Bengal is number one in healthcare: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee informed on Wednesday that Bengal is number one in the country in providing health services. She was speaking at a programme from where she inaugurated a series of health facilities including a Mother and Child Hub in Jalpaiguri, a Blood Bank at Nayagram Multi/Super-speciality Hospital and GNM Training School at five different hospitals.

Referring to the recent incidents of child deaths, she said: “If children die due to lack of oxygen, don’t you think it’s a crime? A government must have a comprehensive plan to ensure better health services to people.” She further said: “More than 400 people died because of swine flu in the past four to five months in Gujarat.”

She said, “One may say that charity begins at home when these issues are raised. I would like to say in this connection that a series of steps were taken to provide better health services to the people of Bengal. During the erstwhile government, the rate of institutional delivery in the state was 63 percent and now it has gone up to 93 percent. At the same time, 16 mother and child hubs have been set up and there are special arrangements for treatment of children.” She informed that free treatment in provided to people in state-run hospitals. In addition to that, 200 fair price shops have been set up across the state.

She further said that out of 9.10 crore people, around 55.5 lakh people have been brought under the Sasthya Sathi scheme. The scheme provides health insurance to the people who are brought under it. She said that the socio-economic parameter of a place is an important indicator that shows the condition of the residents living in it. So the state government always tries to ensure proper health services, education, food and shelter to its citizen.The Chief Minister further said that people from Bangladesh, Bihar, Odisha and even from North-East come for treatment in the state-run hospitals, adding: “Pollution and

The Chief Minister further said that people from Bangladesh, Bihar, Odisha and even from North-East come for treatment in the state-run hospitals, adding: “Pollution and tension-free environment is needed for people to be healthy. So we need an environment-friendly country.” She also mentioned that the state government has paid Rs 1.79 lakh crore of the debt that was left behind by the erstwhile Left Front government and yet has been able to ensure better healthcare facilities in Bengal.

 

স্বাস্থ্যে দেশে সেরা আমরাই: মুখ্যমন্ত্রী

চিকিৎসা পরিষেবায় দেশের মধ্যে আমরাই সেরা। এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার একগুচ্ছ সরকারি স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে একই সঙ্গে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও গুজরাতে স্বাস্থ্যের বেহাল দশার জন্য কড়া ভাষায় কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, উত্তরপ্রদেশে অক্সিজেনের অভাবে শিশুদের মৃত্যু হয়েছে। এটা তো অপরাধ।একটি হোটেলে বেসরকারি সংস্থা আয়োজিত এই অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের বেশ কয়েকটি নতুন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তাঁরা ক্ষমতায় আসার পর রাজ্যে স্বাস্থ্য পরিষেবার হাল কতটা উন্নত হয়েছে, তা তথ্য পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই সরকার ক্ষমতায় আসার আগে ৬৫ শতাংশ সন্তানের প্রসব হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রে হত। এটা এখন বেড়ে ৯৩ শতাংশ হয়েছে। শিশুমৃত্যর হারও অনেক কমেছে। শিশুদের চিকিৎসার জন্য এসএনসিইউ ইউনিট খোলা হয়েছে হাসপাতালে।

একটি হোটেলে বেসরকারি সংস্থা আয়োজিত এই অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের বেশ কয়েকটি নতুন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তাঁরা ক্ষমতায় আসার পর রাজ্যে স্বাস্থ্য পরিষেবার হাল কতটা উন্নত হয়েছে, তা তথ্য পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই সরকার ক্ষমতায় আসার আগে ৬৫ শতাংশ সন্তানের প্রসব হাসপাতাল-স্বাস্থ্যকেন্দ্রে হত। এটা এখন বেড়ে ৯৩ শতাংশ হয়েছে। শিশুমৃত্যর হারও অনেক কমেছে। শিশুদের চিকিৎসার জন্য এসএনসিইউ ইউনিট খোলা হয়েছে হাসপাতালে। মুখ্যমন্ত্রী জানান, এ রাজ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে কোনও খরচ হয় না। এর সুযোগ নিতে প্রতিবেশী রাজ্যগুলি ছাড়া বাংলাদেশ থেকে রোগীরা আসছেন। এতে রোগীর ভিড় বেড়ে যাচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে। কিন্তু মানবিকতার কারণে রাজ্যের বাইরে থেকে আসা রোগীদের চিকিৎসা তো বন্ধ করা যায় না। সরকারের ‘স্বাস্থ্য সাথি’ প্রকল্পে সাড়ে ৫৫ লক্ষ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। আর্থিক অসুবিধা থাকা সত্ত্বেও আমরা এইসব পরিষেবা দিচ্ছি। বকেয়া ঋণ মেটাতে সরকারের প্রচুর টাকা চলে যাচ্ছে। ঋণ মেটাতে বছরে চলে যাচ্ছে ৪৫ হাজার কোটি টাকা। যেখানে সরকারের নিজস্ব আয় ২০ হাজার কোটি টাকা। ভাষণ দিতে গিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সমস্যা তুলে ধরে টেনশন মুক্ত হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী জানান, এ রাজ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে কোনও খরচ হয় না। এর সুযোগ নিতে প্রতিবেশী রাজ্যগুলি ছাড়া বাংলাদেশ থেকে রোগীরা আসছেন। এতে রোগীর ভিড় বেড়ে যাচ্ছে। আমাদের সমস্যা হচ্ছে। কিন্তু মানবিকতার কারণে রাজ্যের বাইরে থেকে আসা রোগীদের চিকিৎসা তো বন্ধ করা যায় না। সরকারের ‘স্বাস্থ্য সাথি’ প্রকল্পে সাড়ে ৫৫ লক্ষ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। আর্থিক অসুবিধা থাকা সত্ত্বেও আমরা এইসব পরিষেবা দিচ্ছি। বকেয়া ঋণ মেটাতে সরকারের প্রচুর টাকা চলে যাচ্ছে। ঋণ মেটাতে বছরে চলে যাচ্ছে ৪৫ হাজার কোটি টাকা। যেখানে সরকারের নিজস্ব আয় ২০ হাজার কোটি টাকা। ভাষণ দিতে গিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সমস্যা তুলে ধরে টেনশন মুক্ত হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

Source: Millennium Post

State Transport Dept’s day-long hop-on hop-off Durga Puja tours at just Rs 75 per person

At just Rs 75 per person per day, the State Transport Department will be organising hop-on hop-off tours in Kolkata for people wanting to visit Durga Puja pandals. A set of buses, trams and vessels would be covering the routes along the major pandals of the city.

The tours would start on the day of Chaturthi, that is, September 24. Tickets would be available at Jadavpur 8B Bus Stand, Garia, Galif Street, Howrah, Behala No. 14 Tram Depot and other places.

Those holding a ticket can get off at any pandal and then take the next bus or tram or even vessel to the nearest point of another pandal. The service would run from 12 pm till midnight.

For the purpose of the tours, Kolkata has been broken up into five zones – north, south, east, west and central. A set of modes of transport would be covering a pre-designated route to the well-known pandals of each zone.

The ‘bonedi bari pujas’, that is, pujas held at the old mansions of illustrious families, in central and north Kolkata, which have a special charm of their own, can be covered by trams, using the same tickets. The same tickets can also be used to travel on vessels too. For example, if one wants to visit the Durga Puja at Belur Math, the person can board from Baghbazar or any of the other designated ghats.

 

পরিবহণ দপ্তরের উদ্যোগে ঠাকুর দেখতে এক টিকিটেই বাস-ট্রাম-ভেসেল

খরচ করতে হবে মাত্র ৭৫টাকা। আর তা দিয়েই দেখে নেওয়া যাবে শহরের সমস্ত নামকরা পুজো। পায়ে হেঁটে নয়। এসি, নন-এসি বাসে। একদম প্যান্ডেলের দোরগোড়ায় নামিয়ে দেওয়া হবে। একটি ঠাকুর দেখে বেরিয়েই দেখবেন, পিছনের বাস এসে হাজির পরের প্যান্ডেলে নিয়ে যাওয়ার জন্য। তাতে পা দিয়েই আরামে পৌঁছে যাবেন অন্য পুজোয়।

পুজোর কদিনের জন্য পরিবহণ দপ্তরের তরফে আনা হচ্ছে হপ অন হপ অফ পরিষেবা। এক টিকিটেই ঘুরে বেড়ানো যাবে গোটা দিন। চড়া যাবে সরকারি বাসে, ট্রামে, ভেসেলে। বাসগুলো ঘুরে বেড়াবে বড় পুজোকে কেন্দ্র করে তৈরি হওয়া নয়া রুটে। দুপুর ১২টা থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত চলবে এই পরিষেবা।

কলকাতাকে ভাঙা হয়েছে চার-পাঁচটি ভাগে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং মধ্য কলকাতা। প্রত্যেক দিকের বড় পুজোকে কেন্দ্র করে তৈরি হয়েছে একেকটি রুট। শুধু বাসে নয়, মধ্য কলকাতার পুরনো এবং বনেদি বাড়ির পুজো দেখানো হবে ট্রামেও। ওই একই টিকিটে।

Source: Sangbad Pratidin

Website for Biswa Bangla Sharad Samman 2017 launched

The refurbished website for 2017 Biswa Bangla Sharad Samman has been launched by Bengal Government. The website has been given a completely new look, with new sections being added.

The Samman, or awards by the Bengal Government for the best Durga Pujas, are a keenly awaited feature of the festival every year. The concept of these awards is the brainchild of Chief Minister Mamata Banerjee, who gives away the awards every year. The first awards were presented in 2014.

The home page is designed with beautiful pictures of Goddess Durga, taken from some of the award-winning Pujas of the past years. There are five broad sections, which can be accessed from tabs on the top of the home page. They are: About, Winners, Application, Photo Gallery and Contact Us.

The ‘Winners’ section has the details of the past winners (2017 winners will be added to this page too), while the ‘Application’ section is where details about applying for the awards can be found. For any query, one can go to the ‘Contact Us’ section. The home page also has links to the Facebook and Twitter pages of Biswa Bangla Sharad Samman.

Application forms would be available and filled-up forms can be submitted from September 4 to 14, from 12 to 7 pm.

The awards are given in four categories – Kolkata, Rest of Bengal, Rest of India and Rest of World.

Click here to visit the website 

 

চালু হল বিশ্ব বাংলা শারদ সম্মান ২০১৭-র ওয়েবসাইট

চালু হয়ে গেল বিশ্ব বাংলা শারদ সম্মান ২০১৭র ওয়েবসাইট। যুক্ত হয়েছে অনেক নতুন বিভাগ।

দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ হল রাজ্য সরকার প্রদত্ত বিশ্ব বাংলা শারদ সম্মান। এই প্রয়াসটি সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। ২০১৪ সাল থেকে শুরু হয় এই সম্মাননা প্রদান। কলকাতা, জেলা, বাংলার বাইরে এবং দেশের বাইরের শ্রেষ্ঠ পুজোগুলোকে সম্মান জানানো হয় এর মাধ্যমে।

এই ওয়েবসাইটের হোমপেজটি দুর্গাপুজোর বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে সজ্জিত। এই ছবিগুলি নেওয়া হয়েছে গত কয়েক বছরের শ্রেষ্ঠ পুজোগুলি থেকে। নতুন এই ওয়েবসাইটে ৫টি বিভাগ আছে: অ্যাবাউট, উইনার্স, এপ্লিকেশন, ফটো গ্যালারি, কন্টাক্ট আস।

উইনার্স বিভাগে গত ৩ বছরের বিজয়ীদের ব্যাপারে বিশদে তথ্য আছে। এপ্লিকেশন বিভাগে বলা আছে কিভাবে পুজো উদ্যোক্তারা এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। কিছু জিজ্ঞাস্য থাকলে তা জানা যাবে কন্টাক্ট আস বিভাগে। হোমপেজে বিশ্ব বাংলা শারদ সম্মানের ফেসবুক ও টুইটার পেজের লিঙ্ক দেওয়া আছে।

আবেদন পত্র জমা দেওয়া যাবে সেপ্টেম্বরের ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত (রোজ দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত) এই ঠিকানায়:

কলকাতা তথ্যকেন্দ্র, (দ্বিতীয় তল) (রবীন্দ্রসদন-নন্দন প্রাঙ্গনের সন্নিকটে), ১/১ আচার্য জগদীশ চন্দ্র বোস রোড, কলকাতা – ৭০০০২০।

যোগাযোগঃ feedback.bbss@gmail.com

ওয়েবসাইটঃ www.biswabanglasharadsamman.com

ফোনঃ ৯৬৭৪০৩১৩৩২/৯৮৩১৪৭৪৯৯০

 

Bengal Environment Dept releases book about environmental awareness

The Bengal Environment Department has published a book to spread awareness about the environment. The book titled Poribesher Tore Shokole Aamra (We Are All for the Environment) was released by the Environment Minister. According to the minister, Chief Minister Mamata Banerjee has seen and appreciated the book.

To make everyone appreciate and understand the book, a lot of sketches have been used; three cartoonists have contributed to the book. The book deals with all types of pollution – from air to sound to everything.

The book would be given to 9,000 Madhyamik schools to make students aware about preserving the environment. The book would be given to municipalities, municipal corporations and block offices across the state too.

 

পরিবেশ-সচেতনতা বাড়াতে বই প্রকাশ রাজ্য পরিবেশ দপ্তরের

পরিবেশ নিয়ে নাগরিক সচেতনতা বাড়িয়ে তুলতে বই প্রকাশ করল রাজ্য পরিবেশ দপ্তর। কলকাতা পুরসভায় ‘পরিবেশের তরে সকলে আমরা’ বইটি প্রকাশ করেন পরিবেশমন্ত্রী তথা কলকাতার মহানাগরিক।

বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান, দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান সচিব, মেয়র পারিষদ, কার্টুনিস্ট, পরিবেশ ও পুরসভার পদস্থ আধিকারিকেরা।

পরিবেশমন্ত্রী জানান, পরিবেশ সচেতনতা নিয়ে এই বইটি তৈরি হওয়ার পর মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয়। তিনি বইটির প্রশংসা করেছেন। পরিবেশ রক্ষার জন্যও সরকার আছে, পর্ষদ আছে, বিধিবদ্ধ নিয়মও আছে। কিন্তু তা কার্যকর করার জন্যও তৃণমূল স্তরের মানুষের জানা দরকার।

সাধারণ ও নিচু স্তরের মানুষদের সহযোগিতা ছাড়া পরিবেশ সংক্রান্ত সব নিয়মনীতি ব্যর্থ। তাই, তিন কার্টুনিস্টদের দিয়ে ছবি আঁকিয়ে বইটি তৈরি করা হয়েছে। ২৫ হাজার বই ছাপানো হয়েছে। ন’হাজার মাধ্যমিক স্তরের স্কুলে পৌঁছে দেওয়া হবে। এছাড়া, রাজ্যের প্রতিটি সরকারি স্কুল, পুরসভা, ব্লক অফিসে পৌঁছে দেওয়া হবেএই বইটি নাগরিক সচেতনতার জন্য। বইটিতে বায়ু থেকে শব্দদূষণ সব বিষয়েরই উল্লেখ রয়েছে।

Source: Aajkal

Ham Radio

Bengal Govt constructing cold storage in Digha to store fish for exporting

The Bengal Government is planning to go big with exporting fish, and it is setting up the infrastructure to go with that. In Digha, the government is setting up an industrial-standard fish processing unit and a cold storage, where up to 40 tonnes processed fish can be stored for months together.

The West Bengal Fisheries Development Corporation Ltd. (WBFC) would be responsible for setting up the export processing infrastructure. With this in place, Bengal would be able to compete on an equal footing with the other major fish-exporting states.

Rs 5 crore will be spent to construct the export centre. It which would take about one year to come up, the construction of which would begin in late November or early December. This would be the first such large-capacity unit of the Bengal Government.

In many countries, the consumption of pre-packed processed fish is on the rise. Europe, USA and the Gulf countries are the primary destinations for the exporting of processed fish. Bengal has already taken big steps in sending its pisciculture products to other parts of the country; and now it is gearing up to capture the export market in a major way.

ভিনরাজ্যে মাছ বিক্রি করতে দীঘায় তৈরি হচ্ছে বড় হিমঘর

মাছে বিপ্লব ঘটাতে চলেছে পশ্চিমবঙ্গ। শুধু রাজ্যবাসীকে মাছে-ভাতে রাখাই নয়, একইসঙ্গে ভিনরাজ্য ও পরবর্তীকালে সাত-সমুদ্র তেরো নদীর ওপারের বাজার ধরার লক্ষ্য নিয়েই জাল ছড়াচ্ছে রাজ্য সরকার। এই বিশাল কর্মযজ্ঞের জন্য যে পরিকাঠামো দরকার, তা এতদিন এখানে ছিল না। দীঘায় প্রায় পাঁচ কোটি টাকা খরচ করে এবার রাজ্য আন্তর্জাতিক মানের সেই প্রক্রিয়াকরণ ইউনিট গড়তে চলেছে, যেখানে একসঙ্গে মাসের পর মাস ৪০ টন প্রক্রিয়াজাত মাছ রাখা যাবে। এতে মুনাফার মুখও দেখতে পাবে রাজ্য মৎস্য উন্নয়ন নিগম। কারণ গোটা পরিকল্পনাটাই রূপায়িত হবে তাদের হাত ধরে।

দেশে বিশেষ করে উপকূলবর্তী রাজ্যগুলি মূলত মাছ উৎপাদনে এগিয়ে। সেই তালিকায় রয়েছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, গুজরাত প্রভৃতি। পশ্চিমবঙ্গেও ভালো পরিমাণ মাছ উৎপাদন হয়, তবে তাদের মতো লরি ভরে ভিনরাজ্যে পাঠানো বা তাকে প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করার অত্যাধুনিক পরিকাঠামো এতদিন এরাজ্যে ছিল না। সেই লক্ষ্য পূরণে দীঘায় রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের হাত ধরে সরকার একটি ‘ফিস প্রসেসিং ইউনিট’ গড়ে তুলতে চলেছে।

দীঘায় প্রায় পাঁচ কোটি টাকায় এমন ইউনিট গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। এর জন্য স্টেট কো-অপারেটিভ ব্যাংক ঋণ দিতে সম্মত হয়েছে। এখন ডিপিআর তৈরির কাজ চলছে। নভেম্বরের শেষ অথবা ডিসেম্বরের গোড়ায় কাজ শুরু হয়ে যাবে। হিমঘরসহ গোটা প্রক্রিয়াকরণ ইউনিট গড়তে এক বছর সময় লাগবে। সেক্ষেত্রে ২০১৯ সালের প্রথম থেকেই সেই মাছকে বাজারজাত করতে পারবে নিগম। প্রসঙ্গত, কলকাতায় বেসরকারিভাবে শুধুমাত্র চিংড়ির ক্ষেত্রে এরকম দুটি ছোট প্রসেসিং ইউনিট আছে। কিন্তু সরকারি উদ্যোগে ৪০ টন প্রক্রিয়াজাত মাছ রাখার এতবড় ইউনিট এই প্রথম তৈরি করা হচ্ছে।

বিদেশে প্যাকেটজাত প্রসেসড মাছ খাওয়ার প্রবণতা দিন কে দিন বাড়ছে। ইউরোপ, আরব দুনিয়া এমনকী মার্কিন মুলুকে মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করছে বাংলাদেশ, থাইল্যান্ডের মতো দেশগুলি। দেশের বাজার ধরার পর ভবিষ্যতে একই পথের পথিক হতে চায় পশ্চিমবঙ্গ। আসল লক্ষ্য, মাছ খাইয়ে মুনাফা অর্জন।
Source: Bartaman

Bengal Transport Dept making plans for a pleasant Durga Puja

With Durga Puja almost at our doorsteps, the State Transport Department is gearing up to make the occasion a pleasant one for all concerned.

It is making plans to make it viable for people to avail bus services all without any hassle during the Puja days. During the four days, 1,100 buses would be operating in the city from 6 am to 12 midnight.

The department has also made plans for special ferry services for people to view the immersion ceremony of different Puja organisers. Two ferries have been added to the fleet run by the Water Transport Directorate, which would be made available for people to board to see the immersion of the goddess Durga.

পুজোর প্রস্তুতি শুরু পরিবহণ দপ্তরের

দুর্গা পুজোর কথা মাথায় রেখে সাজো সাজো রব পরিবহণ দপ্তরে। রাজ্যজুড়ে পুজোর দিনগুলোর কথা মাথায় রেখে কিভাবে একইসঙ্গে শহরের পরিবহণ ব্যবস্থা ঠিক রাখার পাশাপাশি প্রতিমা দর্শনেরও সুযোগ করে দেওয়া যায় নগরবাসীদের তার পরিকল্পনা চলছে।

পুজোর সময় সকাল ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত সরকারি বাস পাবেন যাত্রী ও দর্শনার্থীদের দল। পুজর কটা দিন ১১০০ সরকারি বাস চলবে।

বিসর্জন দেখার জন্য বিশেষ নৌকা বিহারেরও ব্যবস্থা করছে রাজ্য পরিবহণ দপ্তর। সম্প্রতি জল পরিবহণ বিভাগের ভাণ্ডারে যোগ হয়েছে ২টি ভেসেল। এবার পর্যটক ও দর্শনার্থীদের কলকাতার বিসর্জন দেখার কাজে ব্যবহার করা হবে এই ২টি ভেসেলও।

Source: Ei Samay

Bengal Govt to gift 51 varieties of rice to ISKCON

The Bengal Government will give the Mayapur-based ISKCON (International Society for Krishna Consciousness) 51 varieties of rice. These would be planted on the 100 acres where ISKCON cultivates paddy.

After a request from ISKCON, the State Government has come forward with providing it with 51 varieties of rice which will be grown organically. The government will also provide them with expert advice. Among the varieties to be provided are Dadshal, Radhatilak, Gobindabhog, Keralasundari and others.

Most of these are indigenous varieties, also known as folk rice varieties, and are highly nutritious; many are also aromatic. The Bengal Government, by itself and also in collaboration with some scientific organisations, is trying to revive these varieties. Gifting ISKCON these 51 varieties is part of that effort.

ইসকনকে ৫১ প্রজাতির ধানের বীজ দেবে রাজ্য

 

মায়াপুরের ইসকন মন্দির কতৃপক্ষকে ৫১ প্রজাতির ধানের বীজ দেবে রাজ্য সরকার। মায়াপুরের ইসকন কতৃপক্ষের হাতে প্রায় ১০০ একর কৃষিজমি রয়েছে। তার একটি অংশে কৃষিকাজ করেন মন্দির কতৃপক্ষ । প্রধানত জৈবিক চাষেই তাঁদের বেশি আগ্রহ। কারণ ,জৈবচাষ উৎপাদিত ফসলের চাহিদা রয়েছে বিদেশি ভক্তদের মধ্যে। তাছাড়াও ,জৈবচাষে উৎপাদিত ফসলের চাহিদা রয়েছে বিদেশি ভক্তদের মধ্যে। তাছাড়াও , জৈব চাষেবাড়তি গুরুত্ব দিচ্ছে ইসকন।

সেই সূত্রে কৃষি দফতরের কর্তা -আধিকারিকদের সঙ্গে যোগাযোগ হয়েছিল ইসকন কতৃপক্ষের। সম্প্রতি সিদ্ধান্ত হয়েছে ,প্রায় ৫১ প্রজাতির ধানের বীজ ইসকনকে দেবে রাজ্য সরকার। সঙ্গে দেওয়া হবে বিশেষজ্ঞর পরামর্শ এবং সহযোগিতা। যে প্রজাতির ধানের বীজ দেওয়া হবে সেগুলির মধ্যে দাদশাল ,রাধাতিলক ,গোবিন্দভোগ ,কেরালাসুন্দরী অন্যতম। প্রজাতিগুলির বেশিরভাগই সুগন্ধি।

প্রতিদিন ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা করে ইসকন।৫২ সপ্তাহে এক বছর হয়।সেই সূত্রে প্রতি সপ্তাহে পৃথক পৃথক প্রজাতির চালে ভোগ দিতে পারবেন ইসকন কতৃপক্ষ।তাতে জৈব চাষের প্রচার বাড়বে।ভোগের পাশাপাশি ,চাল বিক্রি করলে রাজ্যের লুপ্তপ্রায় কিছু প্রজাতির চালের প্রচার বাড়বে। পাশাপাশি জৈব চাষ নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপ প্রতিষ্ঠিত হবে।

বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেছেন , ইসকনের জমিতে রাধাতিলক চালের ফলন সবথেকে বেশি।কারণ,গঙ্গা এবং জলঙ্গীর সংযোগস্থলের থাকা ওই জমিগুলি ওই চাষের জন্য উপযুক্ত। সেকারণে এত ধরণের চালের বীজ দিতে চাইছে রাজ্য।তবে এজন্য লভ্যাংশ দাবি করা হবে না বলে কৃষি দফতর সূত্রের খবর।
Source: Ebela

New avenues for higher education in Bengal

The Bengal Government, under the leadership of Mamata Banerjee has been committed towards creating newer avenues for higher education in the State. Accordingly, sixteen new universities have been set up. Of these, seven are State-aided and nine are private universities.

Thirty-one new Government Colleges and sixteen Government-aided colleges have been set up. All are functional. A new Government College has also been sanctioned in 2016 at Narayangarh in Paschim Medinipur.

Here are some of the achievements in higher education and technical education sector:

Polytechnics

• The Government has adopted a policy of ensuring one Polytechnic in each Sub-division

• In 2011, 26 sub-divisions of the State had 65 Polytechnics, while in 2017 total number of operational Polytechnics across the State has reached 146.

• The intake capacity in Polytechnics has gone now up to 37,315 as compared to a total of 17,185 in 2011.

• E-learning contents have already been developed for 50 subjects and being taught since 2015-16.

• 60 Polytechnics have been converted into Wi-Fi campus.

• WBSCT&VE&SD, the unified Council has completed the task of modernization of syllabus for the diploma courses to make them at par with the country.

• E-Yantra Labs have been set up at 05 Govt. Polytechnics on Robotics in collaboration with IIT, Mumbai

• Students of APC Roy Polytechnic stood first in the All India Students Robotics Competition resulting in award of internship for 06 weeks at IIT, Mumbai.

ITIs

• The Government has adopted a policy of ensuring one ITI in each block

• In 2011, only 39 blocks of the State had 80 ITIs, while in 2017 total number of operational ITIs across the State has reached 235.

• Biennial intake capacity (on account of 4 semesters) of the ITIs has now gone up to 66710 in comparison with total intake of 17636 in 2011.

• It may be further mentioned that 71 of the Govt. ITIs have been operationalised in 2016 -17 in PPP mode.

Higher Education

• As a result of the huge expansion in higher education, the State’s Gross Enrolment Ratio (GER) which was 12.6 in 2011 rose dramatically to 18 in 2016.

• The State’s enrolment in higher education institutions has risen from 14,97,019 in 2011 to 19,52,696 in April 2017. This means an addition of 4,55,677 new seats at the UG and PG levels in the State during the last six years.

• A total of 2,816 teaching and non-teaching posts have been created in the State-funded universities, Government colleges and Government-aided colleges.

• A total of 5, 931 Assistant Professors were recruited by the State’s Public Service Commission and the College Service Commission, thereby significantly improving the teaching standards in the State-funded colleges.

• Indicating the steady improvement in the State’s higher education institutions, as many as 276 institutions (May 2017) have obtained UGC-NAAC’s (National Assessment and Accreditation Council) accreditation while 95 institutions are awaiting NAAC’s visit, to be assessed and accredited shortly.

• To usher in the educational benefits of the internet, 732 virtual/ smart classrooms in the State-aided Universities, Government Colleges and Government-aided Colleges have been set up.

• An e-learning space has been created in every State-funded higher education institution where free WiFi/ internet facility has been made available for the students and teachers during work hours. Several universities and colleges have also completed full campus WiFi coverage.

• A major e-governance initiative has been taken to bring in greater transparency and fairness in admissions to all UG and PG level courses by making admissions online in all Government and Government-aided higher education institutions, from the academic session 2015-16 onwards. Each year, this bene ts more than eight lakh applicants across the State.

• To meaningfully assist the meritorious students belonging to the economically backward sections of the population, the budget for the Swami Vivekananda Merit cum Means Scholarship Scheme, which was Rs.45 crore in 2015-16 has been enhanced to Rs. 200 crore in 2016-17. This has increased the quantum of scholarships as also the number of beneficiaries in engineering, medical, technical and general degree courses besides students of classes XI and XII. During 2016-17, a total of 73,744 students have got the benefit of the scholarships.

 

উচ্চশিক্ষায় নতুন পথের দিশারি বাংলা

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা, মাটি, মানুষের সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় গত ছ’বছরে উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন পথের দিশারি হিসেবে উঠে এসেছে বাংলা।

গত ছ’বছরে ১৬টি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে, এগুলির মধ্যে সাতটি সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়। সবকটিই চালু হয়ে গিয়েছে। একত্রিশটি নতুন সরকারি মহাবিদ্যালয় এবং ১৬টি সরকারি সাহায্যপ্রাপ্ত মহাবিদ্যালয় স্থাপিত হয়েছে। পশ্চিম মেদিনীপুরের নারায়াণগড়ে ২০১৬ সালে একটি নতুন মহাবিদ্যালয় অনুমোদন পেয়েছে।

পলিটেকনিকঃ

রাজ্য সরকার প্রত্যেক মহকুমায় একটি করে পলিটেকনিক তৈরির বিষয়টিকে নিশ্চিত করতে নীতি প্রণয়ন করেছে।

২০১১ সালে, রাজ্যের ২৬টি মহকুমায় মোট পলিটেকনিক ছিল ৬৫টি, সেখানে ২০১৭ সালে সারা রাজ্যে চালু পলিটেকনিকের সংখ্যা ১৪৬-এ পৌঁছে গিয়েছে।

পলিটেকনিকগুলিতে ছাত্রছাত্রী ভর্তির ক্ষমতা তুলনামূলকভাবে এখন বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৭,৩১৫ যা ২০১১ সালে ছিল ১৭,১৮৫।

৫০টি বিষয়ের জন্য ই-লার্নিং-এর বিষয়টি ইতিমধ্যে উন্নত হয়েছে এবং ২০১৫-১৬ সাল থেকে শেখানোও হচ্ছে।

৬০টি পলিটেকনিক ওয়াই-ফাই ক্যাম্পাসে পরিণত হয়েছে।

ডব্লিউবিএসসিটি অ্যান্ডভিআইঅ্যান্ডএসডি নামে একটি সংযুক্ত সংসদ সারা দেশের পাঠ্যক্রমের সঙ্গে সাযুজ্য রক্ষার জন্য এখানে পাঠ্যক্রমের আধুনিকীকরণের কাজ সম্পূর্ণ হয়েছে।

আইআইটি মুম্বই-এর সহযোগিতায় ৫টি সরকারি পলিটেকনিকে রোবোটিক্স-এর ওপরে ই-যন্ত্র ল্যাব তৈরি করা হয়েছে।

অল ইন্ডিয়া স্টুডেন্টস রোবোটিক্স প্রতিযোগিতায় এপিসি রায় পলিটেকনিক-এর ছাত্রছাত্রীরা প্রথম স্থান অধিকার করেছে এবং পুরস্কার হিসেবে আইআইটি মুম্বইতে ৬সপ্তাহের ইন্টার্নশিপের সুযোগ পেয়েছে।

আইটিআইঃ

রাজ্য সরকার প্রতিটি ব্লকে একটি করে আইটিআই স্থাপনের বিষয়টিকে সুনিচিত করতে একটি নীতি গ্রহণ করেছে।

২০১১ সালে রাজ্যের মাত্র ৩৯টি ব্লকে মোট ৮০টি আইটিআই ছিল, সেখানে ২০১৭ সালে সারা রাজ্যে চালু আইটিআই-এর সংখ্যা ২৩৫-এ পৌঁছেছে।

দু’বছরে আইটিআইগুলিতে ছাত্রভর্তির ক্ষমতা (৪তে সেমিস্টারের হিসেবে) ২০১১ সালে ছিল ১৭৬৩৬, সেই তুলনায় বর্তমানে বেড়ে হয়েছে ৬৬৭১০।

আরও উল্লেখ করা যেতে পারে যে, ৭১টি সরকারি আইটিআই ২০১৬-১৭ সালে পিপিপি মোডে চালু হয়েছে।

উচ্চশিক্ষা

উচ্চশিক্ষার বিপুল বিস্তারের কারণে রাজ্যের মোট নথিভুক্তর অনুপাত ২০১১ সালের নিরিখে ১২.৬ থেকে বিস্ময়কভাবে বৃদ্ধি পেয়ে ২০১৬ সালে ১৮ হয়েছে। ২০১১ সালে উচ্চশিক্ষায় রাজ্যের নথিভুক্তিকরন সংখ্যা ছিল ১৪,৯৭,০১৯,২০১৭ -র এপ্রিলে তা বেড়ে দাঁড়িয়েছে ১৯,৫২,৬৯৬ । এর অর্থ হল বিগত ছয় বছরে রাজ্যে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আরো ৪,৫৫,৬৭৭ টি নতুন আসন যুক্ত হয়েছে।

সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ,সরকারি কলেজ ও সরকারি অর্থে পরিচালিত কলেজে সর্বমোট ২৮১৬টি শিক্ষক ও অ -শিক্ষক কর্মচারীর পদ সৃষ্টি করা হয়েছে।

রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের একটানা উন্নয়ন যেই ঘটেছে তার প্রমান ২৭৬ টি শিক্ষা প্রতিষ্ঠান (মে ,২০১৭ ) বিশ্ববিদ্যালয় ,মঞ্জুরি কমিশন (UGS ) ও জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতিদান পরিষদ (NAAC ) -এর স্বীকৃতি অৰ্জনে সমর্থ হয়েছে যেখানে ৯৫ টি প্রতিষ্ঠান ন্যাক -এর পরিদর্শনের অপেক্ষায় আছে ,যেগুলির মূল্যায়ণ শীগ্রই হবে এবং আশা করা যায় তারাও ন্যাক-এর স্বীকৃতি অর্জন করবে।

উচ্চশিক্ষায় ইন্টারনেট ব্যবস্থা সুবিধা দেওয়ার উদ্দ্যেশ্যে সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ,সরকারি কলেজ ও সরকারি সহায়তাপ্রাপ্ত কলেজগুলিতে ২২ কোটি ব্যয় ৭৩২ টি ভার্চুয়াল /অত্যাধুনিক ব্যয়বস্থাসমৃদ্ধি শ্রেণিকক্ষ গড়ে তোলা হয়েছে।

প্রতিটি সরকারি সাহায্যপ্রাপ্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ই -শিক্ষার জন্য বিশেষ পরিসর রাখা হয়েছে যেখানে কাজের নির্দিষ্ট সময়ে প্রত্যেক ছাত্র ও শিক্ষক ওয়াইফাই / ইন্টারনেট -এর সুবিধা পেতে পারেন। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ও কলেজ তাদের গোটা চত্বর জুড়ে ওয়াইফাই সংযোগ ব্যবস্থা চালু করতে পেরেছে।

২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পাঠক্রমে অনলাইন ভর্তির কেত্রেই অধিকতর স্বছতা ও ন্যায্যতা আনার লক্ষ্যে একটি ব্যাপক ই -প্রশাসন উদ্যোগে নেওয়া হয়েছে। এর ফলে প্রতিবছর রাজ্যজুড়ে আট লক্ষ্যের বেশি আবেদনকারী উপকৃত হচ্ছেন।

সাধারণ মানুষের মধ্যে আর্থিকভাবে পশ্চাৎপদ অংশের মেধাবী পড়ুয়াদের যথার্থ সহায়তা দিতে স্বামী বিবেকানন্দ মেধা তথা সংস্থান বৃত্তি প্রকল্পের জন্যও বাজেটে অর্থ বরাদ্দ ২০১৫-১৬ সালে ৪৫কোটি টাকা থেকে বাড়িয়ে ২০১৬-১৭ সালে ২০০ কোটি টাকা করা হয়েছে। এর ফলে প্রযুক্তি, ডাক্তারি, কারিগরি ও সাধারণ স্নাতক স্তরের পাঠ্যক্রমে ছাত্রবৃত্তির পরিমাণ যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনই উপকৃতের সংখ্যাও বেড়েছে। প্রসঙ্গত ২০১৬-১৭ সালে একাদশ ও দ্বাদশ শ্রেনীতে মোট ৭৩,৭৪৪ জন পড়ুয়া এই বৃত্তির সুযোগ লাভ করেছেন।

Bengal Govt now distributing exercise books to students

After distributing textbooks, shoes, winter clothes and schoolbags among students of government and government-aided schools, the Education Department of the Bengal Government is now distributing exercise books to the students

The feat started with exercise books being distributed to students between classes VI and XII in April this year. Now, the students do not have to purchase exercise books from the current academic session. No less than 20 lakh exercise books have already been printed and are being handed over. This initiative is a first of its kind among all Indian states.

The Bengal Education Minister Partha Chatterjee said in this regard that the State Government aims to reduce stress among students. More and more students from the financially backward section will get the benefit, he said. The schools will decide if the exercise books will be retained by them or the students will take them back home, he added.

The West Bengal government under the leadership of Chief Minister Mamata Banerjee is committed to ensuring that Right of Children to Free and Compulsory Education Act, 2009, benefits all students, he said.

 

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের খাতা দেবে রাজ্য সরকার

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এবার খাতা দিতে চলেছে রাজ্য সরকার। আনুষ্ঠানিকভাবে যা শুরু হতে চলেছে ৫ সেপ্টেম্বর, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত দিয়ে।

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ৩টি করে খাতা দেওয়া হবে। তার মধ্যে দুটি খাতা রুলটানা, অন্যটি সাদা। নবম–দশমে দেওয়া হবে ৫টি খাতা। তিনটি রুলটানা, দুটি সাদা। একাদশ এবং দ্বাদশে দেওয়া হবে ৬ থেকে ৮টি খাতা। খাতার মলাটে থাকছে বিশ্ব বাংলার লোগো।

ইতিমধ্যেই প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রাজ্যের প্রতিটি পড়ুয়াকে বিনামূল্যে স্কুল ড্রেস এবং পাঠ্যবই দেওয়া হয়। অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতিটি পড়ুয়াই এখন মিড–ডে মিলের আওতায় রয়েছে। নবম এবং দশমে চারটি এবং একাদশ–দ্বাদশে ২টি বইও পড়ুয়াদের বিনামূল্যে দেওয়া হয়।

গতবছরই প্রথম থেকে চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের জুতো দেওয়া হয়েছে। স্কুলকে পড়ুয়ার কাছে আরও আকর্ষক করে তুলতে রাজ্যের বেশ কিছু প্রাথমিক স্কুলে খেলনা বিলি করেছে সরকার। এই স্কুলগুলিতে খেলার জন্য দোলনা এবং ঢেঁকি দেওয়া হয়েছে।

দপ্তর সূত্রে খবর, প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের ব্যাগ বিলির সিদ্ধান্ত হয়ে রয়েছে। এই খাতে প্রায় ৩০০ কোটি টাকা বরাদ্দও হয়েছে।

Source: Aajkal

Bengal Govt’s Sneho Nir to be a perfect gift for transgender people this Puja

After forming a separate development board for the transgender people in the State, the Bengal Government is coming up with the exhibition store Sneho Nir. Dedicated to the transgender people, the store at Gokhale Road near Rabindra Sadan will exhibit and sell products made by transgender Self Help Groups (SHG) across the State.

Sneho Nir, opening this Pujas, offer various product including handicrafts, food, junk jewellery and several other handmade products.

There are plans to offer online purchase of the products once the flagship store gains popularity. Besides exhibiting and selling homemade products, Sneho Nir will also provide counselling to women who are victims of social violence.

 

রূপান্তরকামীদের জন্য মুখ্যমন্ত্রীর পুজোর উপহার “স্নেহনীড়”

আগেই রূপান্তরকামীদের জন্য পৃথক একটি উন্নয়ন বোর্ড গঠন করেছিল। এবার তাদের জন্য একটি প্রদর্শনী কেন্দ্র ‘স্নেহনীড়’ এর আয়োজন করছে রাজ্য সরকার।

রাজ্যের সকল রূপান্তরকামী স্বনির্ভরগোষ্ঠীগুলোর তৈরি জিনিসপত্রের বিপণন কেন্দ্র “স্নেহনীড়” খুলবে রবীন্দ্র সদনের কাছে গোখেল রোডে। শুধু রুপান্তরকামী নয়, সমাজে পিছিয়ে পড়া মহিলাদের তৈরি জিনিসও পাওয়া যাবে এখানে।

এই পুজোয় হস্তশিল্প, খাদ্যদ্রব্য, জাঙ্ক জুয়েলারি ও অন্যান্য হস্তশিল্পের বিপুল সম্ভার নিয়ে খুলবে “স্নেহনীড়”। সকল দ্রব্যের দাম হবে সকলের আয়ত্তের মধ্যে।

“স্নেহনীড়” জনপ্রিয়তা অর্জন করলে, এই সকল দ্রব্য থাবা বসাবে অনলাইনের বাজারেও। প্রদর্শন ও বিক্রীর পাশাপাশি এই “স্নেহনীড়” সামাজিক শোষণ ও হিংসার স্বীকার মহিলাদের কাউন্সেলিং করবে। কেউ হাতের কাজ শেখার প্রশিক্ষণ চায়, তাও প্রদান করবে “স্নেহনীড়”। এর ফলে আরও অনেক মহিলা স্বনির্ভর হতে পারবেন।

 

Source: 365 Din