Govt to provide trauma care ambulances to municipalities

The State Transport Department will start providing, in a phase-wise manner, trauma care ambulances to various municipalities and administrative officials from various districts. 

The ambulances would be distributed among the beneficiaries at a programme on January 22. The municipalities that will receive trauma care ambulances in the first phase are Murshidabad, Dhuliyan, Kharagpur and Kaliaganj, along with the district magistrate of Jhargram and a few clubs.

Each ambulance will have a doctor, nurses and paramedical staff. The maintenance and repair of the ambulances would be the responsibility of those using them.

Chief Minister Mamata Banerjee has laid enormous stress on the issue of road safety. Her brainchild, the ‘Safe Drive, Save Life’ project, is a success that has been recognised at the national level. She has also instructed the police and district administration to identify the black spots along national and State highways and take preventive measures to check accidents.

Source: Millennium Post

 

Ferry services to start from Alambazar Ghat

To ease traffic congestion arising due to the closure of Tala Bridge the State Transport Department will soon start ferry services from Alambazar Ghat. The department had already started a ferry service from Kuthighat in October.

At present, ferry services connect Kuthighat, Bagbazar Ghat and Fairlie Place Ghat. Services will be extended till Alambazar Ghat to cut down the problem of traffic cngestion in Baranagar, Cossipore and other places in north Kolkata.

From Alambazar Ghat, ferries will ply on two different routes – one for north-bound traffic and another for south-bound traffic. They will be alternative routes to connect Braja Dayal Shah Road with Seth Pukur Road and Pranakrishna Mukherjee Road with traffic merging with BT Road closer to Shyambazar.

Safe Drive Save Life: State Govt to install reflectors on road dividers

To prevent accidents at night, as part of the pioneering Safe Drive Save Life programme, the State Government has decided to install reflectors on road dividers.

The work between Golpark and Dhakuria in Kolkata has already started. Senior police officers say, during night, particularly when it rains heavily, drivers often fail to spot the dividers and hit them. In areas where there are small road dividers, drivers mount them after failing to negotiate lanes.

The reflectors will be seen from more than 50 feet away, even during rainy nights. Hence the installation of the reflectors will be of great help to drivers.

The State Transport Department has left no stone unturned to reduce the number of road accidents and to train drivers to pick up proper driving skills.

Source: Millennium Post

New bus routes in Jangalmahal

To make the public transport system in Jangalmahal more robust, the State Transport Department has decided to introduce new bus routes in the region. This was announced by the Transport Minister in the Assembly on July 25.

From August, 15 new routes will come into existence, on which 22 buses will ply.

New routes are also being introduced in the districts of Murshidabad and Nadia. Besides, shuttle night bus services will be introduced in Durgapur, Haldia, Kharagpur, and from New Jalpaiguri to Siliguri and Siliguri to Jalpaiguri. This comes after the success of the night bus service in Kolkata and its suburbs.

Some other crucial information the minister gave were that currently, around 3,200 State-run buses, equipped with modern facilities like GPS system and panic button, ply across Bengal, the number of air-conditioned buses has been increased, and that the Government was giving stress environment-friendly modes like electric buses and CNG buses.

Source: Millennium Post

Image Source

Bike taxis to ply on Kolkata’s streets

After its immense success in New Town and Rajarhat, bike taxis are soon going to hit the streets of Kolkata. A notification in this regard will be issued shortly by the State Transport Department.

It may be recalled that a memorandum of understanding (MoU) was signed between the Transport Department and the private company that will operate the bike taxis during the Bengal Global Business Summit (BGBS) in January. Considering the potential, the

Department is confident that once the service starts in the city, more aggregators will show interest in entering into the business of plying bike taxis.

Like in New Town and Rajarhat, all sorts of safety measures will be in place. One would be able to book a bike taxi using a cell phone app as it is now done for booking app-based cabs.

An official of the Transport Department said that gradually bike taxis can be introduced in several other urban areas. They will thus create a new dimension in the public transport sector of the State.

কলকাতার রাস্তায় এবার বাইক-ট্যাক্সি

নিউ টাউন ও রাজারহাটে ব্যাপক সাফল্যের পর এবার কলকাতার রাস্তায় নামতে চলেছে বাইক-ট্যাক্সি। শীঘ্রই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে পরিবহণ দপ্তর। ২০১৮ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এই বিষয়ে মৌ স্বাক্ষরিত হয়েছে পরিবহণ দপ্তর এবং একটি বেসরকারি সংস্থার মধ্যে।

মোবাইল অ্যাপের মাধ্যমে যেমন ট্যাক্সি ডাকা যায়, ঠিক সেভাবেই বাইক ট্যাক্সিও বুকিং করা যাবে। নিউটাউন ও রাজারহাটের মত যাত্রী নিরাপত্তার সমস্ত ব্যবস্থা থাকবে এই বাইক ট্যাক্সিগুলোতে।

রাজারহাটে একটি বেসরকারি সংস্থা রাজ্য পরিবহন দপ্তরের সমস্ত নির্দেশিকা মেনে এই বাইক ট্যাক্সি পরিষেবা চালায়। সেই সংস্থাই সমস্ত বাইক কেনে এবং চালক নিযুক্ত করে।
তবে কলকাতায় এই সংস্থা কলকাতার বাইক মালিকদের সঙ্গে চুক্তি করে তাদের বাইক দিয়েই এই পরিষেবা চালাবে। ঠিক যেভাবে অ্যাপ নির্ভর ট্যাক্সি চলে।

Source: Millennium Post

Bengal Govt to overhaul bus connectivity in Jangalmahal

The State Transport Department has decided to overhaul the bus connectivity in Jangalmahal. This is the latest of the many services that Chief Minister Mamata Banerjee has brought to the region, as a result of which the people of the region are in a much better state than during the Left Front years. She even created the district of Jhargram to better target developmental work.

Jhargram, Silda, Belpahari, Nayagram, Binpur, Jamboni, Jhalda, Baghmundi and Balarampur will be part of the new service structure. The first six places are in Jhargram district while the other three are in Purulia district. The Transport Department will spend Rs 12 crore to overhaul the structure.

New bus routes will be opened from Esplanade to Jamboni, Silda, Belpahari, Baghmundi, Jhalda and Balarampur.

A new bus terminus will come up near Jhargram town, and new bus services will be introduced between it and various places in the Jangalmahal region, and also Kolkata. A night shelter will also come up at this bus stand. After being made the district headquarters of Jhargram district, the place has become a very busy one. New bus terminuses will come up in Silda, Belpahari and Nayagram.

Besides for benefitting the regional populace, these new services are also aimed at enabling more tourist activities. In recent years, the State Government has been developing the region into a major tourist hub. The mostly forested Jangalmahal has a lot of tourist potential, and an effective transport system is a must for tourism to flourish. The government has constructed many guest houses and bungalows, and has modernised many of the guest houses belonging to the Forest Department. Home stay tourism is another area that the State Government has been laying a lot of stress on.

Source: The Statesman

জঙ্গলমহলে পরিবহন ব্যবস্থা ঢেলে সাজাবে রাজ্য

জঙ্গলমহলে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। এই অঞ্চলের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার ইতিমধ্যেই নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে এই অঞ্চলের মানুষ বাম আমলের তুলনায় এখন অনেক ভালো আছেন। ঝাড়গ্রামকে পৃথক জেলা ঘোষণা করা হয়েছে উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে।

ঝাড়গ্রাম, শিলদা, বেলপাহাড়ি, নয়াগ্রাম, বিনপুর, জাম্বনী, ঝালদা, বাঘমুন্ডি ও বলরামপুর এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবে পরিবহন দপ্তর। প্রথম ছটি জায়গা ঝাড়গ্রামে বাকি তিনটি জায়গা পুরুলিয়াতে। পরিকাঠামো তৈরীতে খরচ হবে ১২কোটি টাকা।
এসপ্ল্যানেড থেকে জাম্বনী, শিলদা, বেলপাহাড়ি, ঝালদা, বাঘমুন্ডি, বলরামপুর অবধি নতুন বাস রুট শুরু হবে।

ঝাড়গ্রাম টাউনের কাছে তৈরী হবে নতুন বাস টার্মিনাস। এই টার্মিনাস থেকে জঙ্গলমহলের বিভিন্ন অঞ্চলে ও কলকাতায় বাস চালু করা হবে। এই টার্মিনাসে একটি নাইট শেল্টারও তৈরী করা হবে। শিলদা, বেলপাহাড়ি, নয়াগ্রামেও নতুন বাস টার্মিনাস তৈরী হবে।

স্থানীয় মানুষদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এই নতুন সার্ভিসের ফলে এই অঞ্চলে পর্যটনেরও প্রসার হবে। গত কয়েক বছরে রাজ্য সরকার এই অঞ্চলটিকে গুরুত্বপূর্ণ পর্যটন হাব হিসেবে তৈরী করছে। ঘন জঙ্গলে ভরা জঙ্গলমহলে পর্যটনের বিপুল সম্ভাবনা আছে। এই নতুন বাস পরিষেবা নিঃসন্দেহে পর্যটন শিল্পকে আরও সাহায্য করবে।

State Govt to make life jackets compulsory for passengers travelling on vessels

The State Government is soon going to make rules to ensure that wearing life jackets becomes compulsory for passengers on vessels criss-crossing the Hooghly.

Life-saving jackets have already been started to be handed to passengers at jetties. Another almost 5,000 life jackets are being bought by the State Government to implement the new rules.

The government has also banned the unstable small motor boats (called ‘bhutbhuti’ in Bengali) and is gradually bringing in launches. Twelve launches would be introduced by the first week of December.

Further, from January 1, 2018, every jetty along the Hooghly is going to have two certified and uniformed volunteers called ‘jalasathi’, armed with identity cards, to ensure that rules and regulations are being adhered to. They would be working in tandem with the local police stations.

In related developments, it needs mention that the State Transport Department is implementing a standard operating procedure (SOP) in 362 jetties across Bengal at a cost of Rs 36.2 crore. New RO-RO services are also being launched shortly between Kakdwip and Sagar Island, in time for the Sagar Mela this coming January.

Source: Bartaman

 

ভুটভুটি বা লঞ্চে গঙ্গা পারাপারে লাইফ সেভিং জ্যাকেট পরা বাধ্যতামূলক হচ্ছে

এবার গঙ্গাবক্ষে ভুটভুটি বা লঞ্চে পারাপারের সময় লাইফ সেভিং জ্যাকেট পরা বাধ্যতামূলক করতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই সমস্ত ফেরিঘাটে লাইফ সেভিং জ্যাকেট দেওয়া হয়েছে। আরও প্রায় পাঁচ হাজার লাইফ সেভিং জ্যাকেট কেনা হচ্ছে। চলতি মাসের মধ্যেই সেগুলি সমস্ত ফেরিঘাটে দিয়ে দেওয়া হবে। তারপর লাইফ সেভিং জ্যাকেট ছাড়া কাউকে নদী পারাপার করতে দেওয়া হবে না। এছাড়াও ভুটভুটি বন্ধ করতে তৎপরতা শুরু করেছে রাজ্য সরকার।

পরিবহণমন্ত্রী বলেন, ১ জানুয়ারি থেকে প্রতিটি ঘাটে দু’জন করে জলসাথি নিয়োগ করা হবে। তাঁদের পরিচয়পত্র থাকবে। তাঁরা নির্দিষ্ট পোশাক ও টুপি পরে থাকবেন। এই জলসাথিরা স্থানীয় থানার সঙ্গে সমন্বয় রেখে চলবেন। ঘাটের অপারেটররা অনেক সময় বিপদ সত্ত্বেও ফেরি সার্ভিস চালু রাখেন। এছাড়াও বেশি লোক চাপানো হয়। এতে বিপদের আশঙ্কা থাকে। এই জলসাথিরা সেই বিষয়টিতে নজরদারি চালাবেন।

মন্ত্রী আর বলেন, রাজ্যে ৩৬২টি জেটিতে ৩৬ কোটি ২০ লক্ষ টাকা খরচ করে স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিওর শুরু হয়েছে। এতে যাত্রীদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য আরও বাড়ানো যাবে। এছাড়াও জলপথে নিরাপত্তা বাড়াতে পুলিশও অনেকগুলি পদক্ষেপ নিয়েছে।

গঙ্গাসাগরে মেলার আগে সুন্দরবনের সমস্ত ঘাট পরিদর্শন করা হবে। সেই সময় ওই ঘাটগুলি ব্যাপকভাবে ব্যবহার করা হয়। সেগুলির মেরামতের জন্য টাকা বরাদ্দ হয়েছে। ওই কাজ কেমন হয়েছে, তা খতিয়ে দেখতেই সুন্দরবনের ঘাট দেখা হবে। এছাড়াও জলধারা প্রকল্পও জনপ্রিয় করে তুলতে আরও উদ্যোগ নেওয়া হচ্ছে।

Supreme Court’s Road Safety Committee lauds Bengal for Safe Drive Save Life campaign

The Road Safety Committee of the Supreme Court has specially acknowledged Chief Minister Mamata Banerjee’s brainchild, the Safe Drive Save Life campaign, for reducing road accidents in Bengal.

As a part of the programme, the state Transport department has taken several steps ensuring a fall in the number of fatal accidents in the state.

In another move as a part of road safety measures, an integrated centre has come up at Behala in Kolkata to ensure automatic vehicle testing and certification, and automatic system of driving eligibility test for issuing license.

Source: Millennium Post

সুপ্রিম কোর্টের পথ নিরাপত্তা কমিটি প্রশংসা করল রাজ্যের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ সচেতনতা অভিযানের মাধ্যমে রাজ্যে পথ দুর্ঘটনা কমেছে ব্যাপক হারে। এর জেরেই, সুপ্রিম কোর্টের পথ নিরাপত্তা কমিটি প্রশংসা করল রাজ্যের এই উদ্যোগের।

‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ অভিযানের অংশ হিসেবে রাজ্য পরিবহণ দপ্তর প্রচুর পদক্ষেপ নিয়েছে যার ফলে কমেছে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা।
পথ নিরাপত্তার অন্য আরেকটি পদক্ষেপ হিসেবে বেহালাতে একটি কেন্দ্র খোলা হয়েছে যেখানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে গাড়ির টেস্টিং হবে ও শংসাপত্র মিলবে। এবং আরেকটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে ড্রাইভিং পরীক্ষা করে প্রদান করা হবে লাইসেন্স।

State Govt’s Safe Drive Save Life programme reduces accidents

The Bengal Government’s Safe Drive Save Life programme has enabled in significantly bringing down the number of accidents in the state.

The State’s Road Safety Council a few days back presented to the State Transport Department, Kolkata and Howrah Police, and PWD Department officials a detailed report on the state of road safety in Bengal.

During the last six years, that is, from the time the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government came to power, the number of road accidents in the state has reduced by 19.52 per cent. Naturally, the number of deaths and injury cases have also reduced, by 11.5 per cent and 14 per cent, respectively.

Another aspect of the programme has been the police insisting on the use of helmets both by drivers and pillion riders. This significantly lessens the chances of serious injuries. Then, CCTV cameras have been set up at important traffic junctures across the city. This has helped in catching people who are not following safety rules; this has also helped in improving significantly the traffic safety regime of the city.

During the presentation of the report, an app to be launched by the Transport Department was also discussed. When in danger, people would be able to send messages from this app directly to police stations, fire services, hospitals and pre-designated relatives and friends, and to the Transport Department as well, via the GPS of the mobile phone.

Source: Sangbad Pratidin

 

সেফ ড্রাইভে কমছে দুর্ঘটনার হার, মৃত্যুও

সরকারের সচেতনতা বৃদ্ধিতে রাজ্যে কমছে দুর্ঘটনার সংখ্যা। কমছে দুর্ঘটনায় মৃত্যুর হারও। নবান্নে রোড সেফটি কাউন্সিলের বৈঠকে এই নিরাপত্তা সংক্রান্ত বিস্তারিত রিপোর্টে দেখা গিয়েছে, গত ছ’মাসে রাজ্যে পথ দুর্ঘটনার হার কমেছে ১৯.৫২ শতাংশ। দুর্ঘটনার মৃত্যুর হার কমেছে ১১.৫ শতাংশ এবং জখমের হার কমেছে ১৪ শতাংশ।

বাইক চালানোর সময় মাথায় হেলমেট বাধ্যতামূলক হওয়ায় দুর্ঘটনায় মৃত্যুর হার অনেক কমেছে। পাশাপাশি সিসিটিভি-র নজরদারিতে সাধারণ মানুষও গাড়ির গতি তোলার আগে দু’বার ভাবছেন। যার ফলে এড়ানো গেছে দুর্ঘটনা।

কয়েকদিন আগেই নবান্নে এই বিষয়ে এই বৈঠক হয়, বৈঠকে রোড সেফটি অ্যাপ নিয়েও আলোচনা হয়। ঠিক হয়েছে, যে কোনও দুর্ঘটনা ঘটলেই পুলিশ এবং পরিবহণ দপ্তরের কর্তাদের কাছে কর্তাদের কাছে বার্তা পৌঁছে দেবে এই অ্যাপ। এই অ্যাপটি চালু হয়ে গেলে কোথাও কোনও দুর্ঘটনা ঘটলেই দ্রুত পুলিশ ও প্রশাসনের কর্তারা পৌঁছে যেতে পারবেন ঘটনাস্থলে।

প্রথমে এই অ্যাপটি হাওড়া পুলিশ কমিশনারেটে চালু করা হবে। পরে হবে গোটা কলকাতায়। পরিবহণ দপ্তরের এক কর্তা জানান, দুর্ঘটনা কমাতে বেশ কয়েকটি অ্যাপ চালু করা হচ্ছে। এর ফলে দুর্ঘটনা ঘটলে দ্রুত ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, পুলিশ পৌঁছে যাওয়ায় মৃত্যুর হার অনেকটাই কমানো যাবে। অ্যাপের আওতায় আনা হবে অ্যাম্বুলেন্সকেও।

 

Gatidhara to empower 10,000 more people towards self-employment

Around 10,000 people will be getting financial assistance to buy their own vehicles under Gatidhara Scheme during the 2017-18 fiscal. The State Transport Department will start the process of taking new applications by the middle of May.

This is the first time when so many people would be getting the benefits of Gatidhara scheme. During the last two financial years, a total of 13,700 people have received the benefits. The budget allocation for Gatidhara this fiscal is around Rs 94 crore.

Gatidhara is one of the dream projects of Chief Minister Mamata Banerjee and the step was taken to create opportunities for self-employment in the State.

Under the scheme, a person gets a financial assistance of Rs 1 lakh to buy a vehicle from the State Government. Most people face difficulty in gathering the minimum amount of money that one has to pay to buy a car against bank loans. This initiative of the State Government helps them to pay the minimum amount to buy the car against a bank loan.

The state Transport department has set up 1,300 centres across the State to help unemployed youth avail the Gatidhara scheme. Officials have been posted at these centres to provide all necessary information, and provide and accept application forms as well. One can also apply for the scheme at the Regional Transport Offices (RTOs).

The applicants also receive assistance in getting road permits and registration numbers for their vehicles without any hassle.

 

 

আরও ১০ হাজার মানুষকে স্বনির্ভরতার পথ দেখাবে গতিধারা

 

২০১৭-১৮ অর্থবর্ষে প্রায় ১০ হাজার মানুষকে আর্থিক সহায়তা দেওয়া হবে গতিধারা প্রকল্পের অধীনে। মে
মাসের মাঝামাঝি থেকে এই প্রক্রিয়া শুরু করবে রাজ্য পরিবহণ দপ্তর।

এই প্রথম এতজন মানুষ একসাথে গতিধারার সুবিধা পাচ্ছে। গত দুই আর্থিক বছরে মোট ১৩,৭০০ জন
গতিধারা প্রকল্পের সুবিধা পেয়েছেন। এই অর্থবর্ষে গতিধারা প্রকল্পের জন্য বরাদ্দ প্রায় ৯৪ কোটি টাকা।

গতিধারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পগুলির মধ্যে একটি, যেটি রাজ্যে স্বনির্ভরতার একটি
নজির সৃষ্টি করেছে।

এই প্রকল্পের অধীনে, একজন ব্যক্তি গাড়ি কেনার জন্য সরকারের কাছ থেকে ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য
পাবে। অনেক মানুষকে গাড়ির লোন পাওয়ার জন্য যে ন্যুনতম অর্থ জমা দিতে হয় তা সংগ্রহ করতেও প্রচুর কাঠখড় পোড়াতে হয়। এই গতিধারা প্রকল্প সেয় ন্যুনতম অর্থ জগাড় করতে সহায়তা করে।

পরিবহন বিভাগ রাজ্য জুড়ে প্রায় ১,৩০০ সহায়তা কেন্দ্র স্থাপন করেছে যেখান থেকে গতিধারা প্রকল্প সম্পর্কে সব রকম তথ্য সহ গাড়ির জন্য অ্যাপ্লিকেশন দেওয়া ও জমা নেওয়া হয়। প্রত্যেকটি কেন্দ্রে উপযুক্ত আধিকারিক নিয়োজিত আছে।

এছাড়া রোড পারমিট ও রেজিস্ট্রেশন নম্বর পেতে যাতে কোনরকম সমস্যা না হয় সেই সংক্রান্ত সবরকম সহায়তাও করে এই কেন্দ্রগুলি।