অগাস্ট ২৫, ২০১৮
এবার অ্যাপচালিত অটো ও টোটো মিলবে নিউটাউনে

অটো, টোটোর জন্য অ্যাপ আসছে নিউটাউনে। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই এই অ্যাপ তৈরি করছে নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ (এনকেডিএ)।
নতুন এই পরিষেবায় সঠিক ভাড়ায় যেমন গন্তব্যে পৌঁছতে পারবেন সাধারণ মানুষ, তেমনই এতে উন্নত হবে নিউ টাউনের পরিবহণ ব্যবস্থাও। তথ্যপ্রযুক্তি দপ্তরের সহযোগিতাতে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজ্যের মধ্যে নিউটাউনেই প্রথম অ্যাপ নিয়ন্ত্রিত অটো-টোটো চলবে।
নিউটাউনে ইতিমধ্যেই অ্যাপচালিত সাইকেল, ব্যাটারিচালিত পরিবহণ চালু হয়েছে৷ সেই তালিকায় নবতম সংযোজন, অ্যাপ নিয়ন্ত্রিত অটো-টোটো।
কী ভাবে চলবে এই অ্যাপ নিয়ন্ত্রিত অটো-টোটো?
এই অ্যাপে নিউটাউন এলাকায় চলাচলকারী সব অটো-টোটোকে যুক্ত করা হবে। রুট অনুযায়ী কোন টোটো-অটো কোথায় রয়েছে, তা জানা যাবে অ্যাপের মাধ্যমে। ন্যূনতম ভাড়া হবে ৭ টাকা। অ্যাপ ক্যাবের মতোই ফোন থেকে বুকিং করা যাবে এই অটো-টোটোর। যাঁরা স্মার্টফোন ব্যবহার করতে পারেন না, তাঁরা নির্দিষ্ট নম্বরে ফোন করেও এগুলি বুক করতে পারবেন। খুব তাড়াতাড়ি এই পরিকল্পনা বাস্তবায়িত হবে।
নিউটাউনের জনসংখ্যার একটা বড় অংশ তথ্যপ্রযুক্তি তালুকের কর্মী। যাঁরা স্মার্ট ফোন ব্যবহারে অভ্যস্ত। সে-কারণেই অ্যাপ সাইকেল চালু হওয়ার কয়েক মাসের মধ্যেই তা অত্যন্ত জনপ্রিয় হয়েছে। অ্যাপচালিত অটো-টোটোও একই রকম জনপ্রিয়তা পাবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।