Bengal Fisheries Dept to make new varieties of fish available in markets

West Bengal Fisheries Development Corporation Limited started farming new fish varieties which can survive even in saline waters outside the sea, which is rare for fish breeds. The market price of those edible fish is pocket friendly.

Add more variety to the Bengali fish platter, some new types of fish are being cultivated in Bengal. The cultivation by the state fisheries department has been started on an experimental basis. If successful, the cultivation would be opened up to all interested people.

The three varieties – silver pompano, changosh and cobia – are being cultivated through the method of cross-breeding. Silver pompano is akin to the ever-popular pomfret whereas changosh is a type of lobster. Pomfrets and lobsters have always been popular among Bengalis.

Cobia, which looks like catfish, is also a delicious fish, which was earlier not available in markets.

Silver pompano, as the name suggests, is silver in colour. It can acquire a weight of 450-550 gram within three months. The fish can weigh 7 kg by seven months. Popularly known as Chanduva in Andhra Pradesh, this rare variety of pomfret is not available even in sea waters now.

Farming of these fishes are being done at Alampur near Digha. A full-grown changosh can weigh about one-and-a-half kilograms. The delicious cobia, which can weigh between three to four kilograms, is also being cultivated near Digha, said a Fisheries Development Corporation officer.

All the three new varieties have a huge export potential too. The interest in cultivating these fish is expected to grow. The daily demand of the fish will also be under control.

 

নতুন প্রজাতির মাছ বাজারে আনতে চলেছে ম९স্য দপ্তর

রাজ্য ম९স্য দপ্তর নতুন নতুন প্রজাতির মাছ চাষ শুরু করেছে যেমন – যেসব মাছ সমুদ্রের বাইরের নোনা জলেও বেঁচে থাকতে পারে। এই মাছের দামও খুব সস্তা হবে।

আপাতত রাজ্য ম९স্য দপ্তর এই চাষ শুরু করেছে পরীক্ষামূলক ভাবে। এই পরীক্ষা সফল হলে, সকল আগ্রহী মানুষকে এর ব্যাপারে জানানো হবে।

সংকর পদ্ধতিতে তিন ধরনের মাছের চাষ করা হচ্ছে – ‘সিলভার পম্পানো’, ‘চ্যাঙস’ ও ‘কবিয়া’। ‘সিলভার পম্পানো’ আমাদের পরিচিত পমফ্রেট মাছের মতো, ‘চ্যাঙস’ তেমনই গলদা চিংড়ির সঙ্গে সদৃশ। পমফ্রেট ও গলদা চিংড়ি বাঙ্গালির খুবই প্রিয়।

‘কবিয়া’ একধরনের ক্যাট ফিস, যেটি খেতে খুবই সুস্বাদু, এর আগে বাজারে পাওয়া যেত না। ‘সিলভার পম্পানো’ তাঁর নামের মতই রুপালি রঙের হয় ও মাত্র তিন মাসে ৪৫০-৫৫০ গ্রাম ওজনের হয় ও সাত মাসে সাত কিলো ওজনের হতে পারে। এই মাছটি অন্ধ্রপ্রদেশে চন্দুভা নামে পরিচিত। এটি খুবই বিরল প্রজাতির মাছ যা সমুদ্রেও এখনও পাওয়া যায় না।

ম९স্য দপ্তরের এক আধিকারিক জানান, দিঘার কাছে আলমপুরে এই তিন ধরনের মাছ চাষ করা হচ্ছে। একটি ‘চ্যাঙস’ মাছ দেড় কিলো পর্যন্ত ওজন হতে পারে। সুস্বাদু ‘কবিয়া’ মোটামুটি ভাবে তিন থেকে চার কিলোর মধ্যে ওজন হয়।

এই তিন ধরনের মাছেরই রপ্তানি হওয়ার বিপুল পরিমান সম্ভবনা আছে। এই ধরনের মাছ চাষের উ९সাহ বাড়বে বলে আশা করা যায়। এই মাছগুলি বাজারে এলে দৈনিক মাছের চাহিদাও অনেকটা নিয়ন্ত্রনে আসবে।

 

Mamata Banerjee shows solidarity with land movement of tribals in Jharkhand

Trinamool Congress supremo Mamata Banerjee expressed solidarity with tribals in Jharkhand against forceful acquisition of land from tribals by the Bharatiya Janata Party-led Jharkhand government.

She said on Friday: “Around 1500 acres of land were forcefully acquired from tribals in Jharkhand and given to someone as it had happened in Singur.”

“They sought our support to build protest against such forceful acquisition of land and a team comprising the state Agriculture Minister Purnendu Basu and MLAs including Srikanto Mahato and Sadhyarani Tudu will go to Jharkhand to speak to the land losers. They will file a report after visiting the place and then I will visit the place,” the Chief Minister added.

She further said: “I would visit all the BJP-led states (to raise voice against the on-going dictatorship going on in the country).”

It may be mentioned that Banerjee had already given a call for demonstration against the use of different agencies by the Centre for political purpose. There will be demonstrations across Bengal and other States on January 9, 10 and 11.

 

The image is representative

 

ঝাড়খণ্ডের আদিবাসীদের পাশে মমতা

ঝাড়খণ্ডের জমি আন্দোলনে আদিবাসীদের পাশে আছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার ৩ জনকে পাঠাচ্ছেন তিনি। তাঁরা হলেন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু, শান্তিরাম মাহাতো, সন্ধ্যা টুডু এবং শ্রীকান্ত মাহাতো। তাঁরা ফিরে এসে মুখ্যমন্ত্রীকে ঘটনার রিপোর্ট দেবেন। তারপর মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডে যাবেন।

এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বললেন, ‘‌বিজেপি বলেছে আমাকে মারবে। রিপোর্ট পাওয়ার পর আমি ওদের রাজ্যে যাব। ঝাড়খণ্ডে দেড় হাজার একর জমি নিয়ে আদিবাসীরা লড়াই শুরু করেছে। ৯,‌ ১০, ‌১১ জানুয়ারি তৃণমূলের ধর্না আছে।’‌‌‌

 

Mamata Banerjee slams Modi Govt for dissolving BIFR

Opposing the Narendra Modi government’s decision to dissolve the Board for Industrial and Financial Reconstruction (BIFR), Bengal Chief Minister Mamata Banerjee on Friday said the central government is “breaking the spine” of the country’s economy.

“BIFR was constituted for reconstruction of industries and protection of workers. Sick industries registered in the Board could reconstruct their assets and run the company accordingly. Suddenly, the centre dissolved it,” she said.

“They are breaking the spine of the country,” said Mamata Banerjee adding that centre sent a letter to her government.

The letter sent to West Bengal Chief Secretary said that BIFR and its appellate body, the Appellate Authority for Industrial Finance and Reconstruction (AAIFR), which were entrusted with the revival and rehabilitation of sick industrial companies under the Sick Industrial Companies (Special Provisions) Act 1985, has been dissolved.

Mamata Banerjee said, “We have a lot of companies registered in the Board. We have asked what would happen to old cases. They said fresh application are needed.”

The CM called for a national government led by Advani ji or Rajnath ji or Jaitley ji to rid the country of the current situation. She said the current Prime Minister has to go.

 

বিআইএফআর তুলে দেওয়ায় মোদী সরকারের সমালোচনা মুখ্যমন্ত্রীর

বোর্ড ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফিনান্সিয়াল রিকনস্ট্রাকশন বা বিআইএফআর তুলে দেওয়ায় মোদী সরকারের সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, চিঠি দিয়ে কেন্দ্র বলছে বিআইএফআর তুলে দেওয়া হল। তাঁর প্রশ্ন, এখন পুরনো কেসের কী হবে? মমতা যোগ করেন, কেন্দ্র বলছে, নতুন করে চালু করতে হবে। কিন্তু, বিআইএফআর ভেঙে দেওয়ায় শ্রমিক-মজদুরদের চরম সমস্যা হবে।

বিআইএফআরের অধীনে রাজ্যে চারশোর কাছাকাছি কারখানা রয়েছে। রাজ্য সরকারের মতে, বিআইএফআর তুলে দেওয়ায় এই সব কারখানা এবং কয়েক লক্ষ শ্রমিকের ভবিষ্যত এখন অথৈ জলে। কারণ, বিকল্প ব্যবস্থা কী তার কোনও দিশা দেখায়নি কেন্দ্র। শুক্রবার, টাউন হলের বৈঠকে এ নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, রুগ্ন শিল্প সংস্থাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এই বোর্ড গঠন করা হয়। ১৯৮৫ সালে তৈরি হওয়া ‘দ্য সিক ইন্ডাস্ট্রিয়াল কম্পানিজ অ্যাক্ট’ অনুযায়ী ১৯৮৭ সালে গঠিত হয় বিআইএফআর। যা কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনস্থ। অরবিন্দ মিলস, ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেড, নর্থ ইস্টার্ন রিজিওনাল এগ্রিকালচারাল মার্কেটিং কর্পোরেশন, স্কুটার ইন্ডিয়া-র মতো বিভিন্ন সংস্থা, বিআইএফআর -এর হাত ধরে নতুন জীবন পায়।

Bengal CM urges people to maintain communal harmony

Bengal Chief Minister Mamata Banerjee urged people to maintain peace and communal harmony. She attended the 350th birth anniversary celebrations of Guru Govind Singh on Thursday afternoon.

“Bengal and Punjab are very close for ages and Bengal is the home for people belonging to different religions. We live happily and peacefully. This is our culture and this is our tradition,” she said.

The Chief Minister also reiterated on the the close relation between Punjab and Bengal for decades. The freedom fighters of these two states sacrificed their lives for the country.

“The relation between Punjab and Bengal is very close and will remain forever,” she maintained.

Appreciating the social service carried out by the Gurdwaras, she said that after demonetisation of high value notes was announced, many poor people did not have money to buy food as banks did not have cash.

They queued up in front of the Gurdwaras and were given food. “In Delhi, I saw long queues of people in front of Gurdwaras, after demonetisation of high value notes was announced.

Banks did not have cash and poor people had nothing to eat. The Gurdwaras gave them food and I appreciate this gesture.”

Mamata Banerjee said a museum on the life and work of Guru Govind Singh will be set up at Rashbehari Avenue. A gate named after Guru Nanak will come up at Dunlop where a big Gurdwara has recently come up.

 

বাংলার সম্প্রীতি নষ্ট হতে দেব না: মুখ্যমন্ত্রী

গুরু গোবিন্দ সিংয়ের ৩৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মতলার শহিদ মিনারে আয়োজিত একটি অনুষ্ঠানে হাজির হয়ে ঐক্য ও সম্প্রীতির বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

তিনি বলেন, “বাংলার সঙ্গে পাঞ্জাবের সম্পর্ক অনেক দিনের। বাংলায় সকল ধর্মের মানুষ একসাথে শান্তিতে বসবাস করে। এটাই বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি”।

এদিন গুরু গোবিন্দ সিংয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি দিল্লি গিয়ে দেখেছি, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কীভাবে সারা দিনের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে গুরুদ্বারগুলি৷ কত শ্রদ্ধা, পরম নিষ্ঠায় তাঁরা মানুষের সেবা করেন৷ আসলে এটা আমাদের দেশের পরম্পরা৷ মানবসেবাই আসল ধর্ম৷”

এদিন গুরুদ্বারের সামাজিক কাজের প্রশংসা করে তিনি বলেন, “নোট বাতিলের ফলে ব্যাঙ্কে টাকা নেই, গরীব মানুষ খেতে পাচ্ছে না। দেশের এই আর্থিক জরুরি অবস্থায় গুরুদ্বারগুলি তাদের খাবার দিয়ে সাহায্য করছে আমি তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই”।

তিনি আরও বলেন, “সাহস নিয়ে কাজ করাই হল ধর্ম৷ ধর্মের অর্থ হল ঐক্য, বিশ্বাস৷ কেউ বড় না, কেউ ছোট না, সবাই এক৷ মানুষের উপর বিশ্বাস রাখতে হবে৷ তবেই দেশ উন্নতির পথে এগোবে৷”

রাসবিহারীতে গুরু গোবিন্দ সিং জির নামে একটি সংগ্রহশালা তৈরি হবে। ডানলপে যে গুরুদ্বার রয়েছে সেখানে গুরু নানকের নামে একটি তোরণ বানিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷

 

Trinamool MPs detained by Delhi Police, lady MPs manhandled by male police

Thirty-two Trinamool MPs staged a demonstration against demonetisation in front of the Prime Minister’s Office (PMO) in the South Block area of New Delhi earlier today. During the course of the protest, two female MPs of the party were manhandled by male police personnel of Delhi Police. Female police personnel were brought in only much later.

The MPs were detained by the police and taken to Mandir Marg police station. However, the MPs courageously continued their protest even at the police station, shouting slogans against Narendra Modi.

Trinamool will continue the protests against demonetisation and political vendetta by the Centre. The MPs will return to Delhi to continue their protests from January 9 to 11.

 

 

প্রধানমন্ত্রীর দপ্তরের বাইরে আটক তৃণমূল সাংসদরা, মহিলা সাংসদদের গায়ে হাত পুরুষ পুলিশকর্মীদের 

আজ সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দফতরের বাইরে প্রতিবাদ করেন ৩২ জন তৃণমূল সাংসদ। আচমকা কেন্দ্রীয় বাহিনী ও এস পি জি মোতায়েন করা হয়। প্রতিবাদ চলাকালীন দুই মহিলা সাংসদদের গায়ে হাত তুলেছেন পুরুষ পুলিশ কর্মীরা। তার অনেক পরে মহিলা পুলিশরা ঘটনাস্থলে আসে।

৩২ জন সাংসদকে মন্দির মার্গ থানায় আনা হয়। সাংসদরা থানার ভিতরেও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দিয়ে তাদের প্রতিবাদ চালিয়ে যান।

কেন্দ্রের নোটবাতিলের সিদ্ধান্ত ও প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে দিল্লিতে ৯-১১ জানুয়ারি প্রতিবাদ করবেন তৃণমূল সাংসদরা।

 

Bengal Finance Minister walks out of pre-Budget meet, cites ‘financial emergency’

Bengal Finance Minister Dr Amit Mitra on Wednesday staged a walkout from a pre-Budget meeting saying there was ‘financial emergency and ‘political environment of fear’ in the country.

Dr Mitra, who was in full attendance at the two-day meeting of the GST Council chaired by the Union Finance Minister that ended on Wednesday, said the Union Budget had become a “meaningless” exercise after Prime Minister, in his address to the nation on new year’s eve, made announcements similar to a Budget presentation.

He said that before walking out, he made the Union Finance Minister, who had called the meeting, hear the expectations of States on his fourth budget to be presented on February 1 and also make him aware of the “financial emergency” imposed by demonetisation and the job losses it has led to. “I wanted the Finance Minister to hear the reality on the ground, the financial emergency in the country, the political environment of fear all around,” he told after emerging from the meeting.

The Trinamool Congress, he said, is on Wednesday is demonstrating against “the political emergency that seems to have happened at every nook and corner on every matter.”  Dr Mitra also said currency demonetiation has led to closure of small industries and left hundreds jobless across the country, including the BJP-ruled States.

 

দেশে ‘আর্থিক জরুরি অবস্থা’ চলছে – প্রাক বাজেট বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন অমিত মিত্র

দেশজুড়ে চলা ‘আর্থিক জরুরি অবস্থা’ এবং কেন্দ্রের প্রতিহিংসার রাজনীতির প্রতিবাদ করে বুধবার কেন্দ্রীয় সরকারের প্রাক বাজেট বৈঠক বয়কট করেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি বলেন, নোট বাতিলের পর দেশে অর্থনৈতিক জরুরি অবস্থা চলছে৷ এই পরিস্থিতিতে প্রাক-বাজেট নিয়ে আলোচনা অর্থহীন৷

দুদিনের জিএসটি সংক্রান্ত বৈঠক সেশের পর বুধবার ছিল প্রাক বাজেট সেশন। তাঁর অভিযোগ। “প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বাজেটের সমস্ত বিষয় ঘোষণা করে দিয়েছেন। তাই বাজেট এখন গুরুত্বহীন বিষয়। ইতিহাসে এই প্রথমবার বাজেট গুরুত্বহীন হয়ে গেল। আমি এর প্রতিবাদ করে অয়াক আউট করলাম”।

এদিন সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, নোটবাতিলের পর থেকে জাতীয় অর্থনীতির মেরুদণ্ড ভেঙে গেছে। যার প্রভাব পড়েছে সারা রাজ্যে।  বিভিন্ন কলকারখানা, ক্ষুদ্র ব্যবসা বন্ধ হয়ে গেছে। শ্রমিকরা মজুরি পাচ্ছেন না।

তাঁর অভিযোগ শুধুমাত্র অর্থনৈতিক জরুরি অবস্থা নয় দেশ জুড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ভয়ের রাজনীতি চলছে।

Protests across Bengal against political vendetta by Centre, Trinamool MPs detained in Delhi

36 MPs belonging to Trinamool Congress were rounded up and detained by Delhi Police while they were peacefully holding a demonstration outside the Prime Minister’s residence. Several veteran MPs were manhandled, women MPs were also badly behaved with.

The MPs were taken to Tughlaq Road Police Station where they sat on a dharna.

Check out live tweets of the protests in Delhi on our Twitter feed

Trinamool delegation meets the Governor

To protest against the political vendetta of the Centre and the emergency-like situation prevailing in the country, Trinamool today organised massive protests across the State. A delegation of Trinamool MLAs met the Governor to register the party’s complaint against the constant attacks on federal structure.

After meeting the Governor, Secretary General of the party, Partha Chatterjee said: “We have complained to the Governor about attempts to break the federal structure Without consulting the State Govt CRPF was deployed in Bengal outside BJP party office. This is an assault on federalism.”

“Just because Trinamool is vocal about people’s interest in demonetisation issue, conspiracies are being hatched to malign the party Why should leaders of other parties, like Babul Supriyo who are associated with chit funds, not be arrested We cannot be silenced by these fear-mongering tactics. We are with the people. We will stand beside the people,” he added.

“Our backbone cannot be broken like this. We will continue our movement against DeMonetisation Leaders from outside, who do not know the history or geography of Bengal cannot scare us. Mamata Banerjee has the support of people,” Partha Chatterjee said.

Protests across Bengal

Rallies were taken out in various parts of Kolkata. Protests were held in Coochbehar, Singut, Dankuni, Asansol, Kulti, East Midnapore, Malda, Canning, Sodepur, Titagarh, Kharagpur, Nadia, Hooghly, north Dinajpur, Haldia and several other places.

Dharnas were organised outside CGO Complex in Kolkata as well as CBI office in Odisha.

 

কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে প্রতিবাদ সমগ্র বাংলা জুড়ে

প্রধানমন্ত্রীর বাসবভবনের সামনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানোর সময় তৃণমূল কংগ্রেসের ৩৬ জন সাংসদকে আটক করে দিল্লি পুলিশ। আটক করার সময় পুলিশ তাদের চূড়ান্ত হেনস্থা করেছে। ঘটনায় আহত হয়েছেন দুই সাংসদ। এমনকি মহিলা সাংসদদেরও রেয়াত করা হয়নি।

আটক করার পর সাংসদদের তুঘলক রোড পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় সেখানে তারা ধর্নায় বসেন।

তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ 

এদিন তৃণমূলের শীর্ষ নেতা-নেত্রীদের এক প্রতিনিধি দলও রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় জানান, “কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করার চেষ্টা করছে এ বিষয়ে আমরা রাজ্যপালের কাছে অভিযোগ জানানো হয়েছে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই ওরা বিজেপির দলীয় কার্যালয়ের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে – এটা গণতন্ত্রের অপমান”।

বাবুল সুপ্রিয়র মত অন্য দলের নেতারা যারা চিট ফান্ডের সঙ্গে যুক্ত তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না এই প্রশ্নও তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, “আমরা এই ধরনের আক্রমণে ভয় পেয়ে চুপ করে থাকব না। আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকব। এভাবে আমাদের শিরদাঁড়া ভাঙা যাবে না। নোট বাতিলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে”।

তিনি আরও বলেন, “বাইরের নেতারা যারা কখনও বাংলার রাজনৈতিক ইতিহাসে ছিলই না, তারা আমাদের ভয় দেখাতে পারবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষের সমর্থন আছে। একথা গোপন নয় যে বিজেপির কেউ কেউ রাজ্যপালকে ও তাঁর আসনকে ব্যবহার করার চেষ্টা করছেন। রাজ্যপাল এই ঘটনায় দুঃখিত। রাজ্যপালকে এভাবে কালিমালিপ্ত করার চেষ্টাকে আমরা তীব্র ভাষায় নিন্দা করছি”।

বাংলা জুড়ে প্রতিবাদ

কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক প্রতিহিংসার প্রতিবাদে বুধবার সকাল থেকে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস৷ মহানগর সহ রাজ্যের প্রতিটি প্রান্তে তৃণমূল কর্মীদের মিছিল ও প্রতিবাদে উত্তাল রাজ্য ৷

কলকাতার আলিপুর, গোপালনগর, কাঁকুড়গাছি সহ বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল করেছে তৃণমূল কর্মীরা।

এদিন ভুবনেশ্বরে সিবিআই অফিসের বাইরেও বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল সমর্থকরা।

এছাড়া, কোচবিহার, আলিপুরদুয়ার, সিঙ্গুর ও ডানকুনি আসানসোল, পূর্ব মেদিনীপুর, ওড়িশা সীমানায়, মালদহের ফোয়ারা মোড় ক্যানিং, সোদপুর, কোচবিহার, টিটাগড়ে বিটি রোড, খড়গপুর ৬ নং জাতীয় সড়ক, নদিয়া, হুগলি, উত্তর দিনাজপুর ও হলদিয়াতেও প্রতিবাদ মিছিল হয়।

 

Mamata Banerjee vows to thwart bid to stir up communal passions in Bengal

Welcoming the judgment of Supreme Court that any appeal for votes on the ground of “religion, race, caste, community or language” will amount to “corrupt practice”, Bengal Chief Minister Mamata Banerjee said: “We have to build a united country. I don’t support riots and will not allow anyone to instigate the same that will affect the harmony of the state.”

She was speaking at the inauguration of Jangalmahal Festival in Midnapore on Tuesday.

“I welcome the judgement of the Supreme Court. Religion doesn’t mean vote bank. It is not right if someone creates rivalry between two groups for their own benefit. I condemn such move and would fight till the end to keep Bengal free from all such ill effects,” she said.

“Bengal is the land of renaissance and it is not the place for such cheap politics. In a bid to ensure safety and security of the people I will not allow anyone to create any situation that would hamper the peace in any parts of the state,” she said, adding that steps will be taken to restrict anyone from creating any fresh trouble.

“We will continue to fight against those who are trying to inflame communal passion in the country and engineer riots. We will thwart their ill designs,” she said.

Asserting she would go as far necessary to uphold secularism, the Bengal CM said, “Won’t allow anyone to play dirty politics by the name of religion”.

She said that the Centre is threatening using its agencies like Enforcement Directorate and Central Bureau of Investigation. “The agencies are kept ready to take action against the people those who will raise their voice against the Centre’s decisions those are hampering the federal structure of the country,” Banerjee said adding that Modi government has nothing to give to the people and PM is banking either on notebandi (demonetisation) or dangafandi (conspiracy to create riot).

But such politics cannot continue for long, she said adding that “it causes damage to the future of the country. The people of the country gave their blessing once, but it will not give a second opportunity.”

 

বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়

ধর্মের নামে রাজনীতি করা যাবে না সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল জঙ্গলমহল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, “আমাদের দেশকে একতার বন্ধনে বাঁধতে হবে। আমি দাঙ্গাকে সমর্থন করি না, এরাজ্যে কেউ দাঙ্গা লাগানোর চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না”।

তিনি আরও বলেন, “আমি সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানাচ্ছি। ধর্মের নামে কোন ভোট নয়। কেউ নিজের  স্বার্থসিদ্ধির জন্য সাধারণ মানুষের মধ্যে ঝামেলা লাগাবে এটা কাম্য নয়। আমি এই ধরনের কার্যকলাপের জন্য ব্যাথিত। আমি শেষ অবধি লড়ে যাব। আমি সাধারণ মানুষের পাশে আছি, থাকব”।

“বাংলা নবজাগরণের ভুমি, এখানে এসব সস্তার রাজনীতি চলবে না। বাংলার শান্তি শৃঙ্খলায় বিঘ্নিত হয় এরকম কোন কাজ আমরা মেনে নেব না। এই ধরনের কাজ যারা করবে প্রয়োজনে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যাবস্থা নেওয়া হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যা করনীয় সেই সবকিছুই সরকার করবে বলে জানান মুখ্যমন্ত্রী। এখানে ধর্মের নামে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না” বলেন মুখ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, “কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করলেই ওরা সিবিআই ও ইডি’র মত কেন্দ্রীয় সংস্থাগুলির মাধ্যমে ভয় দেখাচ্ছে। তাদের এইসকল কার্যকলাপের ফলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিপর্যস্ত হচ্ছে। মোদী সরকারের জনগণকে দেওয়ার  কিছু নেই, প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন হয় নোটবন্দি না হয় দাঙ্গা লাগানোর ফন্দি নিয়ে। এসব দীর্ঘদিন চলতে পারে না। এর ফলে দেশের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। জনগণ একবার তাদের ক্ষমতায় এনেছেন মানুষের চাহিদা পূরণ করার জন্য, সেই কাজে তারা ব্যর্থ হলে মানুষ তাদের দ্বিতীয়বার আর সুযোগ দেবে না”।

 

 

Bengal CM presents Tele Academy Awards

Bengal Chief Minister Mamata Banerjee today gave away Tele Academy Awards 2016-17 at Nazrul Manch. The prize distribution was followed by a colourful cultural programme with performances by Bengali television artistes.

Speaking on the occasion, the CM said: “The artistes and technicians who are associated with the television industry are in the reckoning worldwide. The tele artistes and technicians are in no way less than the cine industry. Tele serials can become a medium of mass awareness. You can raise awareness about social evils.”

The West Bengal Tele Academy Awards covers the entire array of television productions, rewarding excellence in production, programming, photography and technology, among others. The awards have been constituted as a token of respect and gratitude to the entire Film and TV industry in West Bengal.

Actors and technicians working in the television industry will be awarded for their outstanding performances through their career as well as in the last year. A Hall of Fame recognition has also been instituted since 2015.

 

টেলি অ্যাকাডেমি পুরস্কার প্রদান করলেন মুখ্যমন্ত্রী

আজ নজরুল মঞ্চে টেলি অ্যাকাডেমি পুরস্কার (২০১৬-১৭) তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজরুল মঞ্চে হয় এই অনুষ্ঠান।

এই টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ছোট পর্দার টেলি জগতের বিভিন্ন অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীদের সম্মান জানানোর একটি প্রয়াস।

টেলিভিশন শিল্পে কর্মরত অভিনেতা-অভিনেত্রী এবং প্রযুক্তিবিদদের তাদের অসামান্য অভিনয়ের জন্য পুরস্কার প্রদান করা হয় গত বছর। এছাড়াও একটি হল অফ ফেম স্বীকৃতি ২০১৫ সাল থেকে প্রবর্তন করা হয়েছে।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

যে সকল অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা টেলি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তারা সকলে খুব ভালো কাজ করছেন

টেলিভিশন ইন্ডাস্ট্রি সিনেমা ইন্ডাস্ট্রির চেয়ে কোন অংশে পিছিয়ে নেই

সব চ্যানেলকে আমার শুভেচ্ছা। আপনারা সকলে একটি যৌথ পরিবারের মতো কাজ করুন

আমরা বঙ্গবিভূষণ, খেল সম্মান, সঙ্গীত সম্মান সহ বিভিন্ন পুরস্কার দিই

আমাদের বাংলা অ্যাকাডেমি, নাট্য অ্যাকাডেমি, কবিতা অ্যাকাডেমি ও যাত্রা অ্যাকাডেমি রয়েছে। আপনাদের সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ

টেলি সিরিয়াল সমাজ সচেতনতার একটি মাধ্যম। এর মাধ্যমে সামাজিক সমস্যা তুলে ধরতে পারেন আপনারা

 

 

 

Why should Modi or Amit Shah not be arrested: Mamata Banerjee

“People will teach them a lesson”, said Bengal Chief Minister Mamata Banerjee today, lambasting the Central Government for harassing senior politicians of the Trinamool Congress.

She said the arrest of Sudip Bandyopadhyay as “having been made under pressure from the PMO”.

Regarding chit funds in the State of Bengal, she said that they had started under the patronage of the CPI(M) Government; hence, people like Sujan Chakraborty who are known to be involved should be arrested. She also asked for the arrest of the BJP’s Babul Supriyo who also has a connection with chit funds.

She came down strongly on the BJP-led Central Government: “Like ‘note bandi’, this is an attempt at ‘Trinamool-bandi’.

She said, “Modi is dangabaaz. He tries to silence his opponents using fear tactics”.

She asked, “Why should Narendra Modi and Amit Shah not be arrested?” since they are involved in a lot of misdemeanours too.

She said that “many political parties are scared, so are not able to speak out”. However, she asked the affected Opposition parties, and there are a lot of Opposition parties across India who have been affected by this political vendetta of the BJP, to fight this “emergency situation” that is going on.

Mamata Banerjee said, “People should come out on to the roads against demonetisation, people will teach them (the BJP) a lesson”.

“I challenge the PM. He won’t be able to do anything because he won’t be able to suppress the voice of the people”.

True to her nature, however, Mamata Banerjee said that she won’t indulge in a tit-for-tat by arresting leaders. Rather, she said, “We will take the battle forward legally”. She added that “it has come to our notice that even lawyers are being threatened and judges are being influenced”.

Mamata Banerjee announced a sustained programme of protest against the BJP from tomorrow. Tomorrow, a protest march will be taken out in Kolkata from 12 pm; also tomorrow, there will be a protest by Trinamool Congress MPs at the parliament complex.

There will be a protest outside the Reserve Bank of India (RBI) office in Kolkata on January 9, and further protests in Delhi on January 10 and 11.

On January 9, too, protests against the BJP will start all over India, to be led by senior Trinamool Congress leaders.

 

In a series of tweets she expressed the same sentiment:

 

লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রধানমন্ত্রীর চাপেই এই গ্রেফতার করা হয়েছে। “জনগন উচিত শিক্ষা দেবে।”

তিনি বলেন, এই চিট ফান্ড সিপিআইএম সরকারের আমলে শুরু হয়েছে। চিটফান্ডের সাথে জড়িত অন্যান্য দলের নেতাদের (সুজন চক্রবর্তী, বাবুল সুপ্রিয় প্রমুখ) কেন গ্রেপ্তার করা হচ্ছে না তও জানতে চান তিনি।

তিনি বলেন, বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার নোটবন্দির সাথে তৃণমূলবন্দি শুরু করেছে। তিনি আরও জানান, “মোদী দাঙ্গাবাজ, তিনি তার বিরোধীদের এইভাবেই ভয় দেখান।“

অনেক দাঙ্গায় জড়িত মোদী ও অমিত শাহের গ্রেফতারের দাবি জানান মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, অনেক রাজনৈতিক দল খুব ভিতু, তাই তারা কোনও প্রতিবাদ করছে না। তিনি সমস্ত রাজনৈতিক দলকে বিজেপির এই প্রতিহিংসাপরায়ন রাজনিতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

মমতা ব্যানার্জি বলেন, “আমি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানাচ্ছি। উনি এসব করে কিছুই করতে পারবেন না কারন তিনি জনগনের কণ্ঠস্বর চেপে রাখতে পারবেন না।“

তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলেন, আমরা আইনি লড়াই চালিয়ে যাবেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে দীর্ঘমেয়াদী প্রতিবাদ কর্মসূচীর কথা ঘোষণা করেন। আগামীকাল দুপুর ১২টায় কলকাতায় একটি প্রতিবাদ মিছিল আয়োজন করা হবে ও পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সাংসদরা সংসদ চত্বরে প্রতিবাদ জানাবেন।

৯ই জানুয়ারী কলকাতার রিজার্ভ ব্যাংকের সামনে প্রতিবাদ জানাবে তৃণমূল। ১০ ও ১১ জানুয়ারী দিল্লিতে প্রতিবাদ চলবে।