Singur produces a golden harvest after a decade

Bengal Chief Minister Mamata Banerjee has always maintained that there is no competition between agriculture and industry. They complement each other.  Bengal is a perfect example where agriculture and industry exist side by side.

The farmers of Singur got back their land after 10 years with the help of the Trinamool Government. The soil has been made cultivable through modernized technologies and proper irrigation system. The farmers have received around Rs 10,000 as grants from the Government. The Government has also supported the farmers in order to receive agricultural loans.

Today, Singur is smiling. After the historic verdict of the Supreme Court, the farmers of Singur have been given back their land pattas, which were once taken away forcibly from them by the erstwhile Left Front Government. They have once again produced rich harvest on the same land.

Those who grew up on the soils of Singur, are once again free. With the support of DIdi, they have got back their own land, the soil that was harvested by their fathers and forefathers. They know the language of that soil, its texture,, its smell and its feel. And that have made them to produce a golden harvest, even after a decade.

 

সিঙ্গুর ফিরে এল শস্যের ভাণ্ডারে

রাজ্যের কৃষি এবং শিল্পায়নে অগ্রগতি নিয়ে বরাবর এক স্বচ্ছ ভাবমূর্তি দেশের কাছে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যয়াপাধ্যায়।

‘কৃষি-শিল্প ‘ কারও সংগে কারও প্রতিযোগিতা নেই। ওরা একে অপরের পরিপূরক। নতুন বাংলায় তাই কৃষি ও শিল্পের সহাবস্থান যথেষ্টই তুলনাস্বরুপ।

১০ বছর পর রাজ্য সরকারের উদ্যোগে সিঙ্গুরের কৃষকেরা তাদের নিজ নিজ জমি ফেরত পেয়েছেন। এবং যথেষ্ট আধুনিক উপায়ে জমিকে চাষযোগ্য করে তোলার লক্ষ্যে সেচের জন্য তারা চেক বাধ এবং ছোট নলকূপ ও বসিয়েছেন। এবং রাজ্য সরকারের কাছ থেকে কৃষকগোষ্ঠী অনুদান মাফিক ১০ হাজার করে টাকাও পেয়েছেন। কৃষকরা যাতে ঋন পায় তারও ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

আজ সিঙ্গুুর হাসছে। সুপ্রিম কোর্টের রায়ে সিঙ্গুরে বুদ্ধবাবুর পুলিশ দিয়ে গায়ের জোরে কেড়ে নেওয়া জমি ফের পাট্টা ও দলিল সমেত ফেরত পেয়ে সেই জমিতে আবার সোনার ফসল ফলিয়েছেন সিঙুরের কৃষক।

মাটির স্পর্শে বেঁচে থাকা মানুষগুলি আজ স্বাধীন। মমতাময়ী দিদির প্রচেষ্টায় ফিরে পেয়েছেন বংশ পরম্পরায় মাটির সংগে তাদের সম্পর্ক।ওরা মাটির ভাষা বোঝে, মাটির গন্ধ খোঁজে, তাই তাঁরা এই স্বাধীন চেতা মন নিয়ে তাদের ফিরে পাওয়া জমিতে নতুন করে সোনার ফসল ফলিয়েছেন।

Development of farmers has been our focus since 2011: Mamata Banerjee on Krishak Dibas

On the 10th anniversary of the Nandigram Dibas, the Trinamool Congress Government led by Chief Minister Mamata Banerjee felicitated 77 farmers from all the districts of the State with ‘Krishak Ratna’ awards at Nazrul Mancha, Kolkata.

The Maa, Mati, Manush Government led by Mamata Banerjee observes 14 March – the day when police had opened fire on protesting farmers in Nandigram – as Krishak Dibas.

Speaking on the occasion, the CM said: Farmers are our pride. We are honouring farmers in every block today. The nation cannot run without farmers. The country stands on rural economy.”

She added that the government had set up Mati Tirtha and started the Mati Utsav, which was later picked up by the United Nations. She said that her government had fulfilled the promise by returning land in Singur to farmers.

 

Here are some achievements in agriculture and allied sectors:

  • Bengal has been receiving Krishi Karman award every years since 2011
  • Paddy production has increased in the State in the last 5 years to 1.78 lakh metric tonnes
  • 70 lakh Kisan Credit Cards have been distributed in the last five years
  • 166 Kisan Bazaars have been set up, 20 more are in the process
  • Bengal Govt is developing SPOs with farmers to enable them to be self-sufficient
  • MSP of paddy was Rs 1036 when we came to power. We have increased it to Rs 1436
  • The State Govt is conducting soil tests. 20 lakh farmers have received soil health cards
  • Government pays the premium for crop insurance
  • Bengal Govt has launched ‘Matir Kotha’ to answer queries of farmers regarding agriculture
  • Bengal Govt has overshot our target of creating ponds under ‘Jal Dharo Jal Bharo scheme’
  • Bengal Govt is focussing on pisciculture to increase production in the State
  • Bengal Govt has started onion cultivation in Bankura. Areas of chilli cultivation has also expanded
  • Bengal Govt will procure 28,000 metric tonnes of potato for mid-day meal scheme and Anganwadis
  • Bengal Govt will give subsidies for export of potatoes
  • Bengal Govt have started Swami Vivekananda Scholarship for meritorious students

 

২০১১ সাল থেকে কৃষকদের উন্নয়নই আমাদের লক্ষ্যঃ মুখ্যমন্ত্রী

আজ নন্দীগ্রামে নিরীহ কৃষকদের ওপর গুলিচালনার দশম বর্ষপূর্তি উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা, মাটি, মানুষ সরকার ‘কৃষক দিবস’ হিসেবে উদযাপিত করে। আজ নজরুল মঞ্চে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কৃষক রত্ন পুরস্কার বিতরণ করেন।

জমি রক্ষার লড়াইয়ে এবং অমর শহীদ স্মরণে ‘কৃষক দিবস’ পালন করা হচ্ছে রাজ্যস্তরে। কৃষি, উদ্যান পালন, প্রাণী পালন এবং মৎস্য চাষ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া হল এই ‘কৃষক রত্ন’ পুরস্কার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন মন্ত্রী এবং বিশিষ্ট অতিথিরা।

 

তাঁর বক্তব্যের কিছু অংশঃ 

  • যারা আজ সম্মানিত হলেন তাদের ও তাদের পরিবারকে আমার অনেক শুভেচ্ছা
  • আজ এই ৭৭ জন কৃষককে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত
  • ২০০৭ সালে নন্দীগ্রামে ১৪ জন কৃষক পুলিসের গুলিতে প্রাণ হারান। ২০১৩ সাল থেকে এই দিনটি আমরা ‘কৃষক দিবস’ হিসেবে পালন করছি
  • ২০০৬ সালে সিঙ্গুর আন্দোলনের সময় আমি ২৬ দিন অনশন করেছিলাম
  • ভুলতে পারি নিজের নাম, ভুলব নাকো নন্দীগ্রাম
  • কৃষকরাই আমাদের গর্ব। আমরা আজ প্রতিটি ব্লকে ব্লকে কৃষকদের সম্মানিত করছি
  • কৃষকদের ছাড়া দেশ চলতে পারে না। দেশ গ্রামীণ অর্থনীতির ওপর নির্ভরশীল
  • আমরা মাটি তীর্থ তৈরি করেছি, মাটি উৎসব শুরু করেছি। ২০১৫ সালে রাষ্ট্রসংঘ একে স্বীকৃতি দিয়েছে
  • ২০১১ সাল থেকে প্রতি বছর কৃষি কর্মন পুরস্কার পাচ্ছে বাংলা
  • সিঙ্গুর থেকে শুরু করে নন্দীগ্রাম, নেতাই এমনকি নোট বাতিলের ফলে যারা প্রাণ হারিয়েছেন সেই সকল শহীদদের আমার প্রণাম
  • আমরা সিঙ্গুরের জমি ফিরিয়ে দিয়েছি। আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি। আমাদের কথার দাম আছে
  • ২০১১ সাল থেকে কৃষকদের উন্নয়নই আমাদের লক্ষ্য
  • গত ৫ বছরে রাজ্যের ধানের উৎপাদন বেড়ে হয়েছে ১.৭৮ লক্ষ মেট্রিক টন
  • গত ৫ বছরে ৭০ লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড বিতরণ করা হয়েছে
  • ১৬৬টি কৃষক বাজার তৈরী হয়েছে, আরও ২০টি তৈরীর কাজ চলছে
  • কৃষকদের স্বনির্ভর করে তোলার জন্য SPO চালু করা হয়েছে
  • আমরা ক্ষমতায় আসার সময় ধানের ন্যূনতম সহায়ক মূল্য ছিল ১০৩৬ টাকা। আমরা এটা বাড়িয়ে করেছি ১৪৩৬ টাকা
  • আমরা মাটি পরীক্ষা করছি। ২০ লক্ষ কৃষক soil health card পেয়েছে
  • ফসল বীমা চালু করেছে বাংলার সরকার
  • কৃষকদের কৃষি সংক্রান্ত সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা ‘মাটির কথা’ চালু করেছি
  • ‘জল ধর জল ভরো’ প্রকল্পের টার্গেট ছিল ৫০,০০০০। আমরা ১,৫০,০০০ পুকুর কেটেছি
  • রাজ্যের মৎস্য উৎপাদন বৃদ্ধির জন্য আমরা মাছ চাষের ওপর নজর দিচ্ছি
  • বাঁকুড়ায় পেঁয়াজ চাষ চালু করেছি। এখন আরও অনেক জায়গায় লঙ্কা চাষ হচ্ছে
  • জঙ্গলমহলের শুষ্ক এলাকায় আমরা চেক ড্যাম তৈরী করেছি, সেই এলাকা চাষের উপযোগী করে তোলা হয়েছে
  • বাম সরকারের ঋণের বোঝা আমরা বহন করছি, রাজস্বের পুরোটাই ঋণ মেটাতে চলে যাচ্ছে
  • মিড ডে মিল ও অঙ্গনওয়ারীর জন্য আমরা ২৮ হাজার মেট্রিক টন আলু কৃষকের কাছ থেকে কিনে নেব
  • আলু রপ্তানিতে আমরা ভর্তুকি দেব
  • মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু করেছি আমরা
  • বাংলায় স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে পাওয়া যায়। বিনামুল্যে শিশুদের হার্ট অপারেশন করা হয়
  • আমরা SNCUs, SNSUs, মাদার ও চাইল্ড হাব তৈরী করেছি
  • চিকি९সা একটি সামাজিক সেবা। চিকি९সার নামে রোগীদের লুঠ করা চলবে না
  • বিভিন্ন প্রকল্পে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। ১০০% মানুষ আধার কার্ড না পাওয়া পর্যন্ত এটা বাধ্যতামূলক করা উচিত নয়
  • কৃষক দিবসে আমাদের অঙ্গীকার বাংলাই হবে বিশ্বসেরা

Nandigram Dibas: 10th anniversary of the massacre during CPI(M) rule

Today is Nandigram Dibas. We remember the martyrs who fell to the bullets of police and cadres, under the instructions of CPI(M) on this day, ten years ago.

In January 2007, farmers in Nandigram erupted in protest against a proposed special economic zone (SEZ).

On March 14, the then Chief Minister Buddhadeb Bhattacharya sent 2,500 policemen to ‘recapture’ Nandigram, but unofficially, they were accompanied by CPI(M) cadres.

Officially, 14 farmers died in the firing, but over 100 were declared “missing”. A similar attempt in November by the cadres finally ‘recaptured’ Nandigram. Buddhadeb Bhattacharya showed no remorse as he said, “They (farmers and Trinamool activists) have been paid back in their own coin.”

In its final report, the People’s Tribunal on Nandigram had called the violence of March 14, 2007 a “pre-planned, state-sponsored massacre” carried out “to teach a lesson” to people opposing the SEZ project on their land.

The Tribunal report, handed over to Gopal Krishna Gandhi, Governor of West Bengal on August 8, also called for the re-arrest of the ten CPI(M) cadres taken into custody earlier by the CBI but let off on bail due to the deliberate laxity of the West Bengal State police in filing charges against them within the statutory period.

 

ফিরে দেখা নন্দীগ্রাম

২০০৭ সালের ১৪ ই মার্চ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ১ নম্বর ব্লকে ১৪ জন নিরাপরাধ গ্রামবাসীর প্রাণ ছিনিয়ে নিয়েছিল সশস্ত্র পুলিশ ও একদল বন্দুকবাহিনী। এছাড়াও আহত হয়েছিল হাজারের উপর নিস্পাপ গ্রামবাসী যাদের মধ্যে অনেকই মহিলা এবং শিশুও ছিল। মিডিয়া ও বাইরে থেকে যাতে কেউ ঢুকতে না পারে, তাই তারা নন্দীগ্রামের ঢোকার সব রাস্তা বন্ধ করে দিয়েছিল।

শুধুমাত্র একটি টিভি চ্যানেলই সেই মর্মান্তিক হত্যাকাণ্ডের ও মারপিটের লাইভ কভারেজ করেছিল। ঠিক দুদিন পরে অর্থাৎ ১৬ই মার্চ হাজারের উপর গ্রামবাসী সারা গ্রামে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জন্য আবার একত্রিত হয়েছিল। সেইসময় প্রিন্ট মিডিয়া ও অন্যান্য টিভি চ্যানেলগুলি গ্রামে ঢুকে গ্রামবাসীদের কাছ থেকে সেই দিনের ঘটনার বিবরণ নিচ্ছিলো। কিছু তথ্যচিত্র পরিচালক ও সেইদিনের ঘটনাগুলি রেকর্ড করছিল। পরে অনেক সমাজসেবী সংস্থা সেইদিনকার ঘটনার প্রতিবাদ করেছে ,তারা গ্রামে ঘুরে আহত গ্রামবাসীদের আর্থিক সাহায্যও দিয়েছে।

দোল উৎসবে শ্রী গৌরাঙ্গের নামকীর্তন করতে করতে একদিকে যেমন হিন্দুরা গ্রামের তিন দিকে জড়ো হচ্ছিলো, অন্য দিকে মুসলমান সম্প্রদায় মানুষরাও পবিত্র কোরান পাঠের জন্য জমায়েত হচ্ছিলো। এইভাবেই গ্রামের সমস্ত মানুষজন এক অহিংস শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই ঘটনার প্রতিবাদ করছিল।বিভিন্ন সূত্রের খবর এই হাজারো গ্রামবাসীর জমায়েত কে লক্ষ করেই হঠাৎই শুরু হয়েছিল কাঁদানে গ্যাস ও গুলির বৃষ্টি।

নন্দীগ্রামের সেই নারকীয় গুলিচালনার ঘটনার পর আজ দশটি বছর কেটে গিয়েছে। নন্দীগ্রামের অমর শহীদদের আমরা ভুলিনি, ভুলবো না।

Bengal Govt to convert totos to e-rickshaws

In the ongoing operation to replace the totos plying in the state, one thousand e-rickshaws were introduced in North 24 Parganas on Friday.

State Transport minister Suvendu Adhikari officially introduced the vehicles at an event in Barasat. So far, 4,000 totos have been replaced by e-rickshaws all over Bengal.

This is a major step by the state government towards promoting e-vehicles. There are around one lakh totos and another one lakh vanos, both of which are indigenously-built passenger ferrying vehicles, in the state. Steps have already been taken to replace the vanos by e-carts.

Chief Minister Mamata Banerjee had asked the Minister to ensure that no toto driver is rendered jobless after the totos are replaced.

 

টোটোর জায়গায় ই-রিক্সা চালু করবে রাজ্য সরকার

টোটোর জায়গায় ই-রিক্সা চালু করার যে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার, সেই লক্ষ্যে গতকাল উত্তর ২৪ পরগনার বারাসাতে ১০০০টি ই-রিক্সা চালু করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। সমগ্র বাংলায় ৪০০০ টোটোর বদলে ই-রিক্সা নামানো হয়েছে।

সারা রাজ্য জুড়ে ১ লক্ষ টোটো এবং ১ লক্ষ ভ্যানো চলাচল করে। ভ্যানোর জায়গায় ই-কার্ট চালু করার পদক্ষেপ নেওয়া হয়েছে। পথ নিরাপত্তার স্বার্থেই চালু করা হয়েছে এই ই-রিক্সা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ ছিল টোটোচালকদের স্বার্থ রক্ষা হবে এবং কেউ রোজগার হারাবেন না।

 

New factories can now be set up on lands of defunct ones

The West Bengal Land Reforms (Amendment) Bill was passed in the Assembly on Friday that will allow the use of lands of closed or partly-closed factories to set up new ones. The main aim of introducing the amendments in the Bill was “unlocking the closed factories, value addition by creating necessary infrastructure that will attract investment and improve the socio-economic condition as it will generate job opportunities.”

While introducing the Bill in the Assembly, Partha Chatterjee, the state Parliamentary Affairs minister, took a dig at the erstwhile Left Front government for their policy of taking away lands from people in the name of industrialisation. He said when that when the Left Front government was grabbing land from farmers, it was Mamata Banerjee who led the movement against such acquisition.

Partha Chatterjee clearly stated that his government’s policy is not to take away land from people for any project. “It was the Left Front government who acquired the multi-crop land,” he said. He said that it leads to a question that where new factories will be set up if no land is acquired.

“The Chief Minister had started a process to identify land that was lying unused for years. It could be either of closed factories, partly open or sick factories. “New factories could be set up in the unused land,” he said. However, tea gardens have been kept out of its ambit.

Infrastructure for poultry farm diary, warehouses, logistic hub, bio-technology park, agro industry, industrial park and financial hub could up in the land lying unused of other closed industries. Most importantly, there will be no real estate development in the unused land of the closed factories.

 

বন্ধ কারখানার জমিতে শিল্প গড়তে পাশ হল বিল

শিল্পের জন্য জমির সংস্থান করতে বন্ধ কলকারখানার জমিকেই হাতিয়ার করতে চলেছে রাজ্য সরকার। এ ব্যাপারে আইনি বাধা কাটাতে বিধানসভার চলতি অধিবেশনে একটি সংশোধনী বিল পাশ হল শুক্রবার।

মালিক ও শ্রমিকের স্বার্থ অক্ষুন্ন রেখে বন্ধ রুগ্ন কারখানার জমিতে নতুন শিল্প স্থাপনের রাস্তা খুঁজতে একটি মন্ত্ৰীগোষ্ঠী (জিওএম) গড়েন মমতা।
এই বিলে শিল্পের পরিকাঠামো গড়তে ও বন্ধ কারখানার জমি ব্যবহারের রাস্তা খোলা হচ্ছে। শিল্প ও শিল্প পরিকাঠামো সংক্রান্ত ১২টি ক্ষেত্রের জন্য বন্ধ কারখানার জমি বিনিয়োগকারীদের লিজ দেওয়ার ব্যবস্থা হচ্ছে।

এই বিলে ১২টি বিষয়কে চিহ্নিত করেছে সরকার। এগুলি হল ,মিল ,ফ্যাক্টরি অথবা ওয়ার্কশপ ,গোশালা ,পোলট্ট্রি ,ফিনান্সিয়াল হাব ,গুদাম ,ইন্ডাস্ট্রিয়াল পার্ক অথবা হাব অথবা এস্টেট , কৃষিজ শিল্প , বায়োটেক পার্ক,বিদ্যুৎকেন্দ্র অথবা ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন স্টেশন / সাব স্টেশন ,ফিল্মসিটি ,পর্যটন প্রকল্প ,ফুডপার্ক , পোর্ট ,এয়ারপোর্ট ও শিপইয়ার্ড , এবং ইঞ্জিনিয়ারিং , মেডিকেল,ম্যানেজমেন্ট কলেজ /বিশ্ববিদ্যালয়। ভূমি আইনের ১৪-জেড ধারাটি সংশোধন করে দু-বছর আগেই এই ১২টি ক্ষেত্রকে আইনের অন্তৰ্ভুক্ত করা হয়েছে।

Week 1 of the second leg of Budget Session: Trinamool plays responsible Opp

The second leg of the 2017 Budget Session of Parliament began with the Members of Parliament (MP) of the Trinamool Congress staging a protest near the statue of Mahatma Gandhi inside the Parliament complex on the issue of the killing of two Indians in America.

Inside Parliament also, the party played the role of a responsible Opposition by raising important issues, speaking on key legislations and opposing the Government where required.

LOK SABHA

March 9, 2017

Adjournement Motion
Saugata Roy spoke on the issue of the killing of two Indians in USA.

Bills
Ratna De Nag spoke on The Maternity Benefit (Amendment) Bill, 2016.
Kakoli Ghosh Dastidar spoke on The Maternity Benefit (Amendment) Bill, 2016.

Zero Hour
Pratima Mandal raised the issue of installing sanitary napkin vending machines for girls in schools.

March 10, 2017

Bills
Kalyan Banerjee spoke on The Admiralty (Jurisdiction & Settlement of Maritime Claims) Bill, 2016.

Question Hour
Ratna De Nag asked Supplementary Questions on chronic diseases.
Saugata Roy asked Supplementary Questions on the confiscation of assets of economic offenders.

Zero Hour
Pratima Mandal raised the issue of the need for the awareness on generic medicines.
Ratna De Nag raised the issue of the need for subsidies for potato growers.
Md Idris Ali raised the issue of the need for the setting up of Central schools in his constituency and on the need for the waiver of interest on loans for farmers.

RAJYA SABHA

March 10, 2017

Bills
Sukhendu Sekhar Roy spoke on The Enemy (Amendment & Validation) Bill, 2016. Trinamool walked out in protest of the manner in which the Bill was taken up in the House.

Question Hour
Vivek Gupta asked Supplementary Questions on the providing of free Wi-Fi facilities by the Railways to stations in eastern India.

 

Thus, during the first week, Trinamool Congress raised the crucial issue of the security of Indians living in USA, to underline the importance of which its MPs even staged a protest inside the Parliament complex and raised important points while supporting the Bill on maternity benefits. On March 10, it staged a walkout in protest against the inadequate discussion before the passing of The Enemy (Amendment & Validation) Bill, 2016. The party’s MPs also raised various issues of local as well as regional and national importance through during the Question Hours and Zero Hours.

Sukhendu Sekhar Roy speaks in Rajya Sabha on The Enemy (Amendment & Validation) Bill, 2016

Full Transcript

Sir, so far I understand, this Bill has been introduced by the Government following the Supreme Court judgement in a particular case that the Hon’ble Leader of the House has mentioned. We must not consider this Bill in the ambit of one case; it has wider ramifications. The 1968 Act allowed for vesting of enemy properties with the custodian after the war with China and Pakistan, as rightly pointed out by the Hon’ble Leader of the House. After the 1965 war, there were the Defence of India Act provisions, which are all right.

This Bill amends the Act to clarify that even in the following cases, these properties will continue to be vested with the custodian:

 

  1. The enemy’s death, which is all right,

 

  1. If the legal heir is an Indian, on which we have certain objections, because legally as an Indian citizen, this Bill is depriving property to Indian citizens. If there is no title after 1965, then nothing is inherited by the Indian citizen; then there is no question of putting this clause in this definition.

 

On the one hand, the Government is saying that after 1965 there is no title to the property by the enemy and now the Bill seeks to amend that if the legal heir is an Indian, then also he is not entitled to the title of the property. If there is no title, then how does this come? So this is contradictory, in my point of view, and so this should be removed.

Also, Sir, if the enemy changes his nationality to that of another country. Now the Hon’ble Leader of the House has mentioned about going from Pakistan to London, which is all right in that particular case. The question is, Sir, here are so many things which are not in this Bill. When Punjab and Bengal were partitioned – it was not the partition of India, it was the partition of a few districts of Bengal and Punjab only – and when millions of evacuees came from other parts of Bengal and Punjab, that is, East Pakistan and West Punjab, how much compensation has been given by the Government of India to the evacuees? Nothing has been said in this Bill about that – because the enabling provision has been made, that after the selling of the property, the custodian can sell out the property, can dispose of the property, and after the disposal where would the proceeds from the sale go, how it will be utilized, nothing has been said in the Bill. Whether, out of the sale proceeds, the evacuees or their descendants can get compensation or not; nothing has been stated.   

After the emergence of Bangladesh in 1971, the evacuees of erstwhile East Pakistan got only ex gratia, not compensation, from the Government of India to the extent of 25 per cent of their total claims; therefore, 75 per cent of their total claims is still remaining.

This Bill has been brought on a piecemeal manner just to thwart the judgement delivered by the Hon’ble Supreme Court in a particular case. That is why I have objections on principle on this Bill, because if the Government is serious to take into consideration all aspects related to enemy properties then, in my view, those things should also be addressed in a proper manner, and for which a comprehensive Bill is required to be brought by the Government.

Lastly, the way the Bill has been introduced today – I cannot blame the Chair, because it is in the List of Business – I have already stated and Mr Jairam Ramesh and other Hon’ble Members have also stated the practical difficulties. This is a serious Bill which could not be discussed in a proper manner. We can understand the difficulties on the part of the Government because of the March 14 deadline. So on March 14 itself we could have discussed and passed this Bill after a threadbare discussion.

This is why, in protest against the indifferent attitude of the Government, to not to respond to the request made by the Opposition, I walk out, Sir.

 

 

10 March 2017

স্বাস্থ্য ও শিক্ষায় রক্ষাকবচ

জনস্বার্থে মুখ্যমন্ত্রীর মানবিক পদক্ষেপ

সবাইকে অনুরোধ করব চিকিৎসা নিয়ে, জীবন নিয়ে ব্যবসা করার অধিকার কারও নেই। মানবিকভাবেই আমাদের পরিষেবা দিতে হবে।

– মুখ্যমন্ত্রী

Kalyan Banerjee speaks on The Admiralty (Jurisdiction & Settlement of Maritime Claims) Bill, 2016

FULL TRANSCRIPT

Thank you Madam for allowing me to speak on The Admiralty (Jurisdiction & Settlement of Maritime Claims) Bill, 2016. Firstly, I must point out that I respectfully disagree with the statements made by the Hon’ble Minister. The Minister while making the statement said the Bill is also covering the environmental issues. I am sorry, Sir. Under clause 4 this is not the scope. You have also referred to that in case of leakage of oil etc. This will come within the purview of this. Therefore, I respectfully disagree with the statement made by him in respect of two issues.

This Act was necessary for long rather I say it is unfortunate that although Supreme Court in 1992 directed the Central Government to come up with a law which will fulfill the need of the day, when 151 reports of the Law Commission were existing. But unfortunately from 1992 to 2016, no one paid any heed to the circumstances. Today it is needed and therefore I am not opposing, as far as the substance of the Bill is concerned.

Madam, I will just mention two or three things. The claim which is required to be decided by the High Court by reason of this enactment of the Act, itself has been codified under Clause 4. The jurisdictions have been said there.

Clause 2, Sub Clause K, states “territorial water shall have the same meaning as assigned to it in the ‘Territorial Waters, Continental Shelf, Exclusive Economic Zone and other Maritime Zones Act, 1976’. You have incorporated a provision and that is a vague provision. Which High Court has the jurisdiction on the sea itself?

I have an experience being a Lawyer; we had a dispute with the Odisha Government in respect of territorial water. However, both the Hon CMs discussed and resolved the problem and it is now working very good. I will point out to the Honourable Minister, kindly clarify this, this Bill is bringing another area where more interpretation is required to be done by the Court. You have to clarify and clear it.

Clause 17 Sub Clause 2, “shall not withstand the appeal of admiralty proceedings pending in the High Court immediately before the commencement of the Act, shall continue to be adjudicated by such High Court in accordance with the provisions of this Act.”

What does it mean? Firstly, “shall continue to be adjudicated by such High Court” – if you have said it is alright. The moment you are saying with accordance of the provisions of the Act, there is no clarity in this section. Will Kolkata will go to Odisha, or any other places will go to another? If a proceeding is pending in the High Court, will it continue in the High Court? Then the language of the statute needs to be made clear. You are creating a confusion by saying that before the commencement of the Act, it will continue to be adjudicated by such High Court in accordance with the providence of this Act.

Now I want to make a point to the nation its self. A national problem has emerged. You are giving the jurisdiction to the High Court to decide but do you know how many vacancies are there in the High Courts? How will they take the load? Not a single High Court is in a position to function.

Why you are not fulfilling the vacancies? The National Judicial Appointments Bill was passed here. Ultimately the Supreme Court declared it ultra vires; we have to accept this. We cannot have any ego on that. Neither the legislature nor the executive can have any ego with the judiciary. This has to be sorted out. If there is an ego with the judiciary regarding the filling of the vacancies kindly fill it up.

My suggestion to you (also it is a very difficult job for you) is that the territorial water jurisdiction has to be identified. Now it is not much difficult because of the new mechanisms like satellite etc.

You have to identify the part about water belonging to West Bengal and Odisha. If you identify that part you will find the question regarding the jurisdiction by the court that would be lesser and easier job. In the future if you will try to do it will be great helpful. This is my suggestion. With this I give you thanks. This Bill has been long pending since 1992. Let it be passed. There is no difficulty. With this I conclude.

Thank you.

 

Idris Ali speaks on the need for setting up Central schools in his constituency & loan waiver for farmers

FULL TRANSCRIPT

I have come from Basirhat constituency which is in the border area. There is not a single Central school in my area. My prayer before the Government as well as to the Hon’ble Minister, through you, is to establish a Central school, as early as possible, because there is a 9 km area with no Central schools.

Number two, my humble prayer before the Central Government through you, Sir, is that the interest on the loans to farmers should be waived by the Central Government.

Number three, the preference for the loan waiver should be people belonging to the SC/ST and minority communities.