সাম্প্রতিক খবর

জুলাই ২৭, ২০১৯

ষষ্ঠ সপ্তাহ | প্রত্যাবর্তী তথ্যের অধিকার এবং তিন তালাক বিলের বিরোধীতা করলো তৃণমূল

ষষ্ঠ সপ্তাহ | প্রত্যাবর্তী তথ্যের অধিকার এবং তিন তালাক বিলের বিরোধীতা করলো তৃণমূল

বাজেট অধিবেশনের ষষ্ঠ সপ্তাহে আলোচনা হয়ে দি মুসলিম ওমেন (প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ) বিল, ২০১৯ যা তিন তালাক বিল নামেই বেশী পরিচিত এবং দি রাইট টু ইনফরমেশন (আমেন্ডমেন্ট) বিল ২০১৯ নিয়ে।লোকসভায় দলের সাংসদরা তাঁদের বক্তব্যের মাধ্যমে তিন তালাক বিলের কিছু ধারায় তীব্র আপত্তি জানান যে ধারাগুলির জন্য মুসলিম মহিলাদের আরও ক্ষতি হয়ে যাবে। এরপর তৃণমূল ওয়াকআউট করে। 

সংসদের দুই কক্ষে দি রাইট টু ইনফরমেশন (আমেন্ডমেন্ট) বিল ২০১৯ এর বিরোধীতা করা হয় কারণ এই বিলের মাধ্যমে তথ্য কমিশনকে কার্যত ব্রাত্য করে দেওয়া হচ্ছে।লোক সভায় দি আনলফুল অ্যাক্টিভিটিজ (প্রিভেনশন) আমেন্ডমেন্ট বিল ২০১৯এর বিরোধীতাও করা হয় কারণ এই বিল ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত করছে। 

লোকসভা ও রাজ্যসভা তৃণমূল পয়েন্ট অফ অর্ডার ও শূন্য কালের বিবৃতিতে বিভিন্ন বিলের কারিগরি বিষয় ও অন্যান্য আলোচনা – সাংসদদের সংশোধনী আনার অধিকার, সাংসদদের সংশোধনী আনতে দুদিন সময় দেওয়া, বিলের ইন্ট্রোডাকশন, এবং একইসঙ্গে বিল ও সংশোধনী আনা নিয়ে বক্তব্য রাখে।

তৃণমূল অধ্যক্ষকে আর্জি জানায় আরও স্বল্প দৈর্ঘ্যের আলোচনা করতে দিতে কারণ বিলের অনেক গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করার সময় পাওয়া যায়নি। 

এছাড়া, প্রশ্নকালে সাংসদরা প্রশ্ন করেছেন এবং জাতীয় ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে শূন্য কালে বক্তব্য রেখেছেন।

লোকসভা

প্রশ্ন কাল

পদ্ম পুরস্কারের যোগ্যতা জানতে প্রশ্ন করেন প্রসূন বন্দ্যোপাধ্যায়

চুক্তিভিত্তিক শ্রমিকদের বিষয়ে একটি প্রশ্ন করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বেসরকারীকরণ না করার বিষয়টি নিশ্চিত করতে প্রশ্ন করেন সৌগত রায়

সংখ্যালঘু পড়ুয়াদের স্কলারশিপ নিয়ে প্রশ্ন করেন সাজদা আহমেদ

আদিবাসী পড়ুয়াদের ক্রীড়া বিষয়ক কোচিং নিয়ে প্রশ্ন করেন শতাব্দী রায়

সুন্দরবনে বন্যপ্রাণী সংক্রান্ত কার্যকলাপ নিয়ে প্রশ্ন করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

শুন্য কাল

কাশ্মীর নিয়ে মধ্যস্ততা বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির মন্তব্যের বিষয়ে বক্তব্য রাখেন সৌগত রায়

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন সাংসদরা বিলগুলি পড়ার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছেন না

সৌগত রায় বলেন কোম্পানিস (সংশোধনী) বিল আনার আগে কোনও নোটিস দেয়নি

চাদিপুর রেলস্টেশন নিয়ে বক্তব্য রাখেন অপরূপা পোদ্দার

মহিলাদের সম্মান দিতে বলেন মিমি চক্রবর্তী

মহিলাদের সম্মান দিতে বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিল

দি রাইট টু ইনফরমেশন সংশোধনী বিলের বিরোধীতা করেন সৌগত রায়

কোড অফ ওয়েজেস বিলের বিরোধীতা করেন সৌগত রায়

পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কাজের পরিবেশ সংক্রান্ত বিলের বিরোধীতা করেন সৌগত রায়

মোটর ভেহিকেলস সংশোধনী বিলে নিয়ে বক্তব্য রাখেন সৌগত রায়

মোটর ভেহিকেলস সংশোধনী বিলে নিয়ে বক্তব্য রাখেন প্রতিমা মন্ডল

মোটর ভেহিকেলস সংশোধনী বিলে নিয়ে একটি সংশোধনী আনেন সৌগত রায়

দি আনলফুল অ্যাকটিভিটিজ (প্রিভেনশন) অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে বক্তব্য রাখেন মহুয়া মৈত্র

দি ব্যানিং অফ আনরেগুলেটেড ডিপোসিট স্কীম বিল নিয়ে বক্তব্য রাখেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

দি ব্যানিং অফ আনরেগুলেটেড ডিপোসিট স্কীমস বিল ২০১৯ এর ক্ল্যারিফিকেশন দাবী করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

দি মুসলিম ওমেন বিল নিয়ে বক্তব্য রাখেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

দি মুসলিম ওমেন বিল নিয়ে মন্ত্রীর বক্তব্যের জবাব দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

দি কোম্পানিজ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে বক্তব্য রাখেন সৌগত রায়

ইন্টারভেনশন

অসংসদীয় ভাষা ব্যবহার নিয়ে ইন্টারভেনশন আনেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কথা বলার অধিকার দিতে ইন্টারভেনশন আনেন সৌগত রায়

রাজ্যসভা

বিদায়ী সম্ভাষণ

রাজ্যসভার বিদায়ী সদস্যদের সম্ভাষণ জানান মনীশ গুপ্ত

প্রশ্ন কাল

বাম সন্ত্রাসের তহবিল বন্ধ করার বিষয়ে প্রশ্ন করেন মানস ভূঁইয়া

রাজ্যের নাম পরিবর্তনের অনুমোদন না দেওয়ার বিষয়ে প্রশ্ন করেন আহমেদ হাসান

কল ড্রপের বিষয় প্রশ্ন করেন শুভাশিস চক্রবর্তী

কৃষিজ উৎপন্নের যথাযথ আহরণ নিয়ে প্রশ্ন করেন যোগেন চৌধুরী

শূন্য কাল

লেবং মিলিটারি হাসপাতালের স্থানান্তরের প্রস্তাবের বিষয় বলেন শান্তা ছেত্রী

টেক্সটাইল পার্কের কর্মীদের ন্যুনতম মজুরীর দাবী জানান দোলা সেন

পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে ব্যাঙ্কের শাখা খোলার প্রয়োজনীয়তার কথা বলেন মানস ভূঁইয়া

দি রাইট টু ইনফরমেশন সংশোধনী বিল নিয়ে বক্তব্য রাখেন ডেরেক ও’ব্রায়েন

ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্ট্রির বিলগ্নীকরণ নিয়ে বলেন দোলা সেন

পয়েন্ট অফ অর্ডার

দলিতদের ওপর অত্যাচার নিয়ে পয়েন্ট অফ অর্ডার আনেন ডেরেক ও’ব্রায়েন

কোনও বিলে সংশোধন আনার জন্য ২ দিনের অনুমোদনে পয়েন্ট অফ অর্ডার আনেন সুখেন্দু শেখর রায়

নতুন বিলের বিষয়ে পয়েন্ট অফ অর্ডার আনেন ডেরেক ও’ব্রায়েন

একইসঙ্গে সংশোধনী এবং বিল আনার বিষয়ে পয়েন্ট অফ অর্ডার আনেন ডেরেক ও’ব্রায়েন

আরটিআই বিল সিলেক্ট কমিটিতে পাঠানোর বিষয়ে পয়েন্ট অফ অর্ডার আনেন সুখেন্দু শেখর রায়

শূন্য কালের সময়সীমা বাড়িয়ে স্বল্প দৈর্ঘ্যের আলোচনা করতে পয়েন্ট অফ অর্ডার আনেন ডেরেক ও’ব্রায়েন

স্পেশ্যাল মেনশন

জিএসটি লাগু করার ফলে মাদুর শিল্পীদের দুরাবস্থার কথা উল্লেখ করেন মানস ভূঁইয়া

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার রিসার্চ ইন্সটিটিউটের দুরবস্থার কথা উল্লেখ করেন শান্তনু সেন

বিল

পক্সো বিল নিয়ে বক্তব্য রাখেন আবীর রঞ্জন বিশ্বাস

পক্সো বিল নিয়ে বক্তব্য রাখেন ডেরেক ও’ব্রায়েন

মোশন ফর ডিভিশন

আরটিআই বিলটি বিবেচনার দাবী জানান সুখেন্দু শেখর রায়

ইন্টারভেনশন

দি রাইট টু ইনফরমেশন অ্যামেন্ডমেন্ট বিলে ইন্টারভেশন আনেন ডেরেক ও’ব্রায়েন

সামনের সপ্তাহে বিল আনার জন্য ইন্টারভেনশন করেন সুখেন্দু শেখর রায়