Rajya Sabha

November 22, 2019

Ahamed Hassan demands international flight services from Kolkata to Europe

Ahamed Hassan demands international flight services from Kolkata to Europe

FULL TRANSCRIPT

Thank you Sir for giving me an oppertunity to raise an important issue. I will speak in my mother tongue Bengali.

সকলেই জানেন মেট্রোপলিটান শহর কলকাতা ইস্টার্ন ইন্ডিয়া এবং সেভেন সিস্টার্স রাজ্যগুলির গেটওয়ে বলে পরিচিত। স্যার, অন্যদিকে কলকাতা হচ্ছে তৃতীয় মেট্রোপলিটন বৃহত্তম শহর এবং তৃতীয় জনবহুল শহর।

কিন্তু দুঃখের কথা হচ্ছে স্যার, দিল্লি থেকে ইউরোপ যাওয়ার জন্য রোজ চারটি ফ্লাইট রয়েছে এবং বোম্বে থেকে তিনটি এবং অন্যান্য জায়গা থেকে – যেমন চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ থেকে – ইউরোপের সাথে ডাইরেক্ট ফ্লাইট রয়েছে। কিন্তু দুঃখের কথা আমাদের ইস্ট্রার্ন রিজিয়ানের জন্য এবং সেভেন সিস্টার্স প্রদেশের সবথেকে যে কাছাকাছি রয়েছে সেই ক্যালকাটা এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট একটিও ফ্লাইট ইউরোপের জন্য নেই। এটা খুবই দুঃখের বিষয়। এর ফলে যেটা হচ্ছে যে স্যার, আমাদের খুব বেশি ক্ষতি হচ্ছে আমাদের শিক্ষার ক্ষেত্রে, আমাদের পর্যটনের ক্ষেত্রে, এবং অন্যান্য ক্ষেত্রে। আমরা খুবই অসুবিধার মধ্যে রয়েছি স্যার।

আমি যেটা বলতে চাই যে আগে কলকাতা থেকে ইউরোপের বেশ কয়েকটি ফ্লাইট ছিল কিন্তু একসময় নকশাল মুভমেন্টের সময় এইসব বিমান সংস্থাগুলি ব্রিটিশ এয়ারওয়েস এবং অন্যান্যরা এখান থেকে চলে যায়। স্যার, আমরা বারবার অনুরোধ করে আসছি অসামরিক বিমান পরিবহনমন্ত্রীদের বিভিন্ন সময়ে যে কলকাতা থেকে আবার আমাদের ফ্লাইট চালু করা হোক যাতে লোকেরা এর সুবিধা নিতে পারে। শুধু বাংলা নয়, ওড়িষ্যা, ঝাড়খন্ড, বিহার – এইসব প্রদেশও কিন্তু এর থেকে লাভবান হবে। এছাড়া অসম ও সেভেন সিস্টার্স প্রদেশগুলির কথা আমি আগেই বলেছি।

তাই স্যার, আমার অনুরোধ যেন কলকাতা থেকে একটি ডাইরেক্ট ফ্লাইট এয়ার ইন্ডিয়া বা অন্য জায়গার থেকে হয় তার জন্য যেন চেষ্টা করা হয়। স্যার আমি যেটা বলতে চাই, সম্প্রতি একটা ইন্টারন্যাশনাল মিটিং হয়েছিল – ওয়ার্ল্ড রুট কনফারেন্স – সেখানে আমাদের ব্রিটিশ এয়ারওয়েজ, টার্কিশ এয়ারওয়েস, নিপন এয়ারওয়েশ কলকাতার গুরুত্ব বুঝে কলকাতা থেকে ফ্লাইট চালাতে রাজি হয়েছে। তাই আমি বলব আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার উন্নতির জন্য পর্যটনে, শিল্পে, সংস্কৃতিতে এবং স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের প্রয়োজন কলকাতা থেকে ইউরোপে একটি ডিরেক্ট ফ্লাইট।

আমি স্যার সরকারকে অনুরোধ করব, অসামরিক বিমান পরিবহনমন্ত্রীকে অনুরোধ করব তারা যেন অবশ্যই এর জন্য পদক্ষেপ নেন এবং আমাদের উন্নয়নে, আমাদের বিকাশে সাহায্য করেন।