সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ২০, ২০১৮

বিনিয়োগ সম্ভাবনা জোরদার করতে ডুসেলডর্ফে অমিত মিত্র

বিনিয়োগ সম্ভাবনা জোরদার করতে ডুসেলডর্ফে অমিত মিত্র

লক্ষ্য একটাই। পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগ আনা। সেই লক্ষ্যে মঙ্গলবার ফ্র্যাঙ্কফার্টের শিল্প সম্মেলনের মঞ্চ থেকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সংস্থার জার্মান প্রতিনিধিদের সামনে তুলে ধরেছেন রাজ্যের গুরুত্ব। শিল্পবান্ধব চেহারা। রাজ্যে শিল্প আনতে তিনি যে কালক্ষেপ করতে রাজি নন, বুঝিয়ে দিয়েছেন তাও। সদর্থক জবাবও পেয়েছেন তিনি।

সেই সম্ভাবনাকে আরও জোরদার করতে ১৯শে সেপ্টেম্বর সকালেই ডুসেলডর্ফ গিয়েছেন রাজ্যের অর্থ এবং শিল্পমন্ত্রী অমিত মিত্র। সম্ভাব্য লগ্নিকারী বিভিন্ন সংস্থার শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক সারতেই ডুসেলডর্ফ গিয়েছেন শিল্পমন্ত্রী। আলোচনার পাশাপাশি সংস্থাগুলির সঙ্গে সম্পর্ক জোরদার করাই তাঁর প্রাথমিক লক্ষ্য।

পাশাপাশি, গিজ ব্যাঙ্কের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব এবং পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমের (ডব্লুবিআইডিসি) এমডি।

সৌজন্যে: বর্তমান