Latest News

January 8, 2018

Safe Drive Save Life programme to be strengthened as numbers prove success

Safe Drive Save Life programme to be strengthened as numbers prove success

As a result of the Safe Drive Save Life programme, initiated by Chief Minister Mamata Banerjee, the number of road accidents in the state has come down sharply.

Now, the government is taking newer measures to further reduce accidents and deaths. The work for installation of cameras at accident-prone points is being completed at a rapid pace. More traffic police personnel are being provided motorbikes so that there are no loopholes in surveillance activities on city roads and highways.

Alongside undertaking various ways – through social media, posters, awareness weeks, etc. – to make people understand the need for following traffic rules, strong actions also being taken against anyone not following rules. These measures have ensured in reducing accidents and thus making for safe travel.

Another measure related to breaking traffic rules, which has been decided to be taken by the State Police, is the issuing of electronic chalans or e-chalans in lieu of the fines paid. This would ensure the process of taking fines is resolved quickly and would also save paper.

The process would be resolved through a software loaded on to the mobile phones of the traffic police personnel. They would fill up an online form and send the chalan to the mobile number of the rule-breaker, who can then pay online as well. It has been decided to start this system in ten districts by the middle of 2018, and among them, in Howrah, Hooghly, Purba Medinipur, Paschim Medinipur, North 24 Parganas and Nadia, first. It must be mentioned here that Kolkata Police already has this measure in place.

In 2016 the number of accidents in Bengal was 13,580 and number of fatalities was 6,544. In 2017, the number came down to 11,705 accidents and 5,625 fatalities.

In December 2016, there were 1,110 accidents which led to 562 people getting injured, which in December 2017 reduced to 921 accidents and 462 injured.

The Safe Drive Save Life programme was started in Kolkata in 2016, and is now being extended across state. Its effectiveness was recently acknowledged by the Supreme Court too.

মুখ্যমন্ত্রীর উদ্যোগে কমছে দুর্ঘটনা, নতুন প্রকল্প নিচ্ছে ট্রাফিক বিভাগ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ প্রকল্পের জন্যই, শেষ হওয়া বছরে দুর্ঘটনায় মৃতের সংখ্যা একধাক্কায় অনেকটা নেমে গেল। শুধু তাই নয়, আহতের সংখ্যাও নেমে এসেছে অনেকটাই।

২০১৬ সালের জুলাই মাসে মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের সূচনা করেন। হাইওয়ে থেকে শুরু করে বিভিন্ন রাস্তায় কীভাবে দুর্ঘটনা কমানো যায়, তা নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। বেপরোয়া যানকে বাগে আনতে বিভিন্ন জায়গায় বসানো হয় সিসিটিভি। এছাড়াও স্পিড রেডার গান কিনে তা দিয়ে নজরদারি শুরু হয় বিভিন্ন জায়গায়। পাশাপাশি হাইওয়েতে বিশেষ চেকিংয়ের ব্যবস্থাও চালু হয়। যা রাজ্য পুলিস এলাকায় এতদিন ছিলই না। নির্দিষ্ট গতির চেয়ে বেশি জোরে গাড়ি চালালে চালকদের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানা করা শুরু করে ট্রাফিক বিভাগ।

এতে একদিকে গাড়ির গতি যেমন নিয়ন্ত্রণে আসে, তেমনি দুর্ঘটনার সংখ্যাও ধীরে ধীরে কমতে শুরু করে। ট্রাফিক বিভাগ সূত্রে খবর, ২০১৬ সালে গোটা রাজ্যে দুর্ঘটনার সংখ্যা ছিল ১৩,৫৮০টি। যার মধ্যে মৃত্যু হয় ৬৫৪৪ জনের। সেখানে ২০১৭ ডিসেম্বর পর্যন্ত দুর্ঘটনা ঘটেছে ১১,৭০৫টি। মৃতের সংখ্যা কমে হয়েছে ৫৬২৫।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, বর্ষশেষ ও বর্ষবরণের রাতে দুর্ঘটনার সংখ্যা কমে যাওয়া। ২০১৬ সালের ডিসেম্বর মাসে দুর্ঘটনায় সংখ্যা ছিল ১১১০। হতাহত ছিল ৫৬২ জন। সেখানে ২০১৭ সালে তা কমে দাঁড়িয়েছে ৯২১টি। হতাহত হন ৪৬৩ জন। ২০১৭ সালে মৃতের সংখ্যা এক হাজারের বেশি কমেছে।

চলতি বছরে দুর্ঘটনার সংখ্যা যাতে আরও কমিয়ে ফেলা যায়, সেজন্য নতুন উদ্যমে কাজ শুরু করে দিয়েছেন তাঁরা। বিভিন্ন জায়গায় সচেতনতামূলক প্রচারের পাশাপাশি আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এরইসঙ্গে যে সমস্ত জেলায় এখনও ক্যামেরা বসানোর কাজ শেষ করা যায়নি, সেখানে তা দ্রুত সেরে ফেলার কাজ শুরু হয়েছে।

Source: Bartaman