অগাস্ট ২৪, ২০১৮
রাজ্যজুড়ে আইটিআইগুলির মানোন্নয়ন করবে রাজ্য সরকার

রাজ্য সরকার চালিত আইটিআই কেন্দ্রগুলিতে শিক্ষার মান আরও বাড়াতে উদ্যোগী হল রাজ্য সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেসরকারি কোম্পানিগুলির সঙ্গে এই আইটিআইগুলির সমন্বয় স্থাপন করতে একটি পর্যালোচনা প্রক্রিয়া শুরু করা হবে।
রাজ্য সরকারের কারিগরি শিক্ষা দপ্তর এই আইটিআইগুলির পরিচালনা করে। এই মুহূর্তে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলে ৭৬টি আইটিআই চলে।
শর্ত অনুযায়ী, রাজ্য সরকার উপযুক্ত ভবন প্রদান করে, পাঠ্যপক্রম তৈরী করে, এবং ফি নির্ধারণ করে। এছাড়া, ৮০ শতাংশ পড়ুয়াদের ভর্তির ব্যবস্থা করে রাজ্য। যন্ত্রপাতি, শিক্ষক ও অন্যান্য পরিকাঠামোর আয়োজন করে বেসরকারি সংস্থা, যা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ঠিক করা হয়।
রাজ্যে মোট ২৪৮টি আইটিআই আছে। এই আইটিআইগুলির হোস্টেলগুলিরও সংস্কার করা হচ্ছে।