Welfare schemes for women – Bengal shows the way

In the last six and a half years, the Bengal Government has been committed to the welfare and development of women and children. From prevention of child marriages to rehabilitation of trafficked girls, steps have been taken aplenty by the government for social upliftment of women.

Here are some notable schemes launched by the Bengal Government for the welfare of women:

KANYASHREE SCHEME

This brainchild of Chief Minister Mamata Banerjee was launched on October 1, 2013. The scheme for girls aims to curb child marriage through education. Recently the scholarship scheme was extended to those enrolled in post-graduation courses.

Achievements

· Bringing 40 lakh adolescent girls under its fold, covering over 15,500 institutions in every corner of the state – in formal schools, madrasahs, colleges, open schools, universities, institutes of vocational training, industrial training, and even sports institutes

· Training over 5,000 girls in self-defence techniques

· Implementing Kanyashree Dishari – a special educational and awareness exposure visit of Kanyashree-enrolled girls in North 24 Parganas district

· Providing vocational and other skill development training

· Implementing Kanyashree Swabalambi Scheme – skill development, communication and other personality training programmes for Kanyashree-enrolled girls, to make them self-sufficient with respect to making a living

· Awards received till date

A. United Nations Public Service Award for winning the first prize in the South Asia category
B. West Bengal Chief Minister’s Award for Empowerment of Girls, 2014
C. Manthan Award for Digital Inclusion for Development, 2014
D. National E-governance Award 2014-2015 awarded by the Government of India
E. Skoch Award and Order of Merit 2015 for Smart Governance
F. CSI-Nihilent Award for E-governance, 2014-15
G. United Nations WSIS Prize 2016 Champion in e-Government Category
H. Finalist in GEMTech Awards 2016 hosted by UNWOMEN and ITU

SWABALAMBAN

Implemented through with NGOs and companies, Swabalamban Scheme imparts vocational training to socially marginalised and distressed women, victims of trafficking, sex workers, members of the transgender community, and women in moral danger in the age group of 18-35 years. If necessary, the upper age limit for such categories of women is relaxed by up to 45 years.

Achievements

· Successfully placing beneficiaries at different renowned outlets like Wow Momo, Pantaloons, etc

· Training 30 Kanyashree-enrolled girls by Brainware for the role of unarmed security guards, of which 16 were placed in different organisations

MUKTIR ALO

Launched by the Chief Minister September 4, 2015, Muktir Alo is a scheme for rehabilitation of sex workers and trafficked victims.

Achievements

· Training 50 victims of human trafficking in block printing and spice grinding with the help of Women’s Interlink Foundation

· Training 26 commercial sex workers of Munsiganj red light area in Kolkata in the manufacturing of recycled tyre products and in cafeteria management, in collaboration with an NGO, Divine Script Society; 12 were placed in each category

SWABALAMBAN SPECIAL

Swabalamban Special was launched under the existing Swabalmban Scheme for providing vocational training to sex workers and their vulnerable children in Kolkata, with the aim of creating alternate means of livelihood and integrating them with mainstream society.

Achievements

· Training 25 beneficiaries on acting (for employment as well as junior artistes) as well as in activities related to production of television serials (for employment in production houses) through a three-month training program by an NGO, GOAL India, all of whom were absorbed successfully

SCHEME FOR ADOLESCENT GIRLS (SABLA)

The SABLA Scheme for adolescent girls (which aims to improve nutritional and health status of girls between 11 and 18 years and equip them with life skills training) is being implemented on a pilot basis in seven districts, viz., Cooch Behar, Jalpaiguri, Alipurduar, Malda, Nadia, Kolkata and Purulia.

Achievements

Providing 12.72 lakh adolescent girls (11-18 years) benefits of SABLA, equipping them with
life skills and knowledge on family welfare, health and hygiene, information and guidance on existing public services

Providing supplementary nutrition to 1.6 Lakh out-of-school adolescent girls

Reducing school dropout among adolescent from 2.8 lakh in 2010-11 to 92,000 in 2016-17

Giving vocational training to 41,000 out-of-school adolescent girls aged 16-18 years through NGOs/VTPs in beauty treatments, handicrafts, knitting, printing and dying, and food processing in all the districts

Bringing 98,000 girls during the last two years under Supplementary Nutrition Programme (SNP), in convergence with Kanyashree Scheme

Re-admitting 1,600 out-of-school girls to the formal and informal education systems and linking 50 per cent of them with the benefits of Kanyashree Scheme.

 

নারী ও শিশু কল্যাণে দিশারী বাংলা

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রে বাংলা এগিয়ে চলেছে উল্লেখযোগ্য ভাবে।

একদিকে সারা দেশে নারী ও শিশু বিরুদ্ধে অপরাধ যেখানে বেড়েই চলেছে, সেখানে এ রাজ্যে সরকার নারী ও শিশুদের উন্নয়নে শুরু করেছে একগুচ্ছ প্রকল্প। এই প্রকল্পগুলির সাফল্যও এই ছ’বছরে হাতেনাতেই পাওয়া গেছে।

গত ছয় বছরে নারী ও শিশু কল্যাণ দপ্তরেরর উল্লেখযোগ্য সাফল্য:

১. কন্যাশ্রী প্রকল্প

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ২০১৩ সালের ১লা অক্টোবর এই প্রকল্প চালু হয়। এই প্রকল্পের উদ্দেশ্য বাল্যবিবাহ রোধ করা

· রাজ্যের প্রতি অঞ্চলের প্রায় ১৫,৫০০ প্রতিষ্ঠান – প্রথা বহির্ভূত বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ, মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিশ্ব বিদ্যালয় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শিল্প প্রশিক্ষণ, এমনকি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় ৪০লক্ষ কিশোরীকে এই প্রকল্পের অধীনে আনা হয়েছে।

· ৫০০০-এরও বেশী মেয়েকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

· ‘কন্যাশ্রী দিশারি’ নামে উত্তর ২৪ পরগনা জেলায় কন্যাশ্রী প্রকল্পভুক্ত মেয়েদের একটি বিশেষ শিক্ষামূলক এবং সচেতনতামূলক প্রচার কর্মসূচী চালু করা হয়েছে।

· বহু সংখ্যক কন্যাশ্রী প্রকল্পভুক্ত মেয়েকে বৃত্তিমূলক এবং অন্যান্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

· আজ পর্যন্ত কন্যাশ্রী প্রকল্পটি যে যে পুরস্কার অর্জন করেছেঃ-

নারী ক্ষমতায়নের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কর্তৃক প্রদত্ত পুরস্কার, ২০১৪

ই-উইমেন অ্যান্ড এমপাওয়ারমেন্টের বিভাগে মন্থন অ্যাওয়ার্ড ফর ডিজিটাল ইনক্লুসন ফর ডেভেলপমেন্ট (সাউথ এশিয়া অ্যান্ড এশিয়া প্যাসিফিক) ২০১৪

ভারত সরকারের প্রশাসনিক সংস্কার এবং জন-অভিযোগ দপ্তর কর্তৃক প্রদত্ত জাতীয় ই-গভর্ন্যান্স পুরস্কার ২০১৪-১৫

স্মার্ট গভর্ন্যান্সের জন্য স্কচ উইনার অ্যাওয়ার্ড এবং অ্যাওয়ার্ড অফ মেরিট ২০১৫

ই-গভর্ন্যান্সের জন্য সিএসআই নিহিলেন্ট অ্যাওয়ার্ড ২০১৪-১৫

ই-গভর্মেন্ট ক্যাটেগরিতে ইউনাইটেড নেশনস ডব্লিউএসআইএস পুরস্কার ২০১৬ চ্যাম্পিয়ন (ডব্লিউএসআইএস অ্যাকশন লাইন সি-৭)

ইউএনডব্লিউএমইএন অ্যান্ড আইটি ইউ প্রদত্ত ফাইনালিস্ট ইন জেমটেক (GEM Tech) পুরস্কার ২০১৬
২. স্বাবলম্বন প্রকল্প

এই প্রকল্পটি বেসরকারি সংস্থা (এনজিও) অথবা কোম্পানির মাধ্যমে রূপায়িত হচ্ছে। স্বাবলম্বন সমাজের প্রান্তিক, অসহায় মহিলা, নারীপ্রচার চক্র থেকে উদ্ধার হওয়া মহিলা, যৌনকর্মী, রূপান্তরকামী সম্প্রদায় এবং ১৮ থেকে ৩৫ বছর বয়সী ও নৈতিক বিপদের সম্মুখীন মহিলাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিচ্ছে। প্রয়োজনে অবশ্য বয়স ৪৫বছর পর্যন্ত শিথিলযোগ্য।

· প্রশিক্ষণ প্রাপকেরা ওয়াও মোমো, প্যান্টালুন্স, কোঠারি, অউ বোঁ পে প্রভৃতি বিভিন্ন প্রখ্যাত বিপণিতে সফলভাবে কাজ করছেন।

· ৩০ জন কন্যাশ্রী মেয়েকে ব্রেইনওয়্যার-এর ব্যবস্থাপনায় এই স্বাবলম্বন প্রকল্পের অধীন আনআর্মড সিকিউরিটি গার্ড-এর প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাদের মধ্যে ১৬জন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত।
৩. মুক্তির আলো

২০১৫ সালের ৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী কর্তৃক যৌনকর্মী ও পাচার থেকে উদ্ধার হওয়া মেয়েদের পুনর্বাসনের এই প্রকল্প চালু হয়।

· উইমেন্স ইন্টারলিংক ফাউন্ডেশন-এর সহায়তায় ৫০ জনকে ব্লক প্রিন্টিং এবং মশ্লা গুঁড়ো করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

· কলকাতার মুনশিগঞ্জ নিষিদ্ধ এলাকার ২৬জন পেশাদার যৌনকর্মীকে ডিভাইন স্ক্রিপ্ট সোসাইটি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় ‘টায়ারজাত দ্রব্যাদির পুনর্ব্যবহার’ এবং ‘ক্যাফেটেরিয়া পরিচালনা’-র প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদের মধ্যে ১২ জন স্ব-পরিচালিত কিয়স্ক-এ কাজ করছেন।
৪. স্বাবলম্বন স্পেশ্যাল

· বর্তমানে চালু থাকা স্বাবলম্বন প্রকল্পের অধীন আর একটি প্রকল্প হল স্বাবলম্বন স্পেশ্যাল, যার উদ্দেশ্যে কলকাতা অঞ্চলের যৌনকর্মী এবং তাদের ঝুঁকি-নির্ভর সন্তানদের বিকল্প জীবিকার মাধ্যমে সমাজের মূলস্রোতে নিয়ে আসতে বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা।

· এই প্রকল্পের ২৫ জন সুবিধাপ্রাপক ইতিমধ্যে ‘জুনিয়র আর্টিস্ট’ হিসেবে অভিনয়ে প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন টেলিভিশন প্রোডাকশন হাউসের টেলিসিরিয়াল প্রোডাকশনের নানা কর্মকাণ্ডের প্রশিক্ষণ নিয়েছে (গোল ইন্ডিয়া নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় তিন মাসের এক প্রশিক্ষণ কর্মসূচীর মাধ্যমে)। তারা সকলেই বিভিন্ন টেলি-হাউসের কাজে যোগদান করেছেন।
৫. কিশোরী মেয়েদের প্রকল্প (সবলা)

২০১১ সালের জুলাই মাস থেকে রাজ্যের সাতটি জেলা- কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, নদীয়া, কলকাতা এবং পুরুলিয়ায় পাইলট ভিত্তিতে ১৪১টি আইসিডিএস প্রজেক্ট থেকে ২৯৪৪৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সবলা প্রকল্পটি চলছে কিশোরী মেয়েদের জন্য (যার উদ্দেশ্যে ১১-১৮বছর বয়সী মেয়েদের পুষ্টিগত ও স্বাস্থ্যগত অবস্থার উন্নতি এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ দিয়ে যোগ্য করে তোলা)।

· ১১-১৮ বছর বয়সী ১২.৭২ লক্ষ কিশোরী মেয়ে সবলা প্রকল্পের মাধ্যমে সুবিধা পাচ্ছে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন এবং পরিবার কল্যাণ, স্বাস্থ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে জ্ঞান অর্জন, বর্তমান পরিষেবাগুলি সম্পর্কে তথ্য ও নির্দেশ পাচ্ছে।

· প্রায় ১.৬ লক্ষ বিদ্যালয়-বহির্ভূত কিশোরী মেয়ে পরিপূরক পুষ্টি পাচ্ছে।

· কিশোরী মেয়েদের মধ্যে বিদ্যালয় ছুটের সংখ্যা ২০১০-১১ সালে ২.৮লক্ষ থেকে কমে ২০১৬-১৭ সালে হয়েছে ৯২০০০।

· গত ছয় বছরে বিভিন্ন জেলায় প্রায় ৪১ হাজার বিদ্যালয় বহির্ভূত কিশোরী মেয়ে যাদের বয়স ১৬ থেকে ১৮, বিভিন্ন বেসরকারি সংস্থা/স্বেচ্ছাসেবী প্রশিক্ষিত ব্যক্তিদের (ভিটিপিএস) মাধ্যমে বিউটিশিয়ান, হস্তশিল্প, সেলাই, ছাপাখানা এবং ডাইং, খাদ্য প্রক্রিয়াকরণ-এর মতো বিভিন্ন পেশার বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

· ২০১৫-১৬ অর্থবর্ষে কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সবলা ৯৮,৮২০ জন কন্যাশ্রী প্রকল্পের আওতাভুক্ত মেয়েকে সবলা দ্বারা পরিপূরক পুষ্টি কর্মসূচী (এসএনপি) প্রদান করা হয়েছে।

· প্রায় ১৬০০ বিদ্যালয় বহির্ভূত মেয়ে প্রথাগত/প্রথাবহির্ভূত শিক্ষা ব্যবস্থায় পুনরায় যুক্ত (ভর্তি) হয়েছে এবং এদের মধ্যে ৫০শতাংশই কন্যাশ্রী প্রকল্পের আওতায় আছে।

Kanyashree Swabalambi Scheme for self-sufficiency

To make the beneficiaries of the Kanyashree Scheme self-sufficient with respect to making a living, the Bengal Government has started the Kanyashree Swabalambi Scheme.

The pilot project for the scheme was recently launched for Purulia district. Gradually, this project would be extended to the whole of the state.

Besides skill development training, the girls would also be given training in communication and other personality development modules.

Source: Dainik Jugasankha

‘কন্যাশ্রী স্বাবলম্বী’ পাইলট প্রকল্পের সূচনা

‘কন্যাশ্রী’দের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলে স্বনির্ভর করার জন্য ‘কন্যাশ্রী স্বাবলম্বী’ পাইলট প্রকল্প চালু করল রাজ্য সরকার। পুরুলিয়ায় জেলায় প্রাথমিকভাবে এই প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী।

তিনি বলেন, ‘প্রাথমিক ভাবে এই জেলায় হাজারের বেশী কন্যাশ্রীকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এদের প্রত্যেকের দক্ষতা বৃদ্ধি ছাড়াও সাবলীলভাবে কথা বলা এবং ব্যাক্তিত্ব বাড়িয়ে তোলার প্রশিক্ষণ দেওয়া হবে। কন্যাশ্রীদের এই সুযোগ ধীরে ধীরে সারা রাজ্যে প্রসারিত করা হবে।’

জেলা প্রশাসনের উদ্যোগে ‘শিশুর সঠিক পোষণের মাধ্যমে অপুষ্টি প্রতিরোধে বিশেষ পদক্ষেপ’ শিরোনামে অঙ্গনওয়াড়ি কর্মীদের একটি সহায়ক পুস্তিকার উদ্বোধন করা হয়।

Key schemes of Bengal appreciated at UN

Kanyashree, Sabuj Sathi, Sabuj Shree, Khadya Sathi and several other flagship schemes of the Bengal Government were appreciated at the United Nations on Thursday as Finance Minister Dr Amit Mitra delivered an address. These schemes have already brought in immense social change and development in the State and now many foreign nations showed their interest in them.

Representatives from countries like Britain, Kenya and Argentina were extremely excited and wonder-struck as they listened to Dr Mitra. From Kanyashree which has helped in empowerment of girls to Khadya Sathi that provides rice at Rs 2/kg to 8.5 crore people – every scheme was met with appreciation at the UN.

Principal Secretary of the Department of Women and Child Development highlighted how Kanyashree scheme has brought change in the grassroots level, leading to a drop in number of child marriages and a reduction in the rate of dropout of girl students in schools.

Chief Minister Mamata Banerjee is going to address the United Nations at The Hague today.

বাংলার সাফল্যের গল্প শুনল রাষ্ট্রসংঘ

বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছ বছরের কার্যকলাপের সাফল্যের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী অমিত মিত্র। সরকারের উদ্যোগে কীভাবে বিনামূল্যে সকলের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া গিয়েছে, ন্যায্যমূল্যের ওষুধের দোকানের মাধ্যমে কম দামে ওষুধ কিনতে পারছেন সাধারণ মানুষ—এসবই মঞ্চে তুলে ধরেন অর্থমন্ত্রী।

রাজ্যের প্রান্তিক এলাকার মানুষ বা পিছিয়ে পড়া জনগণ যাতে অনাহারে না থাকেন, সেজন্য ২ টাকা কিলো দরে তাদের চাল দেওয়ার কর্মসূচির কথা জানান তিনি। একইসঙ্গে তুলে ধরেন ক্ষুদ্র উদ্যোগপতিদের ব্যাংক ঋণ পেতে সহযোগিতা করার কথা, কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার কথা, লাল ফিতের ফাঁস আলগা করে সরকারি কর্মসূচিতে স্বচ্ছতা আনার কথা।

এইসব প্রকল্প, কর্মসূচির মাধ্যমে গরিবি দূর করতে রাজ্য সরকার কীভাবে এগিয়ে চলেছে, অর্থমন্ত্রীর প্রতিটি বয়ানে ছিল তার খতিয়ান। গরিবি দূর করার পাশাপাশি যার সঙ্গে জড়িত স্বাস্থ্যও। তাকে সমর্থন করে ভারতীয় সম্প্রদায়ের অনুষ্ঠানে মমতা বলেন, ‘গরিবরা যাতে বঞ্চিত না হন, সেদিকে রাজ্য সরকার সজাগ দৃষ্টি রাখছে। কারণ আবেগ না থাকলে বিবেকের জন্ম হয় না।’

নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব এদিন কন্যাশ্রী প্রকল্পের সাফল্যের কথাও জানান। এই প্রকল্প চালু হওয়ায় বাংলায় বাল্যবিবাহ, স্কুল থেকে ড্রপ আউটের বিষয় অনেক কমে গেছে। মেয়েদের উচ্চ শিক্ষার পথ আরও প্রশস্ত হয়েছে।

আজ রাষ্ট্রসংঘের মঞ্চে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।