পুরুলিয়ায় নরেন্দ্র মোদীর জুমলার ফ্যাক্টচেক


প্রধানমন্ত্রীর দাবি

দিদি আমাকে থাপ্পড় মারতে চান

TRUTH

মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই বলেননি তিনি মোদিকে থাপ্পড় মারতে চান। তিনি বলেছিলেন মোদিকে গণতন্ত্রের থাপ্পড় মারতে চান

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

বাংলায় ভোট দেওয়ার আগে মানুষকে দু'বার ভাবতে হয়। বাংলায় ভোটার হিংসার বলি হতে হচ্ছে বিরোধীদের

TRUTH

বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরাতে ১৬৮টি বুথে পুনর্নির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন, কারণ সেখানে ব্যাপক ছাপ্পা ও ভোটলুঠ হয়েছে। ২০১৮ সালের এপ্রিল মাসে পঞ্চায়েত নির্বাচনে ৫ জন তৃণমূল কর্মী খুন হন। এই ব্যাপারে রাষ্ট্রপতিকেও চিঠি দিয়েছিল দল। গত ফেব্রুয়ারী মাসে বিজেপি কর্মীদের গুলিতে তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুন হন। এক বরিষ্ঠ বিজেপি নেতার নাম এফআইআরে উল্লিখিত হয়।

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

তৃণমূল আদিবাসীদের কথা ভাবে না

TRUTH

আদিবাসীদের উন্নয়নের জন্য আলাদা দপ্তর ও উন্নয়ন পর্ষদ তৈরী করা হয়েছে তৃণমূলের আমলে। গত আট বছরে জাতি শংসাপত্র প্রদানের হার তিনগুন হয়েছে। আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা লোন, ক্যারিয়ার কাউন্সেলিং, সংরক্ষণের ব্যাবস্থা করা হয়েছে। বিজেপি সরকার ভারতীয় অরণ্য আইন বদলাতে চেয়েছিল, যার ফলে বন আধিকারিকদের কোন দায় ছাড়া গুলি চালানোর অধিকার দেওয়া হবে, আদিবাসীদের অধিকার খর্ব করা হবে এবং তাদের বলপূর্বক স্থানান্তরিত করা হবে

FALSE
TRUE

প্রধানমন্ত্রীর দাবি

আমরা কৃষকদের ব্যাঙ্ক আকাউন্টে সরাসরি টাকা পাঠাতে চাই। বাংলা থেকে এখনও কোনও তালিকা দেওয়া হয়নি

TRUTH

বাংলায় কৃষকদের আয় ২০১১ সালে ৯১০০০ টাকা থেকে তিনগুন বেড়ে ২০১৮ সালে ২.৯ লক্ষ টাকা হয়েছে। বাংলায় ২০১৮ সালে নতুন প্রকল্প চালু হয়েছে - কৃষক বন্ধু - যার ফলে কৃষকরা একর প্রতি বছরে ৫০০০ টাকা পাবেন। এছাড়াও, শস্যবীমার প্রিমিয়ামের পুরো টাকাটাই রাজ্য সরকার দেয়

FALSE
TRUE