ফেব্রুয়ারি ১৩, ২০১৯
হাঁস ও মুর্গী খামার স্থাপন ও ডিম উৎপাদনে বিশেষ সুবিধা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রাণী সম্পদ বিকাশ বিভাগ পশ্চিমবঙ্গ হাঁস ও মুর্গীর ডিম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উৎসাহ প্রকল্প ২০১৭ শুরু করেছে। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য রাজ্যের ডিমের চাহিদা পূরণের লক্ষ্যে বাণিজ্যিকভাবে ডিম উৎপাদক হাঁস ও মুর্গীর খামার এবং ডিম উৎপাদক হাঁস ও মুর্গীর প্রজনন খামার স্থাপন।
ইতিমধ্যেই এই প্রকল্পের আওতাভুক্ত খামার থেকে রাজ্যে বছরে ১০ কোটি ডিম উৎপাদিত হচ্ছে। এই প্রকল্পে নথিভুক্ত সমস্ত খামারের উৎপাদন শুরু হলে বছরে ৭০কোটি ডিম উৎপাদিত হবে।
এই প্রকল্প থেকে যেসব সুবিধা পাওয়া যাবে, সেগুলি হলঃ
১. মূলধনী অনুদান/ ভর্তূকি
৮ লক্ষ টাকা প্রতি ১০০০০ বাণিজ্যিক হাঁস ও মুর্গীর ডিম উৎপাদক খামারের/প্রজনন খামারের পাখির সংখ্যা হিসাবে সর্বাধিক ৮০লক্ষ টাকা।
২. মেয়াদী ঋণের ওপর সুদের ভর্তূকি
ক. ক্ষুদ্র ও ছোট খামার
প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরু হবার দিন থেকে পাঁচ বছর পর্যন্ত অনুমোদিত প্রকল্প মূল্যের সর্বাধিক ৭.৫% মেয়াদী ঋণের ওপর ধার্য সুদের ৪০%
খ. মাঝারি খামার
প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরুথেকে পাঁচ বছর পর্যন্ত অনুমোদিত প্রকল্প মূল্যের সর্বাধিক ৭৫% মেয়াদী ঋণের ওপর ধার্য সুদের ২৫%
৩. বিদ্যুতের ওপর ভর্তূকি
ক. ক্ষুদ্র ও ছোট খামার
প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরু হবার দিন থেকে ৫বছর পর্যন্ত প্রতি ইউনিট (কিলো ওয়াট আওয়ার) ১ টাকা ৫০ পয়সা হারে বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা
খ. মাঝারি খামার
প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরু হবার দিন থেকে ৫বছর পর্যন্ত প্রতি ইউনিট (কিলো ওয়াট আওয়ার) ১ টাকা হারে বছরে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা
৪. বিদ্যুৎ মাশুল আংশিক মুকুব
ক্ষুদ্র, ছোট ও মাঝারি খামারঃ প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরুর দিন থেকে ৫ বছর পর্যন্ত বিদ্যুৎ মাশুলের ৭৫% হারে বছরে সর্বাধিক ২ লক্ষ টাকা
৫. স্ট্যাম্প শুল্ক এবং রেজিস্ট্রেশন ব্যয়ের ভর্তূকি
স্ট্যাম্প শুল্ক এবং রেজিস্ট্রেশন ব্যয়ের ৫০% ভর্তূকি, যদি নির্ধারিত জমি এরাজ্যে কেনা হয় এবং অনুমোদিত প্রকল্পের জন্য নিবন্ধীকৃত হয়
বাণিজ্যিক হাঁস ও মুর্গী – ডিম উৎপাদক খামার/প্রজনন খামারের শ্রেণীবদ্ধকরণঃ
১. ক্ষুদ্র খামারঃ ১০০০০ থেকে ২০০০০ পর্যন্ত বাণিজ্যিক হাঁস ও মুর্গী – ডিম উৎপাদক/প্রজনন খামার
২. ছোট খামারঃ ২০০০০ এর বেশী থেকে ১০০০০০ পর্যন্ত বাণিজ্যিক হাঁস ও মুর্গী – ডিম উৎপাদক/প্রজনন খামার
৩. মাঝারি খামারঃ ১০০০০০ থেকে বেশী বাণিজ্যিক হাঁস ও মুর্গী – ডিম উৎপাদক/প্রজনন খামার
এই প্রকল্পের বিষয়ে আরও জানতে যোগাযোগ করতে হবে (০৩৩)২০০৫৪০৬৮ নম্বরে বা লগ অন করতে হবে www.darahwb.org তে বা সংশ্লিষ্ট জেলার উপ-অধিকর্তা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সঙ্গে।
ফাইল ফটো