প্রতিবাদের জনসাগর মহামিছিলে
সর্বনাশা জমি বিল রোখার ডাক জন নেত্রীর
প্রতিবাদের জোয়ারে ভাসল রাজপথ। সর্বনাশা জমি বিল রোখার ডাক দিয়েছিলেন জন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ডাকে মহামিছিল ভাসল জনসাগরে। প্রতিবাদের মঞ্চ থেকে চক্রান্তকারীদের জবাব দিলেন তৃণমূলনেত্রী। জানিয়ে দিলেন “কৃষকদের জমি দখল করার ব্যাপারে সারা ভারতে কারও নজর ছিল না। তৃণমূল কংগ্রেস একমাত্র রাজনৈতিক দল যারা সারা দেশ জুড়ে আন্দোলন করেছে।“