June 27, 2017
KMC inaugurates service to forecast information on the monsoons

Kolkata Municipal Corporation (KMC) has started a local outdoor monsoon forecast service. It was inaugurated last Friday by Mayor Sovan Chatterjee.
As a part of that, seven LED monopoles have been placed at seven strategic locations across the city – at Mallick Bazar, at the Park Circus seven-point crossing (in front of Islamia Hospital), in front of the National Library, near the Tollygunge metro station, beside E-Mall, on Park Street (in front of Allen Park) and in Kankurgachhi.
Among the information to be provided on the LED screens would be the day’s current temperature, amount of rainfall that has fallen, predictions on waterlogging and the timings of low and high tides in the Hooghly.
Another service to be provided by KMC, through the website www.weatherkolkata.in, is prediction of water-logging by compiling data from the Palmer Bridge, Ballygunge and Dhapa pumping stations, gathered between the last 15 minutes to the past 24 hours.
আবহাওয়া ও বর্ষা সংক্রান্ত খবর জানাতে কলকাতা পৌরসংস্থার পরিষেবা
কলকাতা পৌরসংস্থার কেন্দ্রীয় ভবনে পৌরসংস্থার উদ্যোগে শুভ সূচনা করবেন পৌরসংস্থার বর্ষাকালীন পরিষেবার যার থেকে কোনও মানুষ বৃষ্টির দিনে শহরের নানাপ্রান্তে আবহাওয়া ও বর্ষা সংক্রান্ত খবর জানতে পারবে তার চলার পথেই। এবং এই পরিষেবা পাওয়া যাবে সকাল থেকে রাত পর্যন্ত।
শহরের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম জুড়ে সাতটি গুরুত্বপূর্ণ মোড়ে কলকাতা পৌরসংস্থার ‘এলইডি মোনোপোল’-গুলিতে প্রতি ঘণ্টায় দেখতে পাওয়া যাবে মৌসুমি তথ্য। এই মোনোপোল গুলি আছে, মল্লিক বাজার, টালিগঞ্জ মেট্রোর সন্নিকটে ‘পে অ্যান্ড ইউজ’ টয়লেটের পাশে, পার্ক সার্কাস সাত মাথার মোড়ে ইসলামিয়া হাসপাতালের সামনে, ই-মল-এর পাশে, পার্ক স্ট্রিট-এ অ্যালেন পার্কের সামনে, ন্যাশানাল লাইব্রেরী ও কাঁকুড়গাছিতে।
এই তথ্যের মধ্যে থাকবে ‘এলইডি মোনোপোল’-এর সন্নিহিত গুরুত্বপূর্ণ স্থানগুলির তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাণ, জমা জলের পরিস্থিতি ও হুগলী নদীতে জোয়ার-ভাঁটার খবর।
এছাড়া কলকাতা পৌরসংস্থার প্রধান পাম্পিং স্টেশনগুলির যথাক্রমে পামার ব্রিজ, বালিগঞ্জ ও ধাপালক এই স্থানগুলিতে বিগত ১৫ মিনিট আর শেষ ২৪ ঘণ্টার পরিপ্রেক্ষিতে বৃষ্টিপাতের পরিস্থিতির তথ্য জানা যাবে।
আর সব তথ্য যেকোনো জায়গা থেকে মৌসুমি তথ্য জানতে হলে weatherkolkata.in এই ওয়েবসাইটে যেতে হবে।