WB CM inaugurates ‘Minority Bhavan’ in Kolkata

Like every year the Kolkata Municipal Corporation organised ‘Dawat-E-Iftar’ at Park Circus Maidan, which was attended by West Bengal Chief Minister Ms Mamata Banerjee.

It is the pledge of the Ma Mati Manush government led by Mamata Banerjee to work for the development of minority community. An example of this is the four-fold increase in the budget of the minority development department.

Continuing the surge of development, WB CM today inaugurated a Minority Bhavan in Kolkata. It will provide pension, government grants, health insurance and other benefits to citizens of the minority community, like its counterparts in districts.

 

কলকাতায় ‘মাইনরিটি ভবন’ এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

প্রতি বছরের মত এবছরও পার্ক সার্কাস ময়দানে ইফতেহার পার্টির আয়োজন করেছে কলকাতা পুরসভা। মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।

সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের জন্য কাজ করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মা মাটি মানুষ সরকারের অঙ্গীকার। সংখ্যালঘু সম্প্রদায়ের বাজেট চার গুন বৃদ্ধি এর একটি উদাহরণ।

আজ কলকাতায় ‘মাইনরিটি ভবন’ এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩২৭৮ স্কোয়্যার ফুট-এর এই অত্যাধুনিক কার্যালয়টি ১১/৩ ডাঃ বীরেশ গুহ স্ট্রীট, কলকাতা-১৭ তে অবস্থিত।

পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার মতই কলকাতার সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পেনশন, সরকারী ভাতা, স্বাস্থ্যবিমা ছাড়া আরও অন্যান্য জরুরি পরিষেবা প্রদান করবে এই কার্যালয়টি। জীবনযাত্রার মান উন্নয়নের উদ্দেশ্যে সংখ্যালঘু সম্প্রদায়কে দ্রুত পরিষেবা দেওয়ার একটি ছোট প্রয়াস কলকাতা পুরসভার।

WB CM holds administrative review meeting in Howrah

West Bengal Chief Minister Ms Mamata Banerjee conduct an administrative review meeting at Sarat Sadan in Howrah district today.

Earlier this month she had held the first administrative review meeting of her second term at Jhargram. Prior to that, a state-level meeting was also held at Town Hall in Kolkata.

During her first term, the Chief Minister conducted 105 such meetings across the State where she took stock of the progress of various projects.

She is scheduled to hold a similar meeting in Alipurduar district later this month.

After the Howrah administrative meeting, Mamata Banerjee addressed a press conference, during which held forth on the developmental work being carried out all across the district.

She said that work towards prevention of flood is under progress in Udaynarayanpur. The traffic system is being made more efficient in the city of Howrah. A multi super-speciality hospital is coming up in Uluberia.

The Chief Minister promised that universal electrification will soon be a reality in Howrah district. She also vouched for the generation of a lot of employment opportunities at Belur Shilpa Tirtha. She further said that an amount of Rs 2 lakh will be made available from MPLAD fund for the development of Howrah.

 

আজ হাওড়ায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

আজ হাওড়ায় দ্বিতীয় দফার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে হাওড়ার শরৎ সদনে এই বৈঠক হবে।

এর আগে চলতি মাসেই পশ্চিম মেদিনীপুর জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে জঙ্গলমহলের ঝাড়গ্রামে নতুন সরকারের জেলা স্তরের প্রথম প্রশাসনিক বৈঠক করেন। তার আগে কলকাতার টাউন হলে একটি রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠকও করেন তিনি।

প্রথম দফায়, সমগ্র রাজ্য জুড়ে প্রায় ১০৫টি প্রশাসনিক বৈঠক করেছেন এবং সেখানে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন।

দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে চলতি মাসের শেষে আলিপুরদুয়ার জেলা সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর।

প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, হাওড়ার ট্রাফিক ব্যবস্থা আরও ভালো করার কাজ চলছে। উদয়নারায়নপুরের বন্যা প্রতিরোধ করার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। উলুবেড়িয়ায় একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, বেলুড়ে শিল্প তীর্থ তৈরি হচ্ছে সেখানে অনেক কর্ম সংস্থান হবে। হাওড়ার উন্নয়নমূলক কাজের জন্য সাংসদ তহবিল থেকে ২ লাখ টাকা দেওয়া হয়েছে। শীঘ্রই হাওড়া জেলায় ১০০ শতাংশ বিদ্যুতায়ন সম্পন্ন হয়ে যাবে।

Bengal MSME revives football production industry

In order to revive the industry of making footballs, the West Bengal Chief Minister Mamata Banerjee had taken up an initiative under the MSME Department. Headed by ex-footballers Manas Bhattacharya, Bidesh Bose and Prasanta Banerjee, the initiative has taken shape with footballs being manufactured again from a unit in Tarakeshwar.

The footballs are being made by a Government agency called Refugee handicrafts. The finished products have also passed necessary quality tests.

It is also being given a thought that these footballs be used for distribution to clubs and training camps.

With the ex-footballers handling the project, the revival of one more lost art is now evident, also providing livelihood to quite a number of people.

বাংলার  ফুটবল উত্পাদন শিল্পকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগ রাজ্য সরকারের

বাংলার মাঠজুড়ে যেখানে ফুটবলের সাম্রাজ্য, সেখানে বাইরের রাজ্য থেকে আর ফুটবল কিনতে হবে না এখানকার খেলোয়াড়দের। তারকেশ্বরের কারখানায় শুরু হয়েছে ফুটবল তৈরি। বাংলার ছেলেদের বাংলায় তৈরি সেই ফুটবলে উৎসাহ দিতে এবার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন মানস ভট্টাচার্য, বিদেশ বসু, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের মতো কিংবদন্তি ফুটবলাররা।

রাজ্য ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের আওতায় একটি সংস্থা রয়েছে, যার নাম রিফিউজি হ্যান্ডিক্র্যাফ্টস। এখন কুটির শিল্পের উন্নয়নই সংস্থাটির লক্ষ্য।

মানসবাবু বলেন,  “প্রাথমিক পর্যায়ে ২০টি ফুটবল তৈরি করে তার গুণগত মান বিচারের জন্য পাঠানো হয়েছিল পাঞ্জাবের জলন্ধরে। সেখানে ১৯টি বলকে যথাযথ বলে জানানো হয়েছে। অর্থাৎ, আমরা যে কাজটি করতে চেয়েছিলাম, তাতে প্রাথমিকভাবে সফল। মোট ৬০জনকে ট্রেনিং দিয়ে কাজ শুরু করেছিলাম, আগামী তিন মাসে আরও ৪১জনকে ফুটবল তৈরির ট্রেনিং দেওয়ার কাজ শেষ হবে”।

এই মুহূর্তে রাজ্যে ফুটবলের চাহিদা আছে প্রায় ৪০ হাজার। সার্বিকভাবে যাতে ফুটবল গড়ার প্রকল্পটি সফল করা যায়, তারজন্য সব দিক থেকে সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Bengal Govt is committed to give quality healthcare to people: Dr Shashi Panja

West Bengal Government will remain committed to the poor masses and will continue to provide quality healthcare to the most needy, said Dr Shashi Panja, Minister of State for of Health & Family Welfare, at a CII Health Meet, on Saturday.

The Minister reiterated the State’s policy of encouraging private capital in the sector to reach top-class healthcare services to the grassroots. “The State Government will be happy to welcome enterprising entrepreneurs to our State to partner us in the growth and development process of. I assure you of our complete cooperation and support,” she said.

“Affordable, accessible, sustainable, high quality essential healthcare – that’s the Government’s vision. The focus is on the poor, mother child and the elderly, and those living in under-served areas,” Dr Panja added.

 

সবার জন্য স্বাস্থ্য, অঙ্গীকার রাজ্য সরকারের: শশী পাঁজা

পশ্চিমবঙ্গ সরকার দরিদ্র জনসাধারণকে স্বাস্থ্যপরিষেবা প্রদান করবে, শনিবার CII-এর একটি বৈঠকে একথা জানালেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডঃ শশী পাঁজা।

রাজ্যের নীতি হল প্রাইভেট হসপিটালগুলির পুঁজিকে কাজে লাগিয়ে grassroot স্তরের লোকজনের কাছে স্বাস্থ্যপরিষেবা পৌঁছে দেওয়ার।

তিনি বলেন, “বৃদ্ধি এবং উন্নয়ন প্রক্রিয়ায় অংশীদার হওয়ার জন্য সকল উদ্যোগী উদ্যোক্তাদের স্বাগত জানায় রাজ্য সরকার।আমি আপনাদের সবরকম সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিচ্ছি”।

ডঃ শশী পাঁজা বলেন, “সাশ্রয়ী মূল্যের, প্রবেশযোগ্য, পর্যাপ্ত ও উচ্চ মানের স্বাস্থ্য পরিষেবা প্রদানই – সরকারের মূল লক্ষ্য। দরিদ্র, মা ও শিশু, বৃদ্ধ, এবং যারা প্রত্যন্ত এলাকার বাসিন্দা তাদের ওপর নজর দেওয়া হবে”।

Bengal Govt to launch tree plantation drive on the banks of the river Ganga

The West Bengal Government will launch a tree plantation drive on the banks of the river Ganges in Bengal.

A coordination meeting was held on Saturday for all the Government departments concerned to work out the overall plan; the drive will be based on the operating guidelines to be provided by the Centre.

The West Bengal Government, under Chief Minister Mamata Banerjee’s leadership, was working on plans to launch a sapling plantation drive across the state during the monsoon.

The project of planting saplings on the bank of Ganges has been cleared by National Mission for Clean Ganga (NMCG).

A project, pegged at Rs 15 crore, to build ghats and a crematorium along the Ganga at Garulia in North 24-Parganas, was also sanctioned. It will be launched by the state forest department.

 

গঙ্গার ঘাটে গাছ লাগানোর উদ্যোগ রাজ্য সরকারের

সম্প্রতি গঙ্গার ধারে বৃক্ষরোপণের কাজ শুরু করবে পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা শহরের সৌন্দর্যায়নের এটি একটি নতুন পদক্ষেপ।

শনিবার একটি কো-অর্ডিনেশন বৈঠক হয়। এই বৈঠকে সব সরকারী বিভাগগুলির সংশ্লিষ্ট কাজের সামগ্রিক পরিকল্পনা করা হয়। কেন্দ্রের দেওয়া অপারেটিং নির্দেশাবলী উপর ভিত্তি করেই এই প্রজেক্ট করা হবে।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার বর্ষার সময় সারা রাজ্য জুড়ে বৃক্ষরোপণের এই পরিকল্পনা গ্রহণ করেছে।

গঙ্গার ধারে চারা গাছ রোপণ প্রকল্পের কাজ ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা দ্বারা অনুমোদিত।

উত্তর ২৪ পরগণা জেলার গারুলিয়াতে ঘাট এবং শশ্মান তৈরি করা হবে, এর জন্য১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটি রাজ্যের বন বিভাগ চালু করবে।

A new minor port to come up at Shankarpur-Tajpur

Scrapping the Left Front government’s proposal of setting up a minor port at Rosulpur in East Midnapore due to lack of transparency, the Trinamool Congress government has plan to put up a similar one at Shankarpur-Tajpur. The project will be cost friendly as no land acquisition is required.

The Trinamool Congress government had engaged a firm to carry a survey and to prepare a feasibility report. Dr Amit Mitra, the state finance minister, on Friday said that as per the feasibility report, the port is proposed to come up in between the 3 km long sea shore off Tajpur and Shankarpur.

Cost-friendly

As per the new plan, there is a requirement of dredging work of only 18.8 km compared to that of 93 km in the previous plan. The silt that would be dredged out will be used again to form a reclaim land of a dimension of 2 km in length and 2.5 km in breadth on which the major portion of the port will come up.

Thus, there is no need of any land acquisition. The excess silt will be dumped in a low vested land, which again will improve the quality of the plot. Now the project cost has come down to Rs 4,231 crores compared to that of Rs 8,000 crores only for the first phase of the previous plan.

Vessels with a parcel size of 60,000 tonnes will able to avail the port with 12 metre draft. It may be mentioned that at present, vessels only with a capacity of 10,000 to 20,000 tonnes can avail the Haldia Port. Moreover, there will be general cargo storage besides two coal berths and separate yards for iron ore, lime stone and containers.

No harm to tourism

Dr Mitra said the new plan will also not cause any harm to the tourism sector in the region as there is a guard wall in the coast between Shankarpur and Tajpur. The new plan is not only cost friendly, but also at the same time safety and security of the port will also be maintained.

 

The image is representative

Centre of excellence to be developed at Mati Tirtha

The state government has decided to develop a centre of excellence at Mati Tirtha in Burdwan. It may be mentioned that an Agriculture College has been set up near Mati Tirtha recently which would turn to a university in future.

Agro scientist from across the globe will be visiting the centre of excellence to take lessons. Initiatives have also been taken for better research work and facilities will be provided to students to work along with farmers in Mati Tirtha as well.

Steps will also be taken to organise regular activities in the centre of excellence in Mati Tirtha which has come up on a plot of 15 acre.

Projects starting from rain harvesting, horticulture, fishery and animal husbandry would be the topic of discussion in the centre of excellence and there will be workshops on the same on regular basis. Steps would be taken to organise training camps for farmers and an administrative building will also come up to monitor the projects in Mati Tirtha.

Mati Tirtha is a dream project of Chief Minister Mamata Banerjee and she had taken the initiative to set it up to help farmers know new methods and technologies of farming.

 

মাটি তীর্থে তৈরী হবে ‘সেন্টার অফ এক্সেলেন্স’

বর্ধমানের মাটি তীর্থে ‘সেন্টার অফ এক্সেলেন্স’ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। উল্লেখ করা যেতে পারে যে সম্প্রতি একটি কৃষি কলেজ মাটি তীর্থের কাছাকাছি তৈরি করা হয়েছে যা ভবিষ্যতে একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে।

সারা বিশ্ব থেকে কৃষি বিজ্ঞানীরা এই কেন্দ্র পরিদর্শনে এবং প্রয়োজনীয় পাঠ নিতে এখানে আসবেন।গবেষণার জন্যও অনেক উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং মাটি তীর্থে কৃষকদের সঙ্গে শিক্ষার্থীরা যাতে একসাথে কাজ করতে পারেন সেজন্য সমস্ত সুবিধাও প্রদান করা হবে।

মাটি তীর্থের ‘সেন্টার অফ এক্সেলেন্স’ এ নিয়মিত কার্যক্রম সংগঠিত করার জন্য একটি ১৫ একরের জমি চিনহিত করা হয়েছে। ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এর আলোচনার বিষয় হবে ফসল ফলানো, উদ্যানপালন, মৎস্য ও পশুপালন ইত্যাদি এবং সেখানে নিয়মিত কর্মশালাও অনুষ্ঠিত হবে।

কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার জন্য ক্যাম্প তৈরির পদক্ষেপ নেওয়া হবে। মাটি তীর্থ পর্যবেক্ষণের জন্য একটি প্রশাসনিক ভবনও তৈরি হবে।

‘মাটি তীর্থ’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। তিনি এটি তৈরির উদ্যোগ নিয়েছিলেন যাতে চাষের নতুন পদ্ধতি এবং প্রযুক্তিতে তা কৃষকদের সহায়তা করে।

Bengal to review supply of agricultural produce every fortnight

In a bid to contain rising prices, the West Bengal Government on Thursday decided to review the supply of agricultural produce in the market every 15 days and fix their rates if necessary, an official statement said.

A high-level meeting attended by Chief Minister Mamata Banerjee and heads of various related departments also decided to sell potatoes in areas where the required government infrastrcuture was available so as to ensure the price of the tuber did not exceed Rs 14 a kilo.

“Our plan is to make the state self-sufficient in potato seeds. We will also increase production of green chillies, pulses and onions,” said the statement.

To prevent distress sale by farmers and ensure they gate fair price for their crops and vegetables, 30 air-conditioned vehicles are operational in the state. Similarly to protect the interest of fishermen, 25 other air-conditioned vehicles are operational.

Fifty more air-conditioned vehicles would be deployed in the next few days with regard to the food processing sector, said the statement, adding the state government would also take up food processing projects on public-private-partnership model by using improved technology.

 

মূল্যবৃদ্ধি রোধে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

মূল্যবৃদ্ধি রুখতে এবার কড়া পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টাস্ক ফোর্সের বৈঠক হয়। এই বৈঠকে প্রতি ১৫ দিন অন্তর কৃষিজাত পণ্যদ্রব্যের মূল্যায়নের পাশাপাশি প্রয়োজনে মূল্য নির্ধারণ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি খোলা বাজারে দাম নিয়ন্ত্রণ করতে ১৪ টাকা কেজি দরে আলু বিক্রির সিদ্ধান্ত নিল রাজ্য।

বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্যের পরিকল্পনা যথেষ্ট পরিমানে আলু বীজ উৎপন্ন করা এছাড়া লঙ্কা, ডাল, পেঁয়াজ ইত্যাদির উৎপাদন বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে।

কলকাতার পুরবাজার ও ৩০টি সুফল বাংলা স্টল থেকে আলু বিক্রি করা হবে। একইরকমভাবে বিভিন্ন জেলার কৃষি বিপণন দপ্তরের স্টল থেকেও ন্যায্য দামে আলু পাওয়া যাবে।

বেশি উৎপাদন হলে যাতে কৃষকরা অভাবী বিক্রি করতে বাধ্য না হন তার জন্য আরও ৫০টি শীততাপ নিয়ন্ত্রিত যান, মাছের জন্য ২৫টি যান কেনা হবে।

বিবৃতি অনুযায়ী খাদ্য প্রক্রিয়াকরণের জন্য আরও ৫০টি শীততাপ নিয়ন্ত্রিত যান আগামী কয়েকদিনের মধ্যেই কেনা হবে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে সরকারি-বেসরকারি-অংশীদারিত্ব মডেলে খাদ্য প্রক্রিয়াকরণ প্রকল্প গ্রহণ করা হবে।

Panchayat and Rural Development dept launches mobile app for farmers

The State Panchayat and Rural Development Department on Wednesday introduced a mobile phone app to enable people to lodge complaints related to the functioning of the department. Steps to solve the problem will be taken up within the next 72 hours.

This is the first time in the country when a panchayat department has taken up such a step to expedite the task of the department following direction of the Chief Minister Mamata Banerjee.

Besides using the app, once can also send letters or make a call in the department’s toll free number to lodge a complaint. The state panchayat minister Subrata Mukherjee on Wednesday inaugurated the online based system – Protikar – by which the problems can be solved within a stipulated time.

He demonstrated the system during the inauguration programme and showed how it has been made easier for a common person to approach the department for any sort of support.

It would help a person to file a complaint even from the remotest part of the state and one would no more need to run to the city to get their work done. Thus, there will be no question of harassments.

 

কৃষকদের জন্য নতুন অ্যাপ পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগের

রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগ বুধবার পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে কৃষকদের অভিযোগ জানানোর জন্য একটি নতুন মোবাইল ফোন অ্যাপ্লিকেশনের সূচনা করেন। এই অ্যাপটি হল – ‘প্রতিকার’ অ্যাপ। অভিযোগ জানানোর ৭২ ঘণ্টার মধ্যে জবাব পাবেন অভিযোগকারীরা।

এই প্রথমবার কোন পঞ্চায়েত বিভাগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এর নির্দেশনা অনুসারে এই ধরনের একটি পদক্ষেপ গ্রহণ করেছে।

এই অ্যাপটি ব্যবহার করার পাশাপাশি সাধারণ মানুষ চিঠি মারফত তাদের অভিযোগ জানাতে পারেন। এছাড়া পঞ্চায়েতের ওয়েবসাইট মারফত অথবা টোল ফ্রি নম্বরে ফোন করেও মানুষ তাদের অভিযোগ জানাতে পারেন। টোল ফ্রি নম্বরটি হল ১৮০০২০০০ – ৮৬৪। এই নম্বরে ফোন করে আমজনতা নির্দিষ্ট করে সব ধরনের অভিযোগ বাংলা বা ইংরেজি দুই ভাষাতেই জানাতে পারবেন। আগামী আগস্ট থেকে এই পরিষেবা পুরোদমে চালু হয়ে যাবে।

এমনকি রাজ্যের প্রত্যন্ত অংশ থেকে মানুষজন এর মাধ্যমে তাদের অভিযোগ দায়ের করতে পারবেন এবং সব কাজ করানোর জন্য কোন একজনের ওপর নিরভর করে থাকতে হবে না। এর ফলে হয়রানি কোন প্রশ্নই থাকবেনা।

 

Bengal to provide solid waste compactors to all urban local bodies

For effective management of solid waste, the West Bengal government has decided to provide stationary and mobile solid waste compactor machines to all the 125 urban local bodies (ULBs) in the State.

A total of 22 stationary compactors with hook-loader and 186 mobile compactors have been procured by the municipal affairs department and provided to the ULBs out of State funds.

The department has already commissioned 150 mobile compactors, of which 100 are now functional.

Rest of the mobile compactors will be functional by end of July 2016.

Compactors aid effective and scientific management of solid wastes, particularly for reduction of transport cost and easy movement of solid waste.

It also allows the ULBs to use the dumping ground for a longer period of time by way of reduction of volume of waste and provide hygienic environment to the citizens. In West Midnapore district, all eight urban local bodies have already been provided with mobile compactors.

22 stationary, 186 mobile compactors have already been procured by the Municipal Affairs dept.

 

জঞ্জাল পরিস্কারের জন্য রাজ্যের সমস্ত শহরে এবার বসবে কম্প্যাক্টর

জঞ্জাল পরিষ্কারের জন্য পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের ১২৫টি শহরে স্থানীয় সংস্থা (ULBs) থেকে স্টেশনারি এবং মোবাইল কম্প্যাক্টর মেশিন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।

মোট ২২টি স্টেশনারি কম্প্যাক্টর (হুক লোডার সহ) এবং ১৮৬টি মোবাইল কম্প্যাক্টর পৌর বিষয়ক বিভাগ সংগ্রহ করেছে।

বিভাগে ইতিমধ্যে ১৫০টি মোবাইল কম্প্যাক্টরের অনুমোদন দিয়েছে, যার মধ্যে ১০০টি কাজ করছে। বাকি মোবাইল কম্প্যাক্টরগুলি ২০১৬-র জুলাইয়ের শেষ থেকেই কাজ করা শুরু করবে।

বিজ্ঞানসম্মতভাবে শহরকে জঞ্জালমুক্ত রাখতে সহায়তা করবে কম্প্যাক্টরগুলি। এর ফলে পরিবহন খরচও অনেক কমে যাবে।

এর মাধ্যমে একটি নির্দিষ্ট জায়গায় বর্জ্য পদার্থগুলিকে জমা করা হবে বেশ কিছু সময়ের জন্য এবং এর মাধ্যমে নাগরিকদের স্বাস্থ্যকর পরিবেশ প্রদান করা সম্ভব হবে।

পশ্চিম মেদিনীপুরের আটটি শহরে ইতিমধ্যে মোবাইল কম্প্যাক্টর চালু হয়ে গেছে।