সাম্প্রতিক খবর

জুলাই ৫, ২০১৯

কেন্দ্রীয় বাজেট নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া

কেন্দ্রীয় বাজেট নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া

আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে ২০১৯-২০ অর্থবর্ষের বাজেট পেশ করেন। এই বিষয়ে তৃণমূলের তরফে প্রতিক্রিয়া জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন।

তিনি বলেন, “এটা স্বপ্ন দেখানোর বাজেট। সরকার এখনও স্বপ্ন দেখিয়ে চলেছে। কিন্তু তা কার্যকর করা হচ্ছে না। ভুক্তভোগী সাধারণ মানুষের জন্য এটি একটি দুঃস্বপ্ন।”

কেন্দ্রীয় বাজেট নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া

এটা স্বপ্ন দেখানোর বাজেট। সরকার এখনও স্বপ্ন দেখিয়ে চলেছে। কিন্তু তা কার্যকর করা হচ্ছে না। ভুক্তভোগী সাধারণ মানুষের জন্য এটি একটি দুঃস্বপ্ন

সেল ইন্ডিয়া

সংবাদমাধ্যম, বিমান পরিবহণ ব্যবস্থায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এবং বিদেশী বীমা মধ্যস্থতাকারীদের আরো সুবিধা করে দেওয়ার মানে সরকার দেশকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা ইতিমধ্যেই চালু করে দিয়েছে

কর্মসংস্থান এবং চাকরি তৈরীর ব্যাপারে কোনও সুনির্দিষ্ট নীতি নেই এই বাজেটে। (বরং স্টার্টআপের জন্য নতুন টিভি শোয়ের কথা বলা হল!)

রেল পরিবহণের কথা মাত্র দু’মিনিট বলা হল। কয়েক বছর আগে তৃণমূল যা পূর্বাভাস দিয়েছিল তাই হল – রেল বাজেট চিরতরে হারিয়ে গেল। রেলের জন্য স্পেশাল পারপাস ভেহিকেল (Special Purpose Vehicle) যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী, যা রাজ্যের ওপর আরও বোঝা চাপায়।

সেস এটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপহাস, কারণ সেসের ভাগ তো রাজ্য পায় না

কৃষক:এখনকার বৃদ্ধির হার ধরে হিসেব করলে, সরকারের প্রতিশ্রুতি মত কৃষকদের আয় দ্বিগুণ হবে ২০৪০ সালে, ২০২২ সালে নয়। বাংলায় ইতিমধ্যেই কৃষকদের আয় তিনগুণ বৃদ্ধি পেয়েছে