প্রতিশ্রুতি বনাম বাস্তব

‘আচ্ছেদিনের’ প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী মোদী ক্ষমতায় এসেছিলেন, কিন্তু গত পাঁচ বছরে তিনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটাও বাস্তবায়ন হয়নি


কর্মসংস্থান

প্রতিশ্রুতি দেওয়া

শ্রম-নির্ভর উৎপাদন বৃদ্ধি করা হবে, স্ব-নির্ভর হতে উৎসাহিত করা হবে

প্রতিশ্রুতি পালন

গত ৪৫ বছরে বেকারত্বের হার সর্বোচ্চ – ৬.১%। ২ কোটি মানুষ বেকার হয়েছেন। ভারতের ৭৭% কর্মীরাই অসুরক্ষিত কাজে নিযুক্ত

FAIL
যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো

প্রতিশ্রুতি দেওয়া

দেশের উন্নয়ন রাজ্যগুলির মাধ্যমে চালিত হবে

প্রতিশ্রুতি পালন

যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ধ্বংস করা হয়েছে। অন্ধ্রপ্রদেশকে Special Category Status দিতে অস্বীকার করেছে। বাংলা, কেরলের মত বিরোধী রাজ্যগুলোকে বন্যাত্রাণের জন্য পর্যাপ্ত অর্থ দেওয়া হয়নি

FAIL
আবাসন

প্রতিশ্রুতি দেওয়া

মধ্যবিত্তদের জন্য আবাসন তৈরী করবে

প্রতিশ্রুতি পালন

গ্রাম ও শহরাঞ্চলে প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু হয় ২০১৬ সালে। ২০২২ সালের মধ্যে শহরাঞ্চলের গরীবদের জন্য ২.২ কোটি বাড়ি তৈরী করার লক্ষ্য নেওয়া হয়। তিন বছর পর, এই প্রকল্পের মাত্র ১৮ শতাংশ সম্পন্ন হয়েছে

FAIL
কৃষি

প্রতিশ্রুতি দেওয়া

কৃষিক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হবে

প্রতিশ্রুতি পালন

বিজেপি ক্ষমতায় আসার আগে দশ বছর কৃষিক্ষেত্রে বৃদ্ধির হার ছিল ৪.২%। বিজেপি শাসনের পাঁচ বছরে গড় বৃদ্ধির হার কমে হয়েছে ২.৯%

FAIL
কৃষিতে সরকারি বিনিয়োগ

প্রতিশ্রুতি দেওয়া

কৃষিতে সরকারি বিনিয়োগ বাড়বে। কৃষিতে লাভের পরিমাণ বাড়ানোর জন্য চাষের খরচের ওপর অন্তত ৫০ শতাংশ মুনাফা নিশ্চিত করা হবে

প্রতিশ্রুতি পালন

১৯৮০-৮১ সালে কৃষি ক্ষেত্রে সরকারের বিনিয়োগ ছিল ৪৩.২% যা ২০১৬-১৭ সালে কমে হয়েছে ১৮.৮%। ২০১৮-১৯ সালের বাজেটে বলা হয় ন্যুনতম সহায়ক মূল্য চাষের খরচের ১.৫ গুণ করা হবে। কিন্তু বর্ধিত দাম নির্ধারণ করা হয় A2+FL ফর্মুলা অনুযায়ী (শুধু পারিবারিক শ্রম এবং কৃষিতে প্রয়োজনীয় জিনিসের হিসাব ধরে) C2 (জমির মূল্য) গ্রাহ্য না করেই

FAIL
কৃষি

প্রতিশ্রুতি দেওয়া

খাদ্যশস্যের ন্যুনতম সহায়ক মূল্য ১.৫ গুণ পর্যন্ত বাড়ানো হবে

প্রতিশ্রুতি পালন

অক্টোবর ২০১৮ পর্যন্ত ভারতের ৬০% এর বেশী বাজারে অনেক খাদ্যশস্য ন্যুনতম সহায়ক মূল্যের চেয়ে সস্তায় বিক্রীত হচ্ছে

FAIL
তথ্য প্রযুক্তি

প্রতিশ্রুতি দেওয়া

কেন্দ্রীয় অর্থমন্ত্রী ২০১৭-১৮ সালের বাজেট পেশ করার সময় সেপ্টেম্বর ২০১৭র মধ্যে ২০ লক্ষ আধার ভিত্তিক পয়েন্ট অফ সেল খোলার কথা বলেন

প্রতিশ্রুতি পালন

২০১৮ সালের জুন মাস পর্যন্ত মাত্র ৫.৫ লক্ষ আধার ভিত্তিক পয়েন্ট অফ সেল খোলা হয়েছে

FAIL
তথ্য প্রযুক্তি

প্রতিশ্রুতি দেওয়া

২০১৪ সালে বিজেপির ইস্তেহারে বলা হয়েছিল প্রতি গ্রামে ব্রডব্র্যান্ড পরিষেবা দেওয়ার ব্যাপারে তারা অঙ্গীকারবদ্ধ

প্রতিশ্রুতি পালন

২০১৮ সালের ৩১শে মার্চ পর্যন্ত শহরাঞ্চলের ৭০ শতাংশ এলাকায় এবং গ্রামীণ অঞ্চলে মাত্র ১০ শতাংশ অঞ্চলে এই পরিষেবা পৌঁছেছে

FAIL
Electricity

প্রতিশ্রুতি দেওয়া

এপ্রিল ২০১৮র মধ্যে ১০০ শতাংশ বিদ্যুতায়ন হবে দেশের প্রত্যন্ত অঞ্চলে

প্রতিশ্রুতি পালন

২৯ নভেম্বর ২০১৮ পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী ৯৬.৫ কোটি গৃহ বিদ্যুৎহীন

FAIL
কেন্দ্র রাজ্য সম্পর্ক

প্রতিশ্রুতি দেওয়া

২০১৪ সালের ইস্তেহারে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্যগুলির সহায়তায় দেশের উন্নয়ন করা হবে এবং সব সহায়তা করবে কেন্দ্র

প্রতিশ্রুতি পালন

২০১৫ সালের কেন্দ্রীয় বাজেটে ক্যাস Central Assistance to States (CAS) ২৬ শতাংশ কমানো হয়

FAIL
প্রকল্প

প্রতিশ্রুতি দেওয়া

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে মোদী সরকার আটটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প বন্ধ করে দেয়

প্রতিশ্রুতি পালন

গত বছরের তুলনায় ২৪টি প্রকল্পে কেন্দ্র তার অনুদান ২৪ শতাংশ কমিয়ে দেয়

FAIL
কেন্দ্র রাজ্য সম্পর্ক

প্রতিশ্রুতি দেওয়া

২০১৪ সালের বিজেপির ইস্তেহারে অসমের বন্যা এবং নদীর জলের ব্যবস্থাপনার কথা ছিল

প্রতিশ্রুতি পালন

রাজ্যে বন্যা এবং ভূমিক্ষয়ের চিরকালীন সমস্যা মেটাতে অসম সরকার বন্যা ব্যবস্থা তহবিল থেকে কেন্দ্রীয় সরকারের থেকে অতিরিক্ত ১১০০ কোটি টাকা দাবী করে। সেখানে ৯০ কোটি টাকা দেওয়া হয় ২০১৭-১৮ সালের বাজেটে

FAIL
পুলিশ

প্রতিশ্রুতি দেওয়া

বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল সাইবার ক্রাইম রুখতে পুলিশকে প্রযুক্তিগত দিক থেকে প্রশিক্ষণ দেওয়া হবে

প্রতিশ্রুতি পালন

এনসিআরবি তথ্য অনুযায়ী বছরের পর বছর দেশে সাইবার ক্রাইম বৃদ্ধি পাচ্ছে। ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালের সাইবার ক্রাইমের সংখ্যা যথাক্রমে ৯৬২২, ১১৫৯২ ও ১২৩১৭

FAIL
বিচার ব্যাবস্থাপনা সংস্কার

প্রতিশ্রুতি দেওয়া

২০১৪ সালের বিজেপির ইস্তেহারে ছিল তারা বিচার ব্যাবস্থাপনার সংস্কার আনবে বিচারপতিদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে, শূন্যপদ পূরণ করবে, কোর্টের সংখ্যা দ্বিগুণ করবে, নিম্ন আদালতে বিচারপতির সংখ্যা দ্বিগুণ করবে

প্রতিশ্রুতি পালন

২০১৮ সালের মার্চ মাসের তথ্য অনুযায়ী, সুপ্রীম কোর্টে ৯টি পদ শূন্য, হাইকোর্টে ৪১৭টি পদ শূন্য, জেলা ও নিম্ন আদালতে ৫৪৩৬টি পদ শূন্য

FAIL
সরকারি তথ্যের প্রাপ্যতা

প্রতিশ্রুতি দেওয়া

লোকপাল সংস্থা স্থাপন করব

প্রতিশ্রুতি পালন

কোনও লোকপাল নিযুক্ত হয়নি

FAIL
অর্থনীতি

প্রতিশ্রুতি দেওয়া

ব্যাঙ্কিং ক্ষেত্রে এনপিএ কমাতে বিজেপি সমস্তও পদক্ষেপ নেবে

প্রতিশ্রুতি পালন

রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী গত তিন বছরে সমস্তও বেসরকারি এবং বিদেশী ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে এনপিএ বেড়েছে যথাক্রমে ৮১.১ এবং ৬৮.৪ শতাংশ

FAIL
নির্মলীকরণ ব্যবস্থা

প্রতিশ্রুতি দেওয়া

সচেতনতামূলক অভিযান চালিয়ে দেশকে নির্মল করা হবে

প্রতিশ্রুতি পালন

এনএসএসওর ২০১৫-১৬র তথ্য অনুযায়ী ১ লক্ষ গৃহের ৫৫.৪ শতাংশ মানুষ উন্মুক্ত শৌচকর্ম করতে বাধ্য। শহরে সেই সংখ্যা ৭.৫ শতাংশ

FAIL
সাফাইকর্ম

প্রতিশ্রুতি দেওয়া

বিজেপি ম্যানুয়াল সাফাইকর্ম বন্ধ করবে

প্রতিশ্রুতি পালন

৩০ জুন ২০১৮ পর্যন্ত ১৩রাজ্যে ১৩৬৫৭ জন সাফাইকর্মী আছে

FAIL
সামাজিক হিংসা

প্রতিশ্রুতি দেওয়া

দেশে শান্তিপূর্ণ এবং নিরাপদ বাতাবরণ তৈরী করবে যেখানে অপরাধীদের থেকে বা শোষকদের থেকে ভয় থাকবে না

প্রতিশ্রুতি পালন

২০১৪-১৭ সালের মধ্যে ৪০টি লিঞ্চিং হয়েছে যার ফলে ৪৫ জন মারা গেছে, ২০১৪ সালে সাম্প্রদায়িক দাঙ্গার সংখ্যা ছিল ৬৪৪ যা ২০১৭তে বেড়ে হয়েছে ৮২২

FAIL
এনপিএ

প্রতিশ্রুতি দেওয়া

ব্যাঙ্কিং খাতে এনপিএ হ্রাস করার জন্য বিজেপি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

প্রতিশ্রুতি পালন

ভারতীয় রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী, বেসরকারি ও বৈদেশিক ব্যাংকগুলির মোট মোট এনপিএ গত ৩টি অর্থবর্ষে ৮১% বেড়েছে। একই সময়ের মধ্যে পিএসবিগুলির সমষ্টিগত মোট এনপিএ ৬৮% বেড়েছে।

FAIL
বুলেট ট্রেন

প্রতিশ্রুতি দেওয়া

বুলেট ট্রেন চালু করব

প্রতিশ্রুতি পালন

শুধুমাত্র আমেদাবাদ- মুম্বইতে বুলেট ট্রেন চালু হবে

FAIL
পানীয় জল

প্রতিশ্রুতি দেওয়া

সকলের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা

প্রতিশ্রুতি পালন

২২ শতাংশ গ্রামাঞ্চলে বিশুদ্ধ পানীয় জল পৌঁছয়নি

FAIL
নমমী গঙ্গে

প্রতিশ্রুতি দেওয়া

বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল পরিষ্কার এবং নিরবিচ্ছিন্ন গঙ্গার গতিধারা তৈরী করার

প্রতিশ্রুতি পালন

নমমী গঙ্গে প্রকল্পের ৭৬ শতাংশ টাকা ব্যয়ে মাত্র ২৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে

FAIL
মহিলা আসন সংরক্ষণ

প্রতিশ্রুতি দেওয়া

বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সংসদ এবং বিধানসভায় ৩৩ শতাংশ মহিলা আসন সংরক্ষণ করা

প্রতিশ্রুতি পালন

সংসদে বিজেপি সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও মহিলা সংরক্ষণ বিল পাস হয়নি

FAIL
বেটি বাঁচাও বেটি পড়াও

প্রতিশ্রুতি দেওয়া

কন্যা সন্তানদের বাঁচাতে ও শিক্ষিত করতে দেশব্যাপী বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প শুরু করা

প্রতিশ্রুতি পালন

বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের মাত্র ৯ শতাংশ ব্যবহার করা হয়েছে

FAIL
ধর্ষণ

প্রতিশ্রুতি দেওয়া

ধর্ষিতদের জন্য তহবিল এবং পুনর্বাসনে জোর দেওয়া হবে

প্রতিশ্রুতি পালন

নির্ভয়া ফান্ডের পরিমাণ ৩৬০০ কোটি টাকা। যদিও এই তহবিলের মাত্র ২৭%ব্যবহার হয়েছে

FAIL
পানীয় জলের সুবিধা

প্রতিশ্রুতি দেওয়া

নলের মাধ্যমে জল সরবরাহ করে গ্রামীণ মহিলাদের জীবন সহজ করা হবে

প্রতিশ্রুতি পালন

মাত্র ১৬.৯৩ শতাংশ গ্রামীণ বাড়িতে নলের মাধ্যমে জল পৌঁছয়

FAIL
অ্যাসিড আক্রান্ত

প্রতিশ্রুতি দেওয়া

অ্যাসিড আক্রান্তদের জন্য তহবিল তৈরী করা হবে

প্রতিশ্রুতি পালন

এরকম কোনও তহবিল তৈরী হয়নি

FAIL
উজ্জ্বলা প্রকল্প

প্রতিশ্রুতি দেওয়া

কম দূষণের জ্বালানী পৌঁছে দিয়ে গ্রামীণ মহিলাদের জীবনযাত্রা সহজ করা হবে

প্রতিশ্রুতি পালন

এলপিজির দাম ক্রমবর্ধমান এর ফলে মহিলারা বাধ্য হয়েছেন পারম্পরিক প্রথায় রান্না করতে। ১ কোটি উজ্জ্বলা প্রকল্পের গ্রাহকরা আর রিফিল করাতে আসেননি

FAIL