সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ১৫, ২০১৯

শহরকে বেআইনি হোর্ডিংমুক্ত করতে আসছে কলকাতা পুরসভার নয়া অ্যাপ

শহরকে বেআইনি হোর্ডিংমুক্ত করতে আসছে কলকাতা পুরসভার নয়া অ্যাপ

শহরকে বেআইনি হোর্ডিংমুক্ত করতে এবার অ্যাপ চালু করতে চলেছে কলকাতা পুরসভা। গত ৮ই জানুয়ারি মেয়র পরিষদের বৈঠকে এই অ্যাপ তৈরীর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

মেয়র জানিয়েছেন, এই অ্যাপে প্রতিটি হোর্ডিং বোর্ডের নম্বর থাকবে। কোন রাস্তায় কতগুলি হোর্ডিং রয়েছে, সেগুলির নম্বর কী, সব কিছুই এই অ্যাপে উল্লেখ করা থাকবে। যাতে একটা ক্লিকেই দেখে নেওয়া যায়, কোন রাস্তায় ক’টি হোর্ডিং রয়েছে। এছাড়া হোর্ডিংয়ের দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞাপনী সংস্থাগুলির সম্পর্কেও উল্লেখ থাকবে। কে কোনটির দায়িত্বে রয়েছে, তা অ্যাপ মারফত জানা যাবে। সেগুলি কবে পুনর্নবীকরণ করা হয়েছে, তাও দেখা যাবে।

মেয়রের কথায়, শহরকে বেআইনি হোর্ডিংমুক্ত করা হবে। এটাই একমাত্র লক্ষ্য। পাশাপাশি, তিনি বিজ্ঞাপনী সংস্থাগুলির কাছে আবেদন করেছেন, হোর্ডিংগুলিকে এলইডি এবং ক্যানভাসে পরিণত করতে। কারণ হিসেবে তাঁর কথায়, ফ্লেক্স শহরে দূষণ করছে। ঝড়ে ছিঁড়ে পড়ে নোংরা করছে শহর। তাই এই হোর্ডিংগুলিকে এলইডি এবং ক্যানভাসে তৈরী করতে আবেদন করেছেন তিনি।

তিনি এও জানিয়েছেন, এই কাজ এক-দু’দিনে হবে না। সময় লাগবে। তবে অ্যাপ তৈরী করতেও মাস দু’-তিনেক লাগবে বলেও তিনি জানিয়েছেন। এই অ্যাপ এখন হোর্ডিং বোর্ডের জন্য তৈরী করা হচ্ছে। এরপর পার্কিংয়ের তথ্য জানাতে তৈরী করা হবে। পার্কিং রেট কোন এলাকায় কত, তা ওই অ্যাপ মারফত জেনে যাবেন সবাই।

ফাইল ফটো