Ham Radio

State Govt to sign MoUs for bringing in foreign investment in fish cultivation

The Bengal Government is signing memoranda of understanding (MoUs) with various companies to bring in investment in the sector of fish farming.

The idea behind these joint ventures with the State Government is to make Bengal self-sufficient in terms of fish requirement and bring down imports from other states, as well as to increase the export of fish to other states and also countries.

Already, over the last three years, agreements worth Rs 1,285 crore have been signed with 44 companies (with 12 in 2015, 14 in 2016 and 18 in 2017), of which 20 have started operating. The rest would start operating soon.

While some are engaged in producing fish food, others in production of prawns and shrimps, and still others in bhetki. In a separate development, the State Government has selected seven districts for the cultivation of big fishes like rohu, catla and mrigel. The districts are Cooch Behar, Nadia, Malda, Purba and Paschim Bardhaman, Hooghly and Dakshin Dinajpur. Cultivation of certain big fishes has also started in Purba Medinipur.

The government is training over 1,000 fish cultivators in these districts in the latest techniques, and is also providing them hatchlings and fish food for free.

Source: Anandabazar Patrika

মাছ চাষে লগ্নি টানতে মউ

শিল্পে বিনিয়োগের জন্য দেশ-বিদেশে সফর করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রসনাতৃপ্তিতেও লগ্নি টানতে ঝাঁপাচ্ছে রাজ্য সরকার। মাছে-ভাতে বাঙালি। সেই মাছের যাতে কোনও ঘাটতি না-হয়, তার জন্য লগ্নি টানতে বিভিন্ন সংস্থার সঙ্গে ‘মউ’ বা সমঝোতাপত্র স্বাক্ষর করছে রাজ্য সরকার।

মাছ চাষের সঙ্গে যুক্ত ৪৪টি কোম্পানির সঙ্গে ইতিমধ্যেই মউ স্বাক্ষরিত হয়েছে। প্রস্তাবিত লগ্নির পরিমাণ ১২৮৫ কোটি টাকা। ২০টি সংস্থা উৎপাদন শুরু করে দিয়েছে। তাদের লগ্নির পরিমাণ প্রায় ৩৪০ কোটি টাকা। অন্য কোম্পানিগুলির বিনিয়োগের কাজও এগোচ্ছে বলে দাবি মৎস্যমন্ত্রীর।

মুখ্যমন্ত্রী চান মাছে স্বনির্ভর হোক বাংলা, বাংলার গ্রামে গ্রামে মাছ চাষ বাড়ুক। সেই দিকে লক্ষ্য রেখে গত তিন বছরে মাছ চাষের উৎপাদন বাড়াতে ৪৪ টি মউ সই করেছে মৎস্য দফতর। তার মধ্যে ২০১৫ সালে ১২টি, ২০১৬ সালে ১৪টি এবং ২০১৭ সালে ১৮টি চুক্তি স্বাক্ষর করেছে মৎস্য দপ্তর।

কোনও সংস্থা মাছের খাদ্য তৈরি করছে, কেউ চিংড়ি চাষ করছে, কেউ বা করছে ভেটকি চাষ। বড় বড় রুই, কাতলা, মৃগেল মাছ উৎপাদনের জন্য ছ’টি জেলাকে বেছে নেওয়া হয়েছে। সেখানেই বড় মাছের চাষ হবে। এর জন্য এক হাজার মৎস্যজীবীকে মাছ চাষের আধুনিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সরকার থেকে দেওয়া হচ্ছে মাছের খাবার, মাছের চারা।

কোচবিহার, নদিয়া, মালদহ, বর্ধমান, হুগলি ও দক্ষিণ দিনাজপুরে সাড়ে তিন হাজার জলা আছে। সেখানে বড় রুই-কাতলা-মৃগেল চাষ করা হবে। পূর্ব মেদিনীপুরে বড় মাছ চাষ শুরু হয়েছে, বলেন মৎস্যমন্ত্রী।

Bengal to become an ODF state by August 2018

Mission Nirmal Bangla, an internationally awarded scheme for removing the scourge of open defecation from Bengal, is going to reach a major milestone next August when Bengal would become an open defecation-free (ODF) state.

Under the scheme, which is a brainchild of Mamata Banerjee, 67 lakh rural households in Bengal would have been equipped with toilets by August 2018. These facts were stated by State Panchayat and Rural Development Minister, Subrata Mukherjee at a recent workshop on sanitation held at Sector V in Salt Lake, Kolkata.

It may be mentioned that Nadia was the country’s first district to achieve ODF status. The other districts that have become ODF in Bengal are North and South 24 Parganas, Purba Medinipur, Hooghly, Purba and Paschim Bardhaman, Cooch Behar, Malda and Howrah.

The minister said that Birbhum, Murshidabad, Paschim Medinipur and Dakshin Dinajpur will achieve the target by the end of December. Further, the districts of Alipurduar, Uttar Dinajpur and Jalpaiguri will be declared ODF by March 2018.

 

২০১৮র আগস্ট মাসের আগেই নির্মল হবে বাংলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর ২০১৩ সালে শুরু করেছিল মিশন নির্মল বাংলা। আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত এই প্রকল্প পৌঁছাবে তার শিখরে ২০১৮ সালের আগস্ট মাসে।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন আগামী বছরের মধ্যেই নির্মল হবে বাংলা। এই প্রকল্পর লক্ষ্য ছিল ২০১৮র মধ্যে ৬৭লক্ষ গ্রামীণ পরিবারের জন্য শৌচাগার নির্মাণ করা।

প্রসঙ্গত, নদীয়া জেলাকে দেশের প্রথম নির্মল জেলা ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। বাকি যে সকল জেলা ‘নির্মল জেলা’ হয়েছে, সেগুলি হল: উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলী, কোচবিহার, মালদা ও হাওড়া।

মন্ত্রী বলেন, ডিসেম্বর মাসে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুরকেও ‘নির্মল জেলা’ ঘোষণা করা হবে। এরপর আলিপুদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি জেলা নির্মল জেলা হিসেবে ঘোষিত হবে ২০১৮ সালের মার্চ মাসে।

 

 

State Govt inks MoU with UK body for skill development of healthcare professionals

For skill development of healthcare professionals employed with the Bengal Government, a Memorandum of Understanding (MoU) has been signed between the State Government’s Institute of Health and Family Welfare and the United Kingdom’s Department of Health’s Health Education England.

According to a communiqué, the initiative to sign the agreement was taken to ‘strengthen the collaborative relationship to support skill development of healthcare professionals in Bengal and the UK’, after ‘recognising the common healthcare challenges the two countries face and as well as the value of learning in a global context’.

The MoU will ensure sharing of expertise on education and training of healthcare professionals, including review, and upgradation, wherever required, of existing educational programmes, and development of new ones.

According to Health Department officials, the agreement will facilitate acquiring of best practices in healthcare education and practices by doctors of Bengal. in fact, it will be beneficial for both as it will be a continuous process of knowledge sharing.

Source: Millennium Post

 

স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বিকাশের লক্ষ্যে ইউকের সাথে মৌ স্বাক্ষর রাজ্যের

রাজ্য সরকারের স্বাস্থ্য কর্মীদের দক্ষতা বিকাশের জন্য ইউকের সাথে মৌ স্বাক্ষর করেছে রাজ্য সরকার। এই চুক্তিটি হয়েছে রাজ্যের ‘ইন্সটিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার’ এর সাথে  ইউকের স্বাস্থ্য দপ্তরের ‘স্বাস্থ্যশিক্ষা ইংল্যান্ড’ এর।

বাংলা ও ইউকের সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং স্বাস্থ্যক্ষেত্রের সাথে যুক্ত কর্মীদের দক্ষতা বিকাশের জন্যই এই উদ্যোগ। এই দুই দেশে স্বাস্থ্যপরিষেবা প্রদানের ক্ষেত্রে যে প্রতিকূলতা আছে তার মূল্যায়ন করে আন্তর্জাতিক স্তরে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোও লক্ষ্য এই চুক্তির।

এই মউয়ের ফলে স্বাস্থ্যকর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতা আদান প্রদানের সুযোগ বাড়বে। এর ফলে বর্তমান স্বাস্থ্যশিক্ষার পরিকাঠামো যেমন উন্নীত করা যাবে তেমনই ভবিষ্যতে আরও নতুন কর্মসূচী চালু করার সুযোগও পাওয়া যাবে।

Overwhelming response from British, Scottish investors: Amit Mitra

Dr Amit Mitra, state Finance minister expressed immense satisfaction over the response of the British and Scottish businessmen who attended the meetings with the Chief Minister in the past one week.

Talking to newsmen here on Friday afternoon, Dr Mitra said: “There was an overwhelming response from the investors. We have invited them to come to Bengal Global Business Summit scheduled to be held in January, 2018. They have shown interest in education, water purification and healthcare.”

Dr Mitra said Presidency University has already shown interest to collaborate with Edinburgh University in Life Science. “The Vice-Chancellor of Presidency University called up and has shown keen interest to collaborate in various fields of Life Science like Genetics. There will be joint research programmes and scholar exchange programmes.”

Dr Mitra said some firms have shown interest in water management like generation of electricity from tidal waves and supply of clean drinking water. “We have exchanged our views with them and their response is highly satisfactory,” he maintained. Edinburgh is developed in healthcare system and in two areas the businessmen present at the meeting had shown keen interest.

“One is the training programme for nurses and the other is providing expertise through video conferencing of medical treatment and surgery. In remote areas, we can take help of this technology,” he added. The British and Scot businessmen had B2B meetings with their counterparts in India.

Mamata Banerjee had addressed the businessmen at FICCI UKIBC roundtable at St. James Court Hotel in London on Monday. Again on Thursday, she addressed Scottish businessmen who attended a meeting organised by the Scottish Development International in collaboration with Asia Scotland Institute and Edinburgh Chambers of Commerce.

Highlighting Bengal as an emerging business destination, recovering from the rigours of 34-years of misrule by the erstwhile Left Front government, the Chief Minister was extremely passionate and proficient in her case studies which projected the sea changes that have been brought about by her government since she came to power in 2011.

In both the meetings, Mamata Banerjee had argued strongly in favour of investing in Bengal. She had said that the economic scenario in Bengal had improved over the past few years and it is now the ideal destination for investment. She had explained to the businessmen and investors about the land use policies, industrial policies framed by Bengal government and assured that availability of land will not be a problem.

 

লন্ডন এবং স্কটল্যান্ডের বাণিজ্য সফরে প্রাপ্তি অনেক: শিল্পমন্ত্রী

লন্ডন এবং স্কটল্যান্ডের বাণিজ্য সফর সফল। লগ্নির একাধিক ইতিবাচক সম্ভাবনা নিয়েই রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী এবং তাঁর বাণিজ্য প্রতিনিধিদল। সাতদিনের সফরে এগুলিই প্রাপ্তি বলে শনিবার এডিনবরারহোটেলে জানালেন রাজ্যের শিল্প-বাণিজ্যমন্ত্রী অমিত মিত্র।

সফরের শেষদিন দুপুরে গোটা সফরের সারসংক্ষেপ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অমিত মিত্র। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে এই সফরে যে ৩০ জন শিল্পপতি এসেছেন, তাঁরা প্রত্যেকেই রাজ্যের বাণিজ্যেসবস্তরের  প্রতিনিধিত্ব করেন। ব্রিটেন-ভারত বিজনেস কাউন্সিলের বৈঠকে যে ব্রিটেনের সবচেয়ে বড় সংস্থা ব্রিটিশ টেলিকম সহ এত বড় বড় সংস্থার কর্ণধাররা উপস্থিত ছিলেন, সেটা অবশ্যই বড় প্রাপ্তি। কারণ, আমরা ভেবেছিলাম, ক্ষুদ্র এবং মাঝারি সারির সীমিত কিছু সংস্থা ওই বৈঠকে উপস্থিত থাকবে।”

“এছাড়া আরও বড় প্রাপ্তি হল, ওই সভায় স্বয়ং ব্রিটেনের প্রাক্তন বাণিজ্যমন্ত্রী তথা স্ট্যান্ডার্ড চাটার্ডের প্রাক্তন চেয়ারম্যান ও সিইও লর্ড ডেভিসের উপস্থিতি এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি আলোচনা। এই প্রথমভারতের কোনও অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তিনি। এটা অবশ্যই স্পেশাল। শিল্পমহলের এই উচ্ছ্বসিত সাড়ায় আমরা অভিভূত। আমরা এখন বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে তাঁদের স্বাগত জানানোর জন্যঅপেক্ষা করছি,” বলেন অমিত মিত্র।

স্কটল্যান্ড সফরের ক্ষেত্রেও নিজেদের সাফল্য তুলে ধরতে মন্ত্রী বলেন, “আমরা ভেবেছিলাম এডিনবরার শিল্পবৈঠকে ২০-২৫টি সংস্থা থাকবে। কিন্তু বৃহস্পতিবার সেখানে ৮০টি সংস্থা উপস্থিত ছিল। এখান থেকেআমাদের তিনটি নতুন প্রাপ্তি। প্রথম, জল পরিশোধনের গবেষণাপ্রাপ্ত ফল স্কটল্যান্ড রাজ্যের সঙ্গে বিনিময় করতে রাজি হয়েছে। দ্বিতীয়ত, জোয়ার-ভাটা কাজে লাগিয়ে কীভাবে বিদ্যুৎ তৈরি হয়, তাতে সিদ্ধহস্তস্কটল্যান্ড। সেই প্রযুক্তিও আমাদের সঙ্গে তারা বিনিময় করবে বলে জানিয়েছে। তৃতীয়ত, ডান্ডির নার্সিং স্কুলে যাতে রাজ্যের পড়ুয়ারা নিজেদের উন্নত করতে আসতে পারে, সেজন্য ইতিবাচক কথাবার্তা হয়েছে।”

তিনি আরও বলেন, “এখানে শিল্পসংস্থাগুলির সঙ্গে রাজ্য সরকারের মুখোমুখি আলোচনা হয়েছে। এবার পালা, সংশ্লিষ্ট ক্ষেত্রে যে সব সংস্থা রাজ্যে কাজ করছে, তাদের সঙ্গে এই কোম্পানিগুলিকে মুখোমুখিআলোচনার রাস্তা তৈরি করে দেওয়া। আশা করছি, আসন্ন বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনেই সেই ব্যবস্থা করে ফেলতে পারব আমরা। কারণ, ইতিমধ্যে ডব্লুবিআইডিসি সেই তালিকা তৈরি করে ফেলেছে।”

Bengal CM returns to Kolkata after winning UK citizens’ and investors’ hearts

Chief Minister Mamata Banerjee returned to Kolkata from her England- Scotland tour on Saturday evening. She had left for England on November 10.

At Wimbledon she had unveiled a Blue Plaque at the house where Sister Nivedita lived before she had left for India at the end of 1897.

Mamata Banerjee also addressed a meeting which was attended by businessmen, bankers and educationists in London. It was organized by Ficci- UKIBC.

Steel baron LN Mittal invited her to his house and the two had a highly fruitful meeting. Mamata Banerjee invited Mittal to the Bengal Global Business Summit ( BGBS) which scheduled to be held in January 2018.

The CM also addressed a meeting organised by Scottish Development International in Edinburgh, Scotland where she pitched strongly in favour of investing in Bengal. She was accompanied on her United Kingdom trip by state Finance Minister Dr Amit Mitra, Chief Secretary and a team of industrialists.

 

বিলেত সফরের পর কলকাতা ফিরলেন মুখ্যমন্ত্রী

ইংল্যান্ড এন্ড স্কটল্যান্ড সফর সেরে কলকাতা ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১০ই নভেম্বর তিনি বিলেত সফরে যান।

এই সফরে তিনি উইম্বলডনে সিস্টার নিবেদিতার বাড়িতে ‘ব্লু প্লাক’ এর উন্মোচন করেন। লন্ডনে ফিকি ও উইকেআইবিসির উদ্যোগে আয়োজিত একটি বণিকসভায় বক্তব্যও রাখেন মুখ্যমন্ত্রী।

স্টিল শিল্পের কর্ণধার লক্ষ্মী মিত্তলের সাথেও বৈঠক করেন তিনি। তাকে ২০১৮র বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী।

এরপর এডিনবরায় স্কটিশ ডেভেলপমেন্ট ইন্টারন্যাশনাল আয়োজিত একটি বাণিজ্য বৈঠকে অংশগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন শিল্প-বাণিজ্য মন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব এবং একঝাঁক শিল্পপতি।

State Govt to set up hydroelectric power station in the Hills region

The Bengal Government would start the construction of a batch of small hydroelectric power stations in the Hills region.

The one at Ragnu in Darjeeling district, worth 6 megawatt (MW) has already been approved and work is in progress. Surveys are going on for setting up others in Rimbik, Nagrakata, Mirik and other places.

Hydroelectric power stations are much less pollution, hence the decision for setting up these in an ecologically sensitive region like the Darjeeling district has been taken.

Currently, 1076 MW of electricity is produced in Bengal using the hydroelectric method.

Source: Bartaman

 

পাহাড়ে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজে ঝাঁপাচ্ছে রাজ্য

পাহাড়ে নতুন করে একগুচ্ছ নয়া জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ করতে চায় রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি। সেই মতো রিম্বিক, নাগরাকাটা, মিরিক সহ একাধিক জায়গায় সমীক্ষার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দার্জিলিং জেলার রগনুতে ছ’মেগাওয়াটের আরও একটি জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা চলছে। সমীক্ষার জন্য গত মাসের শেষের দিকে টেন্ডার ডাকা হয়েছে।

বর্তমানে রাজ্যে জলবিদ্যুৎ ক্ষেত্র থেকে ১০৭৬ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়। তার মধ্যে ৯০০ মেগাওয়াটের পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রকল্পও রয়েছে। বাকিগুলি হল, তিস্তা ক্যানাল প্রকল্প (৬৭.৫ মেগাওয়াট), রাম্মাম প্রকল্প (৫১ ,মেগাওয়াট), জলঢাকা প্রকল্প (৪৪ মেগাওয়াট) সহ অন্যান্য কেন্দ্র। রাজ্য চাইছে দার্জিলিংয়ে ছোট (কমবেশি ৫ মেগাওয়াট) জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে।

জলবিদ্যুতের ক্ষেত্রে দূষণের সমস্যা কম থাকে। তার ওপর এইসব কেন্দ্র তৈরি হয়ে যাওয়ার পর বিদ্যুৎ উৎপাদনের খরচ তুলনামুলকভাবে অনেক কম হয়। পাহাড়ে জলবিদ্যুতের পাশাপাশি পুরুলিয়ায় তুর্গা পাম্প স্টোরেজ প্রকল্প (১০০ মেগাওয়াট) রুপায়ন করার সিদ্ধান্ত হয়েছে।

তাপবিদ্যুতের পাশাপাশি এবার অচিরাচরিত শক্তির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বৃদ্ধিতে জোর দেওয়া হয়েছে। অচিরাচরিত শক্তির ক্ষেত্রে সৌরবিদ্যুৎ, জলবিদ্যুৎ, বায়োমাসসহ অন্যান্য উৎস রয়েছে। তাঁর মধ্যে পাখির চোখ করা হচ্ছে সৌরবিদ্যুৎ ও জলবিদ্যুৎকেই।

State Govt planning to set up eco-industrial parks

The Bengal Government is seriously exploring the possibility of setting up eco-industrial parks, which includes the creation of a sustainable model for future units, as the State Government is committed to anything that is green, clean and sustainable.

Towards that end, it would soon initiate discussions with the United Nations Industrial Development Organization (UNIDO) and the Confederation of Indian Industry (CII).

An eco-industrial park is a community of manufacturing and service businesses located together on a common property. It is also an initiative for a valid approach for scaling up resource efficiency and cleaner production in industrial zones. It is one of the practical ways for transition to green industry and achieving resource efficiency.

Over the last six years, the Trinamool Congress Government has proved its commitment towards the development of environment-friendly methods, processes and programmes, be it the setting of a target of generating about 3,000 MW through alternative sources of energy or the recently-taken decision to introduce 20 electric buses for Kolkata and its surrounding areas or setting up solar lights in parks or the countless other measures

Source: Millennium Post

ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়তে উদ্যোগী রাজ্য সরকার

উন্নয়নের সাথে সাথে পরিবেশ রক্ষার প্রতিও দায়বদ্ধ রাজ্য সরকার। ‘ক্লিন এন্ড গ্রীন’ উন্নয়নের মডেলকেই পাখির চোখ করেছে রাজ্য। তাই এবার ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ার ভাবনা রাজ্য সরকারের।

এই লক্ষ্যে রাজ্য সরকার আলোচনা করছে ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি’র সঙ্গে।

একই জায়গায় একসাথে অনেকগুলি ম্যানুফ্যাকচারিং ও পরিষেবামূলক ব্যাবসায়িক প্রতিষ্ঠান মিলে তৈরী হয় একটি ইকো-ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এর ফলে একদিকে যেমন সম্পদ ব্যাবহারের কার্যকারিতা বৃদ্ধি হয়, পাশাপাশি কারখানায় উৎপাদনও অনেকটাই পরিবেশ-বান্ধব হয়।

বিগত ছয় বছরে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার বিভিন্ন পরিবেশ বান্ধব পরিকল্পনার মাধ্যমে প্রকৃতির প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছে। বাংলায় অচিরাচরিত শক্তির মাধ্যমে ৩০০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। খুব শীঘ্রই ২০ টি ইলেকট্রিক বাস চলবে কলকাতার রাজপথে। বিভিন্ন পার্কগুলিতে সৌরআলো উৎপাদনও হচ্ছে।

Water taxis for leisure rides on Hooghly river soon

Soon, water taxis would be available for leisure rides on the Hooghly river. The West Bengal Transport Corporation (WBTC) will be operating the vessels, which are akin to motor boats, from jetties in Kolkata.

Eight seats would be available in each water taxi. People can hire the whole boat too. Initially, the service would be available from the jetty at Millennium Park. According to a WBTC official, the vessels would be delivered by December 25; hence, plans are afoot to start the rides during the Christmas holidays.

Currently, WBTC operates mayurpakshi boats for one-hour leisure riders on the Hooghly every Saturday, Sunday and public holidays. This is a very popular service. The rides cost Rs 100 per passenger.

WBTC officials hope that the water taxis too would be popular.

 

এবার গঙ্গাতে ওয়াটার ট্যাক্সি নামাচ্ছে রাজ্য

এবার জলক্রীড়ার মজা মিলবে শহরেই। চাইলে বড়দিনের ছুটিতে শহরে ঘুরতে এসে গঙ্গাবক্ষে ওয়াটার ট্যাক্সিতে প্রমোদ ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারবেন যে কেউ। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম সূত্রের খবর, আপাতত দু’টি ওয়াটার ট্যাক্সি তৈরি করা হচ্ছে।

বর্তমানে প্রমোদ ভ্রমণের জন্য শনি, রবি এবং অন্যান্য ছুটির দিনে বাহারি নৌকা ময়ূরপঙ্খী চালায় পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। এক ঘণ্টা করে যাত্রীদের গঙ্গায় ঘোরানো হয়। থাকে গান-বাজনার আয়োজনও। তার জন্য খরচ পড়ে জনপ্রতি ১০০ টাকা। নিগমের এই আয়োজন যাত্রী মহলে বেশ জনপ্রিয় হয়েছে। গঙ্গায় ওয়াটার ট্যাক্সি নামানোর পরিকল্পনাও পর্যটকদের মধ্যে জনপ্রিয় হবে বলে আশা নিগম কর্তাদের।

ওয়াটার ট্যাক্সিতে আটটি করে সিট থাকবে। কেউ চাইলে নিজেদের পরিবার বা বন্ধু-বান্ধবদের জন্য গোটা জলযানটিই ভাড়া নিতে পারবেন। আলাদা করে সিটের ভাড়া দেওয়ারও ব্যবস্থা থাকবে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, মিলেনিয়াম পার্কের জেটি থেকে এই জলযানগুলি চালানো হবে।

সাধারণ জলযানের তুলনায় ওয়াটার ট্যাক্সি অনেকটাই বেশি গতিতে যেতে পারে। এই জলযান গঙ্গা ভ্রমণে নয়া উৎসাহ তৈরি করবে বলে মত তাদের।

Source: Bartaman

Bengal Govt giving new homes for one-horned rhinos

The Bengal Government is setting up two new homes for the one-horned rhinoceros – Rasmati Jheel in the Patlakhawa forest area in Cooch Behar district and the Ramsai jungle near Gorumara National Park in Jalpaiguri district. With the number of rhinos rising steadily in the jungles of Gorumara and Jaldapara, this is a welcome step.

The river Torsa flows through the Patlakhawa forest. The earmarked area is a grassland, and hence an ideal habitat for the rhinoceros. The rhinos will be released in the ratio of two females for every male.

The district of Cooch Behar has many components of tourism; only wildlife tourism was missing. With the new home for rhinos this too will be fulfilled. There are plans to also develop an elephant safari in the district.

Source: Millennium Post

একশৃঙ্গ গণ্ডারদের জন্য দুটি নতুন ঠিকানা বাংলায়

জলদাপাড়া ও গরুমারা জঙ্গলে বেড়ে চলেছে একশৃঙ্গ গণ্ডারদের সংখ্যা। এবার তাদের জন্য নতুন দুটি বাসস্থানের ব্যবস্থা করছে রাজ্য সরকার। প্রথমটি হল কোচবিহার জেলার পাতলাখাওয়া জঙ্গলে রাসমতি ঝিলে; অন্যটি জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় অভয়ারণ্যের রামসাইয়ের জঙ্গলে।

পাতলাখাওয়া জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গেছে তোর্সা নদী। এই অঞ্চলটি গণ্ডারদের পক্ষে খুব আদর্শ বাসস্থান হতে চলেছে। এখানে ২টি মহিলা পিছু ১টি পুরুষ – এই অনুপাতে গন্ডার ছাড়া হবে।

কোচবিহারে পর্যটনের অনেক সুযোগ, শুধু বন্যপ্রাণ কেন্দ্রিক পর্যটনের কোনও সুযোগ ছিল না। সরকারের এই উদ্যোগের ফলে তাও পূরণ হয়ে যাবে। পরিকল্পনা আছে এই জেলায় একটি হাতির সাফারিও শুরু করার।

Bengal is the ultimate investment destination: Mamata Banerjee in Scotland

Bengal Chief Minister Mamata Banerjee today attended a Business Meet organised by Scottish Development International with the support of Asia Scotland Institute and Edinburgh Chamber of Commerce, at Edinburgh.

Top business houses of Scotland were present. The CM held a fine round of interaction with business leaders from Bengal on prospects of investment and doing business in the state.

Potential areas of collaboration included engineering, services, healthcare, education, tourism and hospitality, power and energy, life sciences and research, food processing, IT and ITeS.

 

Highlights of her speech:

  • Bengal and Scotland have a long history of cultural ties. Just like our past ties, I invite you to come to Bengal in future and invest in the State. We are trying to create an even more investment- friendly atmosphere.
  • I extend a warm welcome to you all to attend the Bengal Global Business Summit on 16-17 January, 2018. More than 30 countries are participating. Japan is our partner country.
  • There is a lot of scope for collaboration in various sectors – health, education, tourism, power and energy, life science and research, IT & ITES.
  • Bengal is the ultimate business destination. We have the economic potential, political stability. Bengal is the gateway to the North-Eastern States. You can also expand to Bangladesh, Nepal, Bhutan, Myanmar, Thailand, and Malaysia.
  • Our captains of industries have spoken already about their experience of doing business in Bengal. I need not blow the trumpet of my own government.
  • We have a legacy of 34 years of misrule by the Left. We ushered in political, economic, administrative and social reforms. Bengal’s Kanyashree – a scheme for the empowerment of the girl child – has won the United Nations Public Service Award.
  • England recently won the U-17 World Cup Football. Kolkata was the proud host of the quarter final, semi final and final matches. I was lucky to hand over the prizes to the winners.
  • GDP growth of Bengal is higher than the national growth rate in India. Our growth in industry, agro and services sector is also higher than the national average.
  • Edinburgh is an educational hub. We want you to collaborate with our universities. The talent in Bengal is unmatched.
  • Bengal has the land bank and land map. We have MSME policy, Textile policy, Tourism Policy. Bengal is No. 1 in skill development. We are the cultural capital of India.

 

বাংলাই এখন শিল্পের গন্তব্য: স্কটল্যান্ডে মুখ্যমন্ত্রী

আজ এডিনবরাতে শিল্প বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি বাংলায় লগ্নির আহ্বান জানান। তুলে ধরেন রাজ্যের শিল্প সম্ভাবনার নানা দিক।

কি বললেন তিনি এই বৈঠকে? দেখে নিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

  • স্কটল্যান্ড ও বাংলার সম্পর্ক বহু পুরোনো। ভারতে যখন ব্রিটিশ রাজ ছিল তখন কলকাতা ছিল তাদের রাজধানী। আপনাদের আহ্বান জানাই, ভবিষ্যতেও বাংলায় আসুন, শিল্প গড়ুন।
  • বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন ২০১৮ তে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। ১৬-১৭ জানুয়ারী হবে এই সম্মেলন। ৩০টিরও বেশি দেশ আসবে এই সম্মেলনে। জাপান আমাদের পার্টনার দেশ।
  • বাংলায় লগ্নির সম্ভাবনা বিপুল। স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, পর্যটন, জীব বিদ্যা ও গবেষণা, তথ্যপ্রযুক্তি সহ নানা ক্ষেত্রে লগ্নি করতে পারেন আপনারা।
  • বাংলাই এখন শিল্পের গন্তব্য। আমাদের অর্থনৈতিক সম্ভাবনা বিপুল। রাজ্যে রাজনৈতিক স্থিতিশীলতাও রয়েছে। উত্তর-পূর্ব ভারত সহ বাংলাদেশ, নেপাল, ভূটান, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়ার গেটওয়ে বাংলা।
  • আমি নিজেই নিজের সরকারের প্রশংসা করবো না। আমাদের ‘ক্যাপ্টেনস অফ ইন্ডাস্ট্রি’রা ইতিমধ্যেই বাংলায় বাণিজ্যের অভিজ্ঞতার কথা বলেছেন।
  • বাংলায় ৩৪ বছরের বাম অপশাসনের পর রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, সামাজিক সংস্কারের কাজ হয়েছে। মেয়েদের ক্ষমতায়নের জন্য বাংলার কন্যাশ্রী প্রকল্প পেয়েছে রাষ্ট্রসংঘের পাবলিক সার্ভিস পুরস্কার।
  • সদ্যসমাপ্ত অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবল জিতেছে ইংল্যান্ড। এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল খেলা কলকাতায় হয়েছে। আমি নিজে বিজয়ীদের পুরস্কার তুলে দিতে পেরেছি বলে গর্ব বোধ করছি।
  •  বাংলার জিডিপি গ্রোথ ভারতের জাতীয় হারের থেকে বেশি। শিল্প, কৃষি, পরিষেবা – সব ক্ষেত্রেই বাংলার বৃদ্ধির হার জাতীয় হারের চেয়ে বেশি।
  • এডিনবরা একটি জনপ্রিয় শিক্ষার হাব। আমরা চাই আপনারা বাংলার বিশ্ববিদ্যালয়গুলির সাথে কোলাবোরেট করুন। বাংলার মেধা বিশ্ব বিখ্যাত।
  • বাংলার ল্যান্ড ম্যাপ ও ল্যান্ড ব্যাঙ্ক আছে।  আমাদের ক্ষুদ্র ও মাঝারি শিল্প নীতি আছে, বস্ত্রশিল্প নীতি আছে, পর্যটন নীতি আছে। দক্ষতা বিকাশে বাংলা এক নম্বরে। বাংলাই ভারতের সাংস্কৃতিক রাজধানী।