সাম্প্রতিক খবর

জুলাই ৩, ২০১৯

বেকারত্বের হার অনেকটাই কম বাংলায়, বলছে কেন্দ্রীয় রিপোর্ট

বেকারত্বের হার অনেকটাই কম বাংলায়, বলছে কেন্দ্রীয় রিপোর্ট

বেকারত্বের হার নিয়ে কেন্দ্রের পরিসংখ্যান বাংলার দাবীকেই মান্যতা দিল। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের সদ্য প্রকাশিত সমীক্ষা বলছে, ২০১৭-১৮-য় দেশে বেকারত্বের হার ছিল ৬.১ শতাংশ, যা ৪৫ বছরে সর্বোচ্চ। সেই তুলনায় বাংলার বেকারত্বের হার অনেকটাই কম, ৪.৬ শতাংশ। শুধু সার্বিক ভাবে নয়, পুরুষ ও মহিলাদের মধ্যে রাজ্যের বেকারত্বের হারও জাতীয় গড়ের তুলনায় কম। শহর এবং গ্রামেও রাজ্যে বেকারত্বের হার কম।

রাজ্যের অর্থমন্ত্রী এর পুরো কৃতিত্ব দিচ্ছেন শ্রমনিবিড় শিল্পে জোর দেওয়ার কৌশলকে। তিনি বলেন, ‘‘রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি গভর্নর সওয়াল করেছেন, শ্রমনিবিড় কারখানা শিল্পে জোর দিতে হবে। যাতে কর্মসংস্থান বেশী হয়। কী ভাবে তা করতে হয়, তা বাংলার থেকে অন্য রাজ্য শিখতে পারে।’’

অর্থমন্ত্রী বলেন, ‘‘এক সময় বানতলার চর্মশিল্পে ১০-১৫ হাজার লোক কাজ করতেন। এখন ২.২০ লক্ষ মানুষ কাজ করছেন। কানপুর থেকে চর্মশিল্প বাংলায় উঠে আসছে। রত্ন-অলঙ্কার, পেট্রো-রসায়নের অনুসারী শিল্প, ফাউন্ড্রি, বস্ত্র, অ্যাপারেলের মতো শ্রমনিবিড় শিল্পে পরিকল্পিত ভাবে জোর দেওয়া হয়েছে। টাটা হিতাচি, গ্রাফাইট ইন্ডিয়ার মতো ভারী শিল্প আসায় অনুসারী শিল্প গড়ে উঠছে। নতুন কর্মসংস্থান তৈরী হচ্ছে।’’

ছোট-মাঝারি শিল্পেও কর্মসংস্থান হচ্ছে দাবী করে মন্ত্রীর যুক্তি, ২০১৮-১৯-এ ৪৪ হাজার কোটি টাকা ঋণ বিলি হয়েছে। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৩৮ হাজার কোটি টাকা। চলতি আর্থিক বছরে ৫০ হাজার কোটি টাকা ঋণদানের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।