সেপ্টেম্বর ২৪, ২০১৮
বাংলায় বস্ত্র রপ্তানির নতুন দিগন্ত খুলবে মসলিনের হাত ধরে

রাজ্যের বস্ত্র রপ্তানিতে এক বিরাট ভূমিকা পালন করতে চলেছে মসলিন। মসলিন খাদির সামগ্রী রপ্তানির এক নতুন দিগন্ত খুলে দেবে রাজ্যে, এমনটাই মনে করছে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদ। এর ফলে, গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ হওয়ার পাশাপাশি বাংলার পারম্পরিক হস্তশিল্পেরও আবার প্রসার ঘটবে।
পর্ষদের পিইও বলেন, বিদেশী পর্যটকদের জন্য মসলিন ট্যুর সার্কিট তৈরী করা হয়েছে। আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, জার্মানি, ইটালি ও ইউকের বস্ত্র প্রস্তুতকারকদের মসলিন রপ্তানি করার ব্যাপারেও উদ্যোগী হয়েছে পর্ষদ।
এছাড়াও, পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদ বিভিন্ন -কমার্স সংস্থার সঙ্গে চুক্তি করেছে বিপণনের জন্য। এর ফলে সারা দুনিয়ায় অনায়াসে পৌঁছে যাবে মসলিন। পাশাপাশি, বিপণন কেন্দ্র বাড়ানোর জন্য একটি রিটেল সংস্থার সাথেও গাঁটছড়া বেঁধেছে পর্ষদ। ফ্রি-সাইজের মসলিন বস্ত্র কলকাতা ও শহরতলীর বিভিন্ন শপিং মলেও পাওয়া যাবে।
অগাস্ট মাসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প কনক্লেভের মঞ্চ থেকে কলকাতার পার্ক স্ট্রিটে একটি খাদি মসলিন বিপণন কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও, ফ্রান্স ও গ্রীসে খুবই জনপ্রিয় হয়েছে বিষ্ণুপুরের বালুচরী শাড়ি।