June 21, 2017
Bengal Govt promoting mango cultivation as part of 100 Days’ Work

Mangoes are now being grown in places in Bengal which are not known to be mango-growing regions. This effort by the State Government is helping a lot of people to make a proper living.
The State Government has started these projects as part of the 100 Days’ Work Scheme, in which Bengal has been acknowledged as a leader multiple times in multiple categories by the Central Government.
Villagers who till now were mostly engaged in work like cutting canals and digging wells are now turning into mango growers. Self-help groups (SHGs) have been formed in many villages for the purpose.
Due to these projects, the dry districts of Bankura, Birbhum and Purulia, and Jhargram, are turning into major mango-producing regions. Some of the best varieties of mango like amrapali, mallika and lyangra are being cultivated in these places.
In fact, recently, at mango fests organised by the State Government in Kolkata, mangoes from these regions were a major hit. People were pleasantly surprised by the quality of the fruits.
The land on which the orchards are being planted have been taken on lease for 25 years by the State. Of the profits, 25 per cent goes to the land owners, 65 per cent to the self-help groups and 10 per cent to the local panchayats.
রাজ্য সরকারের উদ্যোগে একশো দিনের কাজের তালিকায় আম চাষ
যেসব অঞ্চলে কখনও আমের ফলন হত না, সেসব অঞ্চলের এখন আশাতীত ভাবে হচ্ছে আমের ফলন। দিব্যি ফলছে আম্রপালী, মল্লিকা, ল্যাংড়া। এর পেছনে রয়েছে স্বনির্ভর গোষ্ঠী। এর ফলে সেই সব অঞ্চলের মানুষরা হয়েছেন স্বনির্ভর।
রাজ্য সরকার এই প্রকল্পকে ১০০দিনের কাজের আওতায় এনেছে। আর ১০০ দিনের কাজে দেশের মধ্যে বহু মাপকাঠিতে ও বহুবার সেরা হয়েছে বাংলাই।
আগে যেসকল শ্রমজীবী মানুষ ১০০ দিনের কাজের আওতায় কুয়ো বা খাল খনন করতেন, তারাই এখন হয়ে উঠেছেন আমচাষী। এই বাবদ অনেক জেলায় অনেক স্বনির্ভর গোষ্ঠী গড়ে উঠেছে।
এই প্রকল্পের সৌজন্যে শুষ্ক জেলা যেমন বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম আসতে আসতে হয়ে উঠেছে আম ফলনকারী জেলা।
রাজ্য সরকারের উদ্যোগে সাম্প্রতিককালে সারা রাজ্যের বিভিন্ন প্রজাতির কলকাতায় যে আমের ও আমজাত খাদ্যদ্রব্যের মেলা হল, তা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। মেলায় আগত মানুষরা আশান্বিত ভাবে খুশি আমের গুনমান নিয়ে।
যেসকল জমিতে আমচাষ হচ্ছে, সেসব জমি ২৫ বছরের জন্য লিজ নেওয়া হয়েছে। চুক্তি হয়েছে, জমি-মালিক পাবে ফলনের ২৫%। ১০% দিতে হবে পঞ্চায়েতকে। বাকি ৬৫% পাবে স্বনির্ভর গোষ্ঠী।