হুমকি বরদাস্ত করবেনা বাংলা তৃণমূলের পাশেই আমজনতা
আমাকে মেরে ফেলুন, বাংলার বদনাম করবেন না – বিরোধীদের বার্তা মমতার
দলের সমালোচনা করুন। কিন্তু সরকারের কাজের সমালোচনা করবেন না। এতে বাংলার বদনাম হয়। বাংলাকে এগোতে দিন। উত্তরবঙ্গ সফরে গিয়ে উন্নয়ন বিরোধী সমালোচকদের এভাবেই তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী তথা বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন “দলের সমালোচনা করুন, কিন্তু উন্নয়নের কাজের সমালোচনা করবেন না। এতে বাংলার বদনাম হয়।“ বিরোধীদের তুলোধোনা করে জননেত্রী বলেন, “আমাকে যা ইচ্ছে গালাগালি দিন। আমাকে মেরে ফেলুন, কিন্তু বাংলা মাকে মেরে ফেলতে আমি দেবনা। দয়া করে বাংলার বদনাম বন্ধ করুন।“ একইসঙ্গে তিনি বলেন, “যত আমার সমালোচনা হয় তত কাজে অনুপ্রাণিত বোধ করি। যত পারেন আমার সমালোচনা করুন কিন্তু উন্নয়নের সমালোচনা করবেন না। বাংলাকে এগোতে দিন। এ রাজ্যের একটাই সমস্যা। কাজের সমালোচনা হয়। গালাগাল দিয়ে পেট ভরে না। মানুষকে খাদ্য দিতে হবে।“