সাম্প্রতিক খবর

অগাস্ট ৫, ২০১৮

সাবেকি কাঠের আসবাব তৈরীর ক্লাস্টারের পরিকাঠামো উন্নয়ন করবে রাজ্য

সাবেকি কাঠের আসবাব তৈরীর ক্লাস্টারের পরিকাঠামো উন্নয়ন করবে রাজ্য

সাবেকি কাঠের আসবাব তৈরীর ক্লাস্টারের পরিকাঠামো উন্নয়ন করবে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দপ্তর। সারা রাজ্যে পরিচিত ৩০টি সাবেকি কাঠের আসবাব তৈরীর ক্লাস্টারের প্রয়োজনীয় পরিকাঠামো তৈরী করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।

অনেক জেলায় পারম্পরিক ভাবে সাবেকি আসবাব তৈরী করা হয়; এর মাধ্যমে বেশ কিছু মানুষ জীবিকা নির্বাহ করে। সরকার এবার এই ব্যবসার পরিধি অনেকটা বাড়ানোর জন্যে প্রয়োজনীয় পরিকাঠামো গড়তে চায়। এর ফলে এই মানুষগুলির আয়বৃদ্ধি হবে। তাছাড়া, যেসব অঞ্চলে ক্লাস্টারের প্রয়োজনীয় পরিকাঠামো তৈরী করা হবে, সেই সব অঞ্চলের আর্থিক উন্নয়নও হবে।

যেসব জেলায় ক্লাস্টারগুলিকে চিহ্নিত করা হয়েছে, সেগুলি হল: জলপাইগুড়ি, হাওড়া, আলিপুরদুয়ার, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, বীরভূম ও বাঁকুড়া।

সরকারি উদ্যোগে এখানকার কাঠের কারিগরদের প্রশিক্ষণ দেওয়া হবে। এর ফলে তারা আসবাব তৈরী করার জন্য নতুন প্রযুক্তি সম্বন্ধে অবগত হতে পারবেন। দেশে ও বিদেশে তাদের তৈরী আসবাব রপ্তানি করার সুযোগও বাড়বে তাদের।

এই ক্লাস্টারে একটি কমন ফেসিলিটি সেন্টার গড়া হবে। গবেষণাগার ও আধুনিক যন্ত্রপাতি তৈরীর কেন্দ্রও গড়া হবে।

প্রতিটি ক্লাস্টারের চাহিদা জানতে ইতিমধ্যেই তৈরী হয়েছে স্পেশ্যাল পারপাস ভেহিক্যাল। ক্লাস্টারগুলির উন্নয়নের ওপরেও নজর রাখবেন তারা। স্পেশ্যাল পারপাস ভেহিকেলের সদস্যেরা ইতিমধ্যেই এই ক্লাস্টারগুলির মালিকদের সঙ্গে কথা বলা শুরু করেছে তাদের চাহিদা জানতে।