জুলাই ১, ২০১৯
১২ই জুলাই জল বাঁচাও দিবস, হাঁটবেন মুখ্যমন্ত্রী

জল সংরক্ষণ ও সঞ্চয়ের জন্য একটা বিশেষ দিন ঘোষণা করল রাজ্য সরকার। এসএসকেএম হাসপাতালের নতুন ট্রমা কেয়ার সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিশ্ব জুড়ে তথা সারা দেশে ও তাঁর নিজের রাজ্যে যে ভাবে দিনে দিনে জলের সমস্যা দেখা দিচ্ছে তার থেকে রক্ষা পেতে এখন থেকেই কাজ শুরু করা দরকার। তার জন্য এবার থেকে প্রতি বছর ১২ই জুলাই রাজ্যে পালিত হবে ‘জল বাঁচাও, জীবন বাঁচাও’ অর্থাৎ জল বাঁচাও দিবস।
এদিন মুখ্যমন্ত্রী বলেন ‘সেভ ওয়াটার, সেভ লাইফ’ এই বিশেষ দিনটির জন্য আগামী ১২ই জুলাই তিনি নিজে হাঁটবেন মিছিলে। জোড়াসাঁকো থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত দুপুর ৩টের সময়ে মিছিলের ডাক দিলেন খোদ মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ২০১৩ সাল থেকে রাজ্যে পালিত হয় মাটি উৎসব। যা ২০১৫ সালে রাষ্ট্রপূঞ্জের বিশেষ স্বীকৃতি পাওয়ার পর এখন পালিত হয় দেশ জুড়ে। ১৪ আগস্ট পালিত হয় কন্যাশ্রী দিবস। সেই পথ ধরেই এবার জল সঞ্চয়ের জন্য ১২ই জুলাই রাজ্য জুড়ে এবার থেকে পালিত হবে জল বাঁচাও, জীবন বাঁচাও অর্থাৎ জল বাঁচাও দিবস।