সাম্প্রতিক খবর

অগাস্ট ১২, ২০১৮

টালায় স্টেডিয়াম গড়বে কলকাতা পুরসভা

টালায় স্টেডিয়াম গড়বে কলকাতা পুরসভা

ক্রীড়াপ্রেমীদের জন্য সুখবর। কলকাতায় তৈরী হতে চলেছে নতুন স্টেডিয়াম। একেবারে শহরের মধ্যে। উদ্যোগ কলকাতা পুরসভার। স্টেডিয়ামটি হবে টালা পার্কে। সেখানে খেলাধুলার যাবতীয় আধুনিক ব্যবস্থা থাকবে। দর্শকদের খেলা দেখার জন্য থাকবে স্বচ্ছন্দ আয়োজন।

প্রসঙ্গত, গত বছর থেকে পুরসভা তৈরী করছে ফুটবল টিম। বোরোভিত্তিক এই টিমগুলি ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে। চলছে অনুশীলন। এরপর হয়েছে ক্রিকেট টিম। এখন হতে চলেছে স্টেডিয়াম।

মেয়র পারিষদ (উদ্যান) বলেন, কলকাতাবাসীকে খেলাধুলায় উৎসাহ দিতেই এই প্রচেষ্টা। এর আগে পুরসভা কখনও এই ধরনের কাজ করেনি। এটাই প্রথম পরিকল্পনা। প্রাথমিক পর্যায়ের কাজ শেষ। পুরসভার সঙ্গে রাজ্য সরকারের আর্থিক সহযোগিতাও থাকবে। বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরী হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব দরপত্র দেওয়ার কাজও শুরু হবে। তারপর কাজ শুরু। এই কাজের মধ্যে পুরসভা একটি নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে।

কলকাতার মানুষ শত ব্যস্ততার মধ্যেও খেলাধুলা থেকে দূরে থাকতে পারে না। কখনও রাস্তায় মধ্যেই নেট লাগিয়ে ফুটবল খেলা চলছে, কখনও এক চিলতে মাঠ বা পার্কে চলে ক্রিকেট প্র্যাকটিস। ফুটবলের সিজনে বৃষ্টিতে জলকাদা মেখেও খেলা বন্ধ হয় না। ক্রিকেট তো সারা বছরই চলছে। এর সঙ্গে কলকাতার অলিতে গলিতে দিনরাতব্যাপী নকআউট ক্রিকেট কিংবা ফুটবল টুর্নামেন্ট লেগেই থাকে।