সাম্প্রতিক খবর

জুলাই ১৫, ২০১৯

দেশ বিদেশে সম্মানিত “উৎকর্ষ বাংলা”

দেশ বিদেশে সম্মানিত “উৎকর্ষ বাংলা”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকার উৎকর্ষ বাংলা প্রকল্প শুরু করে ২০১৬ সালে। স্কুলছুটদের বিনামূল্যে ৪০০ থেকে ১২০০ ঘণ্টার জন্য সেলাই, গাড়ি চালানো, টিভি সারানো, ইলেকট্রিক যন্ত্রপাতি সারানো, বিউটিশিয়ান কোর্স ইত্যাদির প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণপ্রাপ্তদের ক্যাম্পাসিং-এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। প্রতি বছর ৬ লক্ষ যুবকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে রাজ্যের তরফে।

এই মুহূর্তে বাংলায় ৫৭০জন প্রশিক্ষক ১১৯৮টি স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কেন্দ্র, ২৫০টি আইটিআই, ১৫২টি পলিটেকনিক এবং ৩৩৯০টি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রে ৩.২৩ লক্ষ ছাত্রছাত্রীকে ৩০টি বিষয়ে প্রশিক্ষণ দেন।

রাজ্য সরকারের এই প্রকল্প ছিনিয়ে এনেছে দেশ ও আন্তর্জাতিক শিরোপা। কেন্দ্রীয় সরকারের সম্মানের পাশাপাশি গত ২৫শে ফেব্রুয়ারি গোল্ড বিভাগে স্কচ পুরষ্কার পেল দক্ষতা প্রশিক্ষণ প্রদানের এই প্রকল্প। রাষ্ট্রপুঞ্জের অধীনে থাকা ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পকে সেরার সম্মান প্রদান করেছে। ১৮টি ক্যাটাগরিতে ১০৬২টি মনোনয়ন জমা পড়ে। ২০ লক্ষেরও বেশি ভোট জমা পড়ে। তার মধ্যে ৭ নং ক্যাটাগরিতে ‘ক্যাপাসিটি বিল্ডিং’ বিভাগে ১৪৩টি প্রকল্পের মধ্যে ‘চ্যাম্পিয়ন প্রজেক্ট’ ঘোষণা করেছে। ৯ই এপ্রিল জেনেভায় আইটিইউ এর সদর দপ্তরে একটি আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।