Latest News

April 17, 2018

Enhancing crop production through quality seeds

Enhancing crop production through quality seeds

The Trinamool Congress Government has initiated several interventions to enhance crop production. It is taking steps to ensure that the various schemes and programmes are implemented in right earnest. Independent assessments of these initiatives are being carried out.

Currently, a comprehensive State Agriculture and Agriculture Infrastructure Plan, based on empirical data analysis of potential at the ground level, is being prepared.

Seed production

Seeds are a salient input for successful crop production. The Bengal Government has achieved considerable progress in the production and usage of high-quality seeds.

Seeds of different crops are multiplied in farms under the Government, cooperatives, self-help groups (SHG) and farmers’ clubs, in State agricultural universities, under non-governmental organisations (NGO) as well as under private enterprises as per the guidelines of the Seed Certification Programme. The seed production at all these places is carried out under the direct supervision of the West Bengal State Seed Certification Agency.

There are 193 farms under the State Government at present. Production of hybrid maize seeds is being undertaken in the district of Nadia. From FY 2013-14, the Government has undertaken a programme for the production of good quality foundation seeds of potato from breeder seeds in Government farms, so that high-quality seeds are available for the production of certified seeds.

Seed Certification Programme

The State Government is laying a lot of stress on the production of certified seeds, as they produce plants which are not only high-yielding but also disease-resistant. The certified seeds would be sold from fair-price shops across the State.

Five seed testing laboratories are functional at present – in Tollygunge in Kolkata, Bardhaman, Malda, Bankura and Krishnanagar. The Agriculture Department has firmed up plans to set up one seed testing laboratory in every district.

Crops included in the Seed Certification Programme are

  • Cereals: Paddy, wheat, hybrid maize
  • Pulses: Moong, kalai, gram, arhar, lentil, khesari
  • Oilseeds: Mustard, groundnut, sesame
  • Other crops: Jute, potato, fodder crops

Self-sufficiency in seed production

  • To attain self-sufficiency in seed production, and thus depend much less on imports from other states, the Government has decided to take the following measures to improve production in its farms:
  • Increase net cultivable area by engaging contractual, daily-rated and piece-rated workers
  • Increase irrigation facilities by excavating and re-excavating ponds (in convergence with MGNREGS), digging wells and tube-wells, and introducing sprinkler system
  • Provide improved farm machines like better tractors, rotovators, cultivators, zero till seed-cum-fertilizer drills, power tillers, power reapers, power sprayers and drum seeders
  • Create more person-days for year-round seed production programmes (2 lakh person-days were created for this purpose during FY 2017-18) in addition to the existing Krishi Shramiks
  • Conserve indigenous folk rice in Government farms and at research stations like the Agricultural Training Centre in Fulia and Rice Research Station in Chinsurah

The Agriculture Department has also decided to increase its income by starting pisciculture, in collaboration with the Fisheries Department, in the ponds inside Government farms.

 

খাদ্যশস্য উৎপাদনে অসাধারণ সাফল্য বাংলার

খাদ্যশস্য উৎপাদনে নজির গড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার। রাজ্য সরকার এখনও পর্যন্ত তৈরী করেছে ১৮৮টি কৃষক বাজার। এই বাজারগুলিতে থাকছে সমস্ত অত্যাধুনিক সুবিধা। এই বাজারগুলি তৈরীর ফলে কৃষকরা তাদের উৎপাদনের ভালো দাম পাবে।

এখন দেখে নেওয়া যাক খাদ্যশস্য উৎপাদনের কোন কোন ক্ষেত্রে নজির গড়েছে বাংলা-

বীজ

বীজকে শস্য উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ যোগান হিসেবে ধরা হয়। রাজ্য উন্নতমানের বীজ উৎপাদন ও ব্যবহারে এক অন্যমাত্রা পেয়েছে। সরকারি বিভিন্ন খামারে বিভিন্ন শস্যের বীজ বৃদ্ধি করা হয়।

সার্টিফিকেশন কর্মসূচী

  • খাদ্যশস্য – ধান, গম, শঙ্কর ভুট্টা
  • ডাল – মুগ, কলাই, গ্রাম, অড়হর, খেসাড়ি, মসূর
  • তৈলবীজ – সর্ষে, তিল, বাদাম
  • অন্যান্য – পাট, আলু, পশুখাদ্য

২০১৩-১৪ সাল থেকে সরকার উদ্যোগ নিয়েছে সরকারি খামারে মূল আলুর বীজের উৎপাদন করা, এর ফলে সারা রাজ্যে যে আলু উৎপাদন হয়, তা গুনমানে সেরা হয়। কিছু রেশনের দকানেও এই বীজ মিলবে।

আগামী দিনে আলুর উৎপাদন বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে ৮৭৫ মেট্রিকটন বীজ দেওয়া হয়েছে। নতুন ধরনের শস্য যেমন ধান, গম, সর্ষে, বাদাম, আলু, পাট উৎপাদনে জোর দেওয়া হচ্ছে।
তৈলবীজ, ডাল, পাট ও আলুর বীজ উৎপাদনে জোর দেওয়া হয়েছে। চাষিদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং সরকারি প্রকল্পের আওতায় আনা হবে।

পাঁচটি বীজ পরীক্ষাকেন্দ্র এই মুহূর্তে রাজ্যে আছে, টালিগঞ্জ, বর্ধমান, মালদা, বাঁকুড়া ও কৃষ্ণগড়ে। দপ্তরটি জোর দিচ্ছে প্রতি জেলায় একটি করে বীজ পরীক্ষাগার খোলার।

সরকারি খামারে বীজ উৎপাদন 

এই মুহূর্তে রাজ্যে ১৯৩টি সরকারি খামার আছে। এর মধ্যে ৩টি খামার ওয়েস্ট বেঙ্গল স্টেট সীড কর্পোরেশন লিমিটেডকে দেওয়া হয়েছে। এই খামারগুলির কাজ অভিযোজিত ট্রায়াল ও উপপাদন করা যাতে ধান, গম, ভুট্টা, তৈলবীজ, পাট, ডাল, আলু, আখ, ধঞ্চার বীজ উৎপাদন করা। এই খামারগুলির উন্নয়নে ৭.২১ কোটি টাকা ও যন্ত্রপাতির মেরামত ও সংস্কারের জন্য ৩.০২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

নতুন উদ্যোগ

সরকারি খামারগুলির অর্থনীতির অবস্থা বদলাতে ও তাদের স্বনির্ভর করতে নিম্নলিখিত বিশয়গুলিতে নজর দেওয়া হয়েছে-

  • চুক্তি-ভিত্তিক, দৈনিক, ভাগের ভিত্তিতে নিযুক্ত শ্রমিকের মাধ্যমে সরকারি সমস্ত জমির মধ্যে চাষযোগ্য জমির পরিমান বাড়াতে।
  • ১০০ দিনের কাজের মাধ্যমে ও স্প্রিঙ্কলার বসিয়ে ও ডাগ-কুয়ো খনন করে, পুকুর খনন বা সংস্কারের করে জমিতে সেচের সম্ভবনা বাড়ানো।
  • সরকারি খামারগুলিকে উন্নতমানের যন্ত্রপাতি প্রদান করা হবে, যেমন, ট্র্যাক্টর, রোটোভেটর, কাল্টিভেটর, জিরো টিলেজ সীড কাম ফার্টিলাইজার ড্রিল, পাওয়ার টিলার, পাওয়ার রিপার, পাওয়ার স্প্রেয়ার, ড্রাম সীডার।
  • কৃষি শ্রমিক ছাড়াও ২০১৭-১৮ অর্থবর্ষে ২লক্ষ শ্রমদিবস তৈরী করা হয়েছে বীজ উৎপাদন কর্মসূচীর জন্য।
  • সরকারি খামারের অন্তর্গত পুকুরে মাছ চাষ শুরু করা হবে যাতে মৎস্য দপ্তরের আয় বাড়ে।
  • স্থানীয় অঞ্চলের বিভিন্ন ধরনের চালের ধরনের সংরক্ষণ করা হবে সরকারি খামারে।