12 June 2015

পশ্চিমবঙ্গ সরকারের বলিষ্ঠ উদ্যোগে অবশেষে স্বাধীনতার সূর্য ছিটমহলে 

মৈত্রীর অপর নাম মমতা 

ছিটমহল বিনিময়ের জন্য ভারত – বাংলাদেশ স্থলসীমান্ত চুক্তির পর এই উপমহাদেশে এখন মৈত্রীর অপর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৪৭ সালে ইন্দিরা- মুজিব চুক্তির পর ৪১ বছরে গঙ্গা ও পদ্মা নিয়ে অনেক জল বয়ে গেলেও  ছিটমহল বিনিময় বাস্তবায়নের পথে এগোয়নি। ভারতীয় সংসদে এই চুক্তি অনুমোদন পায়নি। কিন্তু ৪১ বছরের এই গভীর ও জটিল জট এক লহমায় কেটেছে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুক্তিটি রুপায়নে সম্মতি দেওয়ার।