি টাকা স্কলারশিপ দেওয়া হয়েছে।এছাড়া, স্বনির্ভরতার জন্য সংখ্যালঘু যুবক-যুবতীদের, প্রায় ৭৬ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।
- IMDP ও MSDP-তে, প্রায় ২৯০ কোটি টাকা ব্যয় করে সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়িত করা হয়েছে।
- এই দুটি প্রকল্পে জেলায় ৫৫৯০ হাজারেরও বেশি হেলথ সাব-সেন্টার, অতিরিক্ত শ্রেণী কক্ষ, অঙ্গনওয়ারী কেন্দ্র, বাসগৃহ ইত্যাদি গড়ে তোলা হয়েছে।
- এর মধ্যে, এই জেলায় ৩০ টি ‘কর্মতীর্থ’ গড়ে তোলা হচ্ছে।
অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়নঃ
- বিগত সাড়ে ৬ বছরে, এই জেলায় ২ লক্ষ ৫৬ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী ‘শিক্ষাশ্রী’ প্রকল্পে সহায়তা পেয়েছে।
- জেলায় বিগত সাড়ে ৬ বছরে, ৩ লক্ষ ২৬ হাজারেরও বেশি SC/ST/OBC Certificate প্রদান করা হয়েছে।
নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণঃ
- এই জেলায়, ২ লক্ষ ১৯ হাজারেরও বেশি ছাত্রী ‘কন্যাশ্রী’র আওতায় এসেছে।
খাদ্য সুরক্ষা কর্মসূচী-‘খাদ্য সাথী’ প্রকল্পঃ
• এই জেলায় ১০০% যোগ্য মানুষকে (প্রায় ৪৪ লক্ষ ১৮ হাজারেরও বেশি মানুষকে), ২/- টাকা কেজি দরে (অথবা বাজার দরের অর্ধেক দামে)খাদ্যশস্য দেওয়া হচ্ছে- যা জেলার জনসংখ্যার প্রায় ১০০%।
শিল্পঃ
- জেলায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ২০টি ক্লাস্টার গড়ে উঠেছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল- ১) ১৬টি MSME ক্লাস্টার ২) ২টি Handloom ক্লাস্টার ৩) ২টি খাদি ক্লাস্টার
পূর্ত ও পরিবহনঃ
- বিগত সাড়ে ৬ বছরে, এই জেলার পূর্ত দপ্তর ১৬৬টির বেশি রাস্তাঘাট, ব্রীজ ইত্যাদি প্রকল্প রূপায়ণের কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ৯৮ টিরও বেশী প্রকল্পের কাজ প্রায় ৪৮৩ কোটি টাকা ব্যয়ে ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। এর ফলে, প্রচুর মানুষ উপকৃত হয়েছেন। বাকী প্রকল্পের কাজ খুব শীঘ্রই সমাপ্ত হবে।
- বামনগোলায় হারিয়া নদীর ওপর পাকা সেতু গড়ে তোলা হয়েছে।
- পাগলা নদীর সেতুতে ওঠার রাস্তা ও মানিকচকঘাটে জাবার রাস্তার সংস্কার করা হয়েছে।
- জেলার সড়ক ব্যবস্থা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জেলায় বিগত সাড়ে ৬ বছরে, প্রায় ৪৭৫ কিমি রাস্তা নির্মাণ/পুননির্মান/সম্প্রসারন ও উন্নীতকরণের কাজ সম্পন্ন হয়েছে।এর মধ্যে উল্লেখযোগ্য হলঃ
• পাহাড়পুর-স্বরূপগঞ্জ রাস্তা,
• মালতিপুর– চন্দ্রপাড়া রাস্তা,
• কালিয়াচক-গোলাপগঞ্জ রাস্তা
- বৈতরণী প্রকল্পে, ১০টি শ্মশান-ঘাটের উন্নয়ন সহ ১টি বিদ্যুতের চুল্লি বসানোর কাজ চলছে।
- আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করে গড়ে তোলা হচ্ছে মালদা এয়ারপোর্ট।
- এই জেলার প্রায় ২০৫ জন যুবক-যুবতী গাড়ি কেনার ঋণ পেয়ে আত্মনির্ভর হয়েছেন
- হাতে নেওয়া হয়েছে, Safe Drive Save Life এবং Slow Drive Save Life কর্মসূচী। ফলে, উল্লেখযোগ্য ভাবে কমেছে দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা।
বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তিঃ
- সমগ্র জেলায় ‘সবার ঘরে আলো’ প্রকল্পে, ১০০% গ্রামীণ বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে।
- হরিশচন্দ্রপুর-২এর ভালুকায় নতুন ৩৩/১১ কেভি বিদ্যুৎ সাব-স্টেশন তৈরী হয়েছে
সেচঃ
- জেলার প্রায় ২২০ কিমি দৈর্ঘ্যের বাঁধ সংরক্ষণের কাজ সম্পন্ন হয়েছে।
জনস্বাস্থ্য কারিগরীঃ
- বিগত সাড়ে ৬ বছরে, ৬২টি জলপ্রল্পের কাজ শুরু হয়েছে, এর মধ্যে প্রায় ৬৯ কোটি টাকা ব্যয়ে ২৮ টির কাজ সমাপ্ত হয়েছে। এর ফলে জেলার প্রচুর মানুষ উপকৃত হচ্ছেন। বাকি জলপ্রকল্পগুলির কাজ শীঘ্রই সমাপ্ত হবে।
বন ও পর্যটনঃ
- ‘সবুজশ্রী’ প্রকল্পে, ৯৮ হাজারেরও বেশী সদ্যোজাত শিশুকে মূল্যবান গাছের চারা দেওয়া হয়েছে। ১৮ বছর উত্তীর্ণ হলে, গাছ বিক্রির টাকায় শিশুটির পড়াশোনা, বিয়ে ইত্যাদির খরচ মেটানো যাবে।
- গড়ে তোলা হচ্ছে মুর্শিদাবাদ-মালদা-নদীয়া ট্যুরিজম সার্কিট।
- হাতে নেওয়া হয়েছে আদিনা ও পান্ডুয়ার ঐতিহাসিক স্থানে আলো ও ধ্বনি প্রকল্প এবং জগজীবনপুর বৌদ্ধবিহারে একটি পুরাতাত্বিক মিউজিয়ামের কাজ।
শ্রমঃ
- এই জেলায় ‘সামাজিক সুরক্ষা যোজনা’য়, প্রায় ৭ লক্ষ ১১ হাজার অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক নথিভুক্ত হয়েছেন। এখনো পর্যন্ত, প্রায় ৩ লক্ষ ৩৭ লক্ষ, ২০৬ কোটি টাকারও বেশি সহয়তা পেয়েছেন।
- ‘যুবশ্রী’ প্রকল্পে, এই জেলার প্রায় ৬ হাজার যুবক-যুবতী উৎসাহ ভাতা পাচ্ছেন।
স্বনির্ভর দল ও স্বনিযুক্তি কর্মসুচীঃ
- ‘আনন্দধারা’ প্রকল্পে, প্রায় ৩৯ হাজার স্বনির্ভর দল গঠিত হয়েছে।
- বিগত সাড়ে ৬ বছর, ‘স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসূচী প্রকল্পে’, প্রায় ১০ হাজার উদ্যোগকে অনুমোদন দেওয়া হয়েছে এবং প্রায় ৫০ কোটি টাকা অনুদান প্রদান করা হয়েছে।
তথ্য ও সংস্কৃতিঃ
- এই জেলায় ৩ হাজার ৭০০-রও বেশী লোকশিল্পী, ‘লোকপ্রসার প্রকল্পে’ রিটেনার ফি ও পেনশন পাচ্ছেন।
- মালদা রবীন্দ্রভবনকে নবরূপে সাজিয়ে তোলা হচ্ছে।
আবাসনঃ
- জেলায় আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্যে গীতাঞ্জলী ও অন্যান্য প্রকল্পে প্রায় ১৩ হাজার মানুষ উপকৃত হয়েছেন।
- ভ্রমনার্থীদের সুবিধা এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের জন্য ওল্ড মালদাতে ১টি ‘পথসাথী’-মোটেল গড়ে তোলা হয়েছে।
ক্রীড়া ও যুব কল্যাণঃ
- ক্রীড়ার মান উন্নয়নে জেলায় ৩৬০টিরও বেশী ক্লাবকে ৯কোটি ৮২ লক্ষ টাকারও বেশী অর্থ সাহায্য করা হয়েছে।
- জেলায় প্রায় ৪৮টি মাল্টি জিম ১০টি মিনি ইন্ডোর স্টেডিয়াম, প্রায় ৩ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে।
- মালদা DSA স্টেডিয়াম ও বৃন্দাবনী ময়দান সংস্কার করা হয়েছে।
- মালদা সহ উত্তরবঙ্গের ৮টি জেলা জুড়ে নিয়মিত পালিত হচ্ছে বার্ষিক উত্তরবঙ্গ উৎসব
উত্তরবঙ্গ উন্নয়নঃ-
- উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বিভিন্ন উন্নয়নমূলক কাজের রুপায়ন করেছে। এর মধ্যে অন্যতম হলঃ-
• ফুলাহার নদীর বা পাসের বাঁধের রক্ষণাবেক্ষণ
• চাঁচল ব্লকের সোনারী থেকে বিদ্যানন্দপুর পর্যন্ত পিচের রাস্তা
• মালদায় সেন্ট্রাল বাস টার্মিনাস
আইন শৃঙ্খলাঃ
- গঠন করা হয়েছে নতুন মালদা বিভাগ।
- এই জেলায় স্থাপন করা হয়েছে নতুন পুকুরিয়া থানা ও ইংরেজবাজার মহিলা থানা।