জুলাই ৫, ২০১৯
রাজ্যে বার্ধক্য ভাতা পান ৮৩ হাজার ৭৩৮ জন

তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের আমলে জনগণের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে যে সব উদ্যোগ নেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম বিধবা ভাতা। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে রাজ্যের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা বলেন, “রাজ্যে এখন বার্ধক্য ভাতা পান ৮৩ হাজার ৭৩৮ জন।”
মন্ত্রী আরও বলেন, এখন ৭৫০ টাকা করে বার্ধক্যভাতা দেওয়া হয়। এই ভাতা দেওয়া হয় পশ্চিমবঙ্গ বার্ধক্যকালীন ভাতা প্রকল্পের নিয়মানুসারে।
এই আর্থিক সাহায্য সেই সকল রাজ্যবাসীকে করা হয়, যাদের বয়স ৬০ বছরের বেশী এবং পারিবারিক আয় মাসিক ১০০০ টাকার কম এবং যদি ওই ব্যক্তি আর কোনও সরকারি প্রকল্পের সুবিধাভোগী না হন।
সৌজন্যেঃ আজকাল