সাম্প্রতিক খবর

সেপ্টেম্বর ১, ২০১৮

উন্নয়নের কাজের জন্য কলকাতা পুরসভার প্রশংসা করল এডিবি

উন্নয়নের কাজের জন্য কলকাতা পুরসভার প্রশংসা করল এডিবি

উন্নয়নের কাজের জন্য কলকাতা পুরসভার প্রশংসা করল এডিবি (এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক)। কলকাতা পুরসভা সহ দেশের একাধিক পুরসংস্থার নানা প্রকল্পর জন্য টাকা দেয় এডিবি। একমাত্র কলকাতা পুরসভাই সময়মত সবক’টি প্রকল্প শেষ করেছে বলে এই প্রশংসা, জানান মেয়র।

এডিবি প্রদত্ত ফান্ডের যথাযথ ব্যবহার করেছে কলকাতা পুরসভা। সেই কারণেও জুটেছে প্রশংসা। এর ফলস্বরূপ, এফিবি সিদ্ধান্ত নিয়েছে যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, নিকাশি ও জল সরবরাহের বিভিন্ন প্রকল্পের জন্যও কলকাতা পুরসভাকে আর্থিক সাহায্য করবে তারা।

তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা কর্তৃক নাগরিক পরিষেবা প্রদানে নিঃসন্দেহে এই প্রশংসা একটি বড় প্রাপ্তি।