Latest News

June 14, 2017

Bengal Govt plans to install water ATMs in district-level hospitals

Bengal Govt plans to install water ATMs in district-level hospitals

After the city’s medical colleges, under another project of the Bengal Health Department, water ATMs are going to be installed in the district-level hospitals in the State. The project will immensely benefit a large number of people who visit the out-patient departments (OPDs) of these hospitals. The project will be implemented by the Public Health Engineering (PHE) Department.

Especially during the hot summers, there is a crisis of water in many hospitals in the districts. The project would be implemented in phases.

In the first phase, water ATMs will be installed in various district hospitals where there is a crisis of purified drinking water. As per the plan, the sub-divisional hospitals and the block-level hospitals will also get these machines.

Chief Minister Mamata Banerjee, who is also in charge of the Health Department, had instructed the senior officials of the department to solve the drinking water crisis at various State-run hospitals, following which a survey was conducted. The present scheme is a result of that survey.

 

জেলা হাসপাতালগুলিতে জলের এটিএম মেশিন বসানোর পরিকল্পনা রাজ্য সরকারের

শহরের মেডিক্যাল কলেজগুলোয় জলের এটিএম মেশিন বসানোর পর রাজ্য স্বাস্থ্য দপ্তর পরিকল্পনা নিয়েছে জেলা হাসপাতালগুলিতে জলের এটিএম মেশিন বসানোর।

এই প্রকল্পে উপকৃত হবেন বহু মানুষ যারা জেলা হাসপাতালের ওপিডি তে আসেন। এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্তে আছে জন স্বাস্থ্য কারিগরি দপ্তর।

বিশেষত গ্রীষ্মকালে জেলার বহু হাসপাতালে জলাভাব দেখা দেয়। এই পুরো প্রকল্পটি কয়েকটি পর্যায়ে সম্পন্ন করা হবে। প্রথম পর্যায়ে জলের এটিএম মেশিন বসানো হবে সেই সমস্ত জেলায় যেখানে হাসপাতালে বিশুদ্ধ পানীয় জলের অভাব আছে। পরিকল্পনা অনুসারে মহকুমার হাসপাতাল ও ব্লক স্তরের হাসপাতাল গুলিও এই মেশিন পাবে।

মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তরের সকল উচ্চ আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন, রাজ্য সরকার পরিচালিত সকল হাসপাতালে জলের সমস্যা দূর করতে। যার ফলস্বরূপ সকল হাসপাতালের জলের সমস্যার ওপর একটি সমীক্ষা করা হয় ও বর্তমানে এই প্রকল্প গ্রহণ করা হয়।