অগাস্ট ৩০, ২০১৮
বাড়ি বাড়ি মাছ পৌঁছে দেবে মৎস্য উন্নয়ন নিগম

পুজোর আগেই বাড়ি বাড়ি মাছ পৌঁছে দেবে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম।
প্রাথমিক ভাবে সল্টলেক ও নিউটাউনের বিভিন্ন আবাসনে মিলবে এই পরিষেবা। এর জন্য পাঁচটি বিশেষ গাড়িও কিনছে নিগম। এ ছাড়াও পাঁচটি বড় ডিপ ফ্রিজারও কেনা হবে। ১০টি গাড়িই সৌরবিদ্যুতে চলবে।
সল্টলেক ও নিউ টাউনে বিভিন্ন আবাসনে মাছের বড় গাড়ি নিয়ে যেতে অসুবিধা হয়। এ বার এই ছোট গাড়িগুলি একেবারে বাসিন্দাদের দোরগোড়ায় পৌঁছে যেতে পারবে। ছোট ভ্যানের মতো দেখতে ব্যাটারি চালিত গাড়ির ছাদে বসানো হয়েছে সোলার প্যানেল। ভিতরে থাকছে ২০০ লিটারের ফ্রিজার।
পুজোর আগেই চালু হবে পরিষেবা।