অগাস্ট ১৮, ২০১৮
ধান রোয়ার মেশিন উপহার রাজ্যের

কৃষকদের রোজগার বাড়াতে ধান রোয়ার মেশিন কিনছে রাজ্য সরকার। তা দিয়ে খুব কম সময়ে এবং অল্প খরচে ধান রোপণ করতে পারবেন কৃষকরা। কমবে চাষের খরচ। আপাতত প্রতিটি মহকুমায় দু’টি করে ধান রোয়ার মেশিন রাখা থাকবে। কৃষকরা বিনা পয়সায় এই মেশিন ব্যবহার করতে পারবেন। সরকার অনুমোদিত কাস্টম হায়ারিং সেন্টার থেকেও অল্প খরচে মেশিন ভা়ডা নেওয়া যাবে।
রাজ্যর কৃষিমন্ত্রী জানান, বোরো চাষের আগেই সমস্ত মহকুমায় এই মেশিন পৌঁছে যাবে। মহকুমা কৃষি উন্নয়ন আধকারিকের অফিসে সেগুলি রাখা থাকবে। এই পদ্ধতিতে চাষ করলে বিঘা প্রতি ধানের উৎপাদন বাড়বে। চাষের খরচও কমবে। ফলে আর্থিক দিক থেকে লাভবান হবেন কৃষকরা। বিঘা প্রতি চার থেকে সাড়ে চার হাজার টাকা আয় বাড়বে কৃষকদের।
কৃষিমন্ত্রী জানান, দিনমজুর দিয়ে ধান রুইতে এখন বিঘা প্রতি গড়ে ১২০০ টাকা খরচ হয়। সেটা ৫০০ টাকায় হয়ে যাবে। বীজতলাও কম লাগবে। কাস্টম হায়ারিং সেন্টার চালানোর জন্য এই মেশিন কিনতে রাজ্য সরকার মোটা টাকা ভর্তুকি দেবে। মেশিনের বাজার মূল্য ২ লক্ষ ৯০ হাজার টাকা। তার উপর ১ লক্ষ ১৬ হাজার টাকা সরকার ভুর্তুকি দেবে। অর্থাৎ ১ লক্ষ ৭৪ হাজার টাকায় এই মেশিন সংগ্রহ কিনতে পারবেন কাস্টম হায়ারিং সেন্টারের মালিকরা। এই মেশিনে এক বিঘা জমিতে ধান রোপণ করতে মাত্র ১৫ মিনিট সময় লাগে। মুর্শিদাবাদ, বীরভূম এবং কোচবিহারে এই মেশিনের পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে। সেটাকেই এবার সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কৃষি দপ্তর।