সাম্প্রতিক খবর

জুলাই ১০, ২০১৯

সাড়ে সাত বছরে রাজ্যে বিদ্যুতের গ্রাহক বেড়েছে দ্বিগুণের বেশী

সাড়ে সাত বছরে রাজ্যে বিদ্যুতের গ্রাহক বেড়েছে দ্বিগুণের বেশী

রাজ্য বিদ্যুৎমন্ত্রী বিধানসভায় তাঁর বাজেট বক্তৃতায় রাজ্যের বর্তমান বিদ্যুতের অবস্থার কথা তুলে ধরেন।

মন্ত্রী বলেন, রাজ্যে ১৬ শতাংশ বিদ্যুতের চাহিদা বেড়েছে। গত সাড়ে সাত বছরে রাজ্যে শিল্পে বিদ্যুতের চাহিদা বেড়েছে ৩৯ শতাংশ। ১.৮৩ লক্ষ গৃহস্থালিতে, ১৬৬৬৩ বাণিজ্যিক গ্রাহক, ৪২৭ টি শিল্পে, ৬৯৬৯টি কৃষি ক্ষেত্রে নতুন ভাবে ইলেকট্রিক সংযোগ দেওয়া হবে। ২০১১ সালে আনুমানিক ৮৫ লক্ষ বিদ্যুতের গ্রাহক ছিল। এই মুহূর্তে গ্রাহকের সংখ্যা বেড়ে হয়েছে ১.৯১ কোটি।

তিনি আরও বলেন, ২০১৭ সালের মার্চ থেকে কেন্দ্রীয় বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের সুপারিশ সত্ত্বেও রাজ্যে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। এই ঘাটতি মেটানোর জন্য সরকারকে ১০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত আলোশ্রী প্রকল্পে বিদ্যুৎ দপ্তর ১০০০ স্কুলবাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর লক্ষ্যমাত্রা নিয়েছে।

মন্ত্রী উল্লেখ করেন, মুখ্যমন্ত্রী বিদ্যুৎ দপ্তরকে নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলিতেও বিদ্যুৎ সংযোগ দেওয়া। বিদ্যুৎ দপ্তর সমস্ত জেলায় উন্নত মানের বিদ্যুৎ যোগান দিচ্ছে।