June 17, 2017
Information on vessels and trams to be incorporated in State Govt’s Pathadisha app

The State Government’s Pathadisha app is going to get more useful in a few months’ time. Information on vessels plying the Hooghly and trams running in Kolkata are going to be incorporated in the app by December.
The app is already a huge success because, besides information on timings and routes, it also gives the real-time location of State Government-run buses. The service was introduced with information on as many as 700 State-run buses. Information on 300 more buses run by the West Bengal Transport Corporation (WBTC) will be made available before this Durga Puja.
The information on the vessels and trams will also have the real-time touch to them. At present, around 30 vessels operate in and around Kolkata to transit people across river the Hooghly. Around 80 trams operate across the city every day. Mainly during the morning and evening rush hours, a large section of commuters who arrive at Howrah station from the districts use the service to reach the central business district.
Till date, 61,000 downloads of the app have been recorded and the figure is expected to be doubled after information on real-time locations of vessels and trams are incorporated.
এবার ফেরী ও ট্রামের হদিসও দেবে পথদিশা
ডিসেম্বর মাস থেকে রাজ্য সরকারের পথদিশা অ্যাপ্লিকেশন হদিস দেবে হুগলী নদী পারাপার করা ফেরী ও কোলকাতার ঐতিহ্যবাহী ট্রামের গতিবিধির। এর ফলে পরিবহনে মানুষের আরও সহায়ক হয়ে উঠবে পথদিশা অ্যাপ্লিকেশনটি।
ইতিমধ্যেই জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে এই অ্যাপ্লিকেশনটি কারণ শুধু রুট ও সময়ের পাশাপাশি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানা যায় সরকারি বাসগুলির একদম সঠিক অবস্থান। এই পরিষেবা শুরু হয়েছিল ৭০০টি সরকার পরিচালিত বাসকে নিয়ে। সরকার পরিচালিত আরও ৩০০টি বাসের গতিবিধিও এই অ্যাপবন্দি হবে দুর্গাপুজোর আগেই।
বাসগুলির মতো ফেরী ও ট্রামের যাবতীয় তথ্যও এই অ্যাপে পাওয়া যাবে। এই মুহূর্তে হুগলী নদী পারাপারে ৩০টি ফেরী এই মুহূর্তে চলে, ও ৮০টির মতো ট্রাম চলে প্রতিদিন। মূলত সকালে ও বিকেলে প্রচুর মানুষ এই পরিষেবা ব্যাবহার করেন হাওড়া স্টেশন থেকে শহরের বিভিন্ন অঞ্চল যেতে ও ফিরতে।
এখনও পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটি ৬১,০০০ মানুষ ডাউনলোড করেছেন ও আশা করা হচ্ছে ট্রাম ও ফেরীর তথ্যগুলি অন্তর্ভুক্ত হলে এই সংখ্যাটি দ্বিগুন হবে।