সাম্প্রতিক খবর

অগাস্ট ২৩, ২০১৮

‘ট্যুরিজম অন হুইলস’ বুকিং সহ একগুচ্ছ পরিষেবা নিয়ে এবার বাড়ির দরজায় পর্যটন দপ্তর

‘ট্যুরিজম অন হুইলস’ বুকিং সহ একগুচ্ছ পরিষেবা নিয়ে এবার বাড়ির দরজায় পর্যটন দপ্তর

একটা পেল্লায় গাড়ি। জেনারেটরের আলোয় নিরন্তর ঝলমল করছে তার অন্দরসজ্জা। সেখানে হরেক ট্যুরিস্ট স্পটের ছবি। গাড়ির বাইরে উজ্জ্বল পোস্টারেও সেই বরফচূড়ো পাহাড় আর জল-জঙ্গলের মাখামাখি। যদি সেসব জায়গায় যেতে মন চায়, তাহলে উপায় আছে সেখানেই।

গাড়ির মধ্যেই বসে আছেন কয়েকজন কর্মী, যাঁরা জানাবেন, কোথায় যাবেন, কী খাবেন, থাকবেনই বা কোথায়। কখন গেলে ভালো লাগবে, আর কোন সময়ে গেলে মন ভরবে না, সবটুকু বলবেন তাঁরাই। যদি ইচ্ছা হয়, যাওয়ার ব্যবস্থাও করে দেবেন ওই কর্মীরা। সেই কাজে কোনও ঢিলেমি নয়। অর্থাৎ যাকে বলে স্পট বুকিং, সেটাই করে দেবেন তাঁরা। তৎক্ষণাৎ পেমেন্ট, হাতে হাতে রসিদ। সবটাই হবে কম্পিউটারে, অনলাইনে।

গোটা উদ্যোগপর্ব চলছে রাজ্য পর্যটন দপ্তরের সৌজন্যে। প্রতিটি জেলায় আপাতত এমনই একটি করে গাড়ি নামাচ্ছে দপ্তর। পোশাকি নাম ‘ট্যুরিজম অন হুইলস’। সেই গাড়িই সারা বছর পাড়ায় পাড়ায় ঘুরবে। বাংলার পথে-প্রান্তরে কোথায় লুকিয়ে আছে উজাড় করা প্রকৃতি, তারই হদিশ আমার-আপনার দোরগোড়ায় পৌঁছে দেবে রাজ্য সরকার।

রাজ্য পর্যটনে এখন ভোলবদল পর্ব চলছে। একদিকে পরিকাঠামো উন্নয়ন, অন্যদিকে নতুন আঙ্গিকে প্রচার। শুধু ভিনরাজ্যের পর্যটকরাই নয়, দার্জিলিং থেকে সুন্দরবন পর্যন্ত বাংলাকে চেখে দেখার সাধ বাড়ছে বিদেশিদের মধ্যেও। এদিকে পায়ের তলায় সর্ষে রাখা বাঙালির নজর যতটা রাজ্যের দিকে, তারচেয়ে তাঁকে অনেক বেশি টানে ভিনরাজ্যের শোভা। রাজ্যের পর্যটনে তাই বাঙালির মন বসাতে অভিনব প্রচার করতে চলেছে রাজ্য সরকার।

এই গাড়িগুলিতে যে কর্মীরা থাকবেন, তাঁরা যেমন বেসরকারি হোটেল বা হোম স্টে’র হদিশ দেবেন, তেমনই রাজ্য পর্যটন নিগমের আওতায় যে হোটেল বা লজগুলি আছে, সেখানকার বুকিংও করিয়ে দেবেন তাঁরা। শুধুমাত্র পর্যটকরাই নয়, যাঁরা ট্যুর অপারেটর হিসেবে কাজ করেন, তাঁরা বা ট্যুর এজেন্টরাও এখান থেকে বুকিং করাতে পারবেন এবং ন্যায্য নগদ ছাড় বা ডিসকাউন্ট পাবেন, জানিয়েছেন দপ্তরের কর্তারা। পাশাপাশি সাধারণ তথ্য জানার সব রকম সুযোগও থাকবে।