December 13, 2017
We must live and grow together; divisive forces are country’s enemies: Bengal CM

Bengal Chief Minister Mamata Banerjee today distributed prizes for the Junglemahal Cup Sports Tournament as well as announced and inaugurated several developmental projects for the region at a public ceremony in Indpur, Bankura.
“Our Government had introduced this sporting event five years ago to encourage sports and cultural activities among the local youth and nurture talent in football, kabaddi, archery, chou and many other disciplines.
So many star players of yesteryears are present here to encourage the youngsters,” she said. “I am proud of the young generation from Jangalmahal who are now advancing in education, skill development, sports and cultural activities.”
Statewide celebrations to mark Wildlife Day were also flagged off today during the programme at Bankura. Alongwith wildlife protection, the environment too must be protected, she stressed. Numerous new government schemes were initiated and benefits were distributed among the region’s people as well.
Nearly 2,500 clubs and about 30,000 youths from the Junglemahal areas participated in the sports and cultural competitions. Jerseys, footballs and Rs 25,000 were given to each of the clubs to encourage sports among the youth. Attempts are on by the police department to give jobs to the winners, she added.
At a place where fear once prevailed, free training and development of the tribal youth, along with food and education, are now being provided. Scholarships and loans for higher education have also been made available. Medical treatment without cost and increasing the age limit for government job applications have also been arranged for the people from these areas. “And yet, some people are saying that nothing has been done for the tribal population. Do not heed these false comments. Go ahead with the opportunities that are with you now,” she told the gathering.
The Central Government has stopped giving funds. It has curtailed various schemes. We will continue with the programmes with our own money. But we will not tolerate anyone’s accusations or anger. We are humane, and we will be known for that. We work for all the people, and we will live and grow together. No one from outside is burnt to death in Bengal. Those who are pursuing divisiveness are enemies of the country, she said. Everyone must maintain peace, and those who are spreading harmful rumours must be reported to the police, she concluded.
সারা বাংলা একদিন বিশ্বজয় করবে, মানুষের মুখে হাসি ফোটাবে: মুখ্যমন্ত্রী
আজ বাঁকুড়ার ইন্দপুরের জনসভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি পরিষেবাও প্রদান সহ জঙ্গলমহল ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কারও দেন মুখ্যমন্ত্রী।
তাঁর বক্তব্যের কিছু অংশঃ
আদিবাসী,তপশিলি ভাই বোনেরা আমার গর্ব। আদিবাসীদের জন্য অনেক উন্নয়ন করেছে আমাদের সরকার। আড়াই হাজার ক্লাবকে জার্সি, ফুটবল সহ ২৫০০০ টাকা আর্থিক সাহায্য করা হয়েছে। খেলাধুলোর মাধ্যমে বিভিন্ন প্রতিভা উঠে আসে। যারা বিজয়ী হয়েছেন তাদের চাকরি দেবে পুলিশ, প্রক্রিয়া চলছে।
আজ বন্যপ্রাণী দিবস। বন্যপ্রাণ সংরক্ষণের পাশাপাশি পরিবেশ ভালো রাখা, শান্তি, সংহতি রক্ষা করাও আমাদের কর্তব্য। সবুজ বাঁচাও। সৃষ্টির নামই সংস্কৃতি। ধ্বংস নয়, সৃষ্টি করুন।
আগে বাঁকুড়া, পুরুলিয়ায় আসতে মানুষ ভয় পেত। মাওবাদী আতঙ্কে মানুষ ভয়ে বাড়ি থেকে বেরোতে পারত না, বেরোলে মাওবাদী তকমা দিয়ে দেওয়া হত। মাওবাদীরা গ্রামের মানুষের ওপর অত্যাচার করত। আজ আমি গর্ব করে বলতে পারি আর কোন মাওবাদী এলাকা নেই, সব মানুষ আজ মুক্ত। সাধারণ মানুষ আজ ভালো আছে।
আজ জঙ্গলমহল হাসছে। আদিবাসী ছেলেমেয়েদের বিনা পয়সায় ট্রেনিং দেওয়া হচ্ছে, স্কলারশিপ দেওয়া হচ্ছে, উচ্চশিক্ষার জন্য ঋণ দেওয়া হচ্ছে। আদিবাসীদের চাকরিতে আবেদনের জন্য বয়সসীমা ৪৫ বছর, তপশিলিদের জন্য ৪৩, আর সাধারণদের জন্য এই বয়সসীমা করা হয়েছে ৪০ বছর পর্যন্ত।
আমাদের সরকার সাঁওতালি, অল চিকি, কুরুক, কুর্মালি, নেপালি, গুরুমুখি ভাষাকে স্বীকৃতি দিয়েছে। আমদের সরকারই প্রথম আদিবাসীদের ২ টাকা কিলো দরে চাল দিয়েছে। আজ বাংলার সাড়ে ৮ কোটি মানুষ ২ টাকা কিলো দরে চাল ও গম পায়।
গরীব, মধ্যবিত্ত হওয়া কোন অপরাধ নয়। কিছু কিছু লোক মিথ্যে কথা বলে বেড়াচ্ছে যে আদিবাসীদের জন্য নাকি কোন কাজ হয়নি।অপপ্রচারে কান দেবেন না।
আজ মানুষ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে। এই জেলায় ৪ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, মাদার চাইল্ড হাব তৈরি করা হয়েছে।
প্রসূতি ও গর্ভবতীদের জন্য আরও ১০০০ মাতৃযান দেওয়া হচ্ছে। সেখানে একজন নার্স ও সহকর্মী থাকে। পলিটেকনিক কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, রাস্তা সব তৈরি করা হয়েছে। ঝাড়গ্রাম নতুন জেলা হয়েছে। সব জেলায় উন্নয়নের কাজ হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের এখন ক্ষতিপূরণ দেওয়া হয়।
দিল্লির সরকারের কিছু বড় বড় নেতা আছে যাদের কোন কাজ নেই শুধু বড় বড় কথা বলে বেড়ায়। গুজরাতে দলিত, আদিবাসীদের পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, কিন্তু বাংলা তাদের ভালবাসে। বাংলায় কোন ভেদাভেদ নেই, সবাই সমান।
বাংলায় ৩ লক্ষ গরীব মানুষকে পাট্টা দেওয়া হয়েছে। ৫৭ লক্ষ SC/ST ছেলেমেয়ে শিক্ষাশ্রী স্কলারশিপ পায়। কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী সহ আরও বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। ৮১ লক্ষ ছেলেমেয়েদের চাকরি দেওয়া হয়েছে। ১.৭১ কোটি সংখ্যালঘু ছেলেমেয়েদের স্কলারশিপ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকার সব টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। নিজেদের টাকা দিয়ে আমরা সব প্রকল্প চালাব কিন্তু কারো চোখ রাঙানি সহ্য করব না।
আমাদের ভাতে মেরে লাভ নেই কারণ, আমাদের রাজ্যেই ধান উৎপাদন হয়। আমাদের সরকার কৃষিজমির সব খাজনা মুকুব করে দিয়েছে।
নোট বাতিল ও জি এস টির ফলে প্রায় দেড় কোটির বেশি লোক বেকার হয়ে গেছে।
আমরা মানুষ এটাই আমাদের পরিচয়। আমরা সকলের জন্য কাজ করি। সবাইকে ভালবাসতে হবে। বাংলা, বাংলার মা মাটি মানুষ আমাদের গর্ব, সারা বাংলা একদিন বিশ্বজয় করবে, মানুষের মুখে হাসি ফোটাবে। এটাই বাংলার পরিচয়। মাথা উঁচু করে আমাদের এগিয়ে যেতে হবে।
বাংলায় কাউকে পুড়িয়ে মারা হয় না। মানুষ সবচেয়ে বড় কথা। সকলকে শান্তি রক্ষা করতে হবে। কেউ উল্টোপাল্টা প্রচার করলে সাথে সাথে পুলিশকে জানাবেন। আগের সরকার ৩৪ বছর এই সব জেলাকে ভুলে গিয়েছিল।
জঙ্গলমহলের মানুষ আমাদের গর্ব। সকলকে একসাথে নিয়েই এগিয়ে যেতে হবে.