সেপ্টেম্বর ১৭, ২০১৮
বাংলায় বিনিয়োগে আগ্রহী জার্মানি, পোল্যান্ড

গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের পরিকাঠামোগত এবং বিনিয়োগ বান্ধব যে উন্নতি হয়েছে, তাঁর জেরে এবারে এই রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করল জার্মানি ও পোল্যান্ড।
কলকাতার বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ত্রির উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে অর্থমন্ত্রীর উপস্থিতিতে ভারতে নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলার ক্ষেত্রে এখানে যেভাবে গত কয়েক বছরে বিনিয়োগের আদর্শ পরিবেশ তৈরী হয়েছে, তাতে চলতি বছরের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে আমরাও অংশ নিয়েছিলাম। বাংলার বহু জায়গায় ও সংলগ্ন অঞ্চলে কয়লার যে বিশাল ভান্ডার আছে, সেক্ষেত্রে বিনিয়োগ করতে প্রথম সারির অনেক বিনিয়োগকারী বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে।’
অন্যদিকে ইন্দো-জার্মান চেম্বার অফ কমার্সের ডিরেক্টর জেনারেল জানান, ‘বাংলার বর্তমান বিনিয়োগ বান্ধব পরিবেশ জার্মানির বহু শিল্পপতিই এখানকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী। রাজ্য সরকারের সঙ্গে আমরা এ বিষয়ে আলোচনাও করেছি।’
বেঙ্গল চেম্বার অফ কমার্সের সঙ্গে ইন্দো-জার্মান চেম্বার অফ কমার্সের একটি মোউ স্বাক্ষরিত হয়। এর ফলে, এবার থেকে বাংলা ও জার্মানির বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগের জন্যে একটি ‘সেন্টার ফর এক্সেলেন্স’ বা উৎকর্ষকেন্দ্র তৈরীর ঘোষণা হয়। এর ফলে বাংলার বিনিয়োগকারীরা জানতে পারবে জার্মানিতে বিনিয়োগের বিষয় এবং জার্মানির বিনিয়োগকারীরা জানতে পারবে বাংলায় বিনিয়োগের বিষয়।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই ১০লক্ষ কোটি টাকার জিডিপি লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছে। রপ্তানি ১১ শতাংশ বেড়েছে গত আর্থিক বর্ষের তুলনায়। রাজ্যের সামগ্রিক পরিকাঠামো ও বাণিজ্যকে নজরে রেখে বলা যায়, আগামী ২-৩ বছরের মধ্যে ৫০মিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে।
সৌজন্যেঃ ৩৬৫ দিন