June 7, 2017
Bengal Global Business Summit a success story for the State

The Bengal Global Business Summits have been a big success story for the State. The book, Let’s Unite to Grow Together, published by the Trinamool Congress Government on the occasion of its sixth anniversary, has published data proving the success of the summits.
Combining the 2015 and 2016 summits, Rs 1,87,441.63 crore worth investment is being implemented – Rs 1,08,837 crore of the investment committed to in 2015 and Rs 78,604.63 crore of the amount committed to in 2016. This makes up 38 per cent of the investments promised combining the two years.
At the 2017 Bengal Global Business Summit, investment proposals worth Rs 2,35,290.03 crore came to the State Government. This was despite the draconian policy of demonetisation implemented by the Central Government.
Japan, Italy, Poland and Germany were partner countries. Besides from these countries, big business delegations also came from South Africa, Russia and China.
Companies in the sectors of cement, footwear, chemicals, spirits, fertilisers, etc. are already following up on their investment decisions presented at the 2017 summit. Among the companies are Mahindra and Mahindra, Matix Fertilisers Limited, OCL Cement, Farida Group, ITC, Future Group, Exide Limited, Globus Spirits, etc.
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন রাজ্যের একটি সফল অধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ষষ্ঠ বর্ষপূর্তিতে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত বইয়ে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের শিল্পায়নের প্রস্তাব ও বাস্তবায়নের বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। ২০১৫ সালের ৮ এবং ৯ জানুয়ারি মিলনমেলায় বিশ্ববঙ্গ গ্লোবাল সামিট হয়েছিল। যেখানে ২০টি দেশ অংশগ্রহণ করেছিল। হাজির হয়েছিলেন দেশের বিভিন্ন শিল্পসংস্থার প্রধানরা। শিল্প বিনিয়োগের প্রস্তাব জমা পড়েছিল ২ লক্ষ ৪৩ হাজার ১০০ কোটি টাকার। তার মধ্যে ১ লক্ষ ৮ হাজার ৮৩৭ কোটি টাকার শিল্পস্থাপনের প্রস্তাব এখন বাস্তবায়নের পথে।
পরের বছর ১৬ এবং ১৭ জানুয়ারি মিলনমেলা প্রাঙ্গণে অনুরূপ শিল্প সম্মেলন হয়। সেই সম্মেলনে হাজির হয়েছিলেন ২৬টি দেশের প্রতিনিধিরা। সেই শিল্প সম্মেলনে ২ লক্ষ ৫০ হাজার ২৫৩ কোটি ৭৪ লক্ষ টাকার বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়। যার মধ্যে ৭৮ হাজার ৬০৪ কোটি ৬৩ লক্ষ টাকার বিনিয়োগের প্রস্তাব বাস্তবায়নের পথে।
এবছরের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে বিনিয়োগের প্রস্তাব এসেছে ২ লক্ষ ৩৫ হাজার ২৯০ কোটি ৩ লক্ষ টাকা। এবারের সম্মেলনে জাপান, ইতালি, পোলান্ড, জার্মানি পার্টনার দেশ ছিল। রাশিয়া, দক্ষিণ কোরিয়া, চীন থেকে বড় বাণিজ্য প্রতিনিধিদল এসেছিল। এবারের প্রস্তাব নিয়ে এখনও সেভাবে না এগোলেও ২০১৫ এবং ২০১৬ সালে বিনিয়োগের প্রস্তাবের মধ্যে প্রায় ৪০ শতাংশ বাস্তবায়িত হতে চলেছে। বাস্তবায়িত হওয়া শিল্পসংস্থাগুলির মধ্যে সিমেন্ট, জুতো, কেমিকেলস, স্পিরিট, ফার্টিলাইজার প্রভৃতি সেক্টর রয়েছে।