June 28, 2017
State cultural tourism hubs in Bengal to host jatras

With the aim of reviving a traditional folk theatre form of Bengal as well as attracting more people to cultural centres, the Bengal Government has planned to host regular jatra shows at the cultural tourism hubs of the state.
According to State Government sources, the target is to take jatra to a global platform. Hence, these elaborate programmes have been planned. Folk artistes from different fringes of Bengal will perform at these tourist spots.
The State Government’s Paschimbanga Jatra Academy, under the Information and Cultural Affairs Department and the Tourism Department will take a leading role in organising these shows.
The Trinamool Congress Government, under the special initiative of Chief Minister Mamata Banerjee, has taken a lot of initiatives to bring back the glory of this storied folk theatre.
Theatre personality Chapal Bhaduri has been bestowed with the Banga Bibhushan award this year. This year, for the first time, the State Government has set up booking counters for jatra groups. A book – Jatra Darpan — is also being released on an annual basis, containing details of different jatras.
An exhibition of jatra posters was also organised at Paschimbanga Jatra Academy, where the best three were awarded.
The Bengal Government gives a yearly grant of Rs 9,000 to many jatra artistes. At present around 10 lakh people are involved in the jatra industry.
যাত্রার আয়োজন হবে রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক পর্যটন হাবে
এখন থেকে নিয়মিত যাত্রাপালার আয়োজন হবে রাজ্যের সাংস্কৃতিক পর্যটনের হাবগুলিতে।
রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে, যাত্রাকে গ্লোবাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়াই লক্ষ্য। তাই এই বিস্তীর্ণ পরিকল্পনা করা হয়েছে। বাংলার বিভিন্ন প্রান্তের লোকশিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পর্যটন দপ্তর-এর আওতায় রাজ্য সরকারের পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমি এই সব অনুষ্ঠানের আয়োজনে অগ্রণী ভুমিকা নেবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার লোক শিল্পের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
যাত্রা শিল্পী চপল ভাদুড়ীকে এই বছর বঙ্গবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে। এই বছর, প্রথমবার, রাজ্য সরকার যাত্রা গ্রুপগুলির জন্য বুকিং কাউন্টার স্থাপন করেছে। এছাড়াও বার্ষিক ভিত্তিতে ‘যাত্রা দর্পণ’ নামে একটি বই রিলিজ করা হয়েছে, যার বিষয়বস্তু ‘যাত্রা’।
পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমীতে যাত্রার পোষ্টারের প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে সেরা তিনটি পুরস্কার প্রদান করা হয়।
অনেক যাত্রা শিল্পীদের ৯ হাজার টাকা বার্ষিক অনুদান দেওয়া হয়। বর্তমানে প্রায় ১০ লক্ষ মানুষ যাত্রা শিল্পের সঙ্গে জড়িত।