Patients of state-run hospitals to get special food during Pujas

Food has always been an important ingredient of Durga Puja celebrations, but for patients in hospitals, that isn’t so. Now there is good news for them too.The Bengal Health Department has come up with the idea of providing special food to the patients at all the State Government-run hospitals and medical college hospitals across the state during the days of the Durga Puja, that is, from Saptami to Dashami.

The Bengal Health Department has come up with the idea of providing special food to the patients at all the State Government-run hospitals and medical college hospitals across the state during the days of the Durga Puja, that is, from Saptami to Dashami. The decision was taken by the Health Department so that the patients can have something different at least during the four Puja days. It will break their monotony of having same food every day.

The decision was taken by the Health Department so that the patients can have something different at least during the four Puja days. It will break their monotony of having same food every day.It has been decided that on the day of Asthami all patients will be served vegetarian – gram curry, rice, dal and a vegetable curry for lunch, and paneer curry,

It has been decided that on the day of Asthami all patients will be served vegetarian – gram curry, rice, dal and a vegetable curry for lunch, and paneer curry, rice and dal for dinner. There will be chutney, papad and payesh for both the meals.

On the other three days, patients will have a choice between fish or chicken, and rice, dal and a vegetable curry. The Bengalis’ favourite payesh will be in the menu too.

 

উৎসবের দিনে সরকারি হাসপাতালগুলির রোগিরা পাবেন স্পেশ্যাল খাবার

পুজোর সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে হরেক রকমের খাবার। ঠাকুর দেখতে বেরয়ে কিংবা বাড়িতে বন্ধুবান্ধব-আত্মীয়পরিজনের সাথে, পুজোর কটা দিন বাঙালির পেটপূজোও চলে।

য়ে কিংবা বাড়িতে বন্ধুবান্ধব-আত্মীয়পরিজনের সাথে, পুজোর কটা দিন বাঙালির পেটপূজোও চলে।

কিন্তু যারা অসুস্থতার কারণে অনুষ্ঠানের দিনগুলোতে হাসপাতালের চার দেওয়ালে বন্দী হয়ে থাকেন, তারা রকমারি স্বাদ থেকে বঞ্চিত থাকেন। এবছর রাজ্য সরকার পরিচালিত হাসপাতালগুলিতে পুজোর দিনে ভর্তি থাকা রোগীদের জন্য সুখবর আনল রাজ্য স্বাস্থ্য দপ্তর।

সূত্র্রের খবর, জেলা ও মহকুমা স্তরের হাসপাতালগুলিতে সপ্তমী থেকে বিজয়া পর্যন্ত স্পেশ্যাল খাবার দেওয়া হবে রোগীদের।

অষ্টমীতে দেওয়া হবে নিরামিষ খাবার, ছোলার তরকারি, ভাত, ডাল ও আনাজ। ডিনারে থাকবে ভাত ও ডালের সঙ্গে পনীরের তরকারি। চাটনি, পাঁপড় ও পায়েসও থাকবে দুবেলা।

অন্য তিন দিন ভাত, ডাল ও তরকারির সঙ্গে মাছ বা মুরগি এর মধ্যে একটা বেছে নিতে পারবেন রোগীরা।সঙ্গে থাকবে বাঙালীদের প্রিয় পায়েস।

এই অভিনব উদ্যোগের ফলে রোগীদের উৎসবের দিনে কিছুটা স্বাদবদল হবে।

 

Source: Millennium Post

 

State Govt to keep close watch on the power supply situation during Durga Puja

The Bengal Government would be keeping a close watch on the power situation in the state during Durga Puja.

To ensure smooth power supply, State Power Minister recently held a series of meetings with the West Bengal Power Development Corporation, West Bengal State Electricity Distribution Company, West Bengal Police, Kolkata Police, Calcutta Electric Supply Corporation (CESC) and Coal India Limited (CIL).

A task force has also been set up under the leadership of the chief secretary, which has already issued a series of instructions.

The State Government wants that during the festive days, despite the heavy demand for electricity, what with the thousands of pandals across Bengal, and of course, the regular domestic consumption, the people can have a peaceful time.

In recent times, the government has done a lot to improve the power distribution situation in the state. The government has a target to set up 125 sub-stations, of which 26 are already functioning. People are being hired on a contractual basis to secure the sub-stations. The old overhead cables are also being replaced with new ones.

 

পুজোর সময় বিদ্যুৎ বিভ্রাট রুখতে কড়া নজর রাজ্যের

এবার পুজোর দিনগুলিতে বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলা করতে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম বৈঠক করল সমস্ত বণ্টনকারী সংস্থার সঙ্গে। একই সঙ্গে কোল ইন্ডিয়া, সিইএসসি, কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সঙ্গেও বৈঠক করেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি, পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন মন্ত্রী। উৎসবের সময় রাজ্যে কোনও রকম বিদ্যুৎ বিভ্রাট বা বিদ্যুৎ ঘাটতি যাতে না তৈরি হয় তার জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ চুরি রুখতেও পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সজাগ থাকতে বলা হয়।

মন্ত্রী বলেন, ‘আমরা ভোল্টেজ বৃদ্ধির জন্য এ বছর ২৬টি নতুন সাব স্টেশন তৈরি করেছি। আগামী বছরের মধ্যে আরও ২১৫টি সাব স্টেশন তৈরির লক্ষ্যমাত্রা রেখেছি। আমরা কোল ইন্ডিয়াকে বলেছি, এই সময়ে তারা যেন কয়লার জোগান ঠিক রাখে।’ নবান্ন সূত্রে খবর, বিদ্যুৎ পরিষেবার বিষয়ে মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত টাস্ক ফোর্স ও বেশ কয়েকদফা নির্দেশিকা দিয়েছে উৎসব উপলক্ষে।

মন্ত্রী আরও বলেন, জেলার সাব স্টেশনগুলিতে দেখভাল ও নজরদারির জন্য এই সময়ে বাড়তি কর্মীর প্রয়োজন হয়, তাই চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী সাব স্টেশনগুলি থেকে বিদ্যুৎ পরিবাহী পুরোনো কেবলগুলিকে বদল করে ফেলার কাজ শুরু করেছে বিদ্যুৎ সরকার। ওভার হেড কেবলের মধ্যে যেখানে পুরোনো কেবল রয়েছে, সেগুলিকেও বদল করে ফেলার কাজ শুরু করেছে বিদ্যুৎ দপ্তর।

Source: Khabar 365 Din

 

Mamata Banerjee releases Jago Bangla Festive Edition for 2017

The Jago Bangla Festival Edition for 2017 was released by Mamata Banerjee at a cultural function at Nazrul Mancha today.

A host of luminaries from various fields graced the occasion as well.

The cover page of the festive edition has been designed by Mamata Banerjee herself. The book starts with a preface by her, and features both fictional and non-fictional writing by some of the best writers and experts in various fields.

There are special features, including analyses, on the internationally-acclaimed Kanyashree Scheme, the social schemes initiated by the Chief Minister, the return to fortune for the muslin trade and the weavers, the folk songs of Bengal and the FIFA Under-17 World Cup.

 

জাগো বাংলা উৎসব সংখ্যা ১৪২৪ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ জাগো বাংলার উৎসব সংখ্যা ১৪২৪ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটি হয় নজরুল মঞ্চে।

বহু বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।উৎসব সংখ্যার কভার পেজটি মুখ্যমন্ত্রী নিজেই ডিজাইন করেছেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মহালয়া যতদিন থাকবে ততদিন বাংলার ঐতিহ্য থাকবে।

শারদপত্রে রয়েছে বিশিষ্টদের কলম, নিবন্ধ, গল্প, কবিতা, বিশ্লেষণ, স্মৃতিচারণ ও সমাজ সংস্কৃতি বিষয়ক লেখা। এছাড়াও রয়েছে বর্তমান প্রজন্মের একঝাঁক লেখকের লেখা।

 

 

Tea garden workers should be given Puja bonuses: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee held a media interaction at Nabanna today after a meeting between the State Government and representatives of Gorkha Janmukti Morcha (GJM). The meeting was called by the State’s Chief Secretary to discuss issues regarding the tea gardens in the hills.

The Government has asked all concerned parties, including the garden owners, the unions and tea associations, to reopen the tea gardens and pay the workers the bonus due to them. Another meeting would be held on September 21 in Siliguri with the Labour Commissioner to finalise these issues.

The Chief Minister said the government wanted to know from the Hill leaders how the people in the Hills were faring. She said the situation in the region had improved now. The State Government has always wanted development and peace in the Hills. She wished her brothers and sisters in the Hills well.

Mamata Banerjee also offered her greetings to the people on the occasion of Durga Puja. The inauguration of various pandals started from today.

 

 

চা বাগানের শ্রমিকদের পুজোর বোনাস দেওয়া হোকঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ নবান্নে গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর সাংবাদিক দের মুখোমুখি হয়ে তিনি জানান, “আজ মুখ্য সচিব একটি বৈঠক ডেকেছেন। গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে। চা বাগান নিয়ে আলোচনা হয়েছে”।

চা বাগান খুলে দিতে ও শ্রমিকদের বোনাস দিতে বলা হয়েছে। আগামী ২১ তারিখ একটি বৈঠক হবে এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমরা জানতে চেয়েছি পাহাড়ের মানুষজন কেমন আছেন। পাহাড় এখন অনেক স্বাবাভিক হয়ে গেছে। আমরা পাহাড়ের উন্নয়ন চাই, শান্তি চাই। পাহাড় অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। পাহাড়ের ভাই বোন ভালো থাকুক”।

তাঁর কথায়, “কোনরকম সন্ত্রাসবাদী কার্যকলাপ আমরা বরদাস্ত করব না, সরকার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে”।

Bengal Govt to give incentives for chicken and duck rearing

To boost the production of eggs in the state, the Bengal Government has decided to start incentive schemes for rearing chicken and ducks, including an one-time subsidy of up to Rs 8 lakh.

Bengal currently has a production of 1.7 crore eggs per day. The State Government is eager to become self-sufficient in egg production, and hence the special incentives have been decided upon at a recent meeting.

These incentives would also enable the creation of employment opportunities.

For those setting up poultry farms, a large part of the amount spent on electricity and land registration would be given back in the form of incentives. Additionally, for every 10,000 chickens and/or ducks that are raised in a farm, a subsidy of Rs 8 lakh would be provided.

 

 

হাঁস-মুরগি পালনে লগ্নি করলে ভর্তুকি

হাঁস-মুরগি পালন বা পোলট্রি শিল্পের জন্য বিশেষ উৎসাহ প্রকল্প (ইনসেন্টিভ স্কিম) ঘোষণা করল রাজ্য সরকার।

রাজ্যে প্রতিদিন প্রায় ১.৭ কোটি ডিম উৎপন্ন হয়। কিন্তু চাহিদা ২.৬ কোটির মতো। চাহিদা মেটাতে ভিন্‌ রাজ্য থেকে প্রতিদিন প্রায় এক লক্ষ ডিম আমদানি করতে হয়। উৎসাহ প্রকল্প চালু করে যদি বেকারদের এই শিল্পে আনা যায়, তাতে ডিমের চাহিদা মেটানো যাবে, আবার কর্মসংস্থানও হবে।

ডিম উৎপাদনের জন্য পোলট্রি ফার্ম তৈরি করলে বিদ্যুতের বিল এবং জমি রেজিস্ট্রেশন বাবদ খরচের একটি বড় অংশ ভর্তুকি হিসেবে পাবেন ব্যবসায়ী। এ ছাড়াও প্রতি ১০ হাজার মুরগি বা হাঁস পালনে ফার্ম-পিছু এককালীন আট লক্ষ টাকা ভর্তুকি দেবে সরকার।

Source: Anandabazar Patrika

Bengal PWD to begin earning from tax on roadside commercial hoardings

The Bengal Public Works Department (PWD) has decided to create a set of rules for collecting tax against the commercial hoardings set up along roads under its control. This is a big step towards increasing the income of the department.

Under the PWD’s control are 4,000 km of State Highways (numbering 18 highways), 8,000 km of roads spread across all the districts and 6,000 km of rural roads. The PWD is also responsible for the maintenance of the 3,000 km of National Highways crisscrossing the state.

In the first phase, tax would be charged for hoardings along the State Highways.

Currently, advertising agencies putting up the hoardings have to pay only a minimal fee for the hoardings to the local civic body or panchayat. The new rule would enable the department to collect an annual tax in lieu of the hoardings.

A meeting held at the state secretariat, Nabanna involving senior officials of the PWD on August 28 set the ball rolling for taking this plan to fruition.

First, a detailed report on the hoardings beside the highways in the state would be sent to the State Government. The report would also enable the administration to identify the illegal hoardings.

After the report is submitted, tenders would be called from agencies for putting up hoardings. The whole process of setting up the rules would be over by September, after which the tax collection would begin.

 

 

এবার সড়কের ধারের বাণিজ্যিক হোর্ডিং থেকে কর নেবে পূর্ত দপ্তর

 

 

নিজেদের নিয়ন্ত্রণে থাকা সড়কের ধারে থাকা বানিকঝিক হোডিং থেকে এবার কর আদায় করবে পূর্ত দপ্তর।  মূলত দপ্তরের আয়  বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধাথ নেওয়া হয়েছে। তাদের নিয়ন্ত্রণে এই মুহূর্তে ১৮ টি  রাজ্য সড়ক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জেলার প্রায় ৮০০০ কিলোমিটার গ্রামীণ সড়ক।  

পাশাপাশি এ রাজ্যে প্রায় ৩০০০ কিলোমিটার জাতীয় সড়কের দেখভাল করে পূর্ত দপ্তর। প্রথম পর্যায়ে আপাতত রাজ্যসড়কের ধারে  থাকা বানিকজিক হোডিং থেকেই কর আদায় করার পরিকল্পনা নিয়েছে পূর্ত দফ্তর। এতদিন পূর্ত দপ্তর  এবং পূর্ত (সড়ক) দপ্প্তরের   নিয়ন্ত্রণে থাকা সড়কগুলির ধারে যে সমস্ত বানিকজিক হোডিং টাঙানো হত ,তার জন্য সংশ্লিষ্ট সংস্থানকে খুবই সামান্য অর্থ মেটাতে হত স্থানীয় পুরসভা কিংবা পঞ্চায়েতকে।

 

পূর্ত দপ্তরের  এই নতুন নিয়ম লাগু হলে , বিজ্ঞাপন সংস্থাগুলিকে সরকার নিধারিত হারে হোডিং বাবদ কর দিতে হবে। বানিকজিক হোডিং থেকে বছরে প্রায় ৫০ কোটি টাকা আয় করে কলকাতা পুরসভা।  অনেকটা সেই আদলেই সড়কের ধারের হোডিংয়ের নিয়ন্ত্রন  নিতে চাওয়া হচ্ছে বলে ওই সূত্রটি জানিয়েছে। গত সোমবার (২৮ আগস্ট ) নবান্নে হোডিং সংক্রান্ত একটি জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

দপ্তরের  নিয়ন্ত্রণে যতগুলি সড়ক রয়েছে গোটা রাজ্যে ,তার ধারে থাকা হোডিংগুলির সম্পৰ্কে দ্রুত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে নবান্নে। সেই হিসাব এবার মিলবে। অবৈধভাবে থাকা হোডিংয়ের বিষয়ে ও সমস্ত হিসাব আসার পরই বিজ্ঞপনদাতাদের জন্য এলাকাভিত্তিক হোডিং টাঙানোর বিষয়ে টেন্ডার ডাকা হবে। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই গোটা প্রক্রিয়া শেষ করে হোডিং থেকে কর আদায় চালু করবে পূর্ত দপ্তররের ।

 

Source: Bartaman

Bengal Govt-conducted tiger census to begin in November

A census for tigers and other animals across Bengal will begin this November, to be conducted by the West Bengal Forest Department.

The department recently concluded its elephant census, whose report concluded that there are 490 of the pachyderms in the northern region of the state and 200 in the southern region. Counting of both elephants and tigers is carried out every four years, while for other animals it is done once in two years in the state.

The reason for this census is that the Forest Department believes that there are more tigers and other animals like deer (naturally, since they form the primary prey base of the tiger) than that enumerated under the protocols set up by the Centre.

This programme has been developed by the Forest Department with the help of the Global Tiger Forum and the National Tiger Conservation Authority.
 

রাজ্য সরকারের উদ্যোগে বাঘের শুমারি শুরু হবে নভেম্বরে

 

রাজ্য সরকারের বন দপ্তরের উদ্যোগে আগামী নভেম্বর মাস থেকে রাজ্য জুড়ে বাঘ ও অন্যান্য প্রাণীর গণনা শুরু করা হবে।

এই দপ্তর সদ্য হাতির গণনা সম্পন্ন করেছে। রিপোর্টে দেখা গেছে উত্তরবঙ্গে হাতির সংখ্যা ৪৯০ ও দক্ষিণবঙ্গে হাতির সংখ্যা ২০০। প্রতি চার বছরে হাতি ও বাঘের গণনা করা হয়। অন্যান্য প্রাণীদের গণনা করা হয় প্রতি দুই বছরে।

রাজ্য সরকার এই গণনাটি করবে গ্লোবাল টাইগার ফোরাম ও ন্যাশানাল টাইগার কন্সারভেশন অথরিটি’র সহযোগিতায়।

Source: The Indian Express

Bengal Govt setting up modern foodgrain testing lab

The Bengal Government is setting up a state-of-the-art laboratory for testing the quality of foodgrains. This would be the largest such library in eastern India. It would be located at Khadya Bhavan in Kolkata.

Testing instruments would be imported for this laboratory. Qualities of all types of foodgrains and foodgrain-derived foods, including rice, wheat, flour, refined flour and others, can be tested here.

Bengal has stacked up a lot of achievements in the last six years, during the period of the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government.

Some of the principal achievements are:

Of the state’s total population, 90.6 per cent have been brought under the Khadya Sathi Scheme of 5 kg of rice per month at Rs 2 per kg. Currently, 8.66 crore people benefit from this scheme.

From financial year 2014-15 onwards, it has been decided to provide free services to 4,000 children and their mothers suffering from severe malnutrition, as a part of which they are given 5 kg rice, 2.5 kg wheat, 1 kg masoor dal and 1 kg chana dal per month).

For the 2016-17 kharif season, the money farmers got from the State Government from selling their crops was directly transferred to their bank accounts through NEFT.

The storage capacity of foodgrains in the state has been massively increased, from 61,000 metric tonnes in 2011 to 5.99 lakh metric tonnes till May 2017.

The Non-Plan Expenditure with respect to the public distribution system (PDS) for 2011-12 was Rs 33 crore, which has increased to Rs 270.3 crore for 2017-18, an increase of 800 per cent.

The profit of the State Warehousing Corporation during 2011-12 was Rs 3.58 crore, which increased to Rs 37.41 crore during 2016-17, which is an increase by more than 10 times.

খাদ্যশস্যের গুণগত মান পরীক্ষার জন্য অত্যাধুনিক ল্যাবরেটরি

 

খাদ্যশস্যের গুণমান পরীক্ষার জন্য অত্যাধুনিক ল্যাবরেটরি হচ্ছে রাজ্যে। এটি হবে পূর্বাঞ্চলের মধ্যে এটি সব থেকে বড় ল্যাবরেটরি। নতুন খাদ্যভবনে এই ল্যাবরেটরির জন্য জায়গা রাখা হয়েছে।

অত্যাধুনিক এই ল্যাবরেটরির জন্য প্রয়োজনে বিদেশ থেকে যন্ত্রপাতি আনা হবে। এখানে চাল, গম, আটা-ময়দা সহ বিভিন্ন খাদ্যশস্যের গুণগত মান পরীক্ষা করা হবে।

গত ৬ বছরে খাদ্য ও সরবরাহ দপ্তর অনেক সাফল্য অর্জন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলঃ

•খাদ্য সাথী প্রকল্পের আওতায় ৯০.৬% উপভোক্তাকে ২ টাকা কিলো দরে ৫ কিলো খাদ্যশস্য সরবরাহ করা হয়। বর্তমানে প্রায় ৮.৬৬ কোটি মানুষকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।

• ২০১৪-১৫ সাল থেকে প্রায় ৪০০০ তীব্র অপুষ্টির শিকার শিসু ও তাদের মায়েদের বিনামূল্যে পুষ্টিগত সহায়তা (প্রতি মাসে ৫ কিলো চাল, ২.৫ কিলো গম, ১ কিলো মুসুর ডাল ও ১ কিলো ছোলার ডাল)দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

• ২০১৬-১৭ খারিফ মরশুমে নেফটের মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিক্রয়মূল্য সরাসরি প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

• মজুত ক্ষমতার সম্প্রসারনঃ ২০১১ সালের মে মাসে মজুত ক্ষমতা ছিল ৬২০০০ মেট্রিক টন। ২০১৭ সালের মে মাসে এই মজুত ক্ষমতা বেড়ে হয়েছে ৫.৯৯ লক্ষ মেট্রিক টন।

• পরিকল্পনা খাতে ব্যয় বৃদ্ধিঃ ২০১১-১২ সালে গণ বণ্টন ব্যবস্থার জন্য পরিকল্পনাধীন ব্যয়ের মোট পরিমাণ ছিল ৩৩ কোটি টাকা, ২০১৭-১৮ সালে ঐ পরিমাণ বেড়ে হয়েছে ২৭০.৩ কোটি টাকা। বৃদ্ধির এই পরিমাণ ৮০০% এর ও বেশি।

• ২০১১-১২ সালে পশ্চিমবঙ্গ পণ্যাগার নিগমের লাভের পরিমাণ ছিল ৩.৫৮ কোটি টাকা, ২০১৬-১৭ সালে এই লাভের পরিমাণ প্রায় ১০ গুন বেড়ে হয়েছে ৩৭.৪১ কোটি টাকা।

Maintain peace and harmony during Durga Puja, Muharram, urges CM

Bengal Chief Minister Mamata Banerjee has urged the people of the state to maintain peace and harmony during Durga Puja and Muharram. Formally announcing that visarjan on Dashami will now be allowed up to 10 pm, but will not be allowed the next day because of Muharram, she said some persons had been deliberately twisting the festive spirit and efforts to maintain peace by spreading misinformation and mischievous aspersions.

They had tried to say that Bengal and Kolkata police were unable to manage the two occasions, and that the police in Mumbai were more efficient. But it must be remembered that no state other than Bengal holds Durga Puja on such a large scale. If Ganesh Puja immersion and Muharram happened together, maintaining order would not have been easy. For the last five years, Bengal has been successfully holding immersion of Durga and Muharram together.

A few people are spreading canards and indulging in dirty politics. They take out processions carrying weapons, which is illegal. But they must realise that Bengal is different. We are a peace-loving, wise and mature people and will not give in to attempts to disrupt law and order or create tension. Those who cannot tackle us politically are resorting to CBI, ED and other agencies. They are even trying to create tension and riot-like situations. But Bengal is different. We will not yield to such attempts, the chief minister said.

Durga Puja is a festival of joy. Some have said the Government was curbing the tradition of bidding farewell to the Goddess with the smearing of vermilion. That can never be…the festive spirit cannot be curtailed. Wives can smear vermilion as much as they want on Vijaya Dashami, followed by immersion. Then, with a break of one day, immersions will again resume, culminating in the Carnival on Red Road on October 3.

The festive season starts tomorrow with Viswakarma Puja, followed two days later by Mahalaya. Let the days of Durga Puja be spent in joy; let there be no false propaganda, no spreading of hatred, she said, requesting everyone to maintain harmony, good spirits, and respect for each other.

 

 

দুর্গাপুজো ও মহরমে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আর্জি মুখ্যমন্ত্রীর

 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীর কাছে দুর্গাপুজো ও মহরমে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আর্জি জানান। তিনি বলেন- “জনসাধারণের আবেদন মেনে দশমীর দিন সন্ধে ৬টার বদলে সময় বাড়িয়ে করা হল রাত ১০ টা । ১ তারিখ মহরম পড়েছে তাই কোনও বিসর্জন হবে না, আর আমাদের তিথি অনুযায়ী একাদশী পড়েছে, একাদশীর দিন আমরা কোনও ঘরের ঠাকুর বিসর্জন দিয়ি না, এমনকি পাড়ার গুলোও দেয় না। কেউ যদি মনে করেন বাংলার শান্তি, সংস্কৃতি কেড়ে নেবেন, তাঁদের বলতে চাই, আগুন নিয়ে খেলবেন না, আপনারাও ভালো থাকুন, ভালো ভাবে পুজো কাটান।

কেউ কেউ নোংরামি, চক্রান্ত করে বলছে মুম্বইয়ের পুলিশ দক্ষ, বাংলার পুলিশ দক্ষ নয়। বাংলার মত কোন রাজ্যে এত ব্যাপকভাবে দুর্গা পুজো হয় না। এক একটা রাজ্যের এক একটা উৎসব। মুম্বইয়ে গণেশ পুজো বড় করে পালন করা হয়। মুম্বইয়ে যদি গণপতি বিসর্জন আর মহরম একদিনে হলে ওরা সামলাতে পারত না। গত ৫ বছর ধরে আমরা পুজো ও মহরম একসাথে সামলাচ্ছি দক্ষতার সাথে।

অস্ত্র নিয়ে কোনও মিছিল করা যাবে না। অস্ত্র রাখতে গেলে লাইসেন্স লাগে। অস্ত্র নিয়ে মিছিল বেআইনি। অস্ত্র নিয়ে মিছিল করার চেষ্টা হলে সরকার কঠোর পদক্ষেপ করবে। মনে রাখতে হবে বাংলাটা একটু অন্যরকম, বাংলা- বাংলার মতো চলে, বাংলার মানুষ এসব পছন্দ করে না, বাংলার মানুষ শান্তিপ্রিয়, সচেতন নাগরিক। যারা রাজনীতিটা রাজনীতি দিয়ে করতে পারে না, তারা সিবিআই দিয়ে ইডি দিয়ে দাঙ্গা লাগিয়ে, চক্রান্ত করে, দিস ইস দেয়ার গেম প্ল্যান। দাঙ্গা সবসময় কঠোর হস্তে মোকাবিলা হবে, পুজো তেও মানুষ শান্তিতে থাকতে পারবে না? এই পলিটিক্স কেন? রাজনীতিটা রাজনীতি দিয়ে করা ভালো।

আমাদের যেমন জাতীয় উৎসব দুর্গাপুজো, তারপরে আসে লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, হিন্দুস্তানি ভাই বোনেদের ছট পুজো আসে। দুর্গাপুজো হচ্ছে আনন্দের উৎসব। দশমীর দিন, ২তারিখ, ৩তারিখ, ৪তারিখ ও বিসর্জন হবে- আর তার মধ্যে আমাদের পুজা কার্নিভাল আছে ৩ তারিখে রেড রোডে।

আগামী কালই বিশ্বকর্মা পুজো, আর তার ১ দিন পর মহালয়া। ১৮তারিখ থেকে আমারও পুজো উদ্বোধন শুরু হচ্ছে। আমি সকলকে অনুরোধ করব শান্তিপূর্ণ ভাবে পুজো কাটান এবং ‘সর্বধর্ম সমন্বয়’ রামকৃষ্ণ পরমহংসদেব যে কথা বলে গিয়েছেন, স্বামী বিবেকানন্দ যে কথা বলে গিয়েছেন, আমরা তাঁদের সকলকে মর্যাদা দিয়ে আমরা সবাই সবার মতো করে এই পুজো পালন করব, আমরা যেন কোনও প্ররোচনায় পা না দিই। মিথ্যা প্রচার করে নয়, কুৎসা নয়, আমাদের উৎসবের দিনগুলো যাতে ভালো করে কাটে,
সকলকে শারদ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।”

 

 

Bengal to spend Rs 12,180 cr more on infra push: Bengal CM

In a major push to infrastructure development in Bengal, the Trinamool Congress Government has decided to spend Rs 12,180 crore in addition to the Rs 20,155 crore allocated in this year’s budget for the purpose.

This was stated by Chief Minister Mamata Banerjee at a media interaction at the state secretariat, Nabanna yesterday. The amount, she said, would be spent for the construction of roads, bridges, flyovers, water and electrification projects, and warehouses for the storage of foodgrains in the next two to three years. A committee has been formed under the chief secretary for monitoring them.

As many as 12 flyovers will be built along with a complete overhaul of the power distribution system, bridges, flyovers and various other projects. She further said that the government had sent a proposal to the Railway Ministry for a bullet train linking Andal to Kolkata.

The government is allocating Rs 6,195 crore extra to the State Public Works Department (PWD) and an additional Rs 2,862 crore to the Urban Development and Municipal Affairs Department. Rs 850 crore will be given to West Bengal Warehouse Corporation for constructing warehouses to store foodgrain.

The projects that will be taken up by the PWD include four-laning of the Kalyani Expressway and Belgharia Expressway connectivity, Bankura-Durgapur Road and Kolkata-Basanti Road up to Ghatakpukur, and flyovers at Manicktala crossing along AJC Bose Road, over Ganesh Chandra Avenue, at New Market towards MG Road crossing and from Tartala to Jadavpur Phanri via Prince Anwar Shah Road.

Work to be undertaken by the Urban Development Department includes the construction of a giant wheel at the riverside Millenium Park in Kolkata, and trans-municipal water supply schemes for Dankuni, Uttarpara, Konnagar, Rishra, Sreerampore and Baidyabati.

In the power sector, the government is allocating as much as Rs 2,273 crore, including for three units of the Kolaghat Thermal Power Station, which will be renovated and modernised along with two units of Sagardighi and Kolaghat (Unit 1).

Bengal is developing Andal Airport in Durgapur to take a part of the load off the airport in Kolkata. The Chief Minister said that the State Government had sent a proposal to the Centre for a bullet train connecting Andal with the city. A passenger from the Andal airport can commute within 45 minutes to the city by a bullet train.

She maintained that Bengal has been marching ahead despite financial constraints. She said that development cannot take place without infrastructure. Once these projects are complete, Bengal will attain the golden era, she added.

 

Source: Millennium Post

 

 

পরিকাঠামো উন্নয়নে আরও ১২,১৮০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার

 

রাজ্যে পরিকাঠামো উন্নয়নের ওপর আরও জোর দিতে অতিরিক্ত ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করল সরকার। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০১৭-১৮ অর্থবর্ষে পরিকাঠামো উন্নয়নে আরও ১২,১৮০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার।
এদিন মুখ্যমন্ত্রী জানান, অন্ডাল বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত বুলেট ট্রেন চালু করার জন্য রাজ্য সরকার একটি প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠিয়েছে। তিনি বলেন, “রাজ্যে পরিকাঠামো বাড়লে বিনিয়োগ বাড়বে। গত ছ’‌বছরে বাংলা অনেক এগিয়ে গেছে। ভারত সেরা থেকে বিশ্ব সেরা হয়েছে। আর্থিক সমস্যা রয়েছে। তবু রাজ্য জুড়ে খাদ্য, বিদ্যুৎ, রাস্তাঘাট, পানীয় জল–সহ সবক্ষেত্রেই আরও উন্নত পরিকাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী তিন বছরে এই প্রকল্পগুলি শেষ হয়ে গেলে বাংলায় স্বর্ণযুগ আসবে”।
সড়ক প্রকল্পে উন্নয়ন:

মিলেনিয়াম পার্কে কলকাতা আই প্রকল্পের জন্য ২৯০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া ইএম বাইপাস থেকে নিউ টাউন পর্যন্ত এলিভেটেড ক‌রিডর,গড়িয়াহাট রোড দক্ষিণে উড়ালপুল, কল্যাণী এক্সপ্রেসওয়ের ৪২ কিলোমিটার এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সংযোগকারী চার কিলোমিটার রাস্তা চার লেন, কলকাতা–বাসন্তী রোডের ঘটকপুকুর পর্যন্ত ২৫ কিলোমিটার রাস্তা চার লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
নতুন ফ্লাইওভারঃ

  • তারাতলা থেকে টালিগঞ্জ ও আনোয়ার শাহ রোড হয়ে যাদবপুর ফাঁড়ি পর্যন্ত ফ্লাইওভার – প্রকল্পে খরচ ২৭০ কোটি টাকা
  • সুকান্ত সেতু থেকে সেলিমপুর পর্যন্ত ফ্লাইওভার – প্রকল্পে খরচ ২৪৮ কোটি টাকা
  • শিয়ালদহ ব্রিজ থেকে স্টেশন পর্যন্ত ফ্লাইওভার- প্রকল্পে খরচ ২১ কোটি টাকা
  • সেক্টর ফাইভ কলেজ মোড় থেকে রাজারহাট পর্যন্ত ফ্লাইওভার- প্রকল্পে খরচ ৬৮ কোটি টাকা
  • মানিকতলা ক্রসিং থেকে এজেসি বোস রোড পর্যন্ত ফ্লাইওভার – প্রকল্পে খরচ ৩৫০ কোটি টাকা
  • গণেশচন্দ্র অ্যাভিনিউ থেেক এমজি রোড পর্যন্ত ফ্লাইওভার- প্রকল্পে খরচ ৩৭৫ কোটি টাকা
  • সৈয়দ আমির আলি অ্যাভিনিউ থেকে মা ফ্লাইওভার পর্যন্ত ফ্লাইওভার
  • ভাগীরথী নদীর ওপর কালনায় সেতু তৈরি। পাচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে

 

পরিকাঠামোয় অতিরিক্ত বরাদ্দঃ

আগে বরাদ্দ ছিল ২০,১৫৫.৬১ কোটি টাকা। অতিরিক্ত ১২,১৮০ কোটি টাকা বরাদ্দ করা হল।
পানীয় জল প্রকল্পঃ

জলের সমস্যার কথা মাথায় রেখে ১৩৬৮ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। এর ফলে ডানকুনি, উত্তরপাড়া, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটি,চাপদানি পুরসভা এবং তার সংলগ্ন এলাকায় পানীয় জলের সমস্যা মিটবে।
বিদ্যুৎ:

বিদ্যুতের সমস্যা সমাধান করতে ২২৭৩ কোটি টাকার অতিরিক্ত বাজেট বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পে সাগরদিঘি তিন এবং চার নম্বর ইউনিট, কোলাঘাটের এক নম্বর ইউনিট সংস্কার করা হবে। নিউ টাউনে উন্নত বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে।

এছাড়াও বেহালা, বালুরঘাট, কোচবিহার, মালদায় ছোট ছোট বিমানবন্দরগুলি ঢেলে সাজা হচ্ছে। ইতিমধ্যে ২৬টি হেলিপ্যাডও তৈরি করা হয়েছে। খাদ্যশস্য মজুত করতে গুদাম তৈরির জন্য ৮৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সমস্ত প্রকল্প শেষ হলে রাজ্যে সুবর্ণযুগ আসবে। বাড়বে বিনিয়োগ।