Latest News

April 18, 2018

Agricultural credit and crop insurance

Agricultural credit and crop insurance

Agricultural credit and crop insurance play important roles in assuring the continuity of farming. Through adequate credit, a farmers furthers his goals, and insurance helps in overcoming difficulties that may arise in pursuance of those goals.

 

Agricultural credit

Agricultural credit, or investments in agriculture, helps in improving farmers’ incomes, and the Kisan Credit Card (KCC) is the instrument for acquiring that investment. The State Government is taking firm steps to improve credit disbursal and, through it, the financial inclusion of farmers. As such, the State-Level Bankers’ Committee (SLBC), comprising scheduled commercial banks, regional rural banks and cooperative banks, has decided to increase the average credit per KCC from the current Rs 42,000 to Rs 1 lakh.

During financial year (FY) 2017-18 (April to September), 9.2 lakh KCCs were issued against 8.5 lakh in the similar period the previous financial year, that is, 2016-17. The total outstanding amount against the total of 35.42 lakh KCCs was Rs 14,861.8 crore as on September 30, 2017, compared to Rs 12,193.56 crore extended against a total of 34.79 lakh KCCs on September 30, 2016.

Crop insurance

The crop insurance scheme, Bangla Fasal Bima Yojana (BFBY), is being implemented from kharif market season (KMS) 2016. The full farmers’ share of premium for all notified crops is being borne by the State Government in addition to its own share. There are two exceptions – sugarcane and potato – where 4.85 per cent of the farmers’ share is borne by the farmers themselves and the rest by the government.

Based on the success, BFBY has been implemented for all kharif market seasons and rabi market seasons (RMS) thereafter. The tendering process is on for KMS 2018.

The State Government has released the full farmers’ share and State’s share of the premium for KMS 2016 to the insurance companies and the same is at an advanced stage for RMS 2016-17. The coverage of farmers during KMS 2016 was almost three times that during KMS 2015. The advance premium has been released for KMS 2017as well.

With respect to crop losses, all interim claims for KMS 2016 and RMS 2016-17 have been released. For KMS 2017, district magistrates have issued notifications for crop losses caused by calamities that prevented sowing, and joint enquiries with insurance companies have been conducted in cases of natural calamities like localised storms, post-harvest losses, among others.

 

কৃষি ঋণ ও ফসল বীমা

২০১১ সালে ক্ষমতায় আসার সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার জোর দিয়েছে রাজ্যের কৃষিতে। কৃষির উন্নয়নের জন্য নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।

দেখে নেওয়া যাক, সরকারের নেওয়া কিছু পদক্ষেপ।

কিষাণ ক্রেডিট কার্ড

কিষাণ ক্রেডিট কার্ড কৃষি ঋণের ক্ষেত্রে ও কৃষকদের আয় বৃদ্ধিতে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজ্য সরকার তাই কৃষি ঋণ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই উদ্দেশ্যে রাজ্য সরকারের ব্যাঙ্কের কমিটি, যার মধ্যে তালিকাভুক্ত বেসরকারি ব্যাঙ্ক, গ্রামীণ ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক এবং ফসল বীমা কোম্পানিগুলি কাজ করে চলেছে। এই ব্যাঙ্কগুলি সরকারের সঙ্গে সহযোগিতায় ২০১৭ সালের মে জুন মাসে চার দিনের কিষাণ ক্রেডিট কার্ড দিবস পালন করে খারিফ মরশুমে সমস্ত ব্যাঙ্কের সমস্ত শাখায়।

বিশেষ কর্মসূচী নেওয়া হয়েছিল পুরুলিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় যেখানে সদর দপ্তরের আধিকারিকরা প্রত্যন্ত ব্লকে যায়। রাজ্য সরকারের ব্যাঙ্কের কমিটি তাদের ১৩৮তম বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে এই কিষাণ ক্রেডিট কার্ডে ঋণের পরিমান বাড়ানো। আগে যা ছিল ৪২ হাজার টাকা, তা বাড়িয়ে ১ লক্ষ করা হয়েছে।

২০১৭-১৮ (এপ্রিল-সেপ্টেম্বর) ৯.২ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড বিলি করা হয় যা এই একই সময়ে গত বছরে ছিল ৮.৫ লক্ষ। ৩৫.৪২ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ডের বিনিময়ে ১৪৮৬০ কোটি টাকা বাকি আছে ৩০সে সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত। ৩০ সে সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত ৩৪.৭৯ লক্ষ কার্ডের জন্য ছিল ১২১৯৩.৫৬ কোটি টাকা।

 

ফসল বীমা

২০১৬ খারিফ মরশুম থেকে বাংলা ফসল বীমা যোজনা শুরু করা হয়। এ রাজ্যে একমাত্র আখ ও আলুর চাষের বীমার প্রিমিয়াম যা মাত্র ৪.৮৫ শতাংশ, অন্য সমস্ত ফসলের বীমার পুরো প্রিমিয়াম সরকার দিয়ে থাকে। এ ছাড়া চাষের প্রক্রিয়া চয়ালাকালিন কোনও ভাবে ফসল নষ্ট হলেও চাষিরা বীমার রাশি পেয়ে থাকেন নথিভুক্ত ফসলের ক্ষেত্রে।

২০১৬ ও ২০১৭ সালের খারিফ মরশুমে নথিভুক্ত ফসল ছিল পাট, আউস ধান, আমন ধান, ভুট্টা। রবি মরশুমে নথিভুক্ত ফসল ছিল বোরো ধান, গম, সামার মেজ, গ্রাম, মসূর, মুগ ডাল, শর্ষে, তিল, সামার গ্রাউন্ড নাট, আখ ও আলু।

২০১৭-১৮ রবি মরশুমের কাজ হয়ে গেছে, এবং খারিফ মরশুমের জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে। ২০১৫ সালের খারিফ মরশুমের তুলনায় ২০১৬ সালের খারিফ মরশুমে বীমা রাশির পরিমান প্রায় তিনগুণ করা হয়েছে।