অগাস্ট ২৫, ২০১৮
মালদা ও মুর্শিদাবাদ জেলায় পর্যটনকে ঢেলে সাজাচ্ছে রাজ্য সরকার

মালদা ও মুর্শিদাবাদ জেলায় পর্যটন পরিকাঠামোকে আরও ঢেলে সাজাতে উদ্যোগী হল রাজ্য সরকার। এই দুই জেলার ট্যুরিস্ট লজগুলিকে তিন তারা পর্যায়ের হলিডে হোমে রূপান্তরিত করছে পর্যটন দপ্তর।
এই দুই জেলাতেই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জলপথ। বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলির মধ্যে জলপথে যোগাযোগ তৈরী করতে উদ্যোগী হয়েছে সরকার। মুর্শিদাবাদে হাউসবোটও চালু করা হবে।
পর্যটন সংক্রান্ত দক্ষতা উন্নয়ন প্রকল্প শুরু করা হবে বিভিন্ন জেলায়। বিভিন্ন ডিগ্রী ও ডিপ্লোমা পাঠ্যক্রমও শুরু করা হবে।
পর্যটন দপ্তর ইতিমধ্যেই এই দুই জেলার ঐতিহাসিক স্থানগুলিকে (মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারি, লালবাগ, মতিঝিল এবং মালদায় আদিনা মসজিদ, বুদ্ধ স্তুপ) নিয়ে একটি পর্যটন সার্কিট তৈরী করেছে। এছাড়াও নদীয়া জেলার পলাশি প্রান্তর আছে এই সার্কিটে। এই সেই পলাশি যেখানে ১৭৫৭ সালে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ হয় বাংলার নবাব সিরাজুদ্দৌলার।
উল্লেখ্য, গত সাত বছরে পর্যটন দপ্তরের পরিকল্পিত খাতে ব্যয় আট গুণেরও বেশী বেড়েছে। ২০১০-১১ সালে যা ছিল ৪০ কোটি টাকা, ২০১৭-১৮ সালে বেড়ে হয়েছে ৩৩৬ কোটি টাকা।