সাম্প্রতিক খবর

জুলাই ১৭, ২০১৯

তথ্য গোপনীয়তা আইন লাগু করার দাবি করেন তৃণমূল সাংসদদের

তথ্য গোপনীয়তা আইন লাগু করার দাবি করেন তৃণমূল সাংসদদের

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও একবার সুর চড়ালেন তৃণমূল সাংসদরা। আধার নিয়ে কেন্দ্র যে আইন এনেছে তা মানুষের গোপন তথ্যকে আঘাত করে। তাই তথ্য গোপনীয়তা আইন লাগু করার কথা দাবি করে আজ সংসদের সামনে ধর্না করেন তৃণমূল সাংসদরা।

‘তথ্য সংরক্ষণ/গোপনীয়তা আইন আনতে হবে’, ‘আমাদের ব্যক্তিগত তথ্য বিক্রি করা চলবে না’, ‘ছাত্রছাত্রীদের তথ্য চুরি করা বন্ধ করো’ এইসব প্ল্যাকার্ড হাতে নিয়ে পাশাপাশি দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন সাংসদরা।

উল্লেখ্য, লোকসভা ও রাজ্যসভায় উভয় কক্ষেই দল এই আধার বিল এবং অন্যান্য আইন (সংশোধনী বিল) এর বেশ কয়েকটি ধারার তীব্র বিরোধিতা করেছিল।.

এই বিলটি কী করে মানুষের মৌলিক অধিকার ও ব্যক্তিগত তথ্যে আঘাত করছে সেকথা সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ রায়ও বলার চেষ্টা করেছে।