Swasthya Sathi to cover teachers from now, Bengal CM announces on Teachers’ Day

Bengal Chief Minister Mamata Banerjee presented the Siksha Ratna Samman awards to outstanding teachers of Bengal at a function at Nazrul Mancha today on the occasion of Teachers’ Day.

On the occasion, the CM announced that the State’s medical insurance scheme ‘Swasthya Sathi’ will cover teachers from now. This would take the number of beneficiaries under the scheme from 47 lakh to 55.5 lakh.

The Chief Minister said, “I am proud to declare that after we started the Kanyashree Scheme, the school dropout rate among girls has come down by 16.5%. This is big achievement”.

About improvement in education infrastructure, she said, “We have set up 16 universities and 46 colleges. Four lakh college seats have been added. Nine medical colleges have been established; seven more will be set up. We have increased medical seats by 1,800. Over 300 ITIs and polytechnics have been established, and 6,000 new schools have been set up”.

The Chief Minister went on to speak about the various schemes being run by the State Government: “We have even extended the Kanyashree Scheme to university students. We have started the Sikshashree Scheme for SC/ST students. Over 1.3 lakh minority students have been given scholarships. We have also started the Swami Vivekananda Merit-cum-Means Scholarship”.

She also said there was a plan to include from next year Class VIII students in the Sabuj Sathi scheme, under which the government has already distributed 40 lakh Sabuj Sathi bicycles; 30 lakh more will be distributed this year. We will include Class VIII in this scheme; we will have to look at the finances”.

She also criticised the needless comments of some politicians: “Some political leaders are giving a lot of gyan. Those who have become morally bankrupt cannot do anything positive or fruitful”.

 

স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এলেন শিক্ষক-শিক্ষিকারা, শিক্ষক দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

আজ শিক্ষক দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কৃতি শিক্ষক-শিক্ষিকাদের হাতে তুলে দেন ‘শিক্ষা রত্ন’ পুরস্কার। শ্রেষ্ঠ স্কুলকেও পুরস্কৃত করা হয়।

শিক্ষক দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এখন থেকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এলেন শিক্ষক-শিক্ষিকারা। প্রায় ৫৫.৫ লক্ষ কর্মী শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের পরিবার এই স্বাস্থ্যসাথী প্রকল্পের মধ্যে আসবেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিশেষ কিছু অংশঃ-

আজকের দিনটা আমাদের গর্বের দিন। শিক্ষক শিক্ষিকাদের অধ্যাপক অধ্যাপিকাদের তাদের কাজের স্বীকৃতি হিসেবে, কিছু শিক্ষক সন্মাননা আমরা শিক্ষারত্ন, শিক্ষক সন্মাননা তাদের হাতে তুলে দিতে পেরে নিজেদের ধন্য বলে মনে করছি। শিক্ষার আরেক নাম দীক্ষা। শিক্ষাগুরু, দীক্ষাগুরু তাদের কোনও শেষ নেই। তাঁরা চিরকাল আমাদের মধ্যে বিরাজ করে।

আমরা বলি, স্বদেশে পুজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পুজ্যতে।

আজকে আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা যারা আজকের স্টুডেন্ট, আগামী দিন তারা দেশের ভবিষ্যৎ, তারা আমাদের অ্যাসেট সমাজের গর্ব। আজকে আমি গর্বের সাথে ঘোষণা করছি, কন্যাশ্রী করবার পর ১৬.৫ পারসেন্ট আমাদের ড্রপআউট রেট কমেছে যেটা আমাদের শিক্ষার এটা বেড়েছে মেয়েদের। এটা ভীষণ ভালো। আমরা তো চাই আমার এডুকেশন প্রত্যেকটা ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছাক।

এই ছ’বছরের মধ্যে আমরা ১৬টা নতুন বিশ্ববিদ্যালয় করতে পেরেছি, ৪৬টা নতুন সরকারি কলেজ করেছি, আমরা প্রায় কলেজের সিট চার লক্ষের ওপর বাড়িয়েছি, আমাদের নতুন মেডিক্যাল কলেজ নটা হয়ে গেছে আরও সাতটা হবে, ১৬টা হবে। মেডিক্যাল কলেজেও আমি দেখছিলাম হিসেব করে ৬৬/৬৭ বছরে যদি ২৭০০ সিট থাকে, তাহলে মাত্র ছ’বছরে আমরা প্রায় ওটা ১৮০০ বাড়িয়েছি। পলিটেকনিক কলেজ, আইটিআই ৩০০ নতুন করে তৈরি করা হয়েছে, সুযোগ অনেক আছে, ৬০০০ নতুন বিদ্যালয় তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই।

এবার আমরা কে৩ করে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়েও চালু করেছি। সংখ্যালঘুরা ১.২৫ কোটি স্কলারশিপ পেয়েছে। সিডিউল্ড ক্লাস, সিডিউল্ড ট্রাইব ছেলেমেয়েরা “শিক্ষাশ্রী” স্কলারশিপ পেয়েছে। এছাড়াও আমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ তৈরি করেছি। ইউজিসি টাকা বন্ধ করে দিয়েছিল, আমরা টাকা বাড়িয়ে ২০০ কোটি টাকা করে ওখান থেকে ২০ কোটি টাকা ওদের দিয়ে দিয়েছি।

সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট আমরা ফ্রিতে করি। ৪০ লক্ষ ছেলেকে সবুজ সাথী সাইকেল দিয়েছি আমরা। এবছরে আরও ৩০ লক্ষ দেওয়া হচ্ছে। টাকা পয়সা সঙ্কুলান হলে আমি ক্লাস এইটকেও এই আওতায় নেওয়ার চেষ্টা করছি।

৯কোটি ২০লক্ষের মধ্যে ৮কোটি ১০ লক্ষ মানুষ খাদ্যসাথী প্রকল্পে আছে। “সবুজ শ্রী” একটা নতুন পরিকল্পনা।

সমাজ গড়ে শিক্ষা, শিক্ষা গড়ে সভ্যতা, সভ্যতা গড়ে সংস্কৃতি, সংস্কৃতি গড়ে মানবিকতা। শিক্ষা না থাকলে সারা জীবনটাই মরুভুমি হয়ে যাবে। শিক্ষাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ।

জেনারেশনের পর জেনারেশনকে ইংরাজি পড়তে দেওয়া হয় নি। আমরা চাই ছেলেমেয়ারা বাংলাও শিখবে, ইংরাজিও শিখবে, অন্য ভাষা শিখতে চাইলেও শিখবে। যার যে ভাষা পছন্দ, সেটা শিখবে। মাতৃভাষা জানার নিশ্চয় প্রয়োজন আছে। এখন অনেক এডভান্টেজ, সেটাকে এডভান্টেজ হিসেবে কাজে লাগাতে হবে।

মা যেমন ছেলেমেয়েদের মানুষ করে, একটা স্কুলটিচারও মানুষ করেন। তারা তৈরি করে দেয় বেসটা।

আমি কাউকে কাউকে দেখি শুধু সমালোচনাই করে যায়। যারা দেউলিয়া হয়ে যায়, তারা এই কাজগুলোই করে, মাথা দিয়ে ভালো কাজ বেরোয় না।

বাংলাকে যে যত অবহেলা করুক, বঞ্চনা করুক, লাঞ্ছনা করুক, হিংসা করুক, তারা প্রতিযোগিতায় পারে না। বাংলার মেধা, বাংলার ট্যালেন্ট বিশ্ববিখ্যাত। বাংলার সঙ্গে প্রতিযোগিতায় না পেরে কেউ কেউ কাঁকড়ার মত বাংলাকে টেনে ধরতে চায়।

আমরা গর্বিত আমাদের শিক্ষাকুল, গুরুকুল, শিক্ষকসমাজ, শিক্ষিকাসমাজ, এবং সাথে টিচিং-ননটিচিং যারা আছেন তাদের নিয়ে। শিক্ষালয় দেবালয়ের মত, এগুলোকে সুন্দর রাখুন, সুস্থ রাখুন।

Bengal CM chairs central-level administrative review meeting at Nabanna

Chief Minister Mamata Banerjee took stock on the progress of work undertaken by all State Government departments during the central-level administrative review meeting held at the state secretariat, Nabanna today.

The top brass of all the departments, superintendents of police and district magistrates of all the 23 districts, and commissioners of all the police commissionerates were present in the meeting today.

After the meeting, Mamata Banerjee held a media interaction. She said that among the topics discussed were 100 Days’ Work, health and agriculture. Ways to provide further help to the 85 lakh people affected by the floods were also discussed. The State Government departments have been given the responsibility to get rid of the many cases pending in the courts as early as possible. All topics related to the government were discussed in detail.

It must be mentioned in this connection that every year, Mamata Banerjee holds an annual administrative review meeting in every district to appraise the work done with respect to the implementation of government projects.

Earlier, before the meeting, the Chief Minister inaugurated an auditorium adjacent to Nabanna. It has been named Nabanna Sabhaghar.

 

 

নবান্নে রাজ্যের উন্নয়ন নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

আজ রাজ্যের উন্নয়ন নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি, মন্ত্রী, দপ্তরের সচিব, জেলাশাসক, জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং রাজ্য প্রশাসনের পদস্থ কর্তাব্যাক্তিরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিয়ে পর্যালোচনা হয় এই বৈঠকে।

এক বছরের কাজের খতিয়ান নিয়ে যেমন আলোচনা হয়, তেমনই পঞ্চায়েত নির্বাচনের আগে কাজের রূপরেখাও তৈরি করে দেন মুখ্যমন্ত্রী। কীভাবে মানুষের কাছে আরও উন্নয়ন পৌঁছবে তার দিক নির্দেশও করেন তিনি।

নবান্নে পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “আজকের বৈঠকে ১০০ দিনের কাজ, স্বাস্থ্য, কৃষি সহ সব বিষয় নিয়েই আলোচনা হয়েছে। ৮৫ লক্ষ মানুষ বন্যার কবলে, তাদের সাহায্য করার বিষয় নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। অনেক কোর্ট কেস পড়ে আছে, সেগুলি সমাধানের জন্য প্রতিটি দপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সব বিষয় নিয়ে পর্যালোচনা হয়েছে”.

আজ নবান্ন’র পাশে নতুন তৈরি হওয়া অডিটোরিয়াম, নবান্ন সভাঘরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকে নবান্নর প্রশাসনিক বৈঠকগুলি ওই অডিটোরিয়ামে করা হবে।

 

Women rehabilitated under ‘Muktir Alo’ scheme open cafeteria

Muktir Alo is a scheme run by the Bengal Government for the rehabilitation of women who have been trafficked for prostitution. This scheme, a brainchild of Chief Minister Mamata Banerjee, was inaugurated by her in September 2015. It has been successful in providing succor to such women in its own small way.

One such beneficiary, after receiving training, has opened a cafeteria named Mukti near the entrance of Alipore Zoo. Similar cafeterias by beneficiaries have also been opened at other places in Kolkata – at Munshiganj in Khidderpore and at the court premises in Alipore. Another is slated to open at Bikash Bhavan in Salt Lake.

In the first phase of this programme, 50 women were given training in making spices and block printing. In the second phase, 25 more people were trained. During the period of training, the State Government also gives every woman a stipend of Rs 2,500 and the cost of transportation.

Along with providing training, the aim behind the scheme is to also make the women self-sufficient. Towards that end, the government provides Rs 25,000 to those interested in opening a start-up with the help of the training received.

‘মুক্তির আলো’ প্রকল্পে স্বনিভর হয়ে নতুন ক্যাফেটেরিয়া চালু করলেন অবহেলিতরা

‘মুক্তির আলো’ – ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাচার হওয়া নারী বা বিভিন্নভাবে নির্যাতিতদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর হয়ে ক্যাফেটেরিয়া খুললেন এক পাহাড়ি কন্যা। আলিপুর চিড়িয়াখানার প্রবেশের ঠিক মুখেই খোলা হয়েছে এই ক্যাফেটেরিয়া – নাম দেওয়া হয়েছে ‘মুক্তি’।

এই প্রকল্পে প্রথম দফায় ৫০ জনকে মশলা তৈরি ও ব্লক প্রিন্টিং এর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মুক্তির আলো – ২ প্রকল্পের আরও ২৫ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণের সময় তাদের ২৫০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হয়েছে। থাকা ও পরিবহনের খরচ দিয়েছে রাজ্য সরকার। তাদের প্রশিক্ষণের পাশাপাশি স্বনির্ভর করে তোলাই লক্ষ্য। ২৫ হাজার টাকা নিয়ে স্টার্ট আপ ব্যবসা চালু করার জন্য সাহায্যও করবে সরকার।

খিদিরপুরের মুনশিগঞ্জ ও আলিপুর আদালত চত্বরেও তৈরি হয়েছে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মেয়েদের ক্যাফেটেরিয়া। শীঘ্রই বিকাশ ভবনেও হবে এই ক্যাফেটেরিয়া।

Source: Pratidin

Kolkata’s taxis to become card payment-enabled

The yellow and blue-and-white taxis of Kolkata are going to become ‘smart’, courtesy the enabling of payment of fares by debit card. This facility was launched from August 30. To start with, 1,000 taxis have been fitted with the card swiping devices.

This facility would benefit everyone. For locals, it would mean doing away with the headache of keeping change handy, as it is not always possible for drivers to give change. On the other hand, for foreign tourists, the new mode of payment would mean not having to worry about keeping local currency for payment.

This service is being introduced first in taxis which are based at the airport, and before the commencement of the festive season. Gradually, it would be extended to all taxis in the city.

 

এবার হলুদ ট্যাক্সিতে হবে কার্ডে পেমেন্ট

পুজোর আগেই এবার স্মার্ট হচ্ছে হলুদ এবং নীল-সাদা ট্যাক্সি। শহরের সাধারণ যাত্রী থেকে বিদেশি পর্যটক-ডেবিট কার্ডেই এবার মেটাতে পারবেন ট্যাক্সির ভাড়া। ডলার বা বিদেশি টাকা ভাঙ্গানোর হ্যাপাও ফলে আর পোহাতে হবে না শহরে আসা বিদেশি পর্যটকদের। শহরের এক হাজার ট্যাক্সিতে আগামী বুধবার থেকেই বসে যাচ্ছে নতুন এই সোয়াইপ মেশিন। দেখতে অনেকটা মবাইলের মত। যাত্রীরা যে কোনও কার্ডই এই মেসিনে সোয়াইপ করে ভাড়া মেটাতে পারবেন।

“নতুন এই সোয়াইপ মেশিন ট্যাক্সিতে বসানো হল ক্যাশলেস পদ্ধতিতে যাত্রীরা ভাড়া মেটাতে পারবেন।” সবথেকে সুবিধা পাবেন বিদেশি পর্যটকরা। কারণ, তাদের বেশিরভাগের কাছেই বিদেশি টাকা বা ডলার থাকে। যে কোনও কার্ড থাকলে তা সোয়াইপ করে ভাড়া দিতে পারবেন। তাই এই মেশিন বসানো ট্যাক্সি প্রথমধাপে এয়ারপোর্টেই বেশি দেওয়া হবে। পরবর্তী ক্ষেত্রে শহর জুড়ে অন্যান্য ট্যাক্সিতেও এভাবে ভাড়া মেটানোর অত্যাধুনিক বাবস্থা চালু করে হবে।

Source: Sangbad Pratidin

 

Bengal crosses 100 Days’ Work target for first four months

Bengal has crossed the target by almost three times for the number of man-days to be created during the first four months of financial year 2017-18 under the National Rural Employment Guarantee Scheme (NREGS), popularly known as the 100 Days’ Work Scheme. Against a target of 4 crore 97 lakh, the state has achieved 12 crore 5 lakh.

Thus the State Government is well on its way to easily overcome the target for the year and thus once again show to the rest of India how to empower the rural populace of India, who comprise about 70 per cent of the population. Against the 2017-18 target of creation of 23 crore man-days, as set by the Union Ministry of Rural Development, Bengal is on its way to achieve about 28 crore.

This feat, facilitated by the State Government, has once again brought to the fore the pro-people governance policies adopted by the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government, ever since it came to power in 2011.

During the last financial year too, that is, 2016-17, Bengal had crossed the target set by the Central Government – 23 crore against 18 crore. Consequently, the current financial year’s target has been set at 23 crore, but which too Bengal is set to cross. For 2016-17, the Centre had to give the state Rs 7,200 crore for paying the people who worked for projects under the 100 Days’ Work Scheme. Being on track to cross this year’s enhanced target too, naturally, Bengal would be spending much more than last year on the scheme.

According to information from the State Panchayat & Rural Development Department, 39 lakh 61 thousand families are linked to MNREGS in the state. Each person gets to work for 31 days on average and earns Rs 180 per day.

 

১০০ দিনের কাজে শ্রমদিবস তৈরিতে বড় সাফল্য রাজ্যের

১০০ দিনের কাজে শ্রমদিবস সৃষ্টিতে চলতি আর্থিক বছরের প্রথম চার মাসে লক্ষ্যমাত্রা ছাপিয়ে গেল রাজ্য। এই সময়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের দেওয়া লক্ষ্যমাত্রা ছিল ৪ কোটি ৯৭ লক্ষ। কিন্তু ৩১ জুলাই পার হওয়ার পর দেখা গেল, রাজ্যে তা হয়েছে ১২ কোটি ৫ লক্ষ। এইভাবে অগ্রগতি বজায় থাকলে চলতি আর্থিক বছরের মূল লক্ষ্যমাত্রা অনায়াসেই ছাপিয়ে যাবে বলে মনে করছেন পঞ্চায়েত দপ্তরের কর্তারা। তাঁদের বক্তব্য, এটা রাজ্য সরকারের কাজের একটি সাফল্য। গ্রামোন্নয়ন মন্ত্রক ২০১৭-১৮ আর্থিক বর্ষের জন্য শ্রমদিবস সৃষ্টির লক্ষ্যমাত্রা ধরেছে ২৩ কোটি। যেভাবে রাজ্যজুড়ে ১০০ দিনের কাজ চলছে, তাতে প্রকৃতপক্ষে শ্রমদিবস সৃষ্টির লক্ষ্যমাত্রা ছাপিয়ে দাঁড়াবে কমপক্ষে ২৮ কোটি।

গত আর্থিক বছরেও অর্থাৎ ২০১৬-১৭’য় শ্রমদিবস তৈরির লক্ষ্যমাত্রা ছাপিয়ে গিয়েছিল। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক লক্ষ্যমাত্রা কমিয়ে করেছিল ১৮ কোটি। কিন্তু রাজ্যে তা বেড়ে দাঁড়ায় ২৩ কোটি। ফলে কেন্দ্রীয় সরকারকে কাজ অনুযায়ী ৭২০০ কোটি টাকা দিতে হয়। চলতি আর্থিক বছরেও কেন্দ্রের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা সেই ২৩ কোটি শ্রমদিবস।

পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ১০০ দিনের কাজে ৩৯ লক্ষ ৬১ হাজার পরিবার যুক্ত রয়েছে। মাথাপিছু মজুরি হল ১৮০ টাকা। কাজের গড় ৩১ দিন। এ পর্যন্ত খরচ হয়েছে এবং কেন্দ্রীয় সরকার দিয়েছে ৪০৫৮ কোটি টাকা। গত বছরের টাকা খরচের পরিমাণকে ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

Source: Bartaman

 

Bengal Govt to seek GI tag for handcrafted ‘Kolkatti’ jewellery

The Bengal Government, in collaboration with the Gems and Jewellery Export Promotion Council (GJEPC), has initiated the process of getting a geographical indication (GI) registration, conventionally known as a GI tag, for Kolkata-made jewellery.

‘Kolkatti’ has been proposed as the name for this unique brand of jewellery. Along with GJEPC, IIT Kharagpur is also providing the technical help in preparing the documents for bagging the tag.

A GI is a name or sign used on certain products that correspond to a specific geographical location or origin (like a town, region, or country). GIs have been defined under Article 22(1) of the World Trade Organisation (WTO) agreement on Trade-Related Aspects of Intellectual Property Rights (TRIPS).

The reason for going for the registration of Kolkata-made jewellery is that such jewellery has a major demand in the Middle East, US and UK markets. These are mainly handcrafted, and are known for the fine craftwork of artisans. On the other hand, for the very reason of being popular, it is seen that many people are selling jewellery, improperly branded as Kolkata jewellery. Hence, the State Government, supported by the GJEPC, has taken this initiative.

The art of jewellery-making in Bengal and the designs that are considered to be Bengali are unique. Examples include the art of making bala, bangles in which lacquer is used to fill the insides to give it strength, jaroa jewellery, in which precious stones are set in 18-carat gold, tikli, forehead ornament worn by Bengali brides on the central parting of their hair, laced with a string of pearls and studded with precious stones or beautiful gold-and-silver designs, and kaan, traditional ornament worn on the ear, made up of thin sheets of gold or silver that cover the entire ear.

 

গয়নার নকশার জিআই পেতে উদ্যোগী রাজ্য

 

বাংলা গয়নার ডিজাইনের কদর বিশ্বজোড়া। কলকাতার স্বর্ণ শিল্পীদের তৈরি বিশেষ সোনার গয়না ‘কলকাতি’-র জন্য ‘জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন’ বা ‘জি আই’ এর আবেদন জানাবে রাজ্য সরকার।

‘জি আই’ তকমা পাওয়ার অর্থ হল, সংশ্লিষ্ট পণ্যটি যে এলাকার, তার বাইরে অন্য কেউ সেটির নকল করতে পারবে না। ইতিমধ্যেই খড়গপুর আই আই টি-র সঙ্গে গাঁটছড়া বেঁধে শুরু হয়েছে প্রস্তুতি পর্ব।

জেম অ্যান্ড জুয়েলারির এক্সপোর্ট কাউন্সিলের সভায় অর্থমন্ত্রী অমিত মিত্র জানান, “কলকাতার শিল্পীরা অল্প সোনায় যে ধরনের গয়না তৈরি করেন, তা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না – এটা কলকাতার কারিগরদের বিশেষত্ব। বাংলার এই নকশা যাতে অন্য কেউ নকল করতে না পারে, তার জন্য জি আই-য়ের আবেদন করা হবে”। এর ফলে গয়নার রপ্তানিও বাড়বে বলে তাঁর দাবি।

প্রসঙ্গত, এর আগে দার্জিলিঙের চা, বালুচরি এবং ধনেখালি শাড়ি, নকশি কাঁথা, বর্ধমানের সীতাভোগ-মিহিদানা, জয়নগরের মোয়ার মতো মোট সাতটি সামগ্রী জিআই এর তালিকায় জায়গা করে নিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে কলকাতার হাল্কা সোনার গয়না ‘কলকাতি’।

Source: Millennium Post/ Bartaman

Bengal Education Minister expresses concerns over Blue Whale game

Bengal Education minister Partha Chatterjee expressed concerns over the allegations of a number of students getting victimised by the Blue Whale game across the state.

On the sidelines of an event to organise Public Library Day by the Department of Mass Education & Library Sciences, Chatterjee said: “The Blue Whale game should be stopped immediately. We have asked the schools to ensure that students do not carry mobile phones to schools and the authorities should be on alert.”

s many as 25 government schools in the city have been identified where UNICEF will conduct workshops regarding use of “safe Internet” by school children. Simultaneously, a workshop will be conducted in a few private schools as well.

Among the government schools, Hindu School, Jodhpur Park School, Binodini Girls are few of the schools that have been selected where such workshops will be conducted. Students of nearby schools will also be asked to attend.

The association of ICSE schools in Bengal will hold a sensitisation workshop on online gaming and Internet addiction, covering around 200 schools.

 

ব্লু হোয়েল নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

রাজ্যে ক্রমশ বাড়ছে ব্লু হোয়েল গেমের দাপট। তাই এই মারণ কেলার হাতছানিতে রাস টানতে কড়া অবস্থান নিল শিক্ষা দপ্তর।

শিক্ষামন্ত্রী জানালেন স্কুল চলাকালীন শিক্ষক এবং পড়ুয়ারা মোবাইল ব্যবহার করতে পারবেন না। এদিকে শহরের ৩০টি স্কুলের পড়ুয়াদের ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল নিয়ে সচেতন করতে কর্মশালা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্লু হোয়েল নিয়ে উদ্বিগ্ন শিক্ষামন্ত্রী বলেন, “ব্লু হোয়েলের মতো খেলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। অনেকে এই খেলায় অংশ নিয়ে মারা গেছে। এই খেলা আটকাতেই হবে। এটা কি কোনও খেলা হল?‌”পড়ুয়াদের ব্লু হোয়েলের হাত থেকে রক্ষা করতে বই পড়ার অভ্যেস বাড়ানোর দিকেও জোর দেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘‌আমাদের কাছে অভিযোগ এসেছে ক্লাস চলাকালীন পড়ানো থামিয়ে শিক্ষক–শিক্ষিকারা মোবাইলে কথা বলছেন। সেই সুযোগে পড়ুয়ারা মোবাইলে গেম খেলছে। এটা চলতে পারে না। আমরা চাই স্কুলে পড়াশোনার সময়টুকুতে যেন পড়াশোনাই হয়। স্কুল চলাকালীন শিক্ষক–পড়ুয়া সবাইকেই মোবাইল বন্ধ রাখতে হবে। তবে এটা কোনও বিজ্ঞপ্তি দিয়ে হবে না। স্কুলগুলিকেও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।’‌

ইন্টারনেটের ব্যবহার নিয়ে কর্মশালায় ২৫টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও ৫টি বেসরকারি স্কুল অংশ নেবে। রাজ্যের আইসিএসই বোর্ডের অধীনস্থ স্কুলগুলিও ইন্টারনেটের ব্যবহার এবং ব্লু হোয়েল নিয়ে পড়ুয়াদের সচেতন করতে কর্মশালা করতে চলেছে। সিবিএসই স্কুলগুলিও এ ব্যাপারে নজরদারি বাড়াতে বলেছে। ‌

Source: Bartaman

Across Bengal, estimated loss due to floods across stands at Rs 14,000 Cr: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee has said that the estimated loss due to the recent flood in 11 districts in Bengal stands at Rs 14,000 crore. The State Government has sent a report to that effect to the Centre, containing the estimated loss across the state.

According to an official at the state secretariat, Nabanna, over the last four years, the state has spent Rs 1,500 crore to give compensation and to fight the situation after any natural calamity. Unfortunately, despite the state administration writing to the Central Government several times, the Centre has not released any grant to support the State Government during times of such need.

With respect to the recent flood, the official said that while compensation packages were being announced for other states, not even a representative was sent to Bengal by the Centre to take stock of the situation.

However, the State Government had responded without any delay; it started providing all necessary support to the flood-affected farmers. The Chief Minister herself went to the heavily inundated areas across the state and took stock of the situation.

The official said that seeds worth around Rs 10 crore have already been distributed. Sowing of seeds in most of the flood-affected areas in south Bengal is complete and it is going on in North Bengal in full swing.

The official assured that despite the flood, there is nothing to panic with regard to the production of food crops. The target of rice cultivation of around 161 lakh tonne is most likely to be reached.

It may be mentioned that the flood in both north and south Bengal took place due to heavy rainfall from August 12 to 15 and from July 21 to 26. According to government sources, the flood in 11 districts had affected agriculture on around 10.67 lakh acres. Around three lakh houses were completely damaged, around 55,000 were heavily damaged and more than 52,000 were partly affected.

Source: Millennium Post

বন্যায় ক্ষতি ১৪ হাজার কোটি, কেন্দ্রকে চিঠি পাঠাল রাজ্য

রাজ্যে সাম্প্রতিক বন্যায় ১৪ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই মর্মে রাজ্যের পক্ষ থেকে ইতিমধ্যে কেন্দ্রকে চিঠি পাঠানো হয়েছে। বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ’কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, চলতি বছরে প্রথমে দক্ষিণবঙ্গ এবং তারপরে উত্তরবঙ্গ ভয়াবহ বন্যার কবলে পড়ে। কৃষিক্ষেত্র ছাড়াও রাস্তা-ঘাট, ব্যক্তিগত সম্পত্তি সবই প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ হাজার কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়। যার মধ্যে কৃষিক্ষেত্রেই প্রায় সাত হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

গত ৪ বছরে রাজ্যের প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিপূরণ বাবদ প্রায় দেড় হাজার কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার।

প্রসঙ্গত, চলতি বছরে বন্যার কবলে পশ্চিমবঙ্গ ছাড়াও গুজরাত, অসম, বিহার পড়েছে। সেক্ষেত্রে কেন্দ্র ইতিমধ্যে গুজরাতকে ও বিহারকে ৫০০ কোটি টাকা এবং অসমকে দু’হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে। এবার পশ্চিমবঙ্গও বন্যার ক্ষতিপূরণ চেয়ে কেন্দ্রকে চিঠি পাঠাল

 

Source: Bartaman, Aajkal

Bengal govt to give small traders free software for filing GST returns

Bengal government will provide free software to small traders for filing goods and services tax (GST) returns, state Finance Minister Dr Amit Mitra said on August 30.

“We are in touch with the NIC (National Informatics Centre) and work is on to develop the software,” Dr Mitra said while addressing a seminar on GST.

Bengal would be one of the few states to provide free GST software under the new tax regime in the country.

Addressing the seminar on phone, Chief Minister Mamata Banerjee said that the State was never against GST but opposed the hurried implementation of the new system.She assured that the State would continue to fight for the right of small enterprises.

 

জি এস টি-র জন্য ব্যবসায়ীদের বিনামূল্যে সফটওয়্যার পরিষেবা দেবে রাজ্য

জি এস টি নিতে সমস্যায় পড়েছেন রাজ্যের ব্যবসায়ীরা। সেই সমস্যা কাটাতে একটি সফটওয়্যার তৈরি করছে রাজ্য সরকার। তৈরি হয়ে গেলে ব্যবসায়ীদের বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে, একথা জানান, অর্থমন্ত্রী অমিত মিত্র।

এই অনুষ্ঠানে টেলিফোনে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য জিএসটির বিরোধী নয়। কিন্তু যে ভাবে তাড়াহুড়োয় নতুন কর ব্যবস্থা ব্যবসায়ীদের উপর চাপিয়ে দেওয়া হল, তা ঠিক হয়নি। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য রাজ্য সব সময় লড়াই চালিয়ে যাবে।

এদিন শিল্পমন্ত্রী বলেন, পরিকাঠামো ছাড়াই গোটা প্রক্রিয়া চালু করে দিলে কি হয় তা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। ব্যবসায়ীদের সমস্যার কথা মাথায় রেখেই জিএসটি সংক্রান্ত হিসেব রাখতে এই সফটওয়্যার আনা হচ্ছে। ন্যাশনাল ইনফরমেতিক্স সেন্টার এই সফটওয়্যার তৈরির কাজ করছে।

Source: Bartaman

Purulia, Jhargram districts, along with Bankura, to become major alphonso hubs

Purulia and Jhargram districts will become major hubs for alphonso mangoes in the near future. Already in Bankura district 2,500 alphonso saplings have been planted. The fruits from some of these trees were brought to the mango festival held at Kolkata’s City Centre I recently, where they turned out to be a huge hit.

The State Paschimanchal Unnayan Affairs Department will spend Rs 32 lakh to grow this variety of mango. This will also help the local people to become self reliant, as the work will be done by members of Self-Help Groups (SHGs) under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) scheme. The department, along with the district administration, will train the SHG members for three years about the maintenance of the gardens.

The District Magistrates of Purulia and Jhargram will be given 5,000 saplings, which will be grown in four gardens in Purulia and seven gardens in Jhargram.

According to the Paschimanchal Unnayan Affairs minister, agricultural scientists from Maharashtra, which is the original alphonso-growing region, have given strong recommendations in favour of growing alphonso in the districts of Bankura, Purulia and Jhargram.It may be mentioned that the lepers of Bankura who are fully cured have been growing vegetables and fruits under MGNREGA to earn their livelihood.

It may be mentioned that the lepers of Bankura who are fully cured have been growing vegetables and fruits under MGNREGA to earn their livelihood.

 

পুরুলিয়া ও ঝাড়গ্রামের আলফান্সো আম কুড়োচ্ছে প্রশংসা

আলফান্সো আম প্রধানত মহারাষ্ট্রে পাওয়া যায়; এর খ্যাতি জগৎজোড়া। কিন্তু এবার পুরুলিয়া ও ঝাড়গ্রামের আলফান্সো আমও কুড়োচ্ছে প্রশংসা। বাঁকুড়ায় ইতিমধ্যেই ২৫০০ আলফান্সো আমের চারা বসানো হয়েছে। কয়েক সপ্তাহ আগে এক আম উৎসবে পুরুলিয়া ও ঝাড়গ্রামের আলফান্সো আম নজর কাড়ে।

পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর এই আমের ফলনের জন্য ৩২ লক্ষ টাকা ব্যয় করবে। ওই দুই জেলায় ১১টি বাগান করা হয়েছে। ড্রিপ পদ্ধতিতে জল সেচ করার সমস্ত আয়োজন সেখানে করা হয়েছে। দপ্তরের উচ্চাধিকারিকরা চারা আনতে ওই বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন। এই উদ্যোগের ফলে ওই অঞ্চলের লোকজন স্বনির্ভরও হতে পারবে।

পুরুলিয়া ও ঝাড়গ্রামের জেলাশাসকদের ৫,০০০ করে চারা গাছ তুলে দেওয়া হবে। এই চারাগুলি পুরুলিয়ার ৪টি বাগান ও ঝাড়গ্রামের ৭টি বাগানে রোপণ করা হবে। ১০০ দিনের কাজের মধ্যে এই চারগুলির দেখাশোনা করবে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠী। জেলা প্রসাশনের সহযোগিতায় পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর তিন বছর ব্যাপী স্বনির্ভর গোষ্ঠীদের প্রশিক্ষণ দেবে এই বাগান গুলির পরিচর্যার ক্ষেত্রে।

এই প্রকল্পে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যেরা আত্মনির্ভর হয়ে উঠেছে। ওই দপ্তরের উচ্চাধিকারিকরা বলেন, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলায় আলফান্সো আমের ফলনের বিপুল সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত বাঁকুড়া জেলার কুষ্ঠরোগীরা যারা সম্পূর্ণ ভাবে সেরে উঠেছেন, তারা ১০০ দিনের কাজের অন্তর্গত সবজি ও ফলের চাষ করছেন জীবিকা নির্বাহের জন্য।

Source: Millennium Post