সেপ্টেম্বর ২১, ২০১৮
গার্হস্থ্য ও বাণিজ্যিক - দুই ক্ষেত্রেই বিদ্যুতের গ্রাহক বেড়েছে বাংলায়

গত সাত বছরে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের অক্লান্ত পরিশ্রমের ফলে রাজ্যে বিদ্যুতের অবস্থা খুব আশাব্যঞ্জক।
শুধু যে গার্হস্থ্য এবং বাণিজ্যিক ক্ষেত্রে গ্রাহকের সংখ্যা বেড়েছে তাই নয়, রাজ্যের কাছে বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ বন্টনের পরেও উদ্বৃত্ত বিদ্যুৎ থাকছে। ন্যাশানাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সাম্প্রতিক এক সম্মেলনে বিদ্যুৎ মন্ত্রী একথা জানান।
২০১১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান ছিল ‘সবার ঘরে আলো’। এই স্লোগানকে বাস্তবায়িত করতে নিরলস প্রচেষ্টা করেছে বিদ্যুৎ দপ্তর এবং রাজ্যবাসী তার ফলও পেয়েছেন হাতেনাতে।
বাণিজ্যিক বিদ্যুৎ সংযোগ সংখ্যা, যা ২০১১ সালে ছিল ৭৮,০৭৪, বর্তমানে বেড়ে হয়েছে ৯৯,৫০৫। গার্হস্থ্য বিদ্যুৎ সংযোগ সংখ্যা ২০১১ পর্যন্ত ছিল ৮৬ লক্ষ, যা বর্তমানে বেড়ে হয়েছে ১.২ কোটি।